সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে সোমবার বিকেল ৫টায় জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাইব হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা এনসিটিএফ এর শেখ আসাদুজ্জামান অয়ন, শিশু সাংবাদিক মোঃ হাসানুর রহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ হাসিবুর রহমান, সহসভাপতি মরিয়ম খাতুন, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ সাহেব আলী, শিশু গবেষক সাবিকুন নাহার মুক্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিটিএফ সাতক্ষীরা জেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। জেলা সদরে মোট ২০টি বিদ্যালয়ের ৮৫০জন ছাত্র/ছাত্রী এনসিটিএফ সাতক্ষীরা জেলার সাধারণ সদস্য। শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান এনসিটিএফ এর এই ৮৫০জন সদস্যের নাম, পিতা মাতার নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, ঠিকানা, বিদ্যালয়ের নাম উল্লেখ করে একটি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ডাটাবেজ তৈরি করার কার্যক্রম চলমান আছে অচিরেই এই ডাটাবেজ এর কাজ সমাপ্ত হবে এছাড়া জেলা এনসিটিএফ তাদের মাসিক সভায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় শিশুর প্রতি নির্যাতন, নীপিড়ন সহ শিশর অধিকার লংঘিত বিভিন্ন ঘটনা পরিলক্ষিত হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মৌলভীবাজার এনসিটিএফের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং এনসিটিএফ কার্যক্রম অবহিত করার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, মৌলভীবাজার জেলা কমিটি ও স্কুল কমিটির সাথে আজ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শিশু গবেষক জেনি রহমান। এরপর এনসিটিএফ’র কার্যক্রম সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে ছিল জেলা ভলান্টিয়ার রোমেনা চৌধুরী ও কামরুল ইসলাম এবং এনসিটিএফ সদস্য মাহফুজুর রহমান মাহদী।

সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলোর আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, দেশ টিভি ও ভোরের কাগজের সালেহ এলাহি কুটি, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, বাংলাদেশ সময় ও পূর্বদিকের মুজাহিদ আহমদ এবং ডিবিসি নিউজের পান্না দত্ত। এনসিটিএফের কার্যক্রমের সাথে আরো একাত্মতা পোষণ করেন বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, জিবি নিউজের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সিলেট বাণীর মশাহিদ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের আলী হোসেন রাজন, মোঃ আব্দুর রব, মাধুরী মজুমদার, ফরিদ আহমেদ প্রমুখ। পরিশেষে মৌলভীবাজার জেলাকে শিশু অধিকার লংঘনমুক্ত ও শান্তিপ্রিয় একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে সভাপতি তারেক আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

এনসিটিএফ সাতক্ষীরা জেলার মাসিক সভা অনুষ্ঠিত

২৫/০৯/২০১৬ বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাক্সফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার মাসিক সভা এনসিটিএফ জেলা সভাপতি শাহরিনদিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল। সভায় আগামী ২৯ সেপ্টেম্বর হতে সাতক্ষীরা জেলায় শিশু অধিকার সপ্তাহ শুরু হচ্ছে সেই বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা হয়।
প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর জেলায় বাল্যবিবাহ নিরোধ, শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুর প্রতি সহিংসতা রোধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান সহ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা প্রশাসন সাতক্ষীরা আয়োজিত সকল কার্যক্রমে এনসিটিএফ সাতক্ষীরা জেলার কার্যকারী কমিটি ও সাধারন সদস্যদের সক্রিয় অংশগ্রহনের আহবান জানান।

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। এবারের প্রতিপাদ্য বিষয়-

“থাকবে শিশু সবার মাঝে ভালো
দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো”

এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা প্রশাসন সাতক্ষীরার উদ্দোগে বাল্য বিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ এর দাবীতে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন।বাল্য বিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশু অধিকার সনদের বা্তবায়নের দাবীতে র‌্যালী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, জেলা এনসিটিএফ সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের শিশুরা।
মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

জাতিসংঘ শিশু অধিকার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জেলা এনসিটিএফ জেলা প্রশাসকের নিকট জাতিসংঘ শিশু অধিকার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করে।
বেলা ১২ টায় শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে জেলা এনসিটিএফ আবুল কাশেম মোঃ মহিউদ্দিন জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলো ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাইব হোসেন, শেখ আসাদুজ্জামান অয়ন, শিশু সাংবাদিক মোঃ হাসানুর রহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ হাসিবুর রহমান, সহসভাপতি মরিয়ম খাতুন, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ সাহেব আলী, শিশু গবেষক সাবিকুন নাহার মুক্তা সহ আরো অনেকে।

নাটোর জেলা এনসিটিএফের সংবাদ সম্মেলন

কোচিং বাণিজ্য বন্ধ, সদর হাসপাতালে শিশুদের জন্য আলাদা কাউন্টারসহ বিভিন্ন দাবীতে নাটোরে শিশু অধিকার পরিস্থিতির উপর এক সংবাদ সম্মেলন করা হয়েছে। ০৫ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নাটোর জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স নাটোর জেলার সভাপতি ওয়ালিদ হাসান। এ সময় মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত জাহান।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নাটোরে ২০০৬ সাল থেকে কাজ করছে। এই সংগঠনে জেলার ৫১০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের নীচে। এর মধ্যে ২৬৫ জন ছেলে এবং ২৪৫ জন মেয়ে।

সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, নাটোর আধুনিক সদর হাসপাতালে অতি নিরক্ষণ ওয়ার্ড অতি সত্বর চালু, শিশুদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা, শিশু হত্যার বিচার গুলোর দ্রুত নিষ্পতী করা এবং শিশুদের সুষ্ঠ বিকাশের জন্য শিশু উপযোগী পার্ক নির্মান সহ ১৩টি দাবী উপস্থাপন করা হয়।