গাইবান্ধায় এনসিটিএফ এর স্কুল পরিদর্শন ও কমিটি গঠন

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
গত ৮ এপ্রিল, রবিবার সকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা জেলার সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সেখানে এনসিটিএফ এর সদস্য সংগ্রহ ও স্কুল কমিটি গঠন করেন। এসময় সর্বমোট ৮৬ জন ছাত্র-ছাত্রী এনসিটিএফ এর সাধারণ সদস্য হিসেবে ফরম পুরন করেন পরে তাদের মধ্য হতে ১১ সদস্য বিশিষ্ট স্কুল কমিটি গঠন করা হয়। যারা তাদের স্কুলে শিশু অধিকার বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারনা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করবেন।
এছাড়াও নব-নির্বাচিত স্কুল কমিটির সাথে এনসিটিএফ এর বিভিন্ন কাযর্ক্রম নিয়ে আলোচনা করা হয় এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ ও দেশের বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে এনসিটিএফ মুখপত্র “শিশু ভাবনা” বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারি শিক্ষক মোঃ মাজেদুল হাসান প্লাবন এ সময় এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মিলন, সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠিত হলো এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক নির্বাচন

২৯ শে মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দে সকাল ১১ টার সময় ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স সাতক্ষীরা জেলা কমিটি’র বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শিশু একাডেমীর মিলনায়তনে এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা। জেলা এনটিসিএফ এর বিদায়ী কমিটির সভাপতি শাহারীন দিসু অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা এনসিটিএফ এর সাধারন সম্পাদক মোঃ সাকিবুজ্জামান। বার্ষিক সাধারন সভায় ২০১৬-১৭ সালের কর্ম পরিকল্পনা ও চিহ্নিত সমস্যা সহ নতুন ভাবে আগামী ২০১৮-১৯ সালের নতুন বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় জেলা এনসিটিএফ এর দ্বিবার্ষিক নির্বাচন ২০১৮-১৯।

শিশুদের প্রত্যক্ষ ভোটে শিশুরা জেলায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করে। এসময় নির্বাচনের পর বিদায়ী কমিটির শিশুরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নব নির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে বলেন যে, বার্ষিক সাধারন সভায় যে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই কর্মপরিকল্পনা অনুযায়ী নব গঠিত কমিটির নেতৃ বৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করবেন। তিনি বিগত কমিটির সদস্যদের কে দীর্ঘ ২ বৎসর এনসিটিএফ এর কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে শিশু অধিকার বাস্তবায়নের জন্য যে ভূমিকা রেখেছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন  যে বিগত কমিটি যেভাবে সাতক্ষীরায় শিশু অধিকার বাস্তবায়নে যেভাবে অবদান রেখেছে, সেই একই গতিতে নবগঠিত কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

নব গঠিত জেলা এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি ২০১৮-১৯ এর পূর্ণাঙ্গ কমিটি নিন্মে প্রদান করা হলঃ

★ সভাপতিঃ পূজা দাস
★ সহ-সভাপতি মোঃ শরীফুজ্জামান
★ সাধারন সম্পাদকঃ সুজিত পাল
★ যুগ্ম সাধারন সম্পাদকঃ পৃীতি দাশ
★ সাংগঠনিক সম্পাদকঃ উজ্জল ঘোষ
★ শিশু সাংবাদিক (ছেলে): সাগর দাশ
★ শিশু সাংবাদিক (মেয়ে): সাদিকুন নাহার মুক্তা
★ শিশু গবেষক (ছেলে): আহাদুজ্জামান
★ শিশু গবেষক (মেয়ে): হাফিজা খাতুন
★ চাইল্ড পার্লামেন্ট (ছেলে): ফিরোজ হুসাইন
★ চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): তানজিম বাসার জিম

এনসিটিএফ মেহেরপুর সদর উপজেলার স্কুল কমিটি গঠন

০৪ এপ্রিল ২০১৮ মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ কমিটির নেতৃত্বে শ্যামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলমিতলা মাধ্যমিক বিদ্যালয় এ এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয় এবং সেই সাথে বিদ্যালয় পরিদর্শন করা হয়। উভয় বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর স্বতস্ফুর্ত অংশগ্রহনে স্কুল কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত স্কুল কমিটির সাথে দেওয়াল পত্রিকা প্রকাশসহ স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে এনসিটিএফ উপজেলা কমিটির সদস্যরা আলোচনা করে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ কমিটির সভাপতি মোতালেব বিশ্বাস, শিশু গবেষক মেহেরাব, শিশু সাংবাদিক সৈকত, আমঝুপি এনসিটিএফ এর সভাপতি মামুন ও সাধারন সম্পাদক হাবিবার উপস্থিতে বিদ্যালয়ে এনসিটিএফ কমিটি গঠন ও পরিদর্শন হয়।

হাজারো সমস্যায় জরজড়িত কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজশাহী মহানগরীর জেলা কারাগারের পাশে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন হাজারো সমস্যায় জরজড়িত। গত ২৯ মার্চ এনসিটিএফ রাজশাহী কারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে উঠে বিদ্যালয়ের নানা সমস্যা। স্কুলে মাত্র দুইটি টয়লেট। যেটির একটি ব্যবহার করেন শিক্ষকমন্ডলী অন্যটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করছে। নেই নিরাপত্তা প্রাচীর। দীর্ঘ দিন নলকূপের সদস্যা থাকায় শিক্ষার্থীরা খেতে পারছে না বিশুদ্ধ পানি। বিনোদনের জন্য পর্যাপ্ত খেলার উপকরণ নেই স্কুলটিতে। প্রাথমিক চিকিৎসা দেবার কোন ব্যবস্থা নেই। আছে বেঞ্চের সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো নিয়ে এনসিটিএফ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এর সাথে কথা বললে তিনি জানান এনসিটিএফ এর তথ্যগুলো নিয়ে জেলা প্রশাসনের সাথে দেখা করবেন। এছাড়া এনসিটিএফ উক্ত সমস্যাগুলো খুব দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসনের সাথে দেখা করবে। পরিদর্শনকালে এনসিটিএফ এর নব-নিবাচিত কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

এনসিটিএফ রংপুর জেলার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২৭ মার্চ সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর মিলনায়তনে এনসিটিএফ এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই নির্বাচনে জেলার প্রায় দেড় শতাধিক সাধারন সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান আলী মিঞা উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন। ২৭ মার্চ সকাল থেকে বিভিন্ন স্কুল কমিটির এনসিটিএফ সাধারন সদস্যরা শিশু একাডেমী প্রঙ্গাণে উপস্থিত হতে থাকে। ১১ টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন শেষে নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এনসিটিএফ এর টি-শার্ট প্রদানের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় ২০১৬-২০১৭ কমিটির সদস্যদের। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর সিআরপি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং জেলা ভলান্টিয়ারগণ।

গাইবান্ধায় এনসিটিএফ সদস্যদের হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। এই বারের পরিদর্শনকালে পূর্বের থেকে কিছুটা উন্নতি লক্ষ্য করা যায় শিশু ওয়ার্ডের পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা।   
গত ২৯ মার্চ বৃহস্পতিবার  দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। এই বারের  পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৫ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু ডাইরিয়ায় আক্রান্ত।
এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।
পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগির স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের পরিবেশ একটু ভালো হয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার ওয়ার্ড পরিষ্কার করা হয়, কিছু ঔষধ হাসপাতাল থেকে দেওয়া আবার কিছু বাহির থেকে কিনতে হয়। এছাড়া তারা আরও জানান দিনে একবার ডাক্তার ভিজিট করেন।
পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডে কিছু ময়লা পাওয়া যায়। যা সকালে পরিষ্কারের পর রোগীর স্বজনদের কারনে হয়েছে বলে জানান দায়িত্বরত নার্স।  এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য অনুরোধ জানায়।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অমল চন্দ্র সাহা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রতিটি রোগীর ময়লা ফেলার জন্য একটি করে গামলা রয়েছে। নতুন করে কোনো ডাস্টবিন বা ঝুড়ি দেওয়া হবে না। এছাড়াও প্রতিদিন দুইবার ওয়ার্ড ঝাড়ু দেওয়া হয় এবং প্রতিদিন সকালে হাসপাতালে রোগীর সাথে আগত স্বজনদেরকে স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়। তিনি আরো জানান, শিশু ওয়ার্ডের ব্যাপারে  এনসিটিএফ সদস্যদের কোনো অভিযোগ, পরামর্শ বা সুপারিশ থাকলে আমরা তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবো। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমও কে এনসিটিএফ এর মুখপত্র “শিশু ভাবনা” প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সহ সভাপতি তাসকিনা জামান তমা, সাধারন সম্পাদক মেহেদী হাসান অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক সামানীয়া জান্নতী রাইয়ান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু গবেষক সিরাজ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান ও রুম্পা সহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ।

মাদারীপুর এনসিটিএফ এর শিশু ওয়ার্ড পরিদর্শন

সভাপতি তাবাসসুম ইসলাম আনিকার নেতৃত্বে এবং ভলান্টিয়ার মুন্নি আক্তারের ব্যবস্থাপনায় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মাদারীপুর জেলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মুখাপেক্ষি হন। এসময় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সভাপতি – আনিকা, শিশু সাংবাদিক – আমান এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার – মুহিত খান তাদের সাক্ষাতকার গ্রহন করেন। এর আগে এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শিশু ওয়ার্ডে ভর্তিরত শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন অভিযোগ গ্রহন করেন। পরবর্তিতে সেসব অভিযোগ সম্পর্কে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের কাছে জানতে চাইলে তারা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তারা সর্বক্ষনই রোগীদের চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে তারা কখনো কখনো সামলে উঠতে পারেন না। তিনি আরো বলেন, তারা শিশুদের বিনামুল্যে ওষুধ দিতে সর্বক্ষনেই চেষ্টা করেন। কিন্তু, কিছু অব্যবস্থাপনা তাদের এই সাবলীল চিকিৎসা প্রদানঅকে ব্যহত করে থাকে।

 এছাড়া, শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মাধ্যমে জানা যায় শিশু ওয়ার্ডে প্রতিনিয়তই ৩০-৩৫ জন নতুন রোগী চিকিৎসা নিতে আসে। যাদের বেশির ভাগ রোগীরই নিউমোনিয়া সহ বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ বলেন, এসব রোগের প্রধান কারণ হিসেবে পরিবেশ দূষণকে দায়ী করেন। তিনি বলেন অভিভাবকের সচেতনতাই শিশুদের এরূপ রোগ হতে মুক্তির প্রধান মাধ্যম হতে পারে।

মুহিত খান, CPM, এনসিটিএফ – মাদারীপুর

এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৪ মার্চ ২০১৮ রোজ শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডমী মৌলভীবাজার এর হলরুমে অনুষ্ঠিত হয় এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক পরিকল্পনা সভা। অনুষ্ঠানের শুরুতে এনসিটিএফ বর্তামান কমিটির পরিচয় পর্ব ও এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়। এর পর জেলার বিভিন্ন স্কুল কমিটির সদস্য এবং এনসিটিএফ এর সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ৯:৩০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। এর পর শুরু হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। কর্মপরিকল্পনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মুহিবুর রহমান, রেডিও পল্লী কন্ঠের প্রধান নির্বাহী হাসান মাহদী, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, জেলা ভলান্টিয়ার এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।

আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাথে খুলনা এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে খুলনা এনসিটিএফ। গত ২৪ জানুয়ারি ২০১৮ খুলনার সার্কিট হাউজে এই বিশেষ সাক্ষাতের সময় তিনি খুলনার শিশু অধিকার নিয়ে আরও দৃঢ় ভাবে কাজ করে এগিয়ে যেতে  বলেন  এনসিটিএফ ও চাইল্ড পার্লামেন্ট সদ্যসদের। সাথে সাথে খুলনা আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনকে এনসিটিএফ ও চাইল্ড পার্লামেন্ট সদ্যসদের যে কোন আইন সহায়তা প্রদান করতে ও শিশু অধিকার বিষয়ক কাজে পাশে থাকতে বিশেষ নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল, যুগ্ম-সচিব হক বিকাশ কুমার সাহা, খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫ মার্চ কুড়িগ্রামে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একেএম হাসনাত আলিমুন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে রেবেকা সুলতানা ঋতু। বিভিন্ন বিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী শিশুদের নিয়ে সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

বৃহস্পতিবার সকালে নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিয়ষক কর্মকর্তা এম.এ বকর।

 জেলা এনসিটিএফ সভাপতি কে.এম রেজওয়ানুল নুরনবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক সেখ হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মইনুল ইসলাম, বর্ডারগার্ড পাবলিক স্কুলের সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বাংলার সহকারি শিক্ষক খাজানুর ইসলাম প্রমুখ।

পরে শিশুদের ভোটে নির্বাচিতরা হল, সহ-সভাপতি লুবনা আফসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম উমর ফারুক বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মহান, শিশু সাংবাদিক (মেয়ে) সিনথিয়া ইসলাম তুবা, শিশু সাংবাদিক (ছেলে) সুরঞ্জন মজুমদার, শিশু গবেষক (মেয়ে) ফারজানা ফেরদৌসী, শিশু গবেষক (ছেলে) আব্দুল্লাহ আল মনা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) সুমাইয়া আক্তার ইভানা ও চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) রুবেল সরকার। প্রায় ১৫০ জন শিশু ভোটাধিকার প্রয়োগ করে। জেলা শিশু একাডেমীর তত্ত্বাবধানে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়  শিশু অধিকার নিয়ে সংগঠনটি জেলায় জেলায় কর্মকান্ড পরিচালনা করছে।

পরে সংগঠনের উদ্যোগে ১৯ জন শিশু সংগঠককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।