বাল্য বিবাহের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পেলো একটি সুন্দর জীবন

গত ২-০৮-২০১৮ তারিখ ঢাকা জেলা এনসিটিএফ একটি বাল্য বিবাহের সংবাদ পায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১১:০০ টায় এনসিটিএফ ঢাকা জেলা কমিটি একটি জরুরি মিটিং এর আয়োজন করে। মিটিং এ উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং ঢাকা জেলা এনসিটিএফ কমিটির সকল সদস্যবৃন্দ।

মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বেলা ২:০০ টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাহায্যে এনসিটিএফ সদস্যবৃন্দ রূপনগর থানায় যান। রুপনগর থানা পুলিশ সহ জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নিজে মেয়েটির বাসায় যান। পরবর্তীতে এনসিটিএফ এর দক্ষতায় এবং সকলের সহযোগিতায় বাল্য বিবাহের থাবা থেকে রক্ষা পায় শিশুটি। মেয়েটির পরিবার লিখিত জবানবন্দি দেন তারা তাদের মেয়েকে ১৮ বছর বয়সের পূর্বে বিয়ে দিবেন না।

মেয়েটির বয়স ১৩ বছর এবং সে পঞ্চম শ্রেণীর ছাত্রী।

গাইবান্ধায় এনসিটিএফ সদস্যদের হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেছে।
গত ২৬ জুলাই, বৃহস্পতিবার  দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১১ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু ডাইরিয়ায় আক্রান্ত।
এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ১৫০-২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।
পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগির স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান।
পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডে কিছু ময়লা পাওয়া যায়। যা সকালে পরিষ্কারের পর রোগীর স্বজনদের কারনে হয়েছে বলে জানান দায়িত্বরত নার্স। এছাড়া শিশু ওয়ার্ডের টয়লেটের সমানে পানি জমে থাকে যার কারনে ঠিকভাবে টয়লেট ব্যবহার করতে পারছেন না বলে জানান রোগীর স্বজনেরা। এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য অনুরোধ জানায়। পরে বহিঃ বিভাগে গিয়ে দেখা যায়, বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা শিশু রোগীদের অপেক্ষার স্থানে কোন ফ্যান না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্বজনেরা।
এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অমল চন্দ্র সাহা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, টয়লেট এর সামনের অংশ দ্রুত উঁচু করে টাইলস লাগানো হবে, এ বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি এবং বহিঃ বিভাগে ফ্যান লাগানোর কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে ফ্যান দৃশ্যমান হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাধারন সম্পাদক মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান ও  ফয়সাল সৃজন।

এনসিটিএফ পাবনা জেলায় শিশু গবেষকদের মাসিক সভা অনুষ্ঠিত

০২ আগষ্ট সকাল ১১ বাংলাদেশ শিশু একাডেমী জেলা কার্যালয়ে এনসিটিএফ পাবনার শিশু গবেষক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কার্যনির্বাহী কমিটির চারজন শিশু গবেষক ছাড়াও জেলা কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক উক্ত সভায় উপস্থিত ছিলেন। এই সময় শিশু গবেষক কাওছার ইসলাম সকলকে গল্প লিখা,  পেপার কাটিং এবং শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে পেপার কাটিং করেন শিশু গবেষকবৃন্দ। এছাড়া আগামী ১১ আগষ্ট হাসপাতাল এবং স্কুল মনিটরিং নিয়ে শেষে সঠিক সময়ে রিপোর্ট করার বিষয়ে আলোকপাত করেন মাসফিক হাসান সাফি, সভাপতি, এনসিটিএফ, পাবনা।

এনসিটিএফ পাবনা জেলার বিশেষ সভা অনুষ্ঠিত

৩১ জুলাই সকাল ১০ টায় এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী জেলা কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এনসিটিএফ পাবনা জেলার আগামী মাসের শিশু অধিকার মনিটরিং, জেলা ভলান্টিয়ার নিয়োগের সুপারিশ, দুইদিন ব্যাপী প্রশিক্ষণ এবং পরিচয় পত্র প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এনসিটিএফ পাবনা আগামীতে কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় জেলা কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, এনসিটিএফ উপদেষ্টা রিয়াদ মাহফুজ, হুমায়ন কবির বিশ্বাস, মিথি খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মতিউর রহমান শাহ এবং চাইল্ড রাইটস প্রমোটর (সিআরপি) মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত হল নব নির্বাচিত এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা

গত ২৩ ও ২৪ জুলাই গাজীপুরের ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এনসিটিএফ নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা। সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির ১১ জন সদস্য এবং সেই সাথে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাগণ। উক্ত সভায় সকলের উপস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অতিসত্বর সকল সিদ্ধান্ত বাস্তবায়ন এর আশ্বাস দেওয়া হয়।

কুমিল্লা জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির জুলাই মাসের সভা সম্পন্ন

গত ২৭ শে জুলাই ২০১৮ তারিখে কুমিল্লা জেলা শিশু একাডেমিতে এনসিটিএফ কুমিল্লার মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্য ছাড়াও কুমিল্লা জেলার ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন উপস্হিত ছিলেন। বেলা ৩ টায় সভাপতি আজরা সামিহা সুচি সকলকে শুভেচ্ছা জানিয়ে মিটিং শুরু করেন।

মিটিংয়ের আলোচ্য বিষয়সমূহ নিম্নরুপ:

১) আগস্ট মাসের মধ্যে পত্রিকা প্রকাশ।
২) স্কুল ভিজিটিং।
৩) স্কুল কমিটি গঠন।
৪) অনলাইনে সদস্য ফরম পূরন করা শিখা।

আলোচনা ও সিদ্ধান্তসমূহ:

১) আগস্ট মাসের মধ্যে পত্রিকা প্রকাশ।
২) আগামী ৫ তারিখের মধ্যে কমিটির সকল সদস্য কুমিল্লার স্বনামধন্য নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন।
৩) কুমিল্লা মডার্ণ হাই স্কুলের স্কুল কিমিটি গঠন।
৪) অনলাইন সদস্য ফরম পূরনের জন্য কিমিটির সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন।

কুমিল্লা মডার্ণ হাই স্কুলে এনসিটিএফ এর ক্যাম্পেইন

কুমিল্লা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা মডার্ণ হাই স্কুল গত ২৫শে জুন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) কুমিল্লা জেলার কার্যনির্বাহি কমিটির সদস্যরা এনসিটিএফ ও শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করে। কার্যনির্বাহি কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মমতাজ বেগম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এবং এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তিনি এনসিটিএফ এর উদ্যোগকে সমর্থন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। ক্যাম্পেইনে প্রায় অর্ধশতাধিক নতুন সদস্য সংগ্রহিত হয়। নতুন সদস্যরা এনসিটিএফ এর পরবর্তী কর্মসূচীর সাথে অংশগ্রহন করার ইচ্ছা পোষন করে। এনসিটিএফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে সম্প্রতিই বিদ্যালয়টি পরিদর্শন করে।
এনসিটিএফ এর সভাপতি পরবর্তী মিটিংয়ে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের নতুন সদস্যদের নিয়ে ক্লাব কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদারীপুর এনসিটিএফ সদস্য কতৃক বাল্যবিবাহ রোধ

গত ২২-০৭-২০১৮ ইং তারিখে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল মুন্সির পরামর্শ অনুয়ায়ী জেলা প্রশাসক জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, মেজিস্ট্রেট জনাব আল মামুন সহ কিছু পুলিশ এর সাহায্যের ফলে ১৫ বছর বয়সী সাদিয়া অর্পার বাল্যবিবাহ রোধে কার্যকরী ভুমিকা পালন করেছে বর্তমান মাদারীপুর এনসিটিএফ  কার্যনির্বাহী কমিটির সদস্যাবৃন্দ।

অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা ও ট্রেনিং

আগামী ২৩ ও ২৪ জুলাই গাজীপুরের ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিটিএফ নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা ও ট্রেনিং। উক্ত ট্রেনিং ও সভায় অংশ গ্রহণ করবেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে নব-নির্বাচিত এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাগণ।

এনসিটিএফ কর্তৃক জেলা প্রসাশক মৌলভীবাজার এর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ

১৭ জুলাই ২০১৮ এনসিটিএফ মৌলভীবাজারের উদ্যোগে রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ এর সহযোগীতায় জেলা প্রসাশক মোঃ তোফায়েল আহমেদ এর এক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারের বিষয় ছিলো মৌলভীবাজার জেলার শিশু ভিক্ষাবৃত্তি, বন্যা ও বন্যা পরবর্তি পরিস্থিতি।
সাক্ষাৎকারটি গ্রহন করে সভাপতি দীপ্রধর অর্ঘ, সহ সভাপতি নুসাইবা ইবনাত রূপন্তি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম মোহাম্মদ বুখারি ও সাংঠনিক সম্পাদক কৃতিময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লিকন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান, জেলা ভালান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, রোমানা আক্তার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন পাল ধ্রুব ও মোঃ ফাহিম। সাক্ষাৎকারটিসহ শিশু ভিক্ষাবৃত্তি ও বন্যা সম্পর্কিত রিপোটটি রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ তে সম্প্রচার করা হবে।