বগুড়ায় শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র্যালি
২০ নভেম্বর এনসিটিএফ বগুড়ার উদ্যোগে শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও শিশু অধিকার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয় ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুজ্জামান।
র্যালিতে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এসময় শিশু বিষয়ক কর্মকর্তা, এনসিটিএফ বগুড়ার কাযনির্বাহি কমিটির সদস্যবৃন্দ সহ সাধারন সদস্য এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
র্যালি চলাকালীন এনসিটিএফ বগুড়ার সভাপতি নুরজাহান পুস্প উপস্থিত শিশুদের উদ্দেশ্যে শিশু অধিকার বাস্তবায়ন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেন।
গাইবান্ধায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো.মোশাররফ হোসেন প্রধান। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন। এতে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ সাধারণ সম্পাদক মোঃ ওমর আল সানি মুগ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা খাতুন প্রাপ্তি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার সৌরভ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ রকিবুদ্দৌলা রনি ও জান্নাতুল মাওয়া সোমা, শিশু গবেষক রকিবুল হাসান রানা, শিশু সাংবাদিক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান মুছা, এবিএম রায়হান হক রাফি, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও মারফিয়া সিলভী।
সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. এনসিটিএফ এর ২টি মুখপত্র প্রকাশের জন্য ২ টি সম্পাদনা পরিষদ গঠন।
২. বাজেট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরে পত্রিকা প্রকাশনা।
৩. প্রেস কনফারেন্স ও র্যালি আগামী ১৯ ডিসেম্বর।
জেলা পর্যায়ে শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর র্যালী
সকল প্রকার শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে ইউনিভারসাল চিলড্রেন’স ডে তে ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স এর আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। বরিবার সকাল ১0টায় র্যালিটি বাংলাদেশ শিশু একডেমী ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিটি উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। র্যালিতে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতু এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যনির্বাহী কমিটির ছানিয়া, সাকিব, ইভা, মীম, প্রিন্স, ইফতি, মাহিয়া, চৈতি, ইমনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ময়মনসিংহ এনসিটিএফ এর র্যালী অনুষ্ঠিত
জেলা পর্যায়ে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় ও শিশু অধিকার সনদ বাস্তবায়নের দাবিতে ২০ নভেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর সহযোগিতায় র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে ময়মনসিংহ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যরা অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:মেহেদী জামান-শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ জেলা এবং সভাপতিত্ব করেন মেহেদী হাসান-সভাপতি (ভারপ্রাপ্ত) এনসিটিএফ, ময়মনসিংহ।
কুড়িগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র্যালি
শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমি ভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে রোববার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে একটি র্যালি কলেজমোড় হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা এনসিটিএফ সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু গবেষক হাসনাত আলিমুন নাহিন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সাদিক হোসেন রাহাত, শিশু ভলান্টিয়ার মিঠুন দেব প্রমুখ। সেভ দ্য চিলড্রেন ও প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) অনুষ্ঠানের আয়োজন করে।
শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় র্যালী
১৬ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। র্যালীটি সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে পুনরায় বাংলাদেশ শিশু একাডেমীতে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আয়োজিত এই র্যালীটিতে এনসিটিএফ ঠাকুরগাঁও কার্যনির্বাহী কমিটি, সাধারন সদস্যসহ সর্বস্তরের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় শিশুদের সাথে র্যালীটিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও, জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ এবং সিওয়াইভি যোগদান করেন। র্যালীটি শেষে শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলার শিশুদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, জিমি, সভাপতি, এনসিটিএফ ঠাকুরগাঁও।