ভোলা জেলা এনসিটিএফ এর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মানুষের জন্য একটি লক্ষ নিয়ে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর তাই বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রশংসিত। খুব শিগ্রই ক্ষুধামুক্ত একটি দেশ হিসাবে মাথা উচু করে দাড়াবে এদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকাল শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে ‘ন্যাশনাল চিল্ডেন টাক্সফোর্স’ (এনসিটিএফ) এর আয়োজনে ‘সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বন্ত্র’ বিতরনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলায় বরিশাল-ভোলা ব্রীজ নির্মান ও নদী ভাঙ্গন রোধের মাধ্যমেই একটি সমৃদ্ধশালী জেলায় রুপান্তিত হবে ভোলা। তখন দেশে-বিদেশী কোম্পানী বিনিয়োগ করবে, এতে কর্মসংস্থান হবে শিক্ষিক যুবক-যুবতীদের। তেঁতুলিয়া চ্যানেলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এখানে পোর্ট নির্মান করা হবে।
বানিজ্যমন্ত্রী সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর কথা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকেই সমাজ গঠনের দায়িত্বভার গ্রহন করতে হবে। এ সময় তিনি ব্যাক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আদিবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এনসিটিএফ এর সাধারন সম্পাদক মো: সালমান ও সমন্বয়কারি আদিল হোসেন তপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন ,ভোলা জেলা এনসিটিএফ সভাপতি ইব্রাহীম প্রমুখ ।
মন্ত্রী পরে অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরন করেন।
গোপাল চন্দ্র দে,
শিশু সাংবাদিক ভোলা
তাং-0১-0৭-১৬
রাজবাড়ী জেলা এনসিটিএফ এর ঈদবস্ত্র বিতরন
রাজবাড়ী জেলা এনসিটিএফ এর ঈদ উপলক্ষে ঈদবস্ত্র বিতরন করে অফিসার্স ক্লাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাষক জনাব জিনাত আরা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির আব্দুল জব্বার নির্বাহী পরিচালক কেকেএস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা সভাপতিত্ব করেন দেবজ্যোতি নাগ, উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা এনসিটিএফ এর সকল সদস্য।
এনসিটিএফ ময়মনসিংহ এর উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন
২৯ই জুন রোজ বুধবার দুপুর ২ঘটিকায় ঈদ–ঊল –ফিতর উপলক্ষে ন্যাশনাল চিল্ড্রেন‘স টাস্কফোর্স–এনসিটিএফ,ময়মনসিংহ ও বাংলাদেশ হেল্পিং স্টুডেন্ট এসোসিয়েশন,ময়মনসিংহ এর আয়োজনে চিল্ড্রেন হেভেন,ময়মনসিংহ এর কার্যালয়ে ৫১ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ–সাধারন সম্পাদক,দেনিক সমকাল,তাছাড়া উক্ত অনুষ্টানে ন্যাশনাল চিল্ড্রেন‘স টাস্কফোর্স–এনসিটিএফ,ময়মনসিংহ ও বাংলাদেশ হেল্পিং স্টুডেন্ট এসোসিয়েশন,ময়মনসিংহ এর সকল কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্টানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ শিশুদের ঈদ বস্ত্র দিয়ে অনুষ্টানের আরাম্ভ করেন এবং আমাদের এই আশাস্ব দেয় যে আমাদের পরবর্তী যেকোন উদ্যোগে আমাদের পাশে থাকবেন।
শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।
সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খুলনা এনসিটিএফ এর ইফতার ও দোয়া মাহাফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিটিএফ খুলনার তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে নগরীর ছিন্নমূল শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহাফিলেরর আয়োজন করে। ২৮ জুন ২২ রমজান রোজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী খুলনায় এ ইফতার মাহাফিলের আয়োজন করা হয়। মাহাফিলে অংশ নেন এন সি টি এফ খুলনার বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্খী সহ প্রায় ৩০ জন, এছাড়াও প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশু। সুবিধা বঞ্চিতদের সাথে রোজার কষ্ট ভাগ করে নিতে এ মাহাফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খুলনা )। এনসিটিএফ খুলনার সভাপতি লিটন হাওলাদার তার বক্তব্যে বলেন – এনসিটিএফ প্রতিষ্ঠা করা হয় শিশুদের অধিকার আদায়ের জন্য এ লক্ষ থেকেই এন সি টি এফ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্যা চিল্ডেন এবং শিশু একাডেমীর সহযোগীতায় যতদূর সম্ভব শিশুদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাবো, তারই ধারাবাহিকতার আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শামীম আহমেদ (ওয়াই ভি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ) , লায়লা আক্তার সিগ্ধা ( ডিভি খুলনা এনসিটিএফ) এবং জাহিদুল ইসলাম সুমন ( ডিভি খুলনা এনসিটিএফ) ।
এনসিটিএফ কিশোরগঞ্জ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল আসিফ : গত ৫ জুলাই এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জেলা কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ এর কর্মকর্তা বৃন্দ এবং প্রাক্তন এনসিটিএফ কমিটির সদস্যবৃন্দ।
সম্পন্ন হলো এক চিলতে হাসি
মোবারক হোসেন : ৩ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ নরসিংদী কর্তৃক আয়োজিত হতদরিদ্র এবং পথশিশুদের নিয়ে ঈদ ইভেন্ট- “এক চিলতে হাঁসি ৪ “। টানা ৪র্থ বারের মতন জেলা কমিটির সদস্যদের আয়োজনে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ৩ জুলাই রোজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় নরসিংদী এনসিটিএফ টিম এবার ৩০ জন শিশুর মুখে হাসি ফোটাতে সমর্থ হয়।
অনুষ্ঠানটিকে ৩ টি ভাগে বিভক্ত করা হয়। প্রথমে সকল শিশুদের হাতে ঈদ মেহেদী পরিয়ে দেওয়া হয় এরপর শিশুদের মাঝে নতুন ঈদ জামা বিতরন করা হয়। সবশেষে শিশুদের ঈদ সালামি দেওয়া হয়। এসময় সেখানে জেলা কার্যকরী কমিটির সাথে উপস্থিত ছিলো এনসিটিএফ উপদেষ্টা কমিটি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে সহযোগীতা করে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ এর এনসিটিএফ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।