অনুষ্ঠিত হল এনসিটিএফ ময়মনসিংহ জেলার ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ ময়মনসিংহ জেলার ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মেহেদী জামান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ জেলা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সেন্ট্রাল ভলান্টিয়ার শামীম আহমেদ ও ফয়সাল রনি, এনসিটিএফ ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি সহ সাবেক কমিটির সদস্য, সধারন সদস্য এবং ৬৯ জন এনসিটিএফ ভোটার উপস্থিত ছিলেন।
এনসিটিএফ ঝিনাইদহ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহ জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আয়ুব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম ইমন, ডিভি এনসিটিএফ ঝিনাইদহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা এনসিটিএফ এর সভাপতি সোয়াদ আহম্মদ ইয়াসিন।
এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে “আসুন, অসহায় শিশুদের মুখে উষ্ণতা ছড়িয়ে দিই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় ‘শীতবস্ত্র বিতরণ-২০১৮’ কর্মসূচী। শেরপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৪০জন শিশুর হাতে তুলে দেয়া হয় শীত নিবারণের জন্য কম্বল। উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলার সভাপতি দুর্জয় সরকার তীর্থ, সম্পাদক অরিত্র চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু সহ কার্যনির্বাহী কমিটির সদস্য – আহনাফ হোসেব নাকিব, দিগন্ত সাহা, পিয়াস কর্মকার ও ওয়াহিদ রিফাত। এছাড়াও শেরপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী তাদেরকে কিছু সহযোগিতা করে, শিশুদের মুখে উষ্ণ হাসি ফোঁটায়।
রজত সাহা অন্তু
শিশু সাংবাদিক, এনসিটিএফ, শেরপুর।
অনুষ্ঠিত হল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার মাসিক সভা
২৮-১২-১৭ইং তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার ডিসেম্বর মাসের মাসিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিওয়াইভি ফয়সাল আহমেদ রনি, আবুল কালাম আজাদ-লাইব্রেরীয়ান, বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ। সভায় এনসিটিএফ এর সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন, ২০১৭ এর গাইডলাইন নিয়ে আলোচনা, ভোটার লিষ্ট তৈরি করার জন্য করণীয়, নতুন সদস্য সংগ্রহের উপর জোর আরপ এর মত আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পন্ন হলো এনসিটিএফ শরীয়তপুর এর জানুয়ারি মাসের মাসিক সভা
১২-০১-২০১৮ শুক্রবার এনসিটিএফ শরীয়তপুর এর কার্যালয়ে ২০১৮ সালের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবাইকে স্বাগতম জানিয়ে সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুর এর সভাপতি আসিফ ইকবাল।
# সভার আলোচ্য বিষয়:
১. ২০১৭ সালের বাৎসরিক পত্রিকা প্রকাশনা।
২. ২০১৮ – ২০১৯ সালের এনসিটিএফ শরীয়তপুর কমিটি নির্বাচন।
৩. শিশুদের খেলাধুলা বিষয়ক জরিপ।
# সিদ্ধান্ত:
১. আগামী ১৬-১৭ জানুয়ারি এনসিটএফ শরীয়তপুর এর ২০১৭ সালের যাবতীয় নিউজ সংগ্রহ করা হবে, ১৮-১৯ জানুয়ারি কমিটি মেম্বার ও সাধারন সদস্যদের লেখা গল্প, ছোট গল্প, কবিতা সংগ্রহ করা হবে এবং যাবতীয় কাজ গুছিয়ে আগামী ২০ শে জানুয়ারি পত্রিকার প্রিন্টিং এর কাজ শুরু করা হবে।
পত্রিকা প্রকাশনা সম্পাদক: আমিনুল ইসলাম, সহসম্পাদক: আসিফ ইকবাল, সাইদুল ইসলাম শুভ, সাজেদুল ইসলাম সাহেদ।
২. আগামী ৩১ শে জানুয়ারি এনসিটিএফ শরীয়তপুর এর ২০১৮ – ২০১৯ সালের কমিটি নির্বাচন করা হবে। ১৩ জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা করা হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ শে জানুয়ারি।
৩. আগামী ১৬ জানুয়ারি থেকে ১৯ শে জানুয়ারি পর্যন্ত শিশুদের খেলাধুলা বিষয়ে তাদের মতামত এবং তাদের দেয়া তথ্য সম্পর্কিত জরিপ চালানো হবে।
উক্ত সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, এনসিটিএফ সেন্ট্রাল ইউথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ও এনসিটিএফ শরীয়তপুর এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]
এনসিটিএফ নওগাঁ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে এনসিটিএফ নওগাঁ দরিদ্র শিশুদের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান, উপদেষ্টা উত্তম কুমার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, ডিভি (ছেলে) মোঃ শরিফ সিকদার শাহিন, ডিভি (মেয়ে) মিফতাহুল জান্নাত খান ও এনসিটিএফ নওগাঁর কার্যকরী কমিটির সদস্য।