শেরপুর জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

৬ই ফেব্রুয়ারী রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলা শাখার উদ্দোগে বার্ষিক কর্ম-পরিকল্পনা ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব দূর্জয় সরকার তীর্থ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব ডা. মো: এ এম পারভেজ রহিম এবং বিশেষ অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মো: রফিকুল ইসলাম গনি। পরবর্তিতে জেলা প্রশাসক অনুষ্ঠানের সূচনা ঘোষনা করেন। তারপর প্রথমেই এনসিটিএফ শেরপুর জেলা কার্যনির্বাহী সদস্যরা তাদের পূর্ববর্তী বছরের কর্মকান্ড গুলো সকলের মাঝে তুলে ধরেন এবং পরবর্তিতে সকলের মতামত অনুযায়ী বার্ষিক সাধান সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যেমন:
১. প্রতি মাসে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন।
২. প্রতি মাসে জেলা শিশু সদন পরিদর্শন।
৩. পথশিশুদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা।
৪. এনসিটিএফ এর সদস্য বাড়ানোর জন্য স্কুলে স্কুলে ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জনা মো: আসলাম খান, সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মো: মমতাজুল ইসলাম রুমন। এনসিটিএফ শেরপুর জেলার উপদেষ্টা জনাব মো: আবুল কালাম আজাদ, এনসিটিএফ শেরপুর জেলার সাধারন সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু, শিশু গবেষক দিগন্ত সাহা সহ এনসিটিএফ শেরপুর জেলা শাখার সকল কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

সুবিধাবঞ্চিত শিশুদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করল এনসিটিএফ রংপুর

21-02-2017 সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনসিটিএফ রংপুরের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ইয়ুথ গ্রুপের সুবিধাবঞ্চিত স্কুলের ৩০ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু ছাড়াও সকল শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করে এনসিটিএফ। এই সময় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার এবং ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক, বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক জনাব আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ জেলা শাখা পরিদর্শনে আসেন, এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন এনসিটিএফ এর সদস্যগণ। তার সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ মতবিনিময় করেন। তিনি এনসিটিএফ কিশোরগঞ্জ এর কাজ ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান। তিনি এনসিটিএফ এর প্রশংসা করেন এবং সীমাবদ্ধতা দূর করার আশ্বাস দেন।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মার্চ মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত

0৩-0৩-১৭ তারিখে অনুষ্ঠিত হল এনসিটিএফ কিশোরগঞ্জ এর মার্চ মাসের মিটিং। মিটিং এ বার্ষিক পরিকল্পনা, স্কুল পর্যায়  এ সদস্য সংগ্রহ ও কমিটি গঠন এবং পত্রিকা প্রকাশ এর উপর আলোচনা করা হয়। সভায় বার্ষিক পরিকল্পনায় কি কি বিষয় থাকবে, কত তারিখে হবে তা নির্ধারণ করা হয়। উল্লেখ্য আগামি দুই সপ্তাহের ভিতরেই বার্ষিক পরিকল্পনা তৈরি  করা হবে। পত্রিকার জন্য শিশু সাংবাদিক, শিশু গবেষক ও সাধারন সদস্যদের নিকট  হতে রিপোর্ট সংগ্রহ করা হয়। স্কুল পর্যায়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের জন্য সম্ভাব্য স্কুল নির্ধারণ করা হয়।

এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলার মার্চ মাসের সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির মার্চ মাসের সভা ৫ই মার্চ জেলা শিশু একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সভাপতি সজিব। সভায় কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা, র‍্যালী, মুখপত্র প্রকাশনা, কার্যনির্বাহী কমিটির শূন্যপদ পূরন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।

শরিয়তপুর জেলা এনসিটিএফ এর মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত

০৫-০৩-২০১৭ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হল এনসিটিএফ শরিয়তপুর এর মার্চ মাসের মাসিক সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম রিমন (সভাপতি, এনসিটিএফ শরিয়তপুর)।

উক্ত সভায় মার্চ মাসের আলোচ্য বিষয় ছিল :
১. সরকারি সদর হাসপাতাল  পরিদর্শন
২. স্কুল ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং
৩.জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:
১. আগামী ০৮-০৩-১৭ তারিখ সরকারি সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন করা হবে।
২. আগামী ১৯-০৩-১৭ ও ২৩-০৩-১৭ পর্যায়ক্রমে শরিয়তপুর বালক ও শরিয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং করা হবে।
৩.আগামী ১৬ মার্চ, সকাল ৯টায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

উক্ত সভায় সাইফুল ইসলাম রিমন (সভাপতি), সাইদুল ইসলাম শুভ (সাধারন সম্পাদক), আরফিন সুলতানা সিথি (যুগ্ন সাধারন সম্পাদক),আসিফ ইকবাল (সাংগঠনিক সম্পাদক), আমিনুল ইসলাম ও সুমাইয়া ইসলাম অনন্যা (শিশু সাংবাদিক), সাজেদুল ইসলাম সাহেদ  ও আয়শা আক্তার (শিশু গবেষক),সাধারন সদস্য ; সিরাজুল ইসলাম আসিফ, শামিমা কালাম শিলা, মারিয়া আফরিন সিমলা সহ জেলা ভলেন্টিয়ার; ঝুমুর আক্তার, মিঠুন খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার উজ্জামান।

এনসিটিএফ রংপুর জেলার বার্ষিক কর্মপরিকল্পনা সভা ২০১৭ অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার ৫১ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে সুবিধাবঞ্চিত এবং মাদ্রাসার শিশুদের অংশগ্রহণের সুযোগ দেয় এনসিটিএফ।  সারাদিন ব্যাপী এই সভায় পাঁচটি গ্রুপ হয়ে আগামী একবছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। পাঁচটি দল থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ। মোট ২২ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ রংপুর। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন আবিদ আল মারুফ, সভাপতি, এনসিটিএফ রংপুর। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, সভাপতি এনসিটিএফ কুঁড়িগ্রাম, জেলা ভলান্টিয়ার, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ।

এনসিটিএফ ময়মনসিংহের মাসিক সভা অনুষ্টিত

২৮ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এনসিটিএফ ময়মনসিংহের মাসিক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় এনসিটিএফ ময়মনসিংহের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ জেলা ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন।

উক্ত সভার আলোচ্য বিষয়:

১.১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

২.কার্যনির্বাহী কমিটির যে সকল সদস্য মিটিং এ অনুপস্থিত থাকে তাদের পরিবর্তন করা।

৩.পরবর্তী মিটিং এর দিন নির্ধারন করা।

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত

২৯ জানুয়ারি ২০১৭ এনসিটিএফ সাতক্ষীরা জেলার উদ্দ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক সাইব হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা। জেলা কমিটির সদস্য ছাড়া ও জেলা এনসিটিএফ এর প্রায় শতাধিক শিশু অংশ গ্রহন করে। আগামী এক বছরের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম,নাসির উদ্দিন,জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস,এনসিটিএফ এর হাসান, মামুন, রোকাইয়া, শেখ আল আকিব, সুমাইয়া, তরিকুল ইসলাম, অর্পিতা দাশ, মরিয়ম খাতুন, স্নেহা,পূাজা দাশ প্রমুখ।

এনসিটিএফ শেরপুর জেলার হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন

০৯ই জানুয়ারি রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে যায়। জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৪ টি বেড আছে এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৬টি বেড রয়েছে । তবে এই বেডের অবস্থা অত্যন্ত শোচনীয় । হাসপাতালে রোগীদের নার্সেরা ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন। রোগীদের মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন। কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে । তাই  বিষয়টি কিছু নার্সেদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন এটাই এই হাসপাতালের নিয়ম যে, ডাক্তার শুধু একবারই আসবেন। পরিশেষে একজন মেডিকেল অফিসারকে এইসব বিষয় এবং নিচে বেডের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি কিন্তু রোগী ভর্তি আছে প্রায় ২৫০জন ।তিনি আরও বলেন যে হাসপাতালে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ঠ এবং সেটি তৈরি হয়ে গেলে আর এই সমস্যা গুলো থাকবে না। পরিশেষে বিষয়টি সঠিক গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।