এনসিটিএফ কর্তৃক জেলা প্রসাশক মৌলভীবাজার এর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ
১৭ জুলাই ২০১৮ এনসিটিএফ মৌলভীবাজারের উদ্যোগে রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ এর সহযোগীতায় জেলা প্রসাশক মোঃ তোফায়েল আহমেদ এর এক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারের বিষয় ছিলো মৌলভীবাজার জেলার শিশু ভিক্ষাবৃত্তি, বন্যা ও বন্যা পরবর্তি পরিস্থিতি।
সাক্ষাৎকারটি গ্রহন করে সভাপতি দীপ্রধর অর্ঘ, সহ সভাপতি নুসাইবা ইবনাত রূপন্তি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম মোহাম্মদ বুখারি ও সাংঠনিক সম্পাদক কৃতিময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লিকন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান, জেলা ভালান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, রোমানা আক্তার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন পাল ধ্রুব ও মোঃ ফাহিম। সাক্ষাৎকারটিসহ শিশু ভিক্ষাবৃত্তি ও বন্যা সম্পর্কিত রিপোটটি রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ তে সম্প্রচার করা হবে।
এনসিটিএফ মেহেরপুর পৌর কমিটির বিদ্যালয় পরিদর্শন
১৬ জুলাই, ২০১৮ এনসিটিএফ পৌর কমিটির সদস্যরা কমিটির সভাপতি (মুশফিকুর রহমান রিয়াদ) এর নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাথীর উপস্থিতির হার ভাল। বিদ্যালয়টি পরিষ্কার থাকার পাশাপাশি শিশুদের সুন্দরভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এনসিটিএফ শিশুরা বিদ্যালয়টি পরিদর্শনকালে মৌলিক শিক্ষা কার্যক্রম চালু থাকায় এনসিটিএফ সদস্যরা শিশুদের মধ্যে বসে মৌলিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। সেখানে শিশুদের যেভাবে খেলার মাধ্যমে এবং বিনোদনের মধ্য দিয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এনসিটিএফ এর শিশুরা বিদ্যালয়ের শিশুদের সাথে প্রায় ২ ঘন্টা সময় কাটিয়ে মৌলিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার শিক্ষিকা মুক্তার সঙ্গে কথা বলেন। মুক্তা বলেন সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এ ধরনের শিশুদের শিখাতে পেরে আমি গর্বিত এবং এখানে শিশুদের কে অক্ষর, বর্ণ মালা, শুদ্ধ বানান, সহজভাবে রিডিং পড়ার পাশাপাশি শিশুদের অতিরিক্ত সেবা দেওয়া হয় এবং ৬ মাস পর একজন শিশুর অনেক অংশে উন্নয়ন লক্ষ করা যায় যা বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীর থেকে পৃথক। পরিদর্শন কালে উপস্থিত ছিল পৌর কমিটির সকল সদস্য, জেলা কমিটির সভাপতি, শিশু সাংবাদিকসহ সাধারণ সদস্য।
প্রাপ্তফলাফলঃ
১. শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উপস্থিতি ভালো।
২. বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ।
৩. বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে।
৪. ছাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে।
৫. বেতরা ঘাত করা হয় না।
৬. লাইব্রেরীর রুম আছে।
৭. প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
ঠাকুরগাঁও সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ এবং বড়দের সাথে সভা অনুষ্ঠিত
গত ২০ এবং ২১ জুন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলার এর আয়োজনে সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা জেলার সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ৩৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক, অভিভাবক সহ প্রতিষ্ঠানের শিশুদের সাথে বড়দের শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা টয়লেট সংস্কার, ফ্যান প্রদান, বাগান গেট, খেলার জন্য ফুটবল এবং ক্রিকেট সেট, স্কুল প্রাঙ্গনে ডাস্টবিন স্থাপন, জানালা মেরামত, স্কুল মাঠ সংস্কার, বুক কর্ণারে নতুন বই প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি বলেন, শিশুদের সাথে করা আজকের এই কর্মপরিকল্পনাটি আমরা বাস্তবায়নে কাজ করবো। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, কর্মপরিকল্পনায় উঠে আসা বিষয়গুলোর আলোকে শুধুমাত্র মাঠ সংস্কারের জন্য আমাদের সহযোগিতা দরকার। বাকিগুলো স্কুল ম্যানিজিং কমিটিই বাস্তবায়ন করতে পারবে। মাঠ সংস্কারের জন্য প্রধান শিক্ষককে বলবো উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন করলে বিষয়টি দেখা হবে। এমন একটি আয়োজন করার জন্য এনসিটিএফকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সকল জায়গায় স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।
এনসিটিএফ মৌলভীবাজার জেলা কমিটির জুলাই মাসের সভা সম্পন্ন
অদ্য ১৩-০৭-২০১৮ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার মাসিক সভা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন দীপ্র ধর অর্ঘ্য। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দীন।
রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হাসান। এনসিটিএফ জেলা ভলান্টিয়ার রুমানা আক্তার চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক ইমন পাল ধ্রুব, অনলাইন শিশু গবেষক সমরিতা পাল ঐশি, সাধারণ সম্পাদক পারভীন বেগম, কৃতিময় রায়, ইমাম আহমেদ সাহাবি, প্রমি, সায়মা হোসেন অপি, প্রমুখ।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হাসান বলেন এনসিটিএফ কমিটি।
রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর শিশু সংবাদিক হয়ে কাজ করবে। এছাড়াও কিছুদিন পূর্বে বন্যা কবলিত হওয়া শিশুদের বর্তমান পরিস্থিতি উপর প্রতিবেদন এবং আমাদের মৌলভীবাজার শহরকে ভিক্ষুক মূক্ত করার পরেও অনেক শিশু ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে তাই এই বিষয়ে কর্মরত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করার পরামর্শ দেন। আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়। পরে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে শিশুদের সাক্ষাত
দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দ্রুতই চালু হতে যাচ্ছে ’জাস্টিস অডিট সিস্টেম’ বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর ফলে শিশু নির্যাতন মামলাগুলোর তদারকি ও হালনাগাদ করা সহজ হবে এবং দ্রত বিচার সম্পন্ন করা যাবে। ১০ জুলাই, বাংলাদেশ সচিবালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচিত শিশু প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব জানান। এ সময়ে শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের কিছু সুপারিশ উপস্থাপন করে শিশুরা।
এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ও সিনিয়র সহকারী সচিব মো: রেজাউল করিম।
শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রত বিচারের আওতায় আনা, শিশু আইন ২০১৩ এর বাস্তবায়ন, দেশব্যাপী শিশু হেল্প লাইন ১০৯ এর দ্রুত প্রসার, শিশুদের প্রতি শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সবাইকে সচেতন করে তোলা ইত্যাদি দাবিকে প্রাধান্য দিয়ে নানা সুপারিশ উপস্থাপন করে শিশুরা।
মাননীয় মন্ত্রী জানান, শিশু নির্যাতন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরও ৪১ টি পদ সৃষ্টি করে তাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেললে আইন নিজের হাতে তুলে নেবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটি যাতে না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
এ অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেফতাহুন নাহার, ফেরদৌস নাইম, মাহমুদা সিদ্দিকা, ফারিয়া মেহজাবীন খান, আহনাফ আনাম, মোহাম্মদ জাহিদ হোসেন, মারিয়াম আখতার ও সুমাইয়া আখতার।
শরিয়তপুরে স্কলার ভ্যালী উচ্চ বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরিয়তপুর এর আয়োজনে জেলার স্কলার ভ্যালী (এসভি) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গত ১১ ও ১৩ই জুন বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ২৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিনে বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক,অভিভাবক সহ প্রায় ৩০ জন বড়দের সাথে শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা, এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা তথ্য প্রদান বক্স স্থাপন, বিশুদ্ধ পানি ব্যবস্থা, লাইব্রেরী স্থাপন, প্রাথমিক চিকিৎসা বক্স, সিলিং লাগানো, ডাস্টবিন স্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে।
শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। শরিয়তপুরের অন্যান্য স্কুলগুলোতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।