এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের জরুরী সভা (Emergency meeting of Chanpainawabganj NCTF)

গত ২০০৬২০১৬ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমী ভবনে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ একটি জরুরী সভার আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ শফিকুল আলম,এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জএর কার্যনির্বাহী সদস্যগণ জেলা ভলান্টিয়ার্স সভায় উপস্থিত ছিলেন। এবার রোজায় কিছু দুঃস্থ শিশু সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। তাছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও কিছু দুঃস্থ শিশুদের ঈদবস্ত্র বিতরণ করতে যাচ্ছে।মূলত এই দুবিষয় নিয়ে আলোচনা হয় এই জরুরী সভায়। সভা শেষে আগামী ২৫ জুন প্রায় ৪০জন মানুষকে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর ঈদবস্ত্র বিতরণের নির্দিষ্ট তারিখ ঠিক ওই দিন অর্থাৎ ২৫ তারিখে জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

#সভাপতি #এনসিটিএফ #চাঁপাইনবাবগঞ্জ

পরিচয়পত্র পেল এনসিটিএফ মৌলভীবাজার কার্যনির্বাহী কমিটি

২১ জুন মঙ্গলবার পরিচয় পত্র বিতরন করা হয় এনসিটিএফ মৌলভিবাজারের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিশুদের মাঝে পরিচয়পত্র গুলো বিতরন করেন। এই সময় জেলা ভলান্টিয়ার এবং বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ উপস্থিত ছিলেন। জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছিল উক্ত কমিটি।  ২০১৬–১৭ সালের নতুন কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে জানায় তারেক আজিজ , সভাপতি, এনসিটিএফ মৌলভিবাজার।

mou1

এনসিটিএফ মাগুরা জেলা কমিটির মাগুরা সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন (NCTF Magura district committee inspection Magura Sadar Hospital’s Children’s Ward.)

মাগুরা সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন করে এনসিটিএফ মাগুরা জেলা কমিটির সদস্য বৃন্দ। পরিদর্শন করার সময় দেখা যায় সদ্য জন্মানো শিশুদের অবজারভেশন রুমে শিশুদের তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি । শিশুদের রোগ জীবাণু থেকে মুক্ত করে নিরাপদে রাখার জন্য অবজারভেশন রুম হলেও অভিভাবকের সংখ্যা বেশি থাকায় শিশুরা সহজে রোগ জীবাণু থেকে মুক্ত হতে পারছে না । ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বলেন বেশির ভাগ রোগী আসেন গ্রাম থেকে এ কারণে তারা কোন রকম নিয়ম মানতে চান নাহ। তাদের বললেও কথা শোনে না । সমস্যার কথা উল্লেখ করে বলেন হাসপাতালের জনবল কম থাকার কারণে ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তিনি অভিবাবকদেরকে ০-৬মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। এতে করে শিশু রোগের হার একদম শূন্যের কোঠায় নিয়ে আশা সম্ভব বলে তিনি জানান। নবজাতক ওয়ার্ডে পরিদর্শনকালে নার্সদের সাথে কথা বলে জানা যায় এই সময় বেশির শিশুই ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, ডাইরিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে । এছাড়াও অসুস্থ শিশুর অভিভাবকরা বলেন হাসপাতালে চিকিৎসা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু হাসপাতালের পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে না । হাসপাতালের বাথরুমগুলো ব্যবহারের মত পরিবেশ নাই।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রজত সরকার, সাধারণ সম্পাদক নওরীন নাঈম দৃষ্টি, শিশু গবেষক মোঃ ইউসুফ আলী, শিশু গবেষক সামিয়া সুলতানা সূবর্ণা, চাইল্ড পার্লােমন্ট সদস্য মোঃ রাহিবুজ্জামান খান, চাইল্ড পার্লােমন্ট সদস্য সুমাইয়া ইসলাম সুমী এবং জেলা ভল্যান্টিয়ার শোভন শাহরিয়ার।

আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ (Modern Sadar Hospital Children’s Ward visited the chapainawabganj NCTF)

১২ জুন সকাল ১১ টায় এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি  সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শনে যায়। শিশু বিভাগ পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে এবং দায়িত্বরত ডাক্তাররা শিশুদের সময়মত চিকিৎসা দিচ্ছেন। কিন্তু সার্বিক বিষয়গুলো নিয়ে শিশুদের অভিভাবকদের সাথে আলোচনার এক পর্যায়ে তারা একটি বিষয়ে অভিযোগ করেন। তারা বলেন যে, ডাক্তাররা সঠিক চিকিৎসা দিলেও অতিরিক্ত ঔষুধ কেনার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং সেইসাথে খুব ঘনঘন ঔষুধ পরিবর্তন করছেন। তবে এ বিষয়ে হাসপাতালের আরএমও ডা: শফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি পরবর্তীতে এ বিষয়টি পর্যবেক্ষন করে সঠিক ব্যবস্থা নিবেন বলে এনসিটিএফ জেলা কমিটি কে আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিল।

এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দের হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন (NCTF Sherpur district executive members visited the hospital children’s ward )

রজত সাহা অন্ত ,শিশু সাংবাদিক এনসিটিএফ, শেরপুর: গত 07 জুন রোজ মঙ্গলবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন এ যায়  ।জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৬ টি বেড আছে ।এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে ।এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৪টি বেড রয়েছে ।তবে এই বেডের সংখ্যা অত্যন্ত শোচনীয় ।হাসপাতালে রোগীদের কাছে নার্সেরা তাদের ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন ।রোগীদে মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন ।কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে ।অবশেষে একজন মেডিকেল অফিসারকে এই কথা জানালে তিনি বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন ।

এনসিটিএফ_ন্যাশনাল_কনফারেন্স_২০১৬ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:(Some important information about the National Conference NCTF 2016)

আগামী ১৫জুন,২০১৬ তারিখে এনসিটিএফ এর ন্যাশনাল কনফারেন্স ২০১৬ সাভারের সিসিডিবি_হোপ_সেন্টারে অনুষ্ঠিত হবে। কনফারেন্সে যারা অংশগ্রহণ করবে তাদের তালিকা, কোথায়, কখন রিপোর্টিং করতে হবে সে তথ্য, সেফরন, তাদের থাকা এবং বিল সম্পর্কিত গাইডলইন নিচে সংযুক্ত করা হল। আর অবশ্যই সকলকে অভিভাবক সম্মতিপত্র এবং #জেএসসি বা #এসএসসি পরীক্ষার সার্টিফিকেট বা মার্কসিটের সত্যায়িত কপি সঙ্গে করে আনতে হবে। যাতায়াতের ক্ষেত্রে বাস, লঞ্চ বা ট্রেনের টিকেট সঙ্গে করে নিয়ে আসতে হবে। সকল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে  এসি_বাহন গ্রহণ যোগ্য হবে না, নন এসি বাহন ব্যবহার করতে এবং টিকেট ছাড়া কাউকে বিল দেওয়া হবে না।

ধন্যবাদন্তে

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।