চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৯ জুন শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে এনসিটিএফ এর মতবিনিময় সভায় শিশুদের নানাবিধ সমস্যা উঠে আসে। মুক্ত আলোচনায় শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরে। এসময় শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. মাজহারুল ইসলাম তরু, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোহাঃ শাহ্ আলম, অব: শিক্ষক নবাবগঞ্জ সরকারী কলেজ, মোহিত কুমার দা, সভাপতি, জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। সভায় অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার নানা বিধ আলোচনা করেন। বিভিন্ন পরামর্শ প্রদান করেন শিশুদের। বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটিসহ ৩০ জন সাধারন সদস্য, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিআরপি, সেভ দ্য চিলড্রেন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ২ জুলাই ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর শিশুদের সাথে জেলা প্রশাসনের “শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। শিশুরা জেলার বিভিন্ন শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা ও শিশুদের জন্য উন্নয়ন যোগ্য বিভিন্ন বিষয়ে মতামত জেলা প্রশাসনের কাছে পেশ করেন। মাননীয় জেলা প্রশাসক শিশুদের দাবি পূরনে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেছেন, আজকের শিশুদের ভেতরে সামাজিক দায়বদ্ধতা জাগাতে হবে তারা যেনো সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরী করতে পারে। তাদের বোঝাতে হবে তারা বড় হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র বড় হবে। তারা ছোট হলে পরিবার, সমাজ,রাষ্ট্র ছোট হবে। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির যুগে তরুনরা যেমন মেধাবী তেমনি তাদের অনেকেই মাদকের মতো ভয়াল বিষয়ের সাথে যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য বেদনার। বিত্তবৈভবের প্রতিযোগিতা ও মূল্যবোধের অভাবেই সমাজ নির্যাতন ও অপরাধ প্রবনতার সৃষ্টি করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসন ও শিশু একাডেমীর সহযোগিতায় এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো.ইফতেখার প্রত্যাশা। অন্যান্যের মাঝে এসময় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শাহীনুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আহমেদ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এএসএম তফিকুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস, বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো.মনির হোসেন, এনসিটিএফ এর সাবেক সভাপতি সাফায়েত জামিল নওশান, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস ও সেতারা বেগম সেতু, চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করেন।

ধন্যবাদান্তে
মোঃ ইফতেখার প্রত্যাশা
সভাপতি, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া

রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধে পুনরায় প্রজ্ঞাপনটি প্রেরণ করা হবে: জেলা প্রশাসক

২৮ জুন বিকাল ৪ টায় এনসিটিএফ রাজশাহী জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সংলাপে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৩০ জন শিশু এই সংলাপে উপস্থিত ছিলেন। এনসিটিএফ রাজশাহী জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মুখোমুখি সংলাপকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৯ সমস্যা এবং ২১ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শ্রেনী কক্ষে শিক্ষক মন্ডলীদের মোবাইল ফোন ব্যবহারের যে তথ্য এনসিটিএফ আমাদের সামনে তুলে এনেছে তা সত্যই ভয়াবহ। আমরা আবারো শিক্ষা মন্ত্রানালয়ের প্রজ্ঞাপনটিসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি চিঠি প্রেরণ করবো। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাম সিঁড়ি তৈরির বিষয়েও আমরা চিঠি প্রেরণ করবো। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত র‌্যাম সিঁড়ি তৈরিতে পদক্ষেপ গ্রহণ করতে পারে। শিশু হাসপাতালের নানা নিয়মের অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশের উপর সমস্যার বিপরীতে ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন বলেন, আমি তোমাদের সাথে একমত। শিশু হাসপাতালের পরিবেশ উন্নয়নে তোমাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে। শিশুদের নিরাপত্তা, বাল্য বিবাহ এবং মাদক বিষয়ে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে তোমাদেরও সচেতন হতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুদের সাথে প্রশ্নউত্তর পর্বে বলেন মোঃ আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার. পুলিশ অফিস রাজশাহী। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক উক্ত মুখোমুখি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম, আব্দুল কাদের, জেলা প্রশাসক, রাজশাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজশাহী, মোছাঃ নাছিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী, ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, রাজশাহী, মোঃ জাহিদ নেওয়ান, উপজেলা নিবার্হী অফিসার, পবা, তাসনীম জাহান, সহকারী কমিশনার, রাজশাহী, শারমিন আক্তার, সহকারী কমিশনার, রাজশাহী, মোঃ মনজুর কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী, সুখেন কুমার মুখার্জী, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মুখোমুখি সংলাপে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম শুভ, সভাপতি, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাজশাহী।

মুন্সিগঞ্জে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ জুন সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৪০ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল, শিশু পরিবার এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ১০২ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা ৬টি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ৯ টি সমস্যা এবং ১২ টি সুপারিশ তুলে ধরে।
শিশুদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জনাব সুবির দাশ শিশুদের প্রশ্নগুলোর উত্তর দেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিলো শিশুদের জন্য পৃথক স্বাস্থ্য কমপ্লেক্স করা, মাদক নিরাময়ে সচেষ্ট থাকা, শিশু নির্যাতন এর ঘটনায় দ্রুত সাড়া প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব সচল ও মাঠ সংস্কার করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিশুদের আগ্রহ বাড়ানো সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাব সুবীর দাশ, মুন্সিগঞ্জ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম, সংস্কৃতি অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি সজীব হোসেন।

রংপুরের শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৭ জুন বিকাল ৩ টায় এনসিটিএফ রংপুর জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ২৭ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ রংপুর জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যার উপর শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৮ সমস্যা এবং ১৫ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শিশুদের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। ‍শিশু একাডেমী কমপ্লেক্স নিমার্নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি। এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যদের বিনামূল্যে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন মেরিনা লাভলী, সাংবাদিক, চ্যানেল আই। এনসিটিএফ এর যে কোন কাজে স্কাউটসের সহযোগিতা থাকবে বলে জানান, মোঃ ‍সৈকত হোসেন, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনমুল হাবীব, জেলা প্রশাসক, রংপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আলম, জেলা ক্রীড়া অফিসার, ইমরান মিয়াঁ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রংপুর, তৈাহিদুল ইসলাম টুটুল, সদস্য, শিশু একাডেমী, রংপুর, এম. এ ওয়াহেদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আব্দুল্লাহ ইবনে আশরাফ (অর্ণব), সভাপতি ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর।

বিভাগীয় শিশুশ্রম কল্যান পরিষদে এনসিটিএফকে অর্ন্তভুক্ত

১২ জুন মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় শিশুশ্রম কল্যান পরিষদের ৫ম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায়  এনসিটিএফ রাজশাহী জেলার কমিটির চারজন সদস্যকে পরিষদে অর্ন্তভুক্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ নুর-উর-রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী। সভায় এনসিটিএফ জেলার বৃহৎ কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছোট ছোট কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে শিশুশ্রমিক বেশি বলে জানায়। জানানো হয় জেলায় কোন এলাকায় শিশু শ্রমিক বেশি।  এনসিটিএফ কে তথ্যগুলো দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি। তিনি বলেন আগামী সভার আগে তোমাদের নিকট থেকে আরো তথ্য পাবো আশা করছি। তোমরা শিশু শ্রমকের প্রতিটি স্টেপ নিয়ে কাজ করতে পারো। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ডিআইজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদে এনসিটিএফ এর অর্ন্তভুক্তের মধ্যে দিয়ে  বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাথে এনসিটিএফ সু-সম্পর্ক গড়ে উঠবে।