এনসিটিএফ হবিগঞ্জ এর স্কুল পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৩০-০৭-২০১৭ইং (রবিবার ) প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এনসিটিএফ হবিগঞ্জ জেলা কমিটি এবং স্কুল কমিটির সদস্যবৃন্দ। বিভিন্ন সময়ই অভিযোগ উঠে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোর বেহাল অবস্থার কথা। এমন একটি অভিযোগের উপর ভিত্তি করে এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যায় এনসিটিএফ হবিগঞ্জ। সেখানে প্রথমেই যে  বিষয়টি নজর কারে তা হলো বিদ্যালয়ের শিশুরা আসে লেখাপড়া করার জন্য। কিন্তু সেখানে নিজেরা শ্রেণিকক্ষ ঝাড়ু দিচ্ছে, ক্লাস রুমে বসার চেয়ার-টেবিল ঠিক-ঠাক করছে। যেখানে এই সমস্ত কাজ করার জন্য আলাদা লোক থাকার কথা। বিদ্যালয়ে শাস্তির জন্য যত্ন সহকারে বেত রাখা হয়েছে। নিয়মিত ক্লাস হয় কিনা ছাত্র- ছাত্রীদের কাছে জানতে চাইলে প্রথমে ভয়ে কিছু বলতে না চাইলেও পরে বললো বাংলা আর ধর্ম ক্লাস ছাড়া কোন ক্লাসই নিয়মিত হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যদি পড়ার সময় কাজেই ব্যস্ত থাকে তবে শিক্ষা লাভ করবে কখন? আর শিশুরাই কেন এই সমস্ত কাজ করবে? এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বাচ্চারা কোন সময় এসব কাজ করছে এই বিষয়ে উনার জানা নেই। ভবিষ্যতে উনি এমন বিষয়ে সচেতন থাকবেন। এখন প্রশ্ন হলো বাচ্চারা এই কাজ কখন করলো এইটা যদি উনি না বলতে পারেন বাকি সমস্যা গুলোর সমাধান উনি কিভাবে দিবেন!

দুঃস্থ শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করল এনসিটিএফ মুন্সিগঞ্জ

১৮ই জুলাই ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স  মুন্সিগঞ্জ ১৫ জন দুঃস্থ শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করে। বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এবং নিজস্ব উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আম ও পেয়ারা বিতরণ করা হয়।  উপস্থিত পরিকল্পনার অংশ হিসেবে এ ফল বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য  কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অতিথি হিসেবে শিশু একাডেমির লাইব্রেরিয়ান উপস্থিত থাকেন। এছাড়াও শিক্ষক এবং ভলান্টিয়ারগন উপস্থিত থাকেন। অতিথিরা এনসিটিএফ এর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৮ জুলাই সকাল ১০ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁপাইনবাবগঞ্জের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর  সভাপতি ফারিয়া পারভীন এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর জেলা ভলান্টিয়ার। সভায় আগামী ১১ আগষ্ট জেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশুদের বিনোদন ব্যবস্থার উপর  মনিটরিং করার সিন্ধান্ত নেওয়া হয়। এরপর তার উপর যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিন্ধান্ত নেয় কমিটি। এছাড়া একটি স্কুল কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার সকল কর্মকর্তার নিকট জেলা এনসিটিএফ এর মূখপত্র শিশুর কণ্ঠস্বর প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সভায়। এর আগে কমিটিকে আরো সক্রিয় করতে সকলের নিকট আহবান করেন এনসিটিএফ সভাপতি। এই বিষয়ে আগামী ০৪ আগষ্ট উক্ত বিষয়ে একটি জরুরী সভা করার কথা রয়েছে কমিটির।

এনসিটিএফ রংপুর এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৬ জুলাই সকাল ১০ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর এর জুলাই মাসের মাসিক সভা  অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর  সভাপতি মোঃ আবিদ আল মারুফ এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন রংপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইমরান আলী মিঞা, মিঠাপুকুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং এনসিটিএফ রংপুর এর জেলা ভলান্টিয়ার। সভায় আগামী ০২ আগষ্ট জেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশুদের বিনোদন ব্যবস্থার উপর  মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তার উপর যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।

জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ – ২০১৭ এ এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার অংশগ্রহণ

২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ আয়োজিত ‘জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ – ২০১৭” এ জেলার শিশুদের প্রতিনিধিত্বকারী একমাত্র শিশু সংগঠন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাবেশ উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে এনসিটিএফ ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্বকারী সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা গুলো অংশগ্রহণ করে। জেলা পুলিশ আয়োজিত বিশাল এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।

গাইবান্ধায় এনসিটিএফ সদস্যদের হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে।

গত (২৩ জুলাই) রোববার দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ২২জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এসময় তারা জানান হাসপাতালের নার্সরা রোগীর স্বজনদের সাথে খারাপ আচারণ করেন, অধিকাংশ ঔষধ বাহির থেকে কিনতে হয়। এছাড়া তারা আরও জানান দিনে একবার মাত্র ডাক্তার ভিজিট করেন।

এ ব্যাপারে হাসপাতালের নবাগত তত্বাবধায়ক (উপ-পরিচালক) মোসতে আরা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের এখানে এ ধরনের সমস্যা নেই।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি জান্নাতুল মাওয়া সোমা, সহ সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।