এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ০১ এবং ০২ সেপ্টেম্বর জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন সাধারন সদস্য অংশগ্রহন করে। ০১ সেপ্টেম্বর প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ এবং ০২ সেপ্টেম্বর প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন বিজন ঘোষ, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, চাঁপাইনবাবগঞ্জ । প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

NCTF Ends Capacity Building Training in Chapainawabganj 

NCTF Chapainawabganj district executive committee member and general member received two days capacity building training at 1 & 2 September 2016 on “Basic of child rights, Life skills, Newsletter publishing, ICT, Political Violence to children and regular NCTF operation”. Total of 11 executive committee members and 9 general members have been capacitated by the training. Mohammad Shafiqul Islam, the District Children Affair Officer of Chapainawabganj inaugurated the training. After, NCTF committee members have discussed the progress of present activities.

 

পরিচয়পত্র পেল এনসিটিএফ রাজশাহী

গত ৩১ আগষ্ট রবিবার পরিচয় পত্র বিতরণ করা হয় এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস শিশুদের মাঝে পরিচয়পত্র গুলো বিতরন করেন। এই সময় জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছিল উক্ত কমিটি। ২০১৬-১৭ সালের নতুন কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে এবং শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ ভাবে দায়িত্ব পালন করবে বলে জানায় জিনিয়া বিনতে জাহিদ মৌরিন, সভাপতি, এনসিটিএফ রাজশাহী।

এনসিটিএফ রংপুর জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ২৫ এবং ২৬ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ রংপুর জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, শিশুদের উপর রাজনৈতিক সহিংসতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ রংপুর জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য জন সাধারন সদস্য অংশগ্রহন করে। ২৬ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন আবিদ আল মারুফ, সভাপতিন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, রংপুর। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

কুষ্টিয়া জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ৫ আগষ্ট দুপুর ৩ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় বেশ কিছু আলোচ্য সূচি নেওয়া হয় । এছাড়াও নতুন সদস্যদের এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় । এসময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইসরাত জাহান প্রীতি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা কার্যনির্বাহী সদস্য তানজির রহমান এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম সহ আরো অনেকে। এই সময় এনসিটিএফ এর অন্যান্য সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।

এনসিটিএফ মানিকগঞ্জ এর বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৬

অনুষ্ঠিত হয়ে গেলো এনসিটিএফ মানিকগঞ্জ কতৃক আয়োজিত “বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৬”।মানিকগঞ্জ জেলার কয়েকটি প্রাথমিক,মাধ্যমিক এবং বাংলাদেশ শিশু একডেমী-এর শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স,মানিকগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। প্রায় ১৫০ বিভিন্ন প্রজাতির উপকারি ঔষধী,ফলজ এবং বনোজ গাছ বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় ছাত্র-ছাত্রীদের সাথে। বাসা-বাড়ির চারপাশে এবং রাস্তার ধারে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর সুফল গুলোও তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে।

এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯ এবং ২০ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন  অংশগ্রহন করে। ১৯ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও এবং ২০ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিমি খাতুন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, ঠাকুরগাঁও। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।