এনসিটিএফ খুলনা এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

খুলনা এনসিটিএফ এর উদ্যেগে মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলে ০৫ই নভেম্বর সকাল ১১টা হতে ১টা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাতে প্রাথমিক চিকিৎসা কি ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ সভাপতি লিটন হাওলাদার। এছাড়া রক্তক্ষরণ, শরীরের কোন অংশ কেটে গেলে, কোন বস্তু ঢুকে গেলে, বৈদ্যুতিক শক, মচকানো, কামড় ও দংশন,পানিতে ডুবলে কি কি করণীয় এটি তুলে ধরে এনসিটিএফ এর সাধারণ সম্পাদক আফিয়া তাসনীম।
তাছাড়া এনসিটিএফ সম্পর্কে তুলে ধরে শিশু গবেষক সানজিদা ইসলাম এবং সাধারণ সদস্য অনন্যা ইসলাম জানভি। শিশু নির্যাতন ও হেল্পলাইন সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ উপদেষ্টা দিপন দে। কর্মশালাতে ২০জন ক্ষুদে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যারা তাদের স্কুলের ক্ষুদে ডাক্তার হিসেবে নিয়োজিত।

মেধাবী ও দরিদ্র জেএসসি শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরন বিতরণ

আসন্ন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী ও দরিদ্র শিশুদের মাঝে পরীক্ষার উপকরন বিতরন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সদস্যরা।

গত ২৯ অক্টোবর গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের হাতে এই পরীক্ষার উপকরন তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সহ এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সদস্যবৃন্দ।

গাইবান্ধায় মেধাবী, দরিদ্র ও বিশেষ শ্রেণির শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

মেহেদী হাসান, গাইবান্ধাঃ ২০১৩ সালের ২৪ এপ্রিল। দেশে ঘটে ভয়াবহ দুর্ঘটনা ‘রানা প্লাজা ধস’। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। সেই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের সন্তান, যাদেরকে পরম স্নেহে থাকা, খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট এসোসিয়েশন (অরকা) নামের একটি বে-সরকারি সংগঠন। গাইবান্ধার ফুলছড়ির নিভৃত পল্লী হোসেনপুরে ‘অরকা হোমস’ নামের আবাসিকে অবস্থান করছে দেশের বিভিন্ন জেলা হতে আগত ৪০ এতিম শিশু। যাদের মধ্যে ২৩ জন ছেলে ও ১৭ জন মেয়ে এবং তারা স্থানীয় হোসেনপুর মুসলিম একাডেমিতে বিভিন্ন শ্রেণিতে লেখাপড়া করছে।
গত ২৯ অক্টোবর এই অরকা হোমসের এতিম শিশুদের মাঝে উপহার হিসেবে পরীক্ষার উপকরন ও রং পেন্সিল বক্স প্রদান করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্যরা।
অনাড়ম্বরপূর্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে এইসব এতিম শিশুদের মাঝে ৪ জন পিএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা উপকরন ও সকলকে একটি করে রং পেন্সিল বক্স তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর মুসলিম একাডেমীর প্রিন্সিপাল মো. আব্দুস সামাদ, অরকা হোমসের তত্বাবধায়ক মো.জাহিদুল হক, এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ ও মুসলিম একাডেমীর শিক্ষকবৃন্দ।

ভোলায় কন্যা শিশু দিবস ২০১৭ পালিত

গোপাল চন্দ্র দে ॥

ভোলায় “কন্যা শিশুর জাগরন আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর আয়োজনে পালিত হয়েছে কন্যা শিশু দিবস ২০১৭।

আজ ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে বিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী ভোলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমী ভোলার সভাপতি ও ভোলা জেলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার ব্র্যাক কর্মকর্তা আশরাফুল আলম, এনসিটিএফ ভোলার জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপু সহ আগত বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
এসময় সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম-এমপি তার জীবনের গল্প শোনায় এবং আগত ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন প্রত্যেক মেয়েরই অধিকার রয়েছে শিক্ষা ও মৌলিক অধিকারের। তিনি এসময় আরো বলেন বর্তমান সরকার মেয়ে তথা নারীদের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহন করেছে। তিনি সকলে আহবান জানান কন্যা শিশুদের উন্নয়নে এগিয়ে আসার জন্য।

এনসিটিএফ শরীয়তপুর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে ‘আমার কথা শোনো’ শীর্ষক মুক্ত আলোচনা সভা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে ‘আমার কথা শোনো’ শীর্ষক মুক্ত আলোচনা সভা গত ১৬ই অক্টোবর এনসিটিএফ শরীয়তপুর এর আয়োজনে ও শরীয়তপুর শিশু একাডেমির সহযোগীতায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন আসিফ ইকবাল সভাপতি এনসিটএফ শরীয়তপুর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিশু একাডেমির পরিচালক মোঃ শাহিন উদ্দিন৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফরিদ আল হোসাইন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি  দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট সহ এনসিটিএফ শরীয়তপুর এর কমিটি মেম্বার ও সকল সাধারণ সদস্যবৃন্দ৷

প্রতিবছর শরীয়তপুর জেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়। কিন্তু প্রতিবছর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পালিত এই সকল অনুষ্ঠানের মাধ্যমেই শিশুদের অধিকারকে অনেকটা অবজ্ঞা করা হয়। কেননা এই অনুষ্ঠান শিশুদের অধিকার নিয়ে কিন্তু যখন আমরা এই সকল অনুষ্ঠান গুলোতে যাই অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুরা দর্শকদের কাতারে বসে আছে এবং একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষ ব্যক্তিগণ তাদের ভাষণ ও বক্তৃতা দিয়ে যাচ্ছে আর শিশুরা শুধু চুপচাপ করে দেখতে থাকে আর এক সময় অনুষ্ঠান শেষ করে যে যার গন্তব্যে চলে যান। কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত ছিলো না। শিশুদের অধিকার নিয়ে শিশুরা বলবে ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিশেষ ব্যক্তিগণ শিশুদের বক্তব্য শুনবে, দেখবে এবং তাদের মতামত জানাবেন। কিন্তু সাধারণত এটার ভিন্নতাই দেখা যায়। 

“আমাদের কথা শুনো” বিষয়ের উপরে বক্তৃতা রাখেন এনসিটিএফ শরীয়তপুর এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক শামীমা কালাম শিলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মেহেরুন নেছা জেরিন, সপ্তম শ্রেণীর বায়জিত খান, রনি সরদার, ইশরাত ঈসা, নবম শ্রেনীর মোঃ জিহাদ শেখ, জুবাইরিয়া আক্তার, ঐশী আক্তার।

অনুষ্ঠান শেষে সকলেই শিশুদের কতৃক আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন এবং এরকমভাবে শিশুদের নিয়ে শিশুদের দিয়ে পরিচালিত অনুষ্ঠান করার জন্য এনসিটিএফ শরীয়তপুর এর কার্যনির্বাহী কমিটি কে উৎসাহিত করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফরিদ আল হোসাইন।

[আমিনুল ইসলাম, শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]

কিশোরগঞ্জ এনসিটিএফ এর অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৬-১০-১৭ ইং রোজ বৃহঃস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার অক্টোবর মাসের মাসিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার কার্যকরি কমিটির সকল সদস্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ইয়ুথ ভলান্টিয়ার শামিম আহমেদ। সভায় গত ২৫-০৯-১৭ তারিখে অনুষ্ঠিত পাবলিক হেয়ারিং এর পুর্নালোচনা, শ্রমজিবী শিশুদের তালিকা প্রস্তুত, স্কুল কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।