রাজশাহী এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ৩১ মে, বুধবার সকাল ১০ টায়  বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী কার্যালয়ে  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির মে মাসের মাসিক সভা  অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর সহ-সভাপতির সভাপতিত্ত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন  সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত ও জেলা ভলান্টিয়ারগণ। সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিন্ধান্ত নেয় কমিটি। আগামী জুলাই থেকে স্কুলগুলোতে এনসিটিএফ সদস্য সংগ্রহ শুরু করা হবে। এছাড়া স্কুল কমিটি গঠন করা হবে স্কুলে স্কুলে। স্কুল কমিটির সভাপতি এবং সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করবে জেলা কমিটি। এছাড়া আসছে ঈদে শিশুদের জন্য মেহেদী উৎসবের আয়োজন করবে এনসিটিএফ। ২৩ জুন শিশু একাডেমিতে উক্ত আয়োজন করা হবে বলে সভায় গৃহীত হয়। সভার শেষের বিষয়টি ছিল ইফতার পার্টি  নিয়ে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঢাকায় থাকায় তিনি আসার পর আলোচনা হবে বলে জানায় কমিটি। আলোচনা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মে মাসের মাসিক সভার সমাপ্ত করেন।

মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে শিশুদের অংশগ্রহনে বাজেট বরাদ্দ ও বাল্যবিবাহ প্রতিবেদন

মেহেরপুর জেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদকে বাল্যবিবাহ সংক্রান্ত প্রতিবেদন, শিশুদের অংশগ্রহন নিশ্চিত এবং এনসিটিএফ এর সহযোগিতায় শিশু সংলাপ আয়োজনের জন্য নির্দেশনা দিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। গত ১৭ মে ২০১৭ তারিখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজভিত্তিক শিশু সুরক্ষা এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় সিদ্ধান্ত মোতাবেক ৩১ মে উক্ত কর্মসূচী বাস্তবায়ন লক্ষ্যে একটি দপ্তরাদেশ প্রণয়ন করা হয়।

মেহেরপুর জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার খায়রুল ইসলাম স্বাক্ষরিত উক্ত চিঠিতে বলা হয়, প্রতিটি ইউনিয়ন পরিষদ প্রতি মাসে নির্ধারিত ছকে বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য প্রদান করবে।

শিশুদের বিভিন্ন অভিযোগ গ্রহন ও সমাধানে ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্স রাখতে হবে এবং নারী ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে ২ জন এনসিটিএফ প্রতিনিধিসহ প্রতিমাসে বাক্স খুলে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে। এ কাজে প্রয়োজনে অর্থ বরাদ্দ করতে হবে।

শিশুদের সামাজিক বিকাশের লক্ষ্যে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভায় শিশুদের বাজেট মনিটরিং এর জন্য শিশুদের অংশগ্রহন নিশ্চিত করা। ইউনিয়ন পরিষদে এনসিটিএফ সহযোগিতায় বছরে ২ বার শিশুদের সাথে সংলাপের আয়োজন করা এবং কমপক্ষে বাৎসরিক ১২,০০০ টাকার বাজেট প্রণয়ন করা।

এছাড়া উক্ত চিঠিতে আরো বলা হয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় শিশুদের মতামত প্রদান ও অংশগ্রহন নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের শিশু বিষয়ক কমিটিতে এনসিটিএফ সদস্যদের অংশগ্রহন নিশ্চিত করা।

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিটিএফ এর উদ্যোগে “শিশু অধিকার” শীর্ষক কর্মশালা সম্পন্ন

২২ মে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার  উদ্যোগে গভঃ মডেল গার্লস হাই স্কুল এ স্কুল কমিটি নির্বাচন ও শিশু অধিকার শীর্ষক কর্মশালা আয়োজিত হয়। শিশু অধিকার, এডভোকেসি এবং এনসিটিএফ সম্পর্কীয় ধারণার উপর এ কর্মশালাটি পরিচালনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান। কর্মশালায় সকলের উদ্দেশ্যে এনসিটিএফ এর বিভিন্ন কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন দেখানো হয় হয়। পরে আগ্রহীদের মধ্যে থেকে সরাসরি ভোটের মাধ্যমে ১৫ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সানিয়া, মাহিয়া, এহসান, সাকিব, আসরাফুল ইমন, ঈশিতা, কাজি মিথুন, ইনাম, তাফিম।  এসময় অত্র বিদ্যালয়ের সাবেক উপকমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ তাওহীদ তুষার: জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর আয়োজনে এনসিটিএফ জেলা ও স্কুল কমিটির সদস্যদের অংশগ্রহণে দক্ষতা উন্নয়ন শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
২৩ মে, মঙ্গলবার জেলার পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ গাইবান্ধা এর সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন।
সকাল নয়টায় প্রশিক্ষণ কর্মমালা শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। এতে জেলা কমিটির ও পাঁচটি স্কুল কমিটির সর্বমোট ৬০ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণ প্রদান করেন এনসিটিএফ গাইবান্ধা এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও সাবেক শিশু সাংবাদিক মারফিয়া সিলভী।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের শিশু সাংবাদিকতা, শিশু গবেষণা, আইসিটি, জীবন দক্ষতা ও এনসিটিএফ অপারেশন বিষয়ে হাতে-কলমে ধারনা প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিটিএফ এর উদ্যোগে “শিশু অধিকার” শীর্ষক কর্মশালা সম্পন্ন

২১ মে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজ এ স্কুল কমিটি নির্বাচন ও শিশু অধিকার শীর্ষক কর্মশালা আয়োজিত হয়।  শিশু অধিকার, এডভোকেসি এবং এনসিটিএফ সম্পর্কীয় ধারণার এ কর্মশালাটি পরিচালনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান। আগ্রহীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে ১১ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয় এবং আগ্রহীদেরকে এনসিটিএফ এর সদস্য ফরম পূরণের মাধ্যমে জেলা এনসিটিএফ এর সাথে সংযুক্ত করার আশাবাদ ব্যাক্ত করা হয়।   নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন মাশফিউল তাফিম, মাহিয়া,  আফনান সাকিব ও কানিজ খন্দকার। নির্বাচনী কাজে সহায়তা করেন আশরাফুল ইমন, এহসান, ঈশিতা, অমিত, ইনাম ও কাজি মিথুন।

এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলার মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার মাসিক সভা ১৫ই মে জেলার বাংলাদেশ শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ সভাপতি সজীব হোসেনের সভাপতিত্বে মে মাসের কর্মপরিকল্পনা অনুযায়ী তিনটি স্কুল পরিদর্শন ও ক্লাব কমিটি গঠন, সদর হাসপাতাল পরিদর্শন, পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন, আসন্ন বাজেটে শিশুদের অংশগ্রহন সম্পর্কে এফজিডিতে অংশগ্রহন সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের ও সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। এছাড়াও সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন। সর্বশেষ সভাপতি সভার মুলতবি করেন।