এনসিটিএফ মেহেরপুর পৌর কমিটির বিদ্যালয় পরিদর্শন

১৬ জুলাই, ২০১৮ এনসিটিএফ পৌর কমিটির সদস্যরা কমিটির সভাপতি (মুশফিকুর রহমান রিয়াদ) এর নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাথীর উপস্থিতির হার ভাল। বিদ্যালয়টি পরিষ্কার থাকার পাশাপাশি শিশুদের সুন্দরভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এনসিটিএফ শিশুরা বিদ্যালয়টি পরিদর্শনকালে মৌলিক শিক্ষা কার্যক্রম চালু থাকায় এনসিটিএফ সদস্যরা শিশুদের মধ্যে বসে মৌলিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। সেখানে শিশুদের যেভাবে খেলার মাধ্যমে এবং বিনোদনের মধ্য দিয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এনসিটিএফ এর শিশুরা বিদ্যালয়ের শিশুদের সাথে প্রায় ২ ঘন্টা সময় কাটিয়ে মৌলিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার শিক্ষিকা মুক্তার সঙ্গে কথা বলেন। মুক্তা বলেন সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এ ধরনের শিশুদের শিখাতে পেরে আমি গর্বিত এবং এখানে শিশুদের কে অক্ষর, বর্ণ মালা, শুদ্ধ বানান, সহজভাবে রিডিং পড়ার পাশাপাশি শিশুদের অতিরিক্ত সেবা দেওয়া হয় এবং ৬ মাস পর একজন শিশুর অনেক অংশে উন্নয়ন লক্ষ করা যায় যা বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীর থেকে পৃথক।   পরিদর্শন কালে উপস্থিত ছিল পৌর কমিটির সকল সদস্য, জেলা কমিটির সভাপতি, শিশু সাংবাদিকসহ সাধারণ সদস্য।

প্রাপ্তফলাফলঃ
১. শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উপস্থিতি ভালো।
২. বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ।
৩. বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে।
৪. ছাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে।
৫. বেতরা ঘাত করা হয় না।
৬. লাইব্রেরীর রুম আছে।
৭. প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।

ঠাকুরগাঁও সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ এবং বড়দের সাথে সভা অনুষ্ঠিত

গত ২০ এবং ২১ জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলার এর আয়োজনে  সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা জেলার সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ৩৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক, অভিভাবক সহ প্রতিষ্ঠানের শিশুদের সাথে বড়দের  শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা টয়লেট সংস্কার, ফ্যান প্রদান, বাগান গেট, খেলার জন্য ফুটবল এবং ক্রিকেট সেট, স্কুল প্রাঙ্গনে ডাস্টবিন স্থাপন, জানালা মেরামত, স্কুল মাঠ সংস্কার, বুক কর্ণারে নতুন বই প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি বলেন, শিশুদের সাথে করা আজকের এই কর্মপরিকল্পনাটি আমরা বাস্তবায়নে কাজ করবো। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, কর্মপরিকল্পনায় উঠে আসা বিষয়গুলোর আলোকে শুধুমাত্র মাঠ সংস্কারের জন্য আমাদের সহযোগিতা দরকার। বাকিগুলো স্কুল ম্যানিজিং কমিটিই বাস্তবায়ন করতে পারবে। মাঠ সংস্কারের জন্য প্রধান শিক্ষককে বলবো উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন করলে বিষয়টি দেখা হবে। এমন একটি আয়োজন করার জন্য এনসিটিএফকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সকল জায়গায় স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।

এনসিটিএফ মৌলভীবাজার জেলা কমিটির জুলাই মাসের সভা সম্পন্ন

অদ্য ১৩-০৭-২০১৮ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার মাসিক সভা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন দীপ্র ধর অর্ঘ্য। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দীন।
রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হাসান। এনসিটিএফ জেলা ভলান্টিয়ার রুমানা আক্তার চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক ইমন পাল ধ্রুব, অনলাইন শিশু গবেষক সমরিতা পাল ঐশি, সাধারণ সম্পাদক পারভীন বেগম, কৃতিময় রায়, ইমাম আহমেদ সাহাবি, প্রমি, সায়মা হোসেন অপি, প্রমুখ।

সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হাসান বলেন এনসিটিএফ কমিটি।  

রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ এর শিশু সংবাদিক হয়ে কাজ করবে। এছাড়াও কিছুদিন পূর্বে বন্যা কবলিত হওয়া শিশুদের বর্তমান পরিস্থিতি উপর প্রতিবেদন এবং আমাদের মৌলভীবাজার শহরকে ভিক্ষুক মূক্ত করার পরেও অনেক শিশু ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে তাই এই বিষয়ে কর্মরত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করার পরামর্শ দেন। আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়। পরে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে শিশুদের সাক্ষাত

দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দ্রুতই চালু হতে যাচ্ছে ’জাস্টিস অডিট সিস্টেম’ বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর ফলে শিশু নির্যাতন মামলাগুলোর তদারকি ও হালনাগাদ করা সহজ হবে এবং দ্রত বিচার সম্পন্ন করা যাবে। ১০ জুলাই, বাংলাদেশ সচিবালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচিত শিশু প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব জানান। এ সময়ে শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের কিছু সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ও সিনিয়র সহকারী সচিব মো: রেজাউল করিম।

শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রত বিচারের আওতায় আনা, শিশু আইন ২০১৩ এর বাস্তবায়ন, দেশব্যাপী শিশু হেল্প লাইন ১০৯ এর দ্রুত প্রসার, শিশুদের প্রতি শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সবাইকে সচেতন করে তোলা ইত্যাদি দাবিকে প্রাধান্য দিয়ে নানা সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

মাননীয় মন্ত্রী জানান, শিশু নির্যাতন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরও ৪১ টি পদ সৃষ্টি করে তাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেললে আইন নিজের হাতে তুলে নেবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটি যাতে না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেফতাহুন নাহার, ফেরদৌস নাইম, মাহমুদা সিদ্দিকা, ফারিয়া মেহজাবীন খান, আহনাফ আনাম, মোহাম্মদ জাহিদ হোসেন, মারিয়াম আখতার ও সুমাইয়া আখতার।

শরিয়তপুরে স্কলার ভ্যালী উচ্চ বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরিয়তপুর এর আয়োজনে জেলার স্কলার ভ্যালী (এসভি) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গত ১১ ও ১৩ই জুন বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ২৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিনে বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক,অভিভাবক সহ প্রায় ৩০ জন বড়দের সাথে শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা, এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা তথ্য প্রদান বক্স স্থাপন, বিশুদ্ধ পানি ব্যবস্থা, লাইব্রেরী স্থাপন, প্রাথমিক চিকিৎসা বক্স, সিলিং লাগানো, ডাস্টবিন স্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে।

শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। শরিয়তপুরের অন্যান্য স্কুলগুলোতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৯ জুন শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে এনসিটিএফ এর মতবিনিময় সভায় শিশুদের নানাবিধ সমস্যা উঠে আসে। মুক্ত আলোচনায় শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরে। এসময় শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. মাজহারুল ইসলাম তরু, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোহাঃ শাহ্ আলম, অব: শিক্ষক নবাবগঞ্জ সরকারী কলেজ, মোহিত কুমার দা, সভাপতি, জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। সভায় অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার নানা বিধ আলোচনা করেন। বিভিন্ন পরামর্শ প্রদান করেন শিশুদের। বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটিসহ ৩০ জন সাধারন সদস্য, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিআরপি, সেভ দ্য চিলড্রেন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ২ জুলাই ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর শিশুদের সাথে জেলা প্রশাসনের “শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। শিশুরা জেলার বিভিন্ন শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা ও শিশুদের জন্য উন্নয়ন যোগ্য বিভিন্ন বিষয়ে মতামত জেলা প্রশাসনের কাছে পেশ করেন। মাননীয় জেলা প্রশাসক শিশুদের দাবি পূরনে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেছেন, আজকের শিশুদের ভেতরে সামাজিক দায়বদ্ধতা জাগাতে হবে তারা যেনো সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরী করতে পারে। তাদের বোঝাতে হবে তারা বড় হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র বড় হবে। তারা ছোট হলে পরিবার, সমাজ,রাষ্ট্র ছোট হবে। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির যুগে তরুনরা যেমন মেধাবী তেমনি তাদের অনেকেই মাদকের মতো ভয়াল বিষয়ের সাথে যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য বেদনার। বিত্তবৈভবের প্রতিযোগিতা ও মূল্যবোধের অভাবেই সমাজ নির্যাতন ও অপরাধ প্রবনতার সৃষ্টি করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসন ও শিশু একাডেমীর সহযোগিতায় এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো.ইফতেখার প্রত্যাশা। অন্যান্যের মাঝে এসময় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শাহীনুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আহমেদ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এএসএম তফিকুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস, বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো.মনির হোসেন, এনসিটিএফ এর সাবেক সভাপতি সাফায়েত জামিল নওশান, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস ও সেতারা বেগম সেতু, চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করেন।

ধন্যবাদান্তে
মোঃ ইফতেখার প্রত্যাশা
সভাপতি, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া

রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধে পুনরায় প্রজ্ঞাপনটি প্রেরণ করা হবে: জেলা প্রশাসক

২৮ জুন বিকাল ৪ টায় এনসিটিএফ রাজশাহী জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সংলাপে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৩০ জন শিশু এই সংলাপে উপস্থিত ছিলেন। এনসিটিএফ রাজশাহী জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মুখোমুখি সংলাপকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৯ সমস্যা এবং ২১ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শ্রেনী কক্ষে শিক্ষক মন্ডলীদের মোবাইল ফোন ব্যবহারের যে তথ্য এনসিটিএফ আমাদের সামনে তুলে এনেছে তা সত্যই ভয়াবহ। আমরা আবারো শিক্ষা মন্ত্রানালয়ের প্রজ্ঞাপনটিসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি চিঠি প্রেরণ করবো। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাম সিঁড়ি তৈরির বিষয়েও আমরা চিঠি প্রেরণ করবো। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত র‌্যাম সিঁড়ি তৈরিতে পদক্ষেপ গ্রহণ করতে পারে। শিশু হাসপাতালের নানা নিয়মের অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশের উপর সমস্যার বিপরীতে ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন বলেন, আমি তোমাদের সাথে একমত। শিশু হাসপাতালের পরিবেশ উন্নয়নে তোমাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে। শিশুদের নিরাপত্তা, বাল্য বিবাহ এবং মাদক বিষয়ে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে তোমাদেরও সচেতন হতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুদের সাথে প্রশ্নউত্তর পর্বে বলেন মোঃ আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার. পুলিশ অফিস রাজশাহী। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক উক্ত মুখোমুখি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম, আব্দুল কাদের, জেলা প্রশাসক, রাজশাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজশাহী, মোছাঃ নাছিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী, ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, রাজশাহী, মোঃ জাহিদ নেওয়ান, উপজেলা নিবার্হী অফিসার, পবা, তাসনীম জাহান, সহকারী কমিশনার, রাজশাহী, শারমিন আক্তার, সহকারী কমিশনার, রাজশাহী, মোঃ মনজুর কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী, সুখেন কুমার মুখার্জী, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মুখোমুখি সংলাপে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম শুভ, সভাপতি, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাজশাহী।

মুন্সিগঞ্জে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ জুন সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৪০ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল, শিশু পরিবার এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ১০২ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা ৬টি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ৯ টি সমস্যা এবং ১২ টি সুপারিশ তুলে ধরে।
শিশুদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জনাব সুবির দাশ শিশুদের প্রশ্নগুলোর উত্তর দেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিলো শিশুদের জন্য পৃথক স্বাস্থ্য কমপ্লেক্স করা, মাদক নিরাময়ে সচেষ্ট থাকা, শিশু নির্যাতন এর ঘটনায় দ্রুত সাড়া প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব সচল ও মাঠ সংস্কার করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিশুদের আগ্রহ বাড়ানো সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাব সুবীর দাশ, মুন্সিগঞ্জ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম, সংস্কৃতি অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি সজীব হোসেন।

রংপুরের শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৭ জুন বিকাল ৩ টায় এনসিটিএফ রংপুর জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ২৭ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ রংপুর জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যার উপর শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৮ সমস্যা এবং ১৫ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শিশুদের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। ‍শিশু একাডেমী কমপ্লেক্স নিমার্নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি। এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যদের বিনামূল্যে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন মেরিনা লাভলী, সাংবাদিক, চ্যানেল আই। এনসিটিএফ এর যে কোন কাজে স্কাউটসের সহযোগিতা থাকবে বলে জানান, মোঃ ‍সৈকত হোসেন, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনমুল হাবীব, জেলা প্রশাসক, রংপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আলম, জেলা ক্রীড়া অফিসার, ইমরান মিয়াঁ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রংপুর, তৈাহিদুল ইসলাম টুটুল, সদস্য, শিশু একাডেমী, রংপুর, এম. এ ওয়াহেদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আব্দুল্লাহ ইবনে আশরাফ (অর্ণব), সভাপতি ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর।