এন.সি.টি.এফ বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।।

 

গত ১৯/১২/১৪ রোজ শুক্রবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার প্রধান বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী। এই বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।
এনসিটিএফ বগুড়ার সাধারন সদস্যদের নিয়ে ২০১৫ সালের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এসময় এনসিটিএফ এর কার্য নির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

এন.সি.টি.এফ, কুষ্টিয়া এর বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৫ অনুষ্ঠিত

২৬শে ডিসেম্বর শুক্রবার, ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এন.সি.টি.এফ), কুষ্টিয়া জেলা কমিটির বার্ষিক কর্ম পরিকল্পনা সভা-২০১৫ ও বার্ষিক সাধারণ সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৪ সালের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং দলগতভাবে ২০১৫ সালের পরিকল্পনা গ্রহন করা হয়। বিগত কিছু কার্যক্রমের সাথে নতুন নতুন কিছু সৃজনশীল কার্যক্রম যেমন- দুস্থ শিশুদের সহায়তা , দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন, বিদ্যালয়গুলোতে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বন্ধে শপথ ও তথ্য অফিসের সহায়তায় প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি কার্যক্রম উঠে এসেছে এবারের পরিকল্পনায়। । কমিটির কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ এর সভাপতি মুসাব্বির হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শিশু সাংবাদিক সাজিদ হাসান, আসিফ খন্দকার, শাকিল ইসলাম সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ার আসাদুজ্জামান ও লাইলাতুল আফিয়া তন্বী।

মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮ বৎসর থাকবে চাইল্ড পার্লামেন্ট এর ১২ তম অধিবেশনে ডেপুটি স্পিকার।

মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮ বৎসর থাকবে চাইল্ড পার্লামেন্ট এর ১২ তম অধিবেশনে ডেপুটি স্পিকার

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

চাইল্ড পার্লামেন্ট জাতীয় পর্যায়ের শিশু অধিকার সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে বাংলাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদের বাস্ত-বায়নে কাজ করে যাচ্ছে ।এ বছর বাল্য বিবাহ শিশু শিক্ষা ও সুরক্ষার অন্তরায় প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ এর ৬৪ জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য এবং ১৬ প্রান্তিক জনগোষ্ঠীর  ।

যেখানে বাংলাদেশের ৬৪ জেলার  চাইল্ড পার্লামেন্ট সদস্য সহ ১৬ টি বিশেষ অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি মোট ৮৪ জন চাইল্ড পার্লামেন্ট সদস্য এই অধিবেশনে অংশগ্রহন করেন। এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় “বাল্য-বিবাহ শিশুর শিক্ষা এবং সুরক্ষার অন্তরায়”।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে অধিবেশন শুরু করেন চাইল্ড পার্লামেন্ট  স্পিকার লোমাত সহিবা। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় নিহত স্কুল শীক্ষার্থীদের স্বরনে শোক প্রকাশ করে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা এক মিনিট নিরবতা পালন করে ।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মেয়েদের বিয়ের নুন্ম্যতম বয়স ১৮ বৎসর থাকবে বলেই চাইল্ড পার্লামেন্টকে অবহিত করেন ।“ আইন মন্ত্রনালয় বাল্যবিবাহ রোধে মুল ভুমিকা পালন করতে পারে । মারেজ রেজিস্টার মনিটরিং এর জন্য যে সকল পদ খালি আছে সে গুলো পূরণ করে বিবাহ নিবন্ধন ব্যাবস্থাকে জোরালো করার অনুরোধ জানাচ্ছি, ‍” তিনি আইন মন্ত্রনালয়ের প্রতি আহবান জানিয়েছেন ।সরকারি বেসরকারি গণ মাধ্যম গুলোর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন– প্রন্তিক মানুষের কাছে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপুর্ন ভ’মিকা পালন করতে পারে ।তিনি আইন মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার বলেন – নরসিংদী চাইল্ড পার্লামেন্ট সদস্য জীবন নেসা যাতে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায় এবং তার স্কুলে আসা যাওয়া অব্যাহত থাকে সে জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বাবা মায়ের সাথে যোগাযোগ করবো।

চাইল্ড পার্লামেন্ট জাতীয় পর্যায়ে শিশুদের নেতৃত্ব দানকারি সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে ২০০৩ সাল থেকে বাংলাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে জেলা পর্যায়ে শিশু অংশ গ্রহনের মাধ্যমে কাজ করে যাচ্ছে ।CP-Photosobujbarta
অধিবেশনের স্বাগত বক্তব্যে চাইল্ড পার্লামেন্ট অর্জন উল্লেখ করে  স্পিকার লোমাত সহিবা বলেন –
২০০৩ সাল থেকে চাইল্ড পার্লামেন্ট এর অনেক অর্জন রয়েছে । মাধ্যমিক পর্যায়ে বিনামুল্যে বই প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে প্রজ্ঞাপন জারি, বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি শিক্ষা চালু করন, রাজনৈতিক কার্যক্রমে শিশুদের নিষিদ্ধকরনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, শেনী কক্ষে মোবাইল ফোন ব্যাবহারে সরকারি নিষেধাজ্ঞা, পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য ।

নরসিংদী চাইল্ড পার্লামেন্ট সদস্য জীবন নেসা বাল্য বিবাহ নিয়ে নিজের জীবনে অভিজ্ঞতা তুলে ধরে –
আমি নিজেই বাল্য বিবাহের শিকার । আমি সবার সহযোগিতায় বিয়ে ঠেকাতে পারলেও আংটি পড়ানো ঠেকাতে পারিনাই । আমার বান্ধবী আসমা মৃত সন্তান প্রসব করে । সে এখন সাভার গার্মেন্টস এ কাজ করছে ।
বরগুনা চাইল্ড পার্লামেন্ট সদস্য আসিফ হোসেন বলেন-
অপ্রাপ্ত বয়সে বিয়ের কারনে অনেক মেধাবী মেয়ে তাদের পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে । ৬৬ ভাগ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে । পাশাপাশি বিয়ের আগে পড়ালেখা চালিয়ে যাবার কথা বললে ও বিয়ের পর অধিকাংশ মেয়েই পারে না ।
কক্সবাজার চাইল্ড পার্লামেন্ট সদস্য সুইটি রানী দে বলেন –
আমার বান্ধবী ফোনে কথা বলে । আমি যখন নাইনে পড়ি থখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় । কিন্তু আমি আমার বান্ধবীর বিয়ে ঠেকাতে পাড়ি নাই ।

আমার বান্ধবী আসমা মৃত সন্তান প্রসব করে । সে এখন সাভার গার্মেন্ট এ কাজ করছে ।
বরগুনা চাইল্ড পার্লামেন্ট সদস্য আসিফ হোসেন বলেন-
অপ্রাপ্ত বয়সে বিয়ের কারনে অনেক মেধাবী মেয়ে তাদের পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে । ৬৬ ভাগ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে । পাশাপাশি বিয়ের আগে পড়ালেখা চালিয়ে যাবার কথা বললে ও বিয়ের পর অধিকাংশ মেয়েই পারে না ।
কক্সবাজার চাইল্ড পার্লামেন্ট সদস্য সুইটি রানী দে বলেন –
আমার বান্ধবী ফোনে কথা বলে । আমি যখন নাইনে পড়ি থখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় । কিন্তু আমি আমার বান্ধবীর বিয়ে ঠেকাতে পাড়ি নাই ।

চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে:

_MG_1935ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর এডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্ট এর নির্বাচিত সদস্য সংখ্যা ১২৮। প্রত্যেক জেলায় ১ জন মেয়ে এক জন ছেলে শিশুদের ভোটে নির্বাচিত হয় । দেশের সবচে বড় শিশু সংগঠন এনসিটিএফ এর নিবন্ধিত সদস্য সংখ্যা ৪০ ,০০০ এর বেশি ।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন , প্ল্যান এবং ওয়ার্ল্ড ভিশন এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমির সাচিবিক সহযোগিতায় এনসিটিএফ জেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করছে ।

জেলা উপজেলা পর্যায়ে এনসিটিএফ সদস্যরা স্থানীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রশাসনের সাথে সমন্বয় প্রতিবেদন করে থাকে । বাংলাদেশের ১২ থেকে ১৮ বছরের যে কোন শিশু নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারে । জেলা পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমিতে এনসিটিএফ সচিবালয়ে যোগাযোগ করা যাবে ।

 

 

চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন শুরু

চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন শুরু হয়েছে। সকাল ৯ টায় সমগ্র বাংলাদেশ থেকে আগত ৮২ জন চাইল্ড পার্লামেন্ট মেম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে এলজিইডি অডিটরিয়ামে প্রবেশ করেন। এর পর একে একে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দের আগমণ ঘটে। সকাল ১১ টায় ১২ তম চাইল্ড পার্লামেন্টের প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোঃ ফজলে রাব্বি মিয়া, এমপি উপস্থিত হলে চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন এর উদ্ভোধন হয়।

খুলনায় দুই দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি এর প্রশিক্ষন সম্পন্ন ।

সাজিদ হাসান:

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর খুলনা বিভাগীয় পর্যায়ে ২দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষণ ১৯ ডিসেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে।

ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষন সম্পন্ন করেছে।

dsc_5708-sobujbartaখুলনায় এনজিও ফোরামে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার প্রতি জেলা থেকে ১ জন করে শিশু সাংবাদিককে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষনের প্রথম দিন শিশু সাংবাদিকদের বেসিক কম্পিউটার ও আইসিটি এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। আইসিটি ট্রেনিং এ কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফ বিডি ডট ওআরজি এর ব্যবহারের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

দ্বিতীয় দিন প্রশিক্ষনার্থীদের ফটোগ্রাফির উপর প্রশিক্ষন প্রদান করা হয় এবং প্রশিক্ষন শেষে তাদের স্থানীয় এলাকায় নিয়ে যাওয়া হয় হাতে কলমে ফটোগ্রাফি শেখানোর জন্য।

উক্ত প্রশিক্ষনে পরিচালনায় ছিলেন এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী, ফটোগ্রাফি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ব্যুরো ফটোগ্রাফার বাহা উদ্দিন বাহার, আইসিটি প্রশিক্ষক হিসেবে ছিলেন সবুজবার্তা ডট কমের সম্পাদক ও আসাদজোন ডট কমের স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান।

Pre-Child Parliament Session Begins

The preparatory session of the Child Parliament -2014 started at a local training center in Savar on Thursday. Child Parliament is the advocacy wing of child rights organization National Children Task Force (NCTF) patronized by Bangladesh Shishu Academy and some other Non Government Organisations (NGO). A total of 84 elected Child Parliament Members attended the session representing 64 districts and 20 marginalized areas of the country. The primer session of the Child Parliament will be held at LGED Bhaban on December 21 in the capital.

Shared from Daily Observer

http://www.observerbd.com/2014/12/19/61578.php

http://goo.gl/so7J4i