গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ

জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ নভেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় পৌর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে এ কর্মপরিকল্পনা সভার আয়োজন করে এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটি।

এনসিটিএফ সভাপতি জান্নাতুল মাওয়া এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, গাইবান্ধা এর উপ পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান।

এনসিটিএফ এর সহ-সভাপতি মো. মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা।কর্মপরিকল্পনা সভায় ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো. মোস্তাফিজুর রহমান সৈকত ও জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার।

স্থানীয় সরকার মো. শফিকুল ইসলাম বলেন, এনসিটিএফ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে সকল রকম কার্যক্রম ও মনিটরিং করার আশ্বাস প্রদান করেন।

আগামী ২০১৮ সালে এনসিটিএফ জেলায় শিশু অধিকার বাস্তবায়নে যে সকল কাজ করবে তা নির্ধারণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রম সম্প্রসারণ, পথ শিশুদের শিক্ষা প্রদান কর্মসূচী, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, বিনামূল্যে প্রান্তিক এলাকার শিশুদের রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী, সুবিধা বঞ্চিত শিশুদের ঈদে ও শীতে বস্ত্র বিতরণ, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকদের সাথে মত বিনিময় সভা প্রভৃতি।

কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা ও স্কুল কমিটির ৬০ জন শিশু সদস্য উপস্থিত ছিলেন।

ভোলায় এনসিটিএফের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত

ভোলায় বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ও এনসিটিএফ ভোলার পরিবেশনায়  “বাল্য বিয়েকে না বল, সুস্থ্য সুন্দর জীবন গড়” এ স্লোগানকে সামনে রেখে ভোলার কাচিয়া ইউনিয়েনের ৬নং ওয়ার্ডের রামদেবপুর (মাঝেরচর) এলাকায় উত্তর প:কাচিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে পথ নাটক “আর নয় বাল্য বিবাহ”।
আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় এ পথ নাটক অনুষ্ঠিত হয়। নাটকটি পরিবেশনের মধ্য দিয়ে উক্ত এলাকার মানুষকে শেখানো হয়েছে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ও এর ক্ষতিকার বিষয় বস্তু সম্পর্কে সচেতন করা হয়। তাছাড়া বাল্য বিয়ে দিলে প্রশাসনের সহযোগিতা কী ভাবে পাওয়া যাবে তা শেখানো হয়।
নাটকটিতে অভিনয় করেন, এনসিটিএফ ভোলা জেলার সমন্ময়কারী আদিল হোসেন তপু, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শান্ত, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে ও সানজিদা হোসেন এশা, সহ-সভাপতি অপসরা হক, এনসিটিএফ সদস্য রহমান মিম, ইসরাত জাহান চাঁদনী, সাবেক সদস্য সাদ্দাম হোসেন রনি, এ্যানি, মিম, মেহেদী হাসান তানজিল, আনোয়ার ও অন্যন্যরা।

এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার মাসিক মিটিং সম্পূর্ণ

১২-১১-১৭ইং তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার নভেম্বর মাসের মাসিক মিটিং। উক্ত মিটিং উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার শামিম সহ এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার কার্যকরী কমিটির সকল সদস্য। উক্ত সভায় এনসিটিএফ সদস্যদের কাছ থেকে গল্প সংগ্রহ করা, বিভিন্ন স্কুল থেকে সদস্য সংগ্রহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পন্ন হলো “ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে বাল্য-বিবাহ প্রতিরোধ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা এবং শিশু বান্ধব স্থানীয় সরকার বাস্তবায়ন বিষয়ক ওয়ারিয়েন্টেশন”

৭ নভেম্বর-২০১৭ তারিখ মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে মেহেরপুর এনসিটিএফ এ ওয়ারিয়েন্টেশনের আয়োজন করে। এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসক, মেহেরপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক, মেহেরপুর এবং উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর। শিশু বান্ধব স্থানীয় সরকার বাস্তবায়ন বিষয়ক ওয়ারিয়েন্টেশনে সম্মানিত ইউপি সদস্য, বাল্য-বিবাহ স্ট্যান্ডিং কমিটির সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের পাশাপাশি এনসিটিএফ এর শিশু প্রতিনিধিরা এ ওয়ারিয়েন্টেশনে অংশগ্রহন করে। ওয়ারিয়েন্টেশন শেষে উন্মুক্ত আলোচনা এবং অতিথিবৃন্দের বক্তব্যে জনাব খায়রুল হাসান (ডিডিএলজি) মাননীয় চেয়ারম্যান সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্থানীয় সরকারের এলজিএসপি থোক বরাদ্দ থেকে শিশুদের জন্য বিভিন্ন প্রকল্প নিলে স্থানীয় সরকার সার্বিক সহযোগিতা করবে। বিশেষ অতিথির বক্তব্যে জনাব নাহিদা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর বলেন, “আমি ইতোমধ্যে এনসিটিএফ এর কার্যক্রম দেখেছি, তাদের কার্যক্রম চমৎকার এবং ভবিষ্যতে আমি এই শিশুদের সহযোগিতায় এ ধরনের ওয়ারিয়েন্টেশন স্কুল পর্যায়ে করার ব্যবস্থা করবো”। অতপর, মাননীয় জেলা প্রশাসক, জনাব পরিমল সিংহ তার বক্তব্যে এনসিটিএফ কে এ ধরনের ওয়ারিয়েন্টেশন আয়োজন করার জন্য ভূয়সী প্রসংশা করে বলেন, এটাকে স্কুল পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করবো। উপস্থিত সকলকে অনুরোধ করে বলেন, “বছরে অন্ততো একবার হলেও যেন ইউনিয়ন পরিষদ শিশুদের সাথে সংলাপের ব্যবস্থা করে এবং আমার অনুরোধ থাকবে চেয়ারম্যান সাহেবের কাছে এ মাসের মধ্যে ইউপি চত্বরে একটি অভিযোগ বাক্স স্থাপন করা”। এছাড়াও প্রধান অতিথি প্রতিশ্রুতি প্রদান করেন, জেলার সকল মেয়ে শিক্ষার্থীকে বাল্য-বিবাহ প্রতিরোধে “লাল-কার্ড” দেওয়ার ব্যবস্থা করা হবে। স্কুল পর্যায়ে সচেতনতামূলক সমাবেশ করার পাশাপাশি এনসিটিএফ সদস্যদের আরও স্বক্রিয়ভাবে কাজ করার অনারোধ করেন। সবশেষে ওয়ারিয়েন্টেশনের সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শিশুদের সকল দাবি পূরনের প্রতিশ্রুুত প্রদান করে ওয়ারিয়েন্টেশনের সমাপ্তি ঘোষনা করে।

“ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে বাল্য-বিবাহ প্রতিরোধ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা এবং শিশু বান্ধব স্থানীয় সরকার বাস্তবায়ন বিষয়ক ওয়ারিয়েন্টেশন।” আজকের ওয়ারিয়েন্টেশনে সার্বিকভাবে সহযোগিতা করেন, সুরেশ টেকনিক্যাল অফিসার (পিএসকেএস) এবং হাসান মাহমুদ।

গাইবান্ধায় এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন

মশিউর রহমান মুছা:  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর নভেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে।গত ০৭ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমা এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।
সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. সরকারি শিশু পরিবার বালক ও বালিকা এতিমখানা পরিদর্শন। (১৫-১১-২০১৭ইং)
২. সাম্প্রতিক সময়ে গাইবান্ধা জেলায় ঘটে যাওয়া শিশু নির্যাতন, শিশু হত্যা ও শিশু অধিকার লঙ্ঘন বন্ধে ও দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি প্রদান। (১৯-১১-২০১৭ইং)

সুনির্দিষ্ট শিশু বাজেট এবং শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানি

৫ নভেম্বর-২০১৭ তারিখে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে এনসিটিএফ এর নেতৃত্বে “সুনির্দিষ্ট শিশু বাজেট এবং শিশু অধিকার পরিস্থিতি” শীর্ষক এক গণ-শুনানীর আয়োজন করে। যেখানে ইউনিয়ন পর্যায়ে শিশুদের সমস্যাগুলো শোনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে এ গণ-শুনানীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেসার ব্যাক্তিবর্গ। শিশুদের উত্থাপিত বিষয়সমুহের মধ্যে সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন উল্লেখযোগ্য। শিশুদের এ সকল উত্থাপিত বিষয়ের প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় দ্রুত সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি আমদহ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডাটাবেজের প্রতিশ্রুতি দেন। চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে বলেন আমার ইউনিয়নে উন্নত শিক্ষা নিশ্চিত করার লক্ষে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ৪টি ল্যাপটপ প্রদান করা হয়েছে। সবশেষে এ বছরেই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের যাতে বাল্য-বিবাহ না হয় সেজন্য “লাল কার্ড” প্রদান করা হবে।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক রজব, সুরভী , শিল্পী প্রমুখ।

এনসিটিএফ খুলনা এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

খুলনা এনসিটিএফ এর উদ্যেগে মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলে ০৫ই নভেম্বর সকাল ১১টা হতে ১টা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাতে প্রাথমিক চিকিৎসা কি ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ সভাপতি লিটন হাওলাদার। এছাড়া রক্তক্ষরণ, শরীরের কোন অংশ কেটে গেলে, কোন বস্তু ঢুকে গেলে, বৈদ্যুতিক শক, মচকানো, কামড় ও দংশন,পানিতে ডুবলে কি কি করণীয় এটি তুলে ধরে এনসিটিএফ এর সাধারণ সম্পাদক আফিয়া তাসনীম।
তাছাড়া এনসিটিএফ সম্পর্কে তুলে ধরে শিশু গবেষক সানজিদা ইসলাম এবং সাধারণ সদস্য অনন্যা ইসলাম জানভি। শিশু নির্যাতন ও হেল্পলাইন সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ উপদেষ্টা দিপন দে। কর্মশালাতে ২০জন ক্ষুদে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যারা তাদের স্কুলের ক্ষুদে ডাক্তার হিসেবে নিয়োজিত।

মেধাবী ও দরিদ্র জেএসসি শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরন বিতরণ

আসন্ন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী ও দরিদ্র শিশুদের মাঝে পরীক্ষার উপকরন বিতরন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সদস্যরা।

গত ২৯ অক্টোবর গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের হাতে এই পরীক্ষার উপকরন তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সহ এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সদস্যবৃন্দ।

গাইবান্ধায় মেধাবী, দরিদ্র ও বিশেষ শ্রেণির শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

মেহেদী হাসান, গাইবান্ধাঃ ২০১৩ সালের ২৪ এপ্রিল। দেশে ঘটে ভয়াবহ দুর্ঘটনা ‘রানা প্লাজা ধস’। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। সেই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের সন্তান, যাদেরকে পরম স্নেহে থাকা, খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট এসোসিয়েশন (অরকা) নামের একটি বে-সরকারি সংগঠন। গাইবান্ধার ফুলছড়ির নিভৃত পল্লী হোসেনপুরে ‘অরকা হোমস’ নামের আবাসিকে অবস্থান করছে দেশের বিভিন্ন জেলা হতে আগত ৪০ এতিম শিশু। যাদের মধ্যে ২৩ জন ছেলে ও ১৭ জন মেয়ে এবং তারা স্থানীয় হোসেনপুর মুসলিম একাডেমিতে বিভিন্ন শ্রেণিতে লেখাপড়া করছে।
গত ২৯ অক্টোবর এই অরকা হোমসের এতিম শিশুদের মাঝে উপহার হিসেবে পরীক্ষার উপকরন ও রং পেন্সিল বক্স প্রদান করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্যরা।
অনাড়ম্বরপূর্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে এইসব এতিম শিশুদের মাঝে ৪ জন পিএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা উপকরন ও সকলকে একটি করে রং পেন্সিল বক্স তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর মুসলিম একাডেমীর প্রিন্সিপাল মো. আব্দুস সামাদ, অরকা হোমসের তত্বাবধায়ক মো.জাহিদুল হক, এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ ও মুসলিম একাডেমীর শিক্ষকবৃন্দ।

ভোলায় কন্যা শিশু দিবস ২০১৭ পালিত

গোপাল চন্দ্র দে ॥

ভোলায় “কন্যা শিশুর জাগরন আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর আয়োজনে পালিত হয়েছে কন্যা শিশু দিবস ২০১৭।

আজ ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে বিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী ভোলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমী ভোলার সভাপতি ও ভোলা জেলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার ব্র্যাক কর্মকর্তা আশরাফুল আলম, এনসিটিএফ ভোলার জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপু সহ আগত বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
এসময় সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম-এমপি তার জীবনের গল্প শোনায় এবং আগত ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন প্রত্যেক মেয়েরই অধিকার রয়েছে শিক্ষা ও মৌলিক অধিকারের। তিনি এসময় আরো বলেন বর্তমান সরকার মেয়ে তথা নারীদের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহন করেছে। তিনি সকলে আহবান জানান কন্যা শিশুদের উন্নয়নে এগিয়ে আসার জন্য।