কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর প্রতিমাসের ন্যায় হাসপাতাল মনিটরিং অনুষ্ঠিত এবং অন্যন্য সাফল্য।

গত ১১ ই এপ্রিল এনসিটিএফ কুষ্টিয়া জেলার কার্যনিবাহী কমিটির শিশু গবেষকের নেতৃত্বে সকাল ১০.৩০ টায় হাসপতাল মনিটরিং অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের সদর হাপসাতালের শিশু ওয়ার্ডের অবর্জাহভেশন রুমের চিত্র ছিলো অন্যান্য মাসের চেয়ে অনেক ভিন্ন। কারণ আগে শিশু ওয়ার্ডে অবর্জাহভেশন রুমে সবাই জুতা সেন্ডেল পড়ে প্রবেশ করতো। যার ফলে শিশুদের অনেক জিবাণু দ্বারা আক্রান্ত হতো।

এদিকে এই সমস্যার বিষয়ে কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মুসাব্বির হোসেনের ফেসবুকে পোস্টের মাধ্যমে জেলা প্রশাসক কুষ্টিয়াকে অবহিত করায় কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেfinal-01-sobujbartaন এই বিষয়টি নজরে নিয়ে দুইজন নির্বাহী ম্যাজিট্রেট প্রেরণ করে উল্লেখিত সমস্যাটি সমাধান করে থাকেন। গতকাল হাসপাতাল মনিটরিং এর শেষে এন.সি.টি.এফ. এর শিশুরা ডাঃ জমির উদ্দিন ,(শিশু কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান শিশু বিভাগ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ) সাক্ষাতকার করার সময় জানতে চাওয়া হয় যে, বর্তমানে আবহাওয়ার প্রবাহরে জন্য শিশুদের ওপর কিরুপ প্রভাব ফেলতে পারে এ বিষয়ে তিনি বলেন বর্তমান আবহাওয়া শিশুদের জন্য খারাপ এর মূল কারণ হচ্ছে রোদ্রের তাপ বেশি যার ফলে শিশুরা জ্বর, এআরআই এর মত রোগে আক্রান্ত হতে পারে । এছাড়া তিনি আরও বলেন এই সময়ে ডায়রিয়ার মত খারাপ রোগেও আক্রান্ত হতে পারে ।

এই জন্য শিশুদের সব সময় পরিস্কার রাখতে হবে এবং খাবারের সময় ভালো ভাবে হাত ধুয়ে নিতে হবে এবং পচা বাসি খাবার খাওয়া যাবে না। আর এদিকে এআরআই রোগ সম্পর্কে ডাঃ জমির উদ্দিন বলেন শিশুদের ফিডার খাওয়ানো যাবে না এর ফলে শ্বাস কষ্ট হয় । এবং বুকের দুধ উঁচু করে খাওয়াতে হবে ।

আর এ সকল সমস্যা দ্রুত পদক্ষেপ না নিলে অসুস্থ শিশুদের অসুস্থা বেড়ে যাওয়া সহ মৃত্যুর কারণ হতে পারে । আর অন্যদিকে সদর হাসপাতালের অবর্জাভেশন রুমটির বর্তমান চিত্রে আনার জন্য সাহায্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতে শিশুদের নিয়ে আরো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক সাক্ষাতকারে তারা বলেন আমরা সবার সহোযগীতা নিয়ে আরো ভালো কাজ করতে চাই । এবং কুষ্টিয়া জেলাকে শিশুবাদ্ধব জেলা হিসেবে দেখতে চাই ।

এই বিষয়ে পূর্বের নিউটি দেখুন

http://bit.ly/1Fk5Q4X

মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেনা – চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ২১ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মটমুড়া ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়।

প্রথম পর্বে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ মটমুড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ
dsc_0354-sobujbarta
দলীয় কর্মপরিকল্পনা গ্রহন করছে এনসিটিএফ এর সদস্যরা

দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।

প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, এনসিটিএফ এর আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুস্থ শিশুদের মধ্যে শীতবন্ত্র বিতরণ, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন  সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। তিনি বলেন মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করতে পারবেনা এবং তিনি এনসিটিএফ সদস্যদের প্রতি আহ্বান জানান কোন বিদ্যালয়ে যদি শিক্ষক ক্লাসরুমে মোবাইল ব্যবহার করে তাহলে তাকে জানাতে,  তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে যতাযথ ব্যবস্থা নিবেন । এদিকে বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৃহিত কাজগুলোর সুফল তুলে ধরেন এবং বলেন মা সমাবেশ করলে শিশুরা আরো বেশী উপকৃত হবে। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিসিজি এর সাধারণ সম্পাদক, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর, ফিল্ড অফিসার এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা, জসিম, ইসমতারা।

শিশুদের অধিকার বিষয়ক জবাবদিহিতা অধিবেশন।।

10062014123424pm10327130_10204062939641639_1489800472_nএনসিটিএফ এর উদ্যেগে জেলা প্রশাসন রাজশাহী,বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী,সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আজ ২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ৩.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব এস এম তুহিনুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী, জনাব মোঃ জনাব আলমগীর কবীর পুলিশ সুপার, রাজশাহী। জেলা শিক্ষা অফিসার জনাব খো: রুহুল আমিন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি জনাব ফারুক আলম খান। উক্ত অনুষ্ঠানে শিশুরা তাদের বিভিন্ন যোক্তিক দাবিগুলো তুলে ধরে প্রশাসন ও সুশিল সমাজের সামনে। বিশেষকরে রাজনীতে শিশুদের ব্যবহার বন্ধ, সারা বাংলাদেশ এই বাল্য বিবাহ বন্ধের লক্ষ্যে কি করনীয়, মাদকের নামকতা রোধে কি করনীয় , শিশুদের নিরাপত্তা, শিশুদের উপরে নির্যাতন সকল বিষয়ে প্রশ্ন উত্তর পর্বনিয়ে সাজানো হয় শিশুদের মুখোমুখি। উপস্থিত অতিথিদের উত্তরে এবং সুশীল সমাজের সম্পূরক প্রশ্নে অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হয়ে ওঠে এবং অতিথিদের উত্তর ছির শিশুদের জন্য সন্তোষজনক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন প্রধান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী। জনাব তুহিন খান, সভাপতি এন সি টি এফ, রাজশাহী,সুখেন কুমার মূখার্জীু-সভাপতি শিশু বন্ধু কমিটি, রাজশাহী,মোসা রহিমা বেগম-জাতিয় পুরুষ্কার প্রাপ্ত জয়িতা ও সদস্য শিশু বন্ধু কমিটি, রাজশাহী, আজমল হুদা মিঠু শিক্ষক, রাজশাহী বিম্ববিদ্যালয়। এছাড়া সরকারী বিভিন্ন কর্মকর্তা এবং সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্পীকারের দায়িত্ব পালন করেন আসমা ইসলাম ও আসিফ মাহমুদ ইমন এনসিটিএফ, রাজশাহী। সার্বিক সহযোগিতা করেন রাসেল আহমেদ।

যশোরে বড়দের সাথে সংলাপে শিশুবিষয়ক নানা সমস্যা তুলে ধরলো শিশুরা !

17062014103726amCaptureশামিম আহমেদ: যশোর জেলায় শিশু অধিকার বাসত্মবায়ন পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের সংলাপ রোববার স্থানীয় সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে৷ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, যশোরের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) যশোর জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে৷ সংলাপে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো.মোসত্মাফিজুর রহমান৷ চাইল্ড সেফটিনেট,ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ডিরেক্টর প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিতে সংলাপে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন পনির, যশোরের পৌর মেয়র মারম্নফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শিৰা অফিসার, নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারম্নন অর রশিদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, এনসিটিএফ যশোর সভাপতি সোনিয়া আফরিন সোমা, প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী শামিম আহমেদ৷ সংলাপে শিশুদের ও শিশু বিষয়ক বিভিন্ন সমস্যার সঙ্কটের কথা তুলে ধরেন এবং সংশিস্নষ্টরা তা সমাধানে কার্যকর পদৰেপ গ্রহণের আশ্বাস দেন৷