Press conference to eliminate child rights violence

On 18 December 2015 National Children’s Task Force Tangail organized a press conference , child gathering and rally to raise awareness. Around fifty children took part in the program to stop child violence from Tangail and build it (Tangail) as a child friendly city. In the conference children discussed and highlighted child rights situation and NCTF led initiatives. Journalist from different media and civil society members were present in the event.


শিশু অধিকার বিষয়ক র‍্যালি ও সংবাদ সম্মেলন করলো এনসিটিএফ টাঙ্গাইল

কাজী ফারহানা তাসমিন : টাঙ্গাইল জেলার শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে গত ১৮ ডিসেম্বর প্রতবাদি শিশু সমাবেশ, র‍্যালি ও সংবাদ সম্মেলন এর আয়োজন করে জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।প্রায় ৫০ জন শিশু নিয়ে সকাল ১০:৩০ মিনিটে জেলা এনসিটিএফ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে জেলা পরিষদ ঘুরে জেলা এনসিটিএফ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় শিশুদের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শফিকুল ইসলাম,এনসিটিএফ উপদেষ্টা কমিটি , জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ । র‍্যালি চলাকালীন সময়ে তারা শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিভিন্ন  স্লোগান দেয়।

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

এরপর জেলা শিশুএকাডেমীপ্রাঙ্গনে শিশু অধিকার পর্যবেক্ষণ এর উপর বিশেষ সংবাদ সম্মেলন এর আয়োজন করে এনসিটিএফ সদস্যরা। এসময় সেখানে সুশিল সমাজ এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় গনমাধ্যম এর সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন এ শিশু গবেষকদের পেপার কাটিং এবং সংগ্রহীত সংবাদ এর ভিত্তিতে তৈরী প্রতিবেদন পাঠ করে শোনানো হয় । এরপর শুরু হয় প্রতিবেদন এর উপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব এবং আলোচনা।  এসময় জেলার সার্বিক শিশু অধিকার পরিস্থিতি আলোচনার মাধ্যমে শিশুদের সমস্যা কথা উল্লেখ করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ সংবাদপত্রের সংবাদে শিশুদের বিভিন্ন সমস্যা যেমন শিশুদের মাদকাসক্তি, শিশু পাচার,বাল্য বিবাহ, গবেষণা, শিশু শ্রম, শিশু নির্যাতন, গাইডিং, ইভটিজিং, বাজেট, নিরাপত্তা, বিনোদন ইত্যাদি কথা উল্লেখ করেন।এ সময় এন সি টি এফ,টাংগাইলের সভাপতি  কাজী ফারহানা তাসমিন প্রেস নোট পড়েন। জেলায় নেই শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা। মাতৃ দেয়ালের চারপাশে লেখা পড়ার প্রতিযোগিতায় থাকতে হয়। তাই সকল শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স টাংগাইলসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ এগিয়ে যাওয়ার এবং টাংগাইল জেলাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার  প্রত্যয় ব্যক্ত করেন ।

ছবি সংগ্রহে : ফাহিম সাদমান

 

এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাহিদা বকুল, শিশু সংবাদিক, নওগাঁঃ ২৩ ডিসেম্বর  সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ কার্যালয়ে এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, রফিকুদ্দৌলা রাব্বি, কায়েস উদ্দিন, উত্তম সরকার ও অধ্যক্ষ শরিফুল রহমান, এনজিও এর প্রতিনিধি এসএম ইদ্রিস আলী, সাবেক সভাপতি আনিকা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন রূপস। আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সিওয়াইভি নুসরাত জাহান বৃষ্টি, ওয়াইভি মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত তুলি।এছাড়াও বিভিন্ন স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এনসিটিএফ নওগাঁর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IMG_4520

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধ্যক্ষ শরিফুল রহমান ভাজপত্র প্রকাশের জন্য অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ও বাল্যবিবাহ রোধে প্রয়োজনে শিশুদেরকে বিনামূলে পাঠদান এবং শিক্ষার উপকরণ প্রদান করবেন এবং  সার্বিক সহযোগীতা ও সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।

Press conference to raise awareness

On 22 December 2015 National Children’s Task Force Mymensingh organized a press conference and rally to increase awareness about child rights. In the conference they (NCTF) discussed and highlighted  child rights situation and NCTF led initiatives.


 

ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসান : গত ২২ ডিসেম্বর ” শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন ” এর আয়োজন করে এনসিটিএফ ময়মসিংহ জেলা ।গতকাল জেলা এনসিটিএফ সভাপতি শামস আল জাফির এর নেতৃত্বে সকাল ১০:৩০ ঘটিকায় র‌্যালীটি বাংলাদেশ শিশু একাডমীর ময়মনসিংহ শাখা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরির্দশন করে আবার শিশু একাডেমীতে ফিরে আসে । এ সময় এনসিটিএফ ময়মনসিংহ জেলার স্কুল কমটিরি সদস্যরা রালীতে অংশ গ্রহন করে । শিশুসাথে র ্যালিতে অংশ গ্রহন করে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ,ফরিদ ইয়াসমিন এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার  শামীম আহমেদ । সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ ময়মনসিংহ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ।

এর পরে শিশু একাডেমী কার্যালয়ে ফিরে এসে সংবাদ সম্মেলন করা হয় ।সংবাদ সম্মেলন শুরু করেন জেলা সভাপতি শামস আল জাফির । সংবাদ সম্মেলন এ সাংবাদিকদের বিভিন্ন প্র্রশ্নের উত্তর দেন কার্যনির্বাহী কমিটির সদস্যগন।   সম্মেলনে ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর কাজ গুলো তুলে ধরা হয় । নতুন সদস্যদের এনসিটিএফ বিষয়ে ধারনা দেয়া হয় এবং শিশু অধিকার পরিস্থিতি সর্ম্পকে আলোচনা করা হয় ।

Children celebrate victory day

A quiz competition organized at Shimulia High School Savar in Dhaka on 16 December to observe victory day. School NCTF members organized different event including cultural program and competition with the support of teachers.


বিজয় দিবসে এনসিটিএফ এর কুইজ প্রতিযোগিতা

ফারজানা ইয়াসমিনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর ঢাকার সাভারের শিমুলিয়া এসপি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “কুইজ প্রতিযোগিতার” আয়োজন করে। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল “এনসিটিএফ ও আমাদের বিদ্যালয়।”

এনসিটিএফ সদস্যরা সহকারী শিক্ষক মোঃ মাসুদ আল নূর এর সহযোগিতায় প্রশ্নপত্র তৈরি করে। পরে অংশগ্রহণকারী সকলকে ১টি করে প্রশ্নপত্র ও কলম দেয়া হয়।নির্ধারিত সময় শেষে প্রশ্নপত্র জমা নিয়ে শিক্ষকের নিকট জমা দেয়া হয়। প্রশ্নপত্র মূল্যায়ন করে সহকারী শিক্ষক নিখিল চক্রবর্তী ও সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন।কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আম্বিয়া, ২য় নহাফিজুল, ৩য় স্থান অধিকার করে- আনিকা। তারা তিনজনই ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বিজয় দিবস অনুষ্ঠানে আরও ছিল কবিতা আবৃত্তি, গান, নাচ, কৌতুক রচনা প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য‘নাগরদোলার’ ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি এনসিটিএফ কী, এর লক্ষ্য উদ্দেশ্য ও আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের বিজয় দিবস অনুষ্ঠানে এনসিটিএফ কে এরকম একটি প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়ায় বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

গাজীরচট স্কুল এন্ড কলেজে এনসিটিএফ নির্বাচন

ফারজানা ইয়াসমিনঃ  গত ৫ ডিসেম্বর ঢাকার সাভারের গাজীরচট স্কুল এনসিটিএফ এর সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ নির্বচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। ২০১৪ সাল থেকে গাজীরচট স্কুল এন্ড কলেজে আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের শুরুতে এনসিটিএফ এর সংবিধান অনুযায়ী অত্র স্কুলে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অধিকাংশ সদস্য এস.এস.সি পরীক্ষার্থী হওয়ায় এনসিটিএফ এর কার্যক্রমে তারা নিয়মিতভাবে অংশগ্রহন করতে পারে না। এনসিটিএফ মাসিক সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। আর এই নির্বাচন প্রক্রিয়ায় সার্বক্ষনিক উপস্থিত ছিলেন গাজীরচট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও দুইজন সহকারী শিক্ষক। এনসিটিএফ কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য, বিগত এক বছরে স্কুল পর্যায়ে কি ধরণের কাজ বাস্তবায়ন করেছে তা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন এনসিটিএফ  পুরাতন স্কুল কমিটি। নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেন সিআরপি শাহেদ রূপম ও ফিল্ড ফ্যাসিলিটেটর কস্তরী বেগম।

নির্বাচন শেষে স্কুলটির অধ্যক্ষ কমিটির নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এনসিটিএফ এর কার্যক্রম অত্যন্ত চমৎকার। তিনি নতুন কমিটির সদস্যদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান। স্কুলের সার্বিক ওয়াশ ব্যবস্থা উন্নয়নে এনসিটিএফ এর ভূমিকার প্রশংসা করেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করেন।

 

 

 

 

 

 

 

 

Observe Hand Wash Day

School children learn the right process of hand wash and hygiene process on 18 October 2015 in the celebration program of  ‘Hand wash Day’. The event aimed to raise awareness of hygiene among school students.


শিমুলিয়া এস.পি উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন

গত ১৮ই অক্টোবর বেলা ১১ টায় শিমুলিয়া এস.পি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে। উক্ত হাত ধোয়া দিবসে সেভ দ্যা চিলড্রেন এর মাসুদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ঠঊজঈ এর জাহিদ হাসান, এফএফ শামিমা আরা বেগম উপস্থিত ছিলেন। মাসুদুর রহমান হাত পরিস্কার রাখার গুরুত্ব ও ওয়াশ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

“নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন ও দেয়ালিকা প্রকাশ”

গত ১৭ই অক্টোবর বেলা ১০.৩০ মিনিটে নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে।উক্ত হাত ধোয়া দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ঠঊজঈ এর প্রতিনিধি শামিমা আরা বেগম উপস্থিত ছিলেন। শামিমা আরা বেগম সকলকে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

এছাড়াও এনসিটিএফ সদস্যরা সকল শ্রেণি থেকে গল্প, কবিতা, ছড়া, ছবি সংগ্রহ করে এবং শিক্ষকদের সহযোগিতায় সেগুলো থেকে বাছাইকৃত গল্প, কবিতা, ছড়া ও ছবি দিয়ে ‘দেয়ালিকা’ প্রকাশ করে। দেয়ালিকা প্রকাশে তাদের বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা ইয়াসমিন জেবিন সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

Children celebrated ‘Hand Washing Day’

Sixty students from thirty school at Savar were gathered in Gohail Bari High School on 19,October 2015  to celebrate ‘Hand Washing Day’. School children learn the right process of hand wash and hygiene process. The event aimed to raise awareness of hygiene among school students.


গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন

গত ১৯ শে অক্টোবর বেলা ১১টায় গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে। উক্ত হাত ধোয়া দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও VERC এর প্রতিনিধি শামিম আরা বেগম উপস্থিত ছিলেন। শামিমা আরা বেগম সকলকে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

শিশুদের সচেতনতায় চিত্র প্রদর্শনী

IMG_6028 (1)

স্কুলভিত্তিক ওয়াস ব্যবস্থাকে উন্নতি করতে এবং এবিষয়ে সকলের সচেতনতা বাড়াতে গত ২৬ নভেম্বর ২০১৫ তারিখে ‘আইসিটি এ্যান্ড ইনোভেটিভ পাটনারশীপ প্রকল্পে’র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাভার উপজেলার ৩০ টি স্কুলের ৬০জন শিশুর আঁকা ছবি নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনসিটিএফ, ভার্ক, এমপাওয়ার, এমএমসি, সিএসআইডি  ও সেভ দ্য চিলড্রেন প্রকল্পটিতে সহযোগী হিসেবে কাজ করছে।

শিশুদের দৃষ্টিতে আগামী দিনের স্কুল ভিত্তিক ওয়াশ বাবস্থা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের ভাবনারবহিঃপ্রকাশ ঘটায় তাদের আঁকা ছবির দ্বারা। ঊক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাভার উপজেলার উপজেলা নির্বাহীকর্মকর্তা জনাব মোহাম্মাদ কামরুল হাসান মোল্লা। সভাপতিত্ব    করেন জনাব এম এ হালিম, নির্বাহী পরিচালক, ভার্ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদ উল্লাহ,উপ সহকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর,সাভার ঢাকা। এছাড়া জনাব সুভাষ সাহা, পরিচালক, ভার্ক; জনাব মাহবুবুর রাহমান অ্যাডভোকেসি ম্যানেজার,সিএসআইডি; শিক্ষাথীদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক মণ্ডলীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভার্ক এর এরিয়াসমন্বয়কারি হেমন্ত কুমার মল্লিক।

Hygiene and Sanitation for all

To raising awareness among children about hygiene and sanitation National Children’s Task Force Chittagong displayed a drama at Chadgaun in Chittagong on 25 November 2015. In the drama they( NCTF ) put emphasis on wash hand, hygiene and sanitation to ensure good health for all.


                                         স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা ও নাটক পরিবেশন।

শাহরিয়ার তামিম সৌরভঃ  চট্টগ্রাম, ২৫ নভেম্বর “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হউক উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী আরবান এডিপি এবং ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার যৌথ আয়োজনে স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক “আলোচনা সভা ও নাটক পরিবেশনা” গত ২৫ নভেম্বর বুধবার বিকালে নগরীর চান্দগাঁওয়ের কাজীরডিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী আরবান এডিপির প্রোগ্রাম অফিসার কৃষ্টপর খ্যুইয়ার সভাপতিত্বে মমতা ফিউরিফিকেশনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, জাহেদুল আলম(স্বল্পদৈর্ঘ চলচিত্রনির্মাতাও অভিনেতা), শাহরিয়ার তামিম সৌরভ(শিশু সাংসদ, এনসিটিএফ), জান্নাতুল ফেরদৌস মমি(শিশু গবেষক, এনিসিটিএফ), আইনুন নিশাত সিনান, এমদাদুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত নিরাপদ উন্নত জীবন গড়তে সকলকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সচেতন হতে হবে শিশুদের ক্ষেত্রে। বেশীরভাগ শিশু অপরিষ্কার অবস্থায় থাকার কারণে শিশু অবস্থায় ঢলে পড়ে মৃত্যুর কোলে। তাই মায়েদের শিশুদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দিতে হবে।

আলোচনা সভা শেষে এনসিটিএফ ৪নং ওয়ার্ড সদস্যরা স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক একটি নাটক পরিবেশন করে। যাতে ফুটে উঠে অসচেতনতা ও অপরিষ্কার থাকার ফলে শিশুদের স্বাস্থ্য ক্ষতির বিষয়টি। শিশুরা নাটকের মাধ্যমে তুলে ধরে স্যানিটেশনের প্রয়োজনীয়তা। উঠে আসে বিশুদ্ধ পানি পান, টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুয়া, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়া, থালা-বাসন ভালোভাবে পরিষ্কার করা, পরিষ্কার পানি ব্যবহার সহ বিভিন্ন বিষয়। সবশেষে শিশুদের দ্বারা পরিবেশিত একটি জারি গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।