14th session of Child Parliament today

Daily Sun; 16 October, 2017 : The 14th session of the Child Parliament (CP), a platform to make children literate with democratic culture, will be held at Bangladesh Shishu Academy (BSA) in the capital today.  
It will focus on impact of disaster on education sector.   
A total of 35 child representatives from 31 disaster-prone areas will take part in the session where Primary and Mass Education Minister Mostafizur Rahman is scheduled to attend the programme as the chief guest.
State Minister for Finance and Planning Mr. M.A. Mannan, and Director Anjir Liton will be present at the event as the special guests.
The CP is the advocacy wing of child rights organisation National Chilren Task Force (NCTF) which is working in participation of children from age 13 to 18 in 64 districts.
CP Speaker Meftahun Nahar said, “As a child rights advocacy platform, the CP has been placing different issues of children in their own voices since 2003.”
In association with development agency Plan International and Save the Children, the BSA has been supporting the children platform.

http://daily-sun.com/printversion/details/261725/14th-session-of-Child-Parliament-today

অনুষ্ঠিত হলো ১৪তম বিশেষ চাইল্ড পার্লামেন্ট

সোমবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হলো ‘১৪তম চাইল্ড পার্লামেন্ট’ এর বিশেষ অধিবেশন। এবারের অধিবেশন এর প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ ও আমরা’।

এবারের অধিবেশন বাংলাদেশের ৩১ টি জেলার বন্যা কবলিত এলাকার নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।  অধিবেশনে শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরেন।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব অ্যাডভোকেট মোস্তাাফিজুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুক মিয়া, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন, সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি বিষয়ক পরিচালক রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্য ব্রত গুহ এবং হেড অব চাইল্ড রাইটস প্রটেকশন তানিয়া নুসরাত জামান প্রমুখ।

প্রধান অতিথি মোস্তাাফিজুর রহমান বলেন, আজকের যারা শিশু তারাই আগামির নের্তৃত্বে থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্য আয়ের ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া। এই লক্ষ্য অর্জন করতে হলে কোন শিশুকেই উপেক্ষা করার অবকাশ নাই ।

তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন এবং সবারজন্য শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সবই করবো। সকল শিশুকেই যথাযথ শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর। এইসব শিশুই দেশের নের্তৃত্বে থাকবে, তাদেরকে উন্নত রাষ্ট্রের উপযোগি করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তূমান সরকার শিশুদের উরন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ে থেকে প্রকল্প প্রস্তাব আসলে অর্থমন্ত্রণালয় অর্থায়নের সর্বাত্বক চেষ্টা করবে।

চাইল্ড পার্লামেন্টের স্পীকার মেফতাহুন নাহার জানান, দেশে সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যার ফলে শিশুদের শিক্ষা কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে। অনেক শিশু পরীক্ষায় খারাপ ফলাফল করছে। আমরা চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে দুর্যোগ প্রবন এলাকার শিক্ষাবোর্ডে জন্য ‘আলাদা শিক্ষাক্রম ও পাঠ্য সূচীর দাবি তুলে ধরেছি।

বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় চাইল্ড পার্লামেন্টের ১৪তম বিশেষ অধিবেশনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

চাইল্ড পার্লামেন্টর বিশেষ অধিবেশন বিষয়ক কর্মশালা

চাইল্ড পার্লামেন্টের ১৪তম বিশেষ অধিবেশন বসছে সোমবার। শনিবার ঢাকার শ্যামলীর ইউএসটি ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। এবারের ১৪তম চাইল্ড পার্লামেন্ট বিশেষ অধিবেশন এর প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ ও আমরা’।

প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৩১ টি জেলার বন্যা কবলিত এলাকার নির্বাচিত সদস্যরা উপস্থিত আছেন। চাইল্ড পার্লামেন্টের ১৪তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর, লেকচার থিয়েটার হল, বাংলাদেশ শিশু একাডেমী, দোয়েল চত্বর, ঢাকা।

অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, এমপি।
অধিবেশনটি আয়োজনে সহযোগিতা করছে  বাংলাদেশ শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন।

The Child Parliament Session on 21 December, 2014

The 12th Child Parliament session was held on 21 December, 2015. Total 300 persons were attended in the session. 84 (42 girls 42 boys) members of the child parliament were present. Among them 64 district members, 20 members from special groups and expansion areas attended in the session. Diverse range of Bangladeshi children including street children, working children, ethnic minorities, children with disabilities and other vulnerable and marginalised groups.

Mr. Md. Fazle Rabbi Miah, MP, the Honourable
Deputy Speaker of the Bangladesh National Parliament attended as Chief Guest. The child parliamentarian raised the issue and Deputy Speaker of national parliament was questioned by the child parliamentarians, and their commitment sought to change the experience of children in Bangladesh in relation to health and education.
Members of the Child Parliament (CP) also put forward a series of questions related to child marriage and its consequences over child protection including the controversial suggestion of lowering marriage age.
Admitting the corrupt practices of a section of marriage registrars the Deputy Speaker urged the Ministry of Law to strengthen the monitoring mechanism as well as fill in the vacant positions of district registrars to improve the overall situation.
Responding to the allegation of the child parliamentarians that some of the Union Council Chairmen often temper with birth registration in collusion with girls’ parents, he urged the public representatives to follow laws and conscience and not the immediate gain of cheap popularity.
The session was followed by a well-attended press briefing at which the press received the Child Parliament set of recommendations. The child parliamentarians answered the queries of the media in relation to the impact of the Child Parliament, the process of representation within the Child Parliament and future plans of the Child Parliament amongst other issues.

Preparatory workshop:
A preparatory workshop was held which produced the working document to be used in the session based on the research of participants across the country. A 2 day preparatory meeting attended by children’s representatives from all 64 districts and 20 children from poor & marginalized groups held on 18-20 December 2015. Through group work based on the working paper, local issues were identified and incorporated into the national agenda. Child parliamentarians also participated in a mock parliamentary session.

Child Parliamentarians Research Findings:
The Child Researchers (NCTF members) conducted research round the year in all 64 districts. 256 child researchers and 80 child facilitators collected data on the child rights situation. To finalize the issue the core team prioritize the collected information and select the child parliament issue. Both the primary and secondary research findings showed that, the current emerging issue of child rights in Bangladesh is child marriage. NCTF had already online campaign on ‘Not sixteen’ and submit a letter to Prime Minister. Government of Bangladesh drafted the “Child Marriage Prevention Law 2013”. The objective of the advocacy was to remain the marriage for girl 18 years and boys 21 years and increase mass campaign against child marriage.

Achievement of Child Parliament:
The child parliament initiative is meant to provide children a platform to raise their voice on issues that have a bearing on their lives. It also creates opportunity for the children to reach out to decision makers at the national level. Since its inception in 2003 the CP’s advocacy has contributed to policy changes such as banning of physical punishment in the school, use of cell phone by teachers during class hours, and use of children in political rallies.

Commitment of Chief Guest:
Honourable Deputy Speaker of the National Parliament said and believes that the legally permissible marriage age would remain 18. “Bringing down marriage age to 16 would be counterproductive,”

Conclusion:
Like the previous Parliament sessions held during the last 12 years, the children have successfully raised their voices in front of the policy makers of the Government and NGOs, donors and civil society members. The issues that were discussed in the two day sessions are very close to their lives – health and education. One purpose of the parliament session was that the voices of the children are heard and that was achieved to its full extent. How far their concerns will be addressed by the duty bearers will depend on a persuasive dialogue between the children and the duty bearers.

News Coverage of Child Parliament 2014:
http://www.observerbd.com/cat.php?b=254 http://www.dailystar.com/
http://sobujbarta.com/2014/12/22/NewsID-96982061/
http://www.ittefaq.com.bd/capital/2014/12/21/9612.html
http://www.thedailystar.net/18-to-remain-marriageable-age-for-females-56507
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.priyo.com
http://bdnews24.com/media-en/2014/12/21/december-21-2014

মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮ বৎসর থাকবে চাইল্ড পার্লামেন্ট এর ১২ তম অধিবেশনে ডেপুটি স্পিকার।

মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮ বৎসর থাকবে চাইল্ড পার্লামেন্ট এর ১২ তম অধিবেশনে ডেপুটি স্পিকার

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

চাইল্ড পার্লামেন্ট জাতীয় পর্যায়ের শিশু অধিকার সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে বাংলাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদের বাস্ত-বায়নে কাজ করে যাচ্ছে ।এ বছর বাল্য বিবাহ শিশু শিক্ষা ও সুরক্ষার অন্তরায় প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ এর ৬৪ জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য এবং ১৬ প্রান্তিক জনগোষ্ঠীর  ।

যেখানে বাংলাদেশের ৬৪ জেলার  চাইল্ড পার্লামেন্ট সদস্য সহ ১৬ টি বিশেষ অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি মোট ৮৪ জন চাইল্ড পার্লামেন্ট সদস্য এই অধিবেশনে অংশগ্রহন করেন। এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় “বাল্য-বিবাহ শিশুর শিক্ষা এবং সুরক্ষার অন্তরায়”।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে অধিবেশন শুরু করেন চাইল্ড পার্লামেন্ট  স্পিকার লোমাত সহিবা। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় নিহত স্কুল শীক্ষার্থীদের স্বরনে শোক প্রকাশ করে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা এক মিনিট নিরবতা পালন করে ।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মেয়েদের বিয়ের নুন্ম্যতম বয়স ১৮ বৎসর থাকবে বলেই চাইল্ড পার্লামেন্টকে অবহিত করেন ।“ আইন মন্ত্রনালয় বাল্যবিবাহ রোধে মুল ভুমিকা পালন করতে পারে । মারেজ রেজিস্টার মনিটরিং এর জন্য যে সকল পদ খালি আছে সে গুলো পূরণ করে বিবাহ নিবন্ধন ব্যাবস্থাকে জোরালো করার অনুরোধ জানাচ্ছি, ‍” তিনি আইন মন্ত্রনালয়ের প্রতি আহবান জানিয়েছেন ।সরকারি বেসরকারি গণ মাধ্যম গুলোর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন– প্রন্তিক মানুষের কাছে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপুর্ন ভ’মিকা পালন করতে পারে ।তিনি আইন মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার বলেন – নরসিংদী চাইল্ড পার্লামেন্ট সদস্য জীবন নেসা যাতে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায় এবং তার স্কুলে আসা যাওয়া অব্যাহত থাকে সে জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বাবা মায়ের সাথে যোগাযোগ করবো।

চাইল্ড পার্লামেন্ট জাতীয় পর্যায়ে শিশুদের নেতৃত্ব দানকারি সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে ২০০৩ সাল থেকে বাংলাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে জেলা পর্যায়ে শিশু অংশ গ্রহনের মাধ্যমে কাজ করে যাচ্ছে ।CP-Photosobujbarta
অধিবেশনের স্বাগত বক্তব্যে চাইল্ড পার্লামেন্ট অর্জন উল্লেখ করে  স্পিকার লোমাত সহিবা বলেন –
২০০৩ সাল থেকে চাইল্ড পার্লামেন্ট এর অনেক অর্জন রয়েছে । মাধ্যমিক পর্যায়ে বিনামুল্যে বই প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে প্রজ্ঞাপন জারি, বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি শিক্ষা চালু করন, রাজনৈতিক কার্যক্রমে শিশুদের নিষিদ্ধকরনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, শেনী কক্ষে মোবাইল ফোন ব্যাবহারে সরকারি নিষেধাজ্ঞা, পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য ।

নরসিংদী চাইল্ড পার্লামেন্ট সদস্য জীবন নেসা বাল্য বিবাহ নিয়ে নিজের জীবনে অভিজ্ঞতা তুলে ধরে –
আমি নিজেই বাল্য বিবাহের শিকার । আমি সবার সহযোগিতায় বিয়ে ঠেকাতে পারলেও আংটি পড়ানো ঠেকাতে পারিনাই । আমার বান্ধবী আসমা মৃত সন্তান প্রসব করে । সে এখন সাভার গার্মেন্টস এ কাজ করছে ।
বরগুনা চাইল্ড পার্লামেন্ট সদস্য আসিফ হোসেন বলেন-
অপ্রাপ্ত বয়সে বিয়ের কারনে অনেক মেধাবী মেয়ে তাদের পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে । ৬৬ ভাগ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে । পাশাপাশি বিয়ের আগে পড়ালেখা চালিয়ে যাবার কথা বললে ও বিয়ের পর অধিকাংশ মেয়েই পারে না ।
কক্সবাজার চাইল্ড পার্লামেন্ট সদস্য সুইটি রানী দে বলেন –
আমার বান্ধবী ফোনে কথা বলে । আমি যখন নাইনে পড়ি থখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় । কিন্তু আমি আমার বান্ধবীর বিয়ে ঠেকাতে পাড়ি নাই ।

আমার বান্ধবী আসমা মৃত সন্তান প্রসব করে । সে এখন সাভার গার্মেন্ট এ কাজ করছে ।
বরগুনা চাইল্ড পার্লামেন্ট সদস্য আসিফ হোসেন বলেন-
অপ্রাপ্ত বয়সে বিয়ের কারনে অনেক মেধাবী মেয়ে তাদের পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে । ৬৬ ভাগ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে । পাশাপাশি বিয়ের আগে পড়ালেখা চালিয়ে যাবার কথা বললে ও বিয়ের পর অধিকাংশ মেয়েই পারে না ।
কক্সবাজার চাইল্ড পার্লামেন্ট সদস্য সুইটি রানী দে বলেন –
আমার বান্ধবী ফোনে কথা বলে । আমি যখন নাইনে পড়ি থখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় । কিন্তু আমি আমার বান্ধবীর বিয়ে ঠেকাতে পাড়ি নাই ।

চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে:

_MG_1935ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর এডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্ট এর নির্বাচিত সদস্য সংখ্যা ১২৮। প্রত্যেক জেলায় ১ জন মেয়ে এক জন ছেলে শিশুদের ভোটে নির্বাচিত হয় । দেশের সবচে বড় শিশু সংগঠন এনসিটিএফ এর নিবন্ধিত সদস্য সংখ্যা ৪০ ,০০০ এর বেশি ।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন , প্ল্যান এবং ওয়ার্ল্ড ভিশন এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমির সাচিবিক সহযোগিতায় এনসিটিএফ জেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করছে ।

জেলা উপজেলা পর্যায়ে এনসিটিএফ সদস্যরা স্থানীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রশাসনের সাথে সমন্বয় প্রতিবেদন করে থাকে । বাংলাদেশের ১২ থেকে ১৮ বছরের যে কোন শিশু নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারে । জেলা পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমিতে এনসিটিএফ সচিবালয়ে যোগাযোগ করা যাবে ।

 

 

চাইল্ড পার্লামেন্ট কর্মশালা ২০১৪

শুরু হয়ে গেলো চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশনের কর্মশালা। চলছে আইস ব্রেকিং সেশন। সারা বাংলাদেশ এক ছাদের নিচে। ৬৪ টি জেলার সর্বমোট ৯২ জন চাইল্ড পার্লামেন্ট মেম্বারের উপস্থিতিতে আগামী ২১ ডিসেম্বর বসতে যাচ্ছে চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন। আরো জানতেঃ
www.nctfbd.org/cp
www.facebook.com/nctfcentral
www.facebook.com/childparliament
www.twitter.com/nctfbd

#ChildParliament
#NCTFBD
#StopChildMarriage