মৌলভীবাজারে বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাহফু জুর মাহদীঃ২৯জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে চাঁদনীঘাটের প্রায় ৩০ জন বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক মজুমদার, বর্তমান কমিটির অর্ঘ মজুমদার,সাবেক কমিটির সভাপতি ও বর্তমান কমিটির জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, মাহফুজুর রহমান ,মরিয়ম বেগম, কামরুল ইসলাম, রেডিও পল্লী কণ্ঠের লিঙ্কন,রামিম,ফয়সল প্রমুখ।_MG_7541

_MG_7597

জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তাপস খানঃ  এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান

এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে  এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।

গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

মো: তাওহীদ-উল-ইসলাম ॥ জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে।
গত ১০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছা: রেবেকা পারভীন, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব স্বপন কুমার সরকার, সরকারি শিশু পরিবার বালিকার প্রশিক্ষক চৌধুরী ফরিদা পারভীন, রেডিও সারাবেলা গাইবান্ধা এর প্রতিনিধি মো: মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট (ছেলে ও মেয়ে) সমন্বয়ে জেলা কার্য নির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। নির্বাচন শেষে কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর আনন্দ ভ্রমণ

বিজন ঘোষঃ ০৮ জানুয়ারি শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের নব-নির্বাচিত কমিটির সদস্যরা আনন্দ ভ্রমণে যায়।চাঁপাইনবাবগঞ্জ এর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃশফিকুল আলম এর উদ্যোগে  এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

আনন্দ ভ্রমণের কিছু মুহুর্ত

আনন্দ ভ্রমণের কিছু মুহুর্ত

একঘেয়েমিতা দূর করে নতুন উদ্যমে নতুন বছর শুরু করার জন্যে চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমীর সহযোগিতায় এ আনন্দ ভ্রমণের স্থান  ছিলো চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় হর্টিকালচার। গাছপালা ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে এনসিটিএফের জেলা কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ার আনন্দে মেতে উঠে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.আর.পি রাসেল আহমেদ,রাজশাহী এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সহ আরো অনেকে। খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমপেশ খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বিকাল চারটায় এ আনন্দভ্রমণের সমাপ্তি ঘটে।।

এনসিটিএফ জয়পুরহাটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

তাপস খানঃ৭ জানুয়ারী এনসিটিএফ কমিটির সদস্যদের নিয়ে জয়পুরহাট শিশু একাডেমীতে জেলা সংগঠক উমা রাণী দাসের উপস্থিতিতে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভা চলছে

বার্ষিক সাধারণ সভা চলছে

সভার প্রথমে সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব বিগত ২০১৪-১৫ সালের কর্মপরিকল্পনা এবং পরিকল্পনার বাহিরে যে সকল কাজ করা হয়েছে সেগুলো উপস্থিত সবার মাঝে তুলে ধরে। এরপরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের জন্য তৈরীকৃত কর্মপরিকল্পনা সবার মাঝে পরে শোনানো হয় এবং কোন কাজের জন্য কি পদ্ধতি এবং কার সাহায্য নিলে কাজটি করা যাবে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়। ২ ঘন্টা বাপি চলমান অনুষ্ঠানে সবাই সবার নিজস্ব মতবাদ ব্যাক্ত করেন।

পরে জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করার লক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলার সভাপিত রাজা চৌধুরী ও দৈনিক জনকণ্ঠ জয়পুরহাট জেলার নিজস্ব সংবাদদাতা তপন কুমার খাঁ। সদস্য হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব।

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

পোলিং এজেন্ট ছিলেন সাবেক দুই সভাপতি আল আমীন হিরা ও ইশতিয়াক আহমেদ। সার্বিক সহযোগীতা করেন জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ ও বৃষ্টি দাস। ভোটের শুরুতেই ভোটার লিষ্ট অনুযায়ী এক এক জন ব্যালট পেপার সংগ্রহ করে অন্য একটি ঘরে গিয়ে তার নিজস্ব ভোট প্রদান করে ব্যালট বক্স এ জমা দেয়। দীর্ঘ এক ঘন্টা ব্যাপি চলে ভোট গ্রহন অনুষ্ঠান। জেলা সংগঠক উমা রানী দাসের উপস্থিতিতে ভোট গ্রহন ও গননা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়।

 

এনসিটিএফ নওগাঁর নির্বাচন অনুষ্ঠিত

মোঃ শরিফ সিকাদর শাহিনঃ ৬ জানুয়ারি বুধবার এনসিটিএফ নওগাঁ জেলার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় চারশত শিশু ভোটার এই নির্বাচনে ভোট দেয়।ভোট গ্রহণ চলে  সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পযর্ন্ত ।

1933929_1312347888852757_591233952012015278_n

উৎসব মুখর পরিবেশে ভোটারদের লম্বা লাইনের একাংশ

ধীরে ধীরে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা।সুন্দর ও সাড়িবদ্ধ ভাবে সকল ভোটারগণ তাদের ভোট প্রদান করে।সকাল থেকেই চলে পরির্দশকদের পরির্দশন।সূর্য়ের তেজের সাথে সাথে শিশু একাডেমীর পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর।ভোটারদের সক্রিয় ভোট প্রদানের মধ্য দিয়ে এনসিটিএফ নওগাঁ একটি সুন্দর ও কার্যকরী কমিটি উপহার পায়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মিদুল হাসান, মুনিরা সুলতানা স্মরনী ও শামিম হোসেন।রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব্পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। আর নির্বাচনের অতিথি হিসেবে ছিলেন সম্মানিত উপদেষ্টা রফিকুদ্দৌলা রাব্বি ও মোঃ কায়েস উদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য আনিকা বুশরা, আল-মামুন রূপস, রাকা, ও মুরাদ হোসেন এবং নওগাঁ জেলার ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত খান তুলি।

12494950_1312347768852769_3179121876215067712_n

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ নওগাঁর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১। সভাপতি–আমির তাহেরী উদয়
২। সহ-সভাপতি–মোছাঃ আওশানা আশা
৩। সাধারণ সম্পাদক–একেএম নাসিবুল হাসান
৪। যুম্ম সাধারণ সম্পাদক–প্রিয়া
৫। সাংগঠনিক সম্পাদক–মোঃ ওয়ালিউল আলভী
৬। শিশু সাংবাদিক (ছেলে)–প্রশান্ত কুমার সান্যাল
৭। শিশু সাংবাদিক (মেয়ে)–উম্মে হাবিবা প্রিয়তা
৮। শিশু গবেষক (ছেলে)–মোঃ আকাশ সরদার
৯। শিশু গবেষক (মেয়ে)–নাহিদা বকুল
১০। শিশু সংসদ সদস্য (ছেলে)–মোঃ পলাশ হোসেন
১১। শিশু সংসদ সদস্য (মেয়ে)–কারিশমা আক্তার কথা

এনসিটিএফের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

৩১ই ডিসেম্বর ২০১৫ইং সুনামগঞ্জ জেলার জগৎ জোত্যি পাঠাগারে জেলা এনসিটিএফের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।এর আগে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এক র‍্যালী অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সদস্যদের মাঝে সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোমেন তালুকদার,সহ-সভাপতি তাসলিম আক্তার, সাধারন সম্পাদক সুমা আক্তার তন্নি,যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আহমেদ,চাইল্ড পার্লামেন্ট মেম্বার তানভীর আহমেদ ও কনি আক্তার,শিশু গবেষক নাহিদ হাসান ও ফারজানা আক্তার এবং শিশু সাংবাদিক তাসলিমুল ইসলাম তাসলিম ও তামান্না বেগম।sunam