এনসিটিএফ মাদারীপুরের সদর হাসপাতাল পরিদর্শন

রোজ সোমবার ২৯-১০-১৮ তা‌রি‌খে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ এর সদস্যবৃন্ধ, মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে যায়। হাসপাতা‌লের প‌রি‌বেশ স্বাস্থ্যকর হ‌লেও সেখা‌নে র‌য়ে‌ছে জায়গা সংকট। শিশু ওয়া‌র্ডে র‌য়ে‌ছে ২৪ টি বেড এবং রুগী সংখ্যা ৫০, যার জন্য এক বে‌ডে অবস্থান কর‌ছে ২ থে‌কে ৩ জন শিশু। বিশেষজ্ঞদের ম‌তে আবহাওয়া প‌রিবর্ত‌নের কার‌ণে প্র‌তি‌নিয়ত বে‌ড়ে চল‌ছে জ্বর ও ঠান্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা বি‌শেষ ক‌রে ৫ মাস থে‌কে ১১ বছ‌রের শিশু‌দের ম‌ধ্যে এই রোগ টি বে‌শি লক্ষনীয়। রোগী‌দের ম‌তে দি‌নে ২ বার ডাক্তার প‌রির্দশন ক‌রে ওয়ার্ডটি এছাড়া নার্স‌দের ব্যবহার ভা‌লো এবং তা‌দের স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। বে‌শির ভাগ ওষুধ হাসপাতাল থে‌কেই দেওয়া হয় কিছু কিছু ওষুধ ব‌া‌হির থে‌কে কেনা প্র‌য়োজন হয় ত‌বে আর্থিক অবস্থা খারাপ হ‌লে হাসপাতাল ফান্ড থে‌কে দেওয়া হয় ওষুধ কেনার খরচ।

ফাহ‌মিদা মেহবুবা নয়না
চাইল্ড পার্লা‌মেন্ট মেম্বার, মাদারীপুর    

NCTF মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষরোপন ও শিশু একাডেমীর উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ এবং এনসিটিএফের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসরাফুর রহমান উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৌলভীবাজার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শাহ মস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুসফিকুর রাহমান ইকবাল, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ইয়াহইয়া, রেডিও পল্লি কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক মামুনুর রহমানসহ প্রমুখ।

সবশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দসহ এনসিটিএফ এর উদ্যোগে শিশু একাডেমী প্রাঙ্গণে ঔষধি বৃক্ষের চারা রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন  এনসিটিএফ জেলা সভাপতি দ্বীপ্রধর অর্ঘ্য,পারভীন আক্তার, সোহান মিয়া, মোঃ ফাহিম, ইমন পাল ধ্রুব জেলা ভালান্টিয়া মোঃ কামরুল ইসলাম সহ প্রমুখ।

এনসিটিএফ রংপুর এর বৃক্ষরোপন

১২ আগষ্ট এনসিটিএফ রংপুর জেলার কার্যনির্বাহী কমিটির উদ্দোগে বাংলাদেশ শিশু একাডেমী এবং মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞাঁ, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর এবং এনসিটিএফ রংপুরের বন্ধু রেজিনা সাফরিন।

মৌলভীবাজার এনসিটিএফ এর হাসপাতাল পরিদর্শন

 ৮ ই আগস্ট ২০১৬ইং সকাল ১০  টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলার  ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের  শিশু ওয়ার্ড  পরিদর্শন করেন ।

এসময় তারা কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল-বাকী স্যারের  সাথে কথা বলে। ডা. আব্দুল্লাহ আল-বাকী স্যার  জানান, মা ও শিশুদের জন্য বেডের সংখ্যা চাহিদার তুলনায় কম। এদের জন্য ৪০  টি বেড রয়েছে।কিন্তু ডাঃ জানান মাঝে মাঝে  রোগীর সংখ্যা  ১২০ এ গিয়ে দাঁড়ায়। আজই রোগীর সংখ্যা   ছিল ৭০জন। রোগীর সংখ্যা  বেশি হলে একই  বিছানায় ২-৩ করে  থাকতে দেয়া হয়। হাসপাতালে জায়গা সল্পতার কারনে এই সমস্যাগুলো হচ্ছে বলে ডাঃ জানান।তাছাড়া হাসপাতালের নতুন ভবনে আরেকটা  শিশু ওয়ার্ড  খোলার কথা থাকলেও তা নাকি পর্যাপ্ত জনবলের অভাবে খোলা হচ্ছে না।এছাড়াও উক্ত ওয়ার্ডে মাত্র ১জন নার্স রয়েছেন। কিন্তু উক্ত ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে ,তাছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিছু খেলনা সামগ্রী, রয়েছে টেলিভিশন।

চিকিৎসাধীন নাসিমা বেগম  (২২ ) সাথে কথা বলে জানা যায়, তার শিশুর বয়স তিন দিন।ডাক্তাররা ওষুধপত্র দেয়া সহ নিয়মিত দেখাশুনা করছেন বলেও তিনি জানান।

ডাঃ আরো জানান এই সময় নিউমোনিয়া,শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি। তাছাড়া নবজাতকের বিভিন্ন প্রকার রোগ বিরাজমান রয়েছে।

ডাঃ জানান “সীমিত সম্পদে সর্বোচ্চ সেবাদেনের প্রচেষ্টা” এই স্লোগান নিয়ে তারা কাজ করছেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন  শিশু একাডেমীর লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম,রোমানা চৌধুরী প্রমুখ।

২০১৬ – ২০১৭ সালের চাইল্ড পার্লামেন্ট কমিটি গঠনঃ

গত ৩১ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হল চাইল্ড পার্লামেন্ট কমিটি ২০১৬ এর নির্বাচন । বাংলাদেশের ৬৪ টি জেলার ৮৬ জন এনসিটিএফ সদস্যদের স্বচ্ছ ভোট দানের মাধ্যমে গঠন করা হয় ২০১৬ – ২০১৭ সালের  নতুন চাইল্ড পার্লামেন্ট কমিটি।

২০১৬-২০১৭ চাইল্ড পার্লামেন্ট কমিটির নাম ও তাদের পদবীঃ

১।মেফতাহুন নাহার (স্পিকার)
২। ফেরদৌস নাঈম (ডেপুটি স্পিকার )
৩। মাহমুদা সিদ্দিকা এলিজা (ডেপুটি স্পিকার)
৪। জান্নাতুল ফেরদৌস মণি (প্যানেল ডেপুটি স্পিকার)
৫। সামিউল ইসলাম (প্যানেল ডেপুটি স্পিকার)

২০১৬ – ২০১৭ সালের এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি গঠনঃ

গত ১৫ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে হয়ে গেল এনসিটিএফ এর জাতীয় সম্মেলন ২০১৬ বাংলাদেশের ৬৪ টি জেলার এনসিটিএফ কমিটির সভাপতি এবং সহ–সভাপতিদের স্বচ্ছ ভোট দানের মাধ্যমে গঠন করা হয় ২০১৬ – ২০১৭ সালের  নতুন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।

এনসিটিএফ ২০১৬-২০১৭ কমিটির সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ

সভাপতি: সাফায়েত জামিল নওশান (ব্রাহ্মণবাড়িয়া)
সহ-সভাপতি: মতিয়া চৌধুরী (চাঁদপুর)
সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার রাহিম (টাঙ্গাইল)
সাধারণ সম্পাদক: জিয়ানা বিনতে জাহিদ মৌরিন (রাজশাহী)
যুগ্ম-সাধারণ সম্পাদক: মহিউদ্দীন রহমান (মানিকগঞ্জ)

এনসিটিএফ ময়মনসিংহের জুলাই মাসের মাসিক মিটিং অনুষ্টিত (NCTF Mymensingh monthly meeting held in July)

২১ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক মিটিং অনুষ্টিত হয়।উক্ত মিটিং এ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,জেলা ভলিন্টিয়ার ও নতুন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: মেহেদী আহসান উপস্থিত ছিল।

তারপর বিকাল ৫টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে, বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর আয়োজনে, মরহুম জেলা  শিশু বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর স্বরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ময়মনসিংহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: মেহেদী আহসান , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন -লাইব্রেরিয়ান,সরকারি গনস্থাগার ময়মনসিংহ । আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ এনসিটিএফ এর কার্যনির্বাহী সকল সদস্যরা । এবং শিশু একাডেমীর সকল কর্মকর্তাগন।

শামস আল জাফির
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করবে এনসিটিএফ রাজশাহী

গত ১৯ জুলাই বিকাল ৩ ঘটিকায় এনসিটিএফ রাজশাহী জেলার জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত্ব করেন জিনিয়া মৌরিন। উক্ত সভায় বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ সিন্ধান্ত নেয় কমিটি। যার মধ্যে উল্লেখ্য এই মাসেই এনসিটিএফ রাজশাহী জেলার ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করবে। এছাড়া আগামী ২৫ জুলাই শিশু নিকেতন পরিদর্শনে যাবে কমিটি। গুরত্ত্বপূর্ন এই সভায় কমিটি সদস্যবৃন্দ ছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

খুলনা এনসিটিএফ এর ব্যতিক্রমধর্মী উদ্দোগ (Exceptional initiatives of Khulna NCTF)

ব্যতিক্রমধর্মী  কিছু করার ভাবনা থেকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ  বিষয়ক কর্মশালার আয়োজন করলো খুলনা এনসিটিএফ।  অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমী খুলনা প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।  যেখানে ভলেন্টিয়ারিজম সম্পর্কে ধারন প্রদান করে সৌরভ সাহা  এবং লিডারশিপ সম্পর্কে ধারন প্রদান করে দীপন দে। এছাড়াও কর্মশালাটিতে এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়। এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করে এইচ এম লিটন হাওলাদার ( সভাপতি, খুলনা এনসাটিএফ)  কর্মশালাটির উদ্বোধন করেন, জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তাখুলনা) পুরোটাই নিজ উদ্দোগে  ২০ জন শিশুকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ সম্পর্কে ধারনা  প্রদান করে খুলনা এনসিটিএফ।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর উদ্দোগে শিশুদের ঈদ বস্ত্র বিতরন (NCTF Kishoreganj initiative for children distributed Eid clothes)

শিশুদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে আজ এনসিটিএফ, কিশোরগঞ্জ এর উদ্দোগে অনুষ্ঠিত হলো দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে ঈদ বস্ত্র বিতরন। তাদের মুখের একটু ফুটলেই আমাদের আয়োজন সফল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুদের মা বলে খ্যাত সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস খালেদা ইসলাম, এডভোকেট মায়া ভৌমিক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি। এই অনুষ্ঠানে ৪০ জন শিশুকে ঈদ বস্ত্র দেওয়া হয়।