শেরপুর জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

৬ই ফেব্রুয়ারী রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলা শাখার উদ্দোগে বার্ষিক কর্ম-পরিকল্পনা ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব দূর্জয় সরকার তীর্থ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব ডা. মো: এ এম পারভেজ রহিম এবং বিশেষ অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মো: রফিকুল ইসলাম গনি। পরবর্তিতে জেলা প্রশাসক অনুষ্ঠানের সূচনা ঘোষনা করেন। তারপর প্রথমেই এনসিটিএফ শেরপুর জেলা কার্যনির্বাহী সদস্যরা তাদের পূর্ববর্তী বছরের কর্মকান্ড গুলো সকলের মাঝে তুলে ধরেন এবং পরবর্তিতে সকলের মতামত অনুযায়ী বার্ষিক সাধান সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যেমন:
১. প্রতি মাসে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন।
২. প্রতি মাসে জেলা শিশু সদন পরিদর্শন।
৩. পথশিশুদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা।
৪. এনসিটিএফ এর সদস্য বাড়ানোর জন্য স্কুলে স্কুলে ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জনা মো: আসলাম খান, সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মো: মমতাজুল ইসলাম রুমন। এনসিটিএফ শেরপুর জেলার উপদেষ্টা জনাব মো: আবুল কালাম আজাদ, এনসিটিএফ শেরপুর জেলার সাধারন সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু, শিশু গবেষক দিগন্ত সাহা সহ এনসিটিএফ শেরপুর জেলা শাখার সকল কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

সুবিধাবঞ্চিত শিশুদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করল এনসিটিএফ রংপুর

21-02-2017 সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনসিটিএফ রংপুরের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ইয়ুথ গ্রুপের সুবিধাবঞ্চিত স্কুলের ৩০ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু ছাড়াও সকল শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করে এনসিটিএফ। এই সময় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার এবং ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক, বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক জনাব আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ জেলা শাখা পরিদর্শনে আসেন, এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন এনসিটিএফ এর সদস্যগণ। তার সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ মতবিনিময় করেন। তিনি এনসিটিএফ কিশোরগঞ্জ এর কাজ ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান। তিনি এনসিটিএফ এর প্রশংসা করেন এবং সীমাবদ্ধতা দূর করার আশ্বাস দেন।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মার্চ মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত

0৩-0৩-১৭ তারিখে অনুষ্ঠিত হল এনসিটিএফ কিশোরগঞ্জ এর মার্চ মাসের মিটিং। মিটিং এ বার্ষিক পরিকল্পনা, স্কুল পর্যায়  এ সদস্য সংগ্রহ ও কমিটি গঠন এবং পত্রিকা প্রকাশ এর উপর আলোচনা করা হয়। সভায় বার্ষিক পরিকল্পনায় কি কি বিষয় থাকবে, কত তারিখে হবে তা নির্ধারণ করা হয়। উল্লেখ্য আগামি দুই সপ্তাহের ভিতরেই বার্ষিক পরিকল্পনা তৈরি  করা হবে। পত্রিকার জন্য শিশু সাংবাদিক, শিশু গবেষক ও সাধারন সদস্যদের নিকট  হতে রিপোর্ট সংগ্রহ করা হয়। স্কুল পর্যায়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের জন্য সম্ভাব্য স্কুল নির্ধারণ করা হয়।

এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলার মার্চ মাসের সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির মার্চ মাসের সভা ৫ই মার্চ জেলা শিশু একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সভাপতি সজিব। সভায় কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা, র‍্যালী, মুখপত্র প্রকাশনা, কার্যনির্বাহী কমিটির শূন্যপদ পূরন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।

শরিয়তপুর জেলা এনসিটিএফ এর মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত

০৫-০৩-২০১৭ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হল এনসিটিএফ শরিয়তপুর এর মার্চ মাসের মাসিক সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম রিমন (সভাপতি, এনসিটিএফ শরিয়তপুর)।

উক্ত সভায় মার্চ মাসের আলোচ্য বিষয় ছিল :
১. সরকারি সদর হাসপাতাল  পরিদর্শন
২. স্কুল ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং
৩.জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:
১. আগামী ০৮-০৩-১৭ তারিখ সরকারি সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন করা হবে।
২. আগামী ১৯-০৩-১৭ ও ২৩-০৩-১৭ পর্যায়ক্রমে শরিয়তপুর বালক ও শরিয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং করা হবে।
৩.আগামী ১৬ মার্চ, সকাল ৯টায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

উক্ত সভায় সাইফুল ইসলাম রিমন (সভাপতি), সাইদুল ইসলাম শুভ (সাধারন সম্পাদক), আরফিন সুলতানা সিথি (যুগ্ন সাধারন সম্পাদক),আসিফ ইকবাল (সাংগঠনিক সম্পাদক), আমিনুল ইসলাম ও সুমাইয়া ইসলাম অনন্যা (শিশু সাংবাদিক), সাজেদুল ইসলাম সাহেদ  ও আয়শা আক্তার (শিশু গবেষক),সাধারন সদস্য ; সিরাজুল ইসলাম আসিফ, শামিমা কালাম শিলা, মারিয়া আফরিন সিমলা সহ জেলা ভলেন্টিয়ার; ঝুমুর আক্তার, মিঠুন খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার উজ্জামান।