মৌলভীবাজার এনসিটিএফ এর এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৯ এপ্রিল ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , জাবেদ আলী এবং কামরুল ইসলাম ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়।এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার শিশু গবেষক সামিন বক্স সাদির সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।IMG_0205

নববর্ষে পথশিশুদের পাশে দাড়ালো কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা

তনিমা রব তোড়া : নববর্ষকে অনেকেই অনেক রকমভাবে উদযাপন করে, কিন্তু কিছু পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে নববর্ষকে সবার জন্য আনন্দময় করে তোলার কাজটা হয়তো সবাই নেয় না। কিন্তু এ ধরনের ব্যাতিক্রমি চিন্তাই করেছে এবারের এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যরা।   বাংলা নববর্ষে শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছে একদল তরুণ, তরুণী যা উপস্থিত অনেকেই আপ্লুত করেছে, করেছে বিমুগ্ধ।  প্রতি বছর বাংলা নববর্ষ বাঙালীর জীবনে আনন্দ নিয়ে আসলেও, প্রত্যেকের জীবনে তা সত্য নয়। এখনও আমাদের সমাজে হতদরিদ্ররা সংখ্যায় অনেক। তাদের মধ্যে তিনবেলা খেতে পারে এমন লোকের সংখ্যা নগন্য। জীবনের তাকিদে তারা সংগ্রাম করে যায় একবেলা খাবারের আশায়। বছরে তাদের সন্তানদের নতুন জামা দেয়ার মত ক্ষমতাটুকুও থাকে না। এসকল হতদরিদ্র শিশুদের নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আসা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  জেলা কমিটি কিশোরগন্জ এবার শিশুদের মাঝে বস্র বিতরণ করে তাদের মুখে একটুকরো হাসি ফুটিয়ে তুলেছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

এনসিটিএফ কিশোরগন্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া – র উদ্দোগে এবং  জেলা কমিটির সকলের সহযোগীতায় বাংলা ১৪২৩ নববর্ষে বেলা ৩  ঘটিকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ৫০ জন হতদরিদ্র, পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আবদুর রব,  শিশু একাডেমির গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ, জেলা কমিটির সকল সদস্য, অনেক সেচ্চাসেবক তরুণ – তরুণী সহ আরও অনেকে। নববর্ষের দিন বিকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এসব শিশুদের নিয়ে তাদের মা বাবারা এসেছিলেন। এসময় এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া এবং নব নির্বাচিত সভাপতি সাদিয়া আক্তার কলি শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শেষে শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এসময় শিশুরা নতুন জামা পেয়ে গায়ের মলিন জামা রেখে তখনই নতুন জামা পরে নেয়। তখন সবার মুখেই জয়ের হাসি।

নরসিংদী এনসিটিএফ এর দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : গত ৩১ মার্চ নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেলো এনসিটিএফ জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন এবং বার্ষিক সাধারন সভা। এরই মাধ্যমে জেলা কার্যকরী কমিটিতে আসলো নতুন কিছু মুখ যারা আগামী ২ বছর নরসিংদী জেলার শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এনসিটিএফ একটি জাতীয় পর্যায়ের এবং বাংলাদেশের সর্ব বৃহৎ  শিশু সংগঠন। প্রতিটি জেলায় যার ১১জন সদস্য বিশিষ্ট জেলা কার্যকরী কমিটি রয়েছে। শিশুদের মাঝেও গনতান্ত্রিক ধারা ও মূল্যবোধ অক্ষুন্ন রাখতে প্রতি ২ বছর অন্তর জেলা কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ১৩-১৬ বছরের শিশুরা অংশগ্রহন করতে পারে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে গত ৩১ মার্চ নরসিংদীতে জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচন ও সভায় এনসিটিএফ সাধারন সদস্যদের  সাথে অংশগ্রহন করে নরসিংদী আইডিয়াল স্কুল, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ইউএমসি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ সাব কমিটির সদস্যগন। এছাড়াও অংশগ্রহন করে প্রাক্তন জেলা কমিটি।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজীব। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু সাংবাদিক এবং এনসিটিএফ এডিটরিয়াল টিম এর সদস্য শিমুল আহমেদ (তরঙ্গ)। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম।

**ছবি : শাহাদাত হোসেন ( সাধারন সম্পাদক , এনসিটিএফ নরসিংদী)

সম্পাদনা সহযোগীতায় : সামিয়া নিজাম ( চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ নরসিংদী) 

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

 

অদ্য সাকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়ে গেলো খুলনা জেলা এনসিটিএফ এর মুখোমুখি গনজবারদিহিতা মূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমী ‍খুলনা জেলা কার্যালয়ে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জনাব শেখ হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ, খুলনা। জনাব শেখ হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। জনাব মোঃ মনিরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা। প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ অধ্যাপক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা। জনাব বিভূতি ভূষন ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। জনাব মোঃ জাফর ইমাম, বিশিষ্ঠ শিক্ষাবিদ, খুলনা। জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করে মোঃ লিটন হাওলাদার সভাপতি, খুলনা এনসিটিএফ। অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করে দীপন দে শিশু গবেষক, খুলনা এনসিটিএফ ও অনন্যা শীল সাধারন সদস্য খুলনা এনসিটিএফ এবং প্রশ্নোত্তর পর্বের সঞ্চালনা করে মৃদূল ইসলাম মিদুল । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন জিও , এনজিওর প্রতিনিধি সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে খুলনায় শিশুদের নানা সমস্যা শিশুরাই সকলের সামনে তুলে ধরে এবং উপস্থিত সুধি বৃন্দ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করার চেষ্ঠা করে । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি সমস্যাগুলো সম্পর্কে মন্ত্রনালয়ে কথা বলবেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করবেন। অনুষ্ঠানটি বেলা ১টা নাগাদ শেষ হয় ।

দীপন দে,
সাবেক শিশু গবেষক,
খুলনা, এনসিটিএফ।

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

মৌলভীবাজারে এনসিটিএফ এর ব্যাতিক্রমী উদ্যেগে আলোর পথে ছিন্নমূল পথ শিশুরা

মাহফুজুর মাহদীঃ
ওদের চুখে মুখে বেঁচে থাকার স্বপ্ন। আর ভাবনা অন্তহীন । ঠিকানা ওদের মৌলভীবাজার শহরের মনু নদীর কুল ঘেষে খোলা আকাশের নিচে নদী পাড়ের আবুলের বস্তির কলনিতে। তাদের প্রত্যেকের বয়স ৭-৮ বছর । সমবয়সী অন্যান্য শিশুরা স্কুলে গেলেও ওদের কপালে স্কুলে যাওয়া হয়নি নানা প্রতিকূল কারনে। আর তাদের আলোর পথ দেখাতে উদ্যোগি হয়ে পাশে দাড়িয়েছে স্কুল/কলেজ পড়ুয়া কয়েক কিশোর-কিশোরি। ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সহযোগিতায় মৌলভীবাজারে উদ্যেগি কিছু কিশোরের সপ্ন বাস্তবায়নে  ১ মার্চ ২০১৬ইং তারিখে মৌলভীবাজার জেলা শহরের মনু নদীর তীরবর্তী এলাকায় খোলা আকাশের নিচে আবুলের বস্তিতে প্রায় পঞ্চাশ জন শিশুর মধ্যে জন্মনিবন্ধন সনদ বিতরন করে। বিগত কয়েক মাস যাবত এই খোলা আকাশের নিচেই প্রতিদিন বিকেল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিশুদের পাঠদান করাচ্ছেন রুমা,শশী,মান্না,ফারজানা, ও বাপ্পিরা। তারা বস্তি এলাকার শিশুদের পাঠদান করিয়ে অনেক তৃপ্তি পাচ্ছেন। আর তাদের অনবরত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স ( এনসিটিএফ) মৌলভীবাজার শাখা । আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় মনু নদীর পারে আবুলের বস্তিতে ছিন্নমূল শতাধিক পথ শিশুদের জন্য জন্মনিবন্ধন সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করে ’’তারুন্যে’’ মৌলভীবাজার। ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স ( এনসিটিএফ) মৌলভীবাজার এর সাবেক সভাপতি শিশু সংগঠক মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক ও শিশু সংগঠক আব্দুল কাইয়ুম,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, মুক্তিযোদ্ধা ছানু মিয়া প্রমুখ।12799093_801328019973610_7470087275442443593_n

এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার মানব্বন্ধন সম্পন্ন

হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশুকে অপহরণ এবং পরবর্তীতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এই ঘটনায় জড়িত সকল অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের এর কার্যালয়ের সামনে মানববন্ধন এর আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (NCTF) হবিগঞ্জ । পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ।

এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা এর স্বারকলিপি প্রদান

হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশুকে অপহরণ এবং পরবর্তীতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এই ঘটনায় জড়িত সকল অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে এবং শিশুর সুরক্ষার জন্য জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

১২ ফেব্রুয়ারি ২০১৬ রোজ শুক্রবার , এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যলয় । বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ অনুষ্ঠিত হয় সকাল ৯টা হতে সকাল ১০ টা পর্যন্ত । অতপর শুরু হয় এনসিটিএফ খুলনার দ্ বিবার্ষিক নির্বাচন । উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় । ৩০০ ভোটারের উপস্থিতিতে স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।  উক্ত নির্বাচনে পিজাইডিং  অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সুজিত কুমার সাহা  জেলা কালচারাল অফিসার, খুলনা । প্রধান নির্বাচন  কমিশনার এর দায়িত্বে ছিলেন মারশাফি মহাম্মদ অর্ক এবং মোঃ রকিবুল ইসলাম । সকল প্রার্থীর ভোট গ্রহন শেষে পিজাইডিং  অফিসার।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আবুল আলম সকল প্রার্থীদের সম্মুখে ভোট গননা করনে । ভোট গননা শেষে নির্বাচিত ১১ কমিটির নাম ঘোষনা করেন পিজাইডিং  অফিসার । নির্বাচনে বিজয়ী  ১১  সদস্যের নাম হল –

১. সভাপতি – লিটন হাওলাদার ।

২ .সহ- সভাপতি – পুূজা সাহা ।

৩ .সাধারণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস রুবা ।

৪.যুগ্ন – সাধারণ সম্পাদক – হিমাদ্রি সরকার রাজন ।

৫ .সাংগঠনিক – সম্পাদক – রাফিয়া ইসলাম ।

৬ .চাইল্ড পার্লামেন্ট ছেলে – ইমাম আবু জুবায়ের ।

                           মেয়ে – নুসরাত জাহান সুমনা ।

৭. শিশু সাংবাদিক ছেলে- আরিয়ান নুহান ।

                        মেয়ে- জান্নাতুল ফেরদৌস মিতু ।

৮. শিশু গবেষক ছেলে- সানজিদ হাসান সাজিন ।
মেয়ে- সানজিদা ইসলাম ।

উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হল । নির্বাচনের সাার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মো : মিদুল ইসলাম মৃদুল ।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

আদ্য সকাল ১০ টায়, জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো শিশু সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরন কর্মসূচি।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল সামাদ ( বিভাগীয় কমিশনার খুলনা ),  মুল প্রবন্ধ উপস্থাপনা করেন – ডাঃ মোঃ আমিনুল ইসলাম ( কর্মসূচি পরিচালাক মহিলা ও শিশু মন্ত্রনালয়)  এবং অনুষ্ঠানে সভাপতি জেলা প্রসাসক মহদয়ের অনুপস্থিততে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রসাসক খুলনা।  উক্ত অনুষ্ঠানে শিক্ষক,  কাজী,  পুরহিত,  নানা জিও, এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে খুলনা এনসিটিএফ এর ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  শিশুদের পক্ষ থেকে বক্তব্য প্রতান করে – দীপন দে (শিশু গবেষক, খুলনা এনসিটিএফ)  এবং এইচ. এম লিটন হাওলাদার ( চাইল্ড পার্লামেন্ট খুলনা এনসিটিএফ)।
এখানে বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এবং বাল্য বিবাহ প্রতিরোধক আইন সম্পর্কে বিশ্লেষন করা হয়।  সরকারের নানামুখি পদক্ষেপের কথাও বলা হয়।   বালিকা বধু নয়,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয় উক্ত অনুষ্ঠানে।

দীপন দে, শিশু গবেষক -খুলনা এনসিটিএফ।

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

অদ্য সকাল ১০ টায় খুলনা জেলা শিশু একাডেমী প্রঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল  জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর প্রতিযোগিতা ও সনদ পত্র বিতরণ।  উক্ত অনুষ্ঠানে খুলনা জেলার নানা প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করে। উৎসব মুখোড় পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে খুলনা শিশু একাডেমী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সুজগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব, মোস্তফা কামাল। তিনি বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলা পর্যায়ে বিজয়ী শিশুরা আগামী ১৬ জানুয়ারি যশোর শিল্পকলা একাডেমী যাবে বিভাগীয় পর্যায়ে    প্রতিযোগিতায় অংশগ্রহন করতে।

দীপন দে, শিশু গবেশক,খুলনা এনসিটিএফ।