শিশু অধিকার বিষয়ক এনসিটিএফ এর সংবাদ সম্মেলন

শিমুল আহমেদ তরঙ্গ : বর্তমান শিশু অধিকার পরিস্থিতি  এবং অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে নরসিংদীতে সংবাদ সম্মেলন এর আয়োজন করেছে এনসিটিএফ। গত ২০ ডিসেম্বর, ২০১৫ এনসিটিএফ জেলা কার্যকরী কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা কার্যকরী কমিটির সাথে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজীব ও উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন নরসিংদী প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি মাখন দাস , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নিবারন রায়, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি সরকার আদম আলী , দৈনিক গ্রামীন দর্পন এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি বদরুল আমিন, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলার  সার্বিক শিশু অধিকার পরিস্থিতির উপর এনসিটিএফ এর তৈরী প্রেস নোটটি এসময় সাংবাদিকদের পাঠ করে শোনানো হয় । এরপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এনসিটিএফ এর যাবতীয় কাজ এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সকলের সচেতনতা বৃদ্ধির ব্যাপরে এনসিটিএফ এর পাশাপাশি মিডিয়ার আরো বেশি সহযোগিতা ও এনসিটিএফ এর পাশে থাকার ব্যাপারে আলোচনা করা হয় । এবং এর সাথে এনসিটিএফ এর সকল কাজে মিডিয়াকে পাশে পাওয়ার নিশ্চয়তাও দেন উপস্থিত সাংবাদিকবৃন্দ ।

ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

ফুয়াদ হাসান: গত ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলানায়তনে প্রায় তিন শতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ(প্রা.) হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ।

শিশু সাংবদিক মাকসুদা চৌধুরী পলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার এইচ. এম. মুতাচ্ছিম সীমান্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন এনসিটিএফ এর শিশুরা এই বয়সেই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো উন্নত দেশে পরিণত করবে।

এসময় অন্যান্যদের মধ্যে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কমিটির নতুন এবং পুরাতন সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর প্রেস কনফারেন্স

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে এনসিটিএফ ‪‎চাঁপাইনবাবগঞ্জ ‬এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রেস কনফারেন্স’।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃশফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃশাহ আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ মোশফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; ডঃমাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দৃষ্টি,দৈনিক বাংলাদেশ প্রতিদিন,চ্যানেল আই,মাছরাঙা টেলিভিশন,যমুনা টেলিভিশন-এর প্রতিনিধিগণ। অনুষ্ঠানের প্রথমে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সানজিদা আলম শাওন এনসিটিএফ-এর প্রেক্ষাপট ও কাজের বর্ণনা দিয়ে তাঁর স্বাগত বক্তব্য পেশ করেন। তারপর নবনির্বাচিত কমিটির সভাপতি বিজন ঘোষ প্রেস কনফারেন্স’-এর ‘প্রেস নোট’ সকলের সামনে উপস্থাপন করেন এবং তাঁদের কর্মসূচি ও শিশু অধিকার নিয়ে এনসিটিএফ  যেন ভালোভাবে কাজ করতে পারে সেজন্য সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করেন। পরে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান উপদেশ ও পরামর্শ দান করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচন অনুষ্ঠিত

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি  শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা;মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ এবং মোঃ মোসফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা,মুক্ত মহাদল,চাঁপাইনবাবগঞ্জ।

42a2e8f0-1826-45b1-909a-87ec80fde171

ভোট গণনা চলছে।

এছাড়াও সহযোগীতা করেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর জেলা ভলান্টিয়ার কুমারজিৎ ঘোষ জয় ও নিবেদিতা ঘোষ পূজা । শান্তিপূর্ণ,উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। মোট ১১টি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে প্রতিটি পদে তাঁদের পছন্দমত প্রার্থীকে ভোট দেয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১. সভাপতি: বিজন ঘোষ
২. সহ-সভাপতি: ফারিয়া পারভিন
৩. সাধারণ সম্পাদক: সানজিদা আলম শাওন
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদি হাসান
৫. সাংগঠনিক সম্পাদকঃ ইমতিয়াজ আহমেদ
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে): আক্তারুল ইসলাম সনি
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): মেরাজুন নেশা
৮. শিশু গবেষক (ছেলে): মাহমুদুল হাসান
৯. শিশু গবেষক (মেয়ে): শারমিন খাতুন
১০. শিশু সাংবাদিক (ছেলে): রাফিউল হাসান
১১. শিশু সাংবাদিক (মেয়ে): সুমি আক্তার শিফা

সিলেটে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি:

সিলেট জেলায় শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে সিলেট জেলা এনসিটিএফ এর উদ্যেগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী, সিলেট হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সিলেটের লামাবাজার, চৌহাট্টা হয়ে আবার সিলেট শিশু একাডেমীতে এসে শেষ হয় ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভুঁঞা , সরকারী শিশু পরিবারের সহকারী শিক্ষক শহিদ বক্স । এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ সিলেট এর ভলান্টিয়ার, কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।

হবিগঞ্জে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

সারা পৃথিবীতে প্রতিনিয়তই বাড়ছে শিশু নির্যাতন । প্রতিদিন খবরের কাগজে ভেসে আসে শিশুদের লাঞ্ছনা, বঞ্চনার ইতিকথা । নিম্ন ও ছিন্নমূল পরিবারের শিশুদের প্রতি অবৈধ ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতার গ্যাঁড়াকল । শিশুদের সম্পর্কে অসচেতন হয়ে শিশু অধিকার লঙ্ঘনের মাধ্যমে সমাজকে কলুষিত করছে সমাজের অনেকেই ।

এ সকল অধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‍্যালী করেছে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স, হবিগঞ্জ জেলা শাখা । গত ২৭ ডিসেম্বর প্রতিবাদ র‍্যালী টি স্থানীয় জেলা প্রেস ক্লাব সংলগ্ন সড়ক হতে শহর প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয় ।

উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় নব নির্বাচিত সহ-সভাপতি সাদিয়া মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য রাখেন জেলা শিশু কর্মকর্তা ইসরাত জাহান , আবাস এর চেয়ারম্যান বাহাউদ্দিন সেলিম , সাংবাদিক জিয়া উদ্দিন দুলাল , সাংস্কৃতিকর্মী শেখ ওসমান গনি রুমী , তানভীর মোর্শেদ মুন্না , ভলেন্টিয়ার আব্দুল জাব্বার চৌধুরী রাজিব , ভলেন্টিয়ার সামিয়া সাবনাজ চৌধুরী , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ , সাবেক সহ সভাপতি নবনীতা দাশ , অর্নব সিদ্দিকী, মশিউর রহমান তুলিপ , মীর জান্নাত তাহসীন , তাহসীনা তারনুমা তাম্মী , তাসপিয়া তামান্না , মাহবুবুর রহমান হাসান , সৈয়দ মাহদী , মুশফিকুর রহমান তুহিন প্রমুখ ।

এ সময় বক্তারা অচিরেই শিশু অধিকার লঙ্ঘন বন্ধ আহবান জানান অন্যতায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন ।735184_1084135011619183_847595563561914491_n

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত

২৭ শে ডিসেম্বর ২০১৫ইং হবিগঞ্জ প্রেসক্লাব এ অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার সদস্যরা। উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, ফোকাল এনজিও আবাস এর চেয়ারম্যান শাহ বাহাউদ্দিন সেলিম, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি এর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।উপস্থিত শিশুদের সরাসরি ভোট এ নির্বাচিত হয় নতুন কার্যনির্বাহী কমিটি। নতুন কার্যনির্বাহী কমিটিতে শিশুদের ভোটে যারা নির্বাচিত হয় তারা হলেন :
সভাপতি : ইশতিয়াক আহমেদ পরাগ10639519_1086916401341044_2387460871604801488_n
সহ-সভাপতি: মীর জান্নাত তাসিন জেন্সী
সাধারন সম্পাদক: আমিনুল ইসলাম শাকিল
যুগ্ম সাধারণ সম্পাদক: সাদিয়া মুমিন চৌধুরী
সাংগঠনিক সম্পাদক: তাহসিনা তারান্নুমা তাম্মী
শিশু সাংবাদিক (ছেলে): মুশফিকুর রহমান তুহিন
শিশু সাংবাদিক (মেয়ে): ফারজানা আক্তার মিলি
চাইল্ড পার্লামেন্ট (ছেলে): মাহবুবুর রহমান হাসান
চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): তাহসিন নাহিন চৌধুরী

শিশু গবেষক (ছেলে): সৈয়দ মাহদি
শিশু গবেষক (মেয়ে): খাইরুন্নাহার কলি
নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ জেলা এনসিটিএফ এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করেন সাবেক কমিটির সভাপতি মিজানুর রহমান আরিফ। নির্বাচনী কার্য পরিচালনা করেন সাবেক কমিটির সদস্যগন এবং বর্তমান ভলান্টিয়ার আব্দুল জব্বার চৌধুরী রাজিব।

মৌলভীবাজারে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

মৌলভীবাজার জেলায় শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।২১ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,মৌলভীবাজার  হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কোর্ট রোড, পুরাতন হাসপাতাল হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ.হামিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,সপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতলিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, বাংলা নাট্যলোকের সভাপতি ও সাংবাদিক দুরুদ আহমেদ, এনসিটিএফ উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।  IMG_4622

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত

মাহফুজুর রহমানঃ

২১শে ডিসেম্বর ২০১৫ ইং সকাল ১০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলা কমিটির  বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ১০ ঘটিকা হতে এনসিটিএফ সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় সদস্যদের সামনে সাবেক কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মাহফুজুর রহমান মাহদী। তারপর এনসিটিএফ সদস্যরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে আগামী ১ বছরের কর্মপরিকল্পনা তৈরী করেন।

IMG_4651 দুপুর ১২ ঘটিকা হতে শুরু হয় নির্বাচন।উক্ত নির্বাচনে এনসিটিএফ সদস্যদের ভোটের মাধ্যমে পর্যায়ক্রমে ১১ টি পদের নির্বাচন অনুষ্টিত হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসীম উদ্দীন, সহকারী কমিশনার হিসেবে ছিলেন ফাইকা জান্নাত পিউলি, কামরুল ইস্লাম,তানজির আহমেদ ও মাহফুজুর রহমান ,মাহদী। এছাড়াও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার মোঃ জিল্লুর রহমান ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ.হামিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,সপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতলিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, বাংলা নাট্যলোকের সভাপতি ও সাংবাদিক দুরুদ আহমেদ, এনসিটিএফ উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মেহদী হাসান শাহরিয়ার

হিম হিম শীতে মিষ্টি রোদ শেষে পডন্ত বিকেলে এন সি টি এফ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগীতায় ১৫ই ডিসেম্বার ২০১৫ মঙ্গলবার এন সি টি এফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া,হাজী নজির আহম্মদ কলেজ এর লেকচারার সীমা নাথ,ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত নাথ।এছাডাও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দ্বারা,ফেনী সরকারী কলেজ এর সমাজ কল্যাণ বিভাগের স্নাতক ও স্নাতকত্তর শেষ বর্ষের শিক্ষার্থীরা এবং এন সি টি এফ এর জেলা কমিটি ও সকল সাধারণ সদস্যরা । উপস্থাপনায় ছিল এন সি টি এফ ফেনী জেলা এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্থাফিজুর রহমান ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয় ।অবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন