No More Corporal Punisment in School

“We need to encourage and motivate our children for education but not with physical punishment ” said Mr Devdash Vottacharia Additional Police Commissioner in a awareness raising discussion session on 22 November 2015. He also requested the parents to avoid the traditional belief of bookish education.Local organization’ INCIDIN Bangladesh’ organized a open discussion among children,youth, Government actors and Parents to stop Corporal Punishment at school level. In addition a study recommendation on corporal punishment presented by  Jakia Rehena Professor of Chittagong University .


                                          স্কুল পর্যায়ে শারীরিক ও মানসিক নিযার্তন সকলের বন্ধে সচেতনতা প্রয়োজন।

শাহরিয়ার তামিম সৌরভ: চট্টগ্রাম মেট্টোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব, দেবদাস ভট্টাচার্য্য বলেন, শিশুদের শিক্ষা ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষেত্রে সকলের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এক্ষেত্রে অভিবাবক ও শিক্ষাকদের যে বিষয়টি মাথায় রাখা উচিত তা হল কেবল শারীরিক শাস্তি দিয়ে কোনভাবে শিশুদের সংশোধন করা সম্ভব নয়। শাস্তি দিয়ে কোন বিষয়ই শিশুদের উপর চাপিয়ে দেয়া কারো কাম্য নয়। শাস্তি নয় মানসিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের পড়াশোনা ও অন্যান্য কাজে উৎসাহী করে তুলতে হবে।

গত ২২ নভেম্বর রবিবার সকাল ১০টায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার সহযোগীতায় ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত “স্কুল পর্যায়ে শিশুদের শারীরিক শাস্তরি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শাস্তি নয় স্নহেরে মাধ্যমেই শিশুদের কাছে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। শাস্তি প্রদানের ক্ষেত্রে অভিবাবকদের মধ্যে ভ্রান্ত ধারণা, পুস্তক নির্ভর শিক্ষা ব্যবস্থা, জোর করে শিশুদের কাছ থেকে কোন বিষয় আদায় এর রীতি বন্ধ করতে হবে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রভাষক জনাব আব্দুর রহমান বলেন, মাদ্রসার প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। এক্ষেত্রে পাঠদান ও তা আদায়ের ব্যাপারে শিক্ষকরা মহানবী (স:) আদর্শ শিক্ষা ব্যবস্থা মেনে চলছেন। দি ডেইলি স্টার এর ব্যুরো ইনচার্জ দৈপায়ন বড়–য়া রনি বলেন, শিক্ষা মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে তাদের মধ্যে পাঠ্যভীতি দূর করতে হবে।

মুশফিকুর রহিমের সঞ্চালনায় ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এইচ.এ.এম মুশতাক আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা আজম (কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড), মোবাশ্বেরা বেগম (প্রধান শিক্ষিকা, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়) আবদুল রহমান (প্রভাষক, বায়তুশ শরাফ আর্দশ কামিল মাদ্রাসা), জি.এম.আব্দুর সালাম (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা চট্টগ্রাম) দৈপায়ন বড়–য়া রনি (ব্যুরো ইনর্চায, দি ডেইলি ষ্টার), সহ এন.সি.টি এফ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে খাইরুন্নেছা, শাহরিয়ার তামিম সৌরভ, জান্নাতুল ফেরদৌস মমি, শাহ ইমরান, ফরিদা চৌধুরী হ্যাপি, শরীফুর কাদের রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ গ্রুপ। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি উক্ত মতাবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া রেহেনার নেতৃত্বে পরিচালিত গবেষনার ফলাফল পর্যালচনা করা হয়।

Monthly meeting of NCTF Nilphamari

National Children’s Task Force completed their monthly meeting of November.In the meeting they discussed about the publication of their magazine name “Khochi Hater Sristri”( Child Magzine) .In addition they make a work plan to collect writings from children.


এনসিটিএফ নীলফামারী’র নভেম্বর মাসের মাসিক সভা অনুসঠিত

সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোজাহিদুল হাসান । এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ রাকিব, সাদ, মেরাজ, রোদেলা, সুরভী, উৎসব, অর্থী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার রোজী এবং সিওয়াইভি কেশব রায়। উক্ত সভায়, নীলফামারী এনসিটিএফ এর খবরপত্র ‘কচি হাতের সৃস্টি’ -২০১৫ সংখ্যা প্রকাশ বিষয়ে আলোচনা করা হয়। আগামী ২০ নভেম্বর ২০১৫ পর্যন্ত ‘কচি হাতের সৃস্টি’তে লেখা প্রকাশের জন্য লেখা জমা নেওয়া হবে, এমনটা সীদ্ধান্ত নেওয়া হয়।

 

চট্টগ্রামের শিুশুদের সমস্যা সমাধান এনসিটিএফ কে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জেলা প্রশাসক।

শাহরিয়ার তামিম সৌরভঃ গত ৪ই নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমী মিলায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার আয়োজনে এবং বাংলাদেশের শিশু একাডেমী সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় শিশু অধিকার বিষয়ক জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্টিত হয়।ইয়ুথ ভোলান্টিয়ার নার্গিস আক্তার রনির সঞ্চলনায় এবং সংগঠনের সভাপতি বাপ্পী দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন অতিরিক্ত পুলিশ (উত্তর) এর ডেপুটি কমিশনার, এন সিটি এফ চট্টগ্রামের উপদেষ্টা ডাঃ এ. কিউ. এম সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ওয়ার্ড কাউন্সিলর সাইদ গোলাম হায়দার মিন্টু, গিয়াসউদ্দিন, আবিদা আজাদ, মাছরাঙ্গা টেলিভিশনের ষ্টেশন ইনচার্জ তাজুল ইসলাম, ডেইলি স্টার এর ব্যুারোচিফ দৈপায়ান বড়–য়া রনি, সাংবাদিক রনজিৎ কুমার শীল, এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া DSC_0918প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, অভিবাবকবৃন্দ, এনসিটিএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভার উপস্থিত এনসিটিএফ সদস্যবৃন্দ চট্টগ্রামের শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। যেমনঃ স্কুল-মাদ্রাসার সামনে অবৈধভাবে ফুটপাত ও  রাস্তা দখল, ওভার ব্রীজ, ইভটিজিং, ফেসবুকে হয়রানি, স্কুলের সামনে ডাষ্টবিন, গৃহকর্মী শিশুদের নির্যাতন এবং ঝুকিপূর্ণ শ্রমের তালিকায় গৃহশ্রমকে অর্ন্তভুক্ত করণ এবং গার্মেন্টসে শিশুদের যেন শ্রমিক হিসেবে ব্যবহার করা না হয়।

এর উত্তরে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম অঞ্চলে শিশুদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এনসিটিএফ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর দেওয়ানহাটস্থ ডিটি রোড়ে অবৈধভাবে রাখা সরঞ্জাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্ঠায় উচ্ছেদ করা হবে। ইভটিজিং প্রতিরোধের যে আইন রয়েছে সে আইনের প্রচারনার জন্য সকল স্কুলে লিফলেট বিতরণ করা হবে ও স্থানীয় টিভি চ্যানেল সিসিএল এ প্রচার করা হবে। আর গার্মেন্টস এ যাতে কোন শিশু শ্রমিক রাখা না হয় এ ব্যাপারে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় উপস্থাপন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (উত্তর) এর অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব তারেক আহমেদ শিশুদের জন্য আলাদা হট লাইনের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এনসিটিএফ শিশুদের বক্তব্যে শাহরিয়ার তামিম সৌরভ জানান, ন্যাশনাল চিলড্রেন’স টার্সফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন। যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের জন্য স্থানীয় জাতীয় পর্যায়ে তুলে ধরি।এরই ধারাবাহিকতায় আমার এই অধিবেশনের আয়োজন করি। আমরা আশা করব সম্মানিত অতিথিরারা আমাদের দায়িত্ববান অবিভাবক হিসেবে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও শিশু সুরক্ষায় বলিষ্ট ভূমিকা রাখবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এনসিটিএফ এর সম্মাননা স্বারক।

হাসান মাহমুদঃ মেহেরপুর জেলাস্থ গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল আমিন মহোদয় খুলনা বিভাগের সেরা উপজেলা নির্বাহী নির্বাচিত হওয়ায় এনসিটিএফ জেলা কার্যনির্বাহি কমিটি ও গাংনী উপজেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেহেরপুরের সকল এনসিটিএফ সদস্যবৃন্দ তাঁর এই সাফল্যের জন্য গর্বিত এবং আনন্দিত। ২৮ অক্টোবর ২০১৫ তারিখে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এনসিটিএফ এর পক্ষ থেকে শিশুরা ফুল এবং সম্মাননা স্বারক গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এনসিটিএফ সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন আমি এনসিটিএফ শিশুদের খুবই ¯েœহ করি এবং আমি সর্বদা তোমাদের পাশে আছি এবং থাকব। তিঁনি এও বলেন, এনসিটিএফ শিশুদের সুবিধার্থে ইতিমধ্যে আমি উপজেলা পরিষদের ক্যাম্পাসে এনসিটিএফ গাংনী উপজেলা কমিটির সচিবালয় হিসাবে ব্যবহার করতেএকটি কক্ষ সরকারিভাবে বরাদ্দ দিয়েছি। অতি শীঘ্রই আমি তোমাদের নিয়ে কক্ষটির শুভ উদ্বোধন ঘোষনা করব। উদ্বোধনকালে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। উদ্বোধনি অনুষ্ঠানটি সকল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ লাল মিয়া, সভাপতি, এনসিটিএফ মেহেরপুর জেলাকমিটি, হাসান মাহমুদ, স্পীকার, চাইল্ড পার্লামেন্ট, মোঃ রোকুনুজ্জামন রাকিব, সভাপতি ও জেমী খাতুন, সাধারণ সম্পাদক,এনসিটিএফ গাংনী উপজেলা কমিটি,জনাব মোঃ ইমরান হোসেন, ডেপুটি ম্যানেজার, সেভ দ্য চিল্ড্রেন মেহেরপুর ও জনাবমোঃআবুজাফর মোহাম্মাদ হোসেন, প্রজেক্ট অফিসার, সেভ দ্য চিল্ড্রেন, জনাব মোঃ মোর্শারফ হোসেন, নির্বাহী পরিচালক, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি এবং সুনীল কুমার রায়, প্রকল্প পরিচালক, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি।

মানুষ গড়ার কারিগর এনসিটিএফ

হাসান মাহমুদঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০/১০/২০১৫ তারখি সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং এনসিটিএফ এর সাথে শিশুদের বর্তমান পরিস্থিতি বিষয়ক গণ-শুনানি। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন কমিটির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলফাজ উদ্দীন চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক সহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এনসিটিএফ সদস্যরা রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন প্রাপ্ত তথ্য তুলে ধরেন এর মধ্যে গুরুত্পূর্ণ হল বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাস রুম সংকট,কোচিং?প্রাইভেট বানিজ্য,স্কুলে ব্যবহার উপযোগি টয়লেট না থাকা, বিভিন্ন স্কুলে ল্যাব সুবিধা অভাব, চারটি গ্রামে গত জানুয়ারী থেকে সেপ্টেবর ২০১৫ পর্যন্ত ৪০ শিশু বিবাহের তথ্য তুলে ধরেন। অনষ্ঠানরে প্রধান অতথিি চয়োরম্যান জনাব মোঃ আলফাজ উদ্দীন বলেন আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহন করব,শুধু তাই নয় আজ হতে আর কোন শিশকে জন্ম সনদে বয়স বাড়িয়ে দেওয়া হবে না|
বাবা মাকে নিয়ে সমাবেশ করার উদ্যেগ গ্রহন করব। এবং এনসিটিএফ শিশুরা যাতে মিটিং করতে করার জন্য পরিষদ এর একটি কক্ষ বরাদ্দ দিলাম আমরা রেজুলেশন পাশ করে দেব| এনসিটিএফ শিশুরা যে কোন অনুষ্ঠান করে আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ছবি ও খবর দিতে পারো আমরা আমাদের ওয়েব সাইডে দিব। যে কোন কাজে আমাদরে সাহায্য চাইলে আমরা করব।
এনসিটিএকে অনেক অনেক ধন্যবাদ তারা এত সুন্দর করে কথা বলতে পারে , আমি ভাবতে পারিনি রায়পুরের শিশুরা এভাবে অধিকারে বড়দেও সাথে আলোচনা করতে পারবে।আমরা বলতে পারি এনসিটিএফ মানুষ গড়ার কারিগর।
এনসিটিএফ এর আয়োজনে সেভ দ্য চিলড্রেন ও পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি সহযোগীতায় উক্ত গণ-শুনানিতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শহিদুল ইসলাম শান্ত উপজেলা ভলান্টিয়ার সাদিয়া পারভীন মুক্তা এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দক্তা জনাব মোঃ মাহবুবুল হাসান প্রমুখ্য।

ময়মনসিংহে শেখ রাসেল এর ৫১ তম জন্মবার্ষিকী-২০১৫ উদযাপিত

মেহেদী হাসান :   ময়মনসিংহে জাতির  পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে । শেখ রাসেল এর জন্ম দিবস উদযাপন উপলক্ষে আজ বিকাল ৪ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে-বাংলাদেশ শিশু একাডেমী,ময়মনসিংহ এর আয়োজনে আলোচনা সভা ,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট জনাব: ফোজিয়া নাজনিন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: ফরিদা ইয়ামিন এবং  বিশেষ অতিথি হিসেবে উপষ্ঠিত ছিলেন এনসিটিএফ ময়মনসিংহ এর সভাপতি মোঃ সামস্ আল জাফির ,এনসিটিএফ ময়মনসিংহ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান  সহ আরও অনেক সদস্য ।

গাজীপুরে দুঃস্থ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ উজ জামান নেহাল : 

গাজীপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো   বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এরই অংশ হিসেবে দুস্থ ও ছিন্নমূল শিশুদের নিয়ে বিশেস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এনসিটিএফ  । শিশুবিকাশ  কেন্দ্রে গত ১৪ ই অক্টোবর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোট ৫টি বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নাসির উদ্দীন এবং সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি আরিফ উজ জামান নেহাল । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর কর্মকর্তা ও এনসিটিএফ এর সদস্যবৃন্দ।

আনন্দঘন লার্নিং ক্যাম্প ২০১৫

আজ ১৬ই অক্টোবর, শুক্রবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), মেহেরপুর এর আয়োজনে ১০০ শিশুর উপস্থিতিতে লার্নিং ক্যাম্প ২০১৫ অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচী ও বাংলাদেশ শিশু একাডেমী এর সহযোগিতায় উক্ত লার্নিং ক্যাম্পে মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়ন থেকে এনসিটিএফ প্রতিনিধি, এডি সেন্টার প্রতিনিধি, চাইল্ড প্রটেকশন প্রতিনিধিসহ অন্যান্য এলাকার শিশুরা অংশগ্রহণ করে।

সকাল ৯টার সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা লার্নিং ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিশু অধিকার সনদ, জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। পরে শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শিশুরা ঘুড়ি উড়ায়, সাংস্কৃতিক ও বিনোদনের মধ্য দিয়ে শিশুরা পরিবেশকে আরো বেশী আনন্দঘন করে তোলে। মধ্যাহ্ন পর সেভ দ্য চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচীর বিভিন্ন কর্মসুচি সম্পর্কে উপস্থিত শিশুদের অবহিত করেন ডেপুটি ম্যানেজার জনাব মনিরুল ইসলাম। এরপর শিশুরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরবর্তীতে অতিথিবৃন্দ অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে শিশুদের সাথে অতিথিবৃন্দ অংশগ্রহণ করে।

আলোচনা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) জনাব খায়রুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসারউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার; মোঃ আহসানউল্লাহ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ; মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি; মোঃ ফারুক হোসেন, সিনিয়র ম্যানেজার- শিশুদের জন্য কর্মসূচী, সেভ দ্য চিলড্রেন; আবু জাফর মোহাম্মদ হোসেন, প্রজেক্ট অফিসার, সেভ দ্য চিলড্রেন; লাল মিয়া, সভাপতি, এনসিটিএফ মেহেরপুর জেলা। img_20151016_153354Sobujbarta
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব গোলাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে সদর উপজেলা এনসিটিএফ সভাপতি ও চাইল্ড পার্লামেন্টের স্পিকার হাসান মাহমুদ ও কণক চাঁপা।
আলোচনা সভায় লাল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য দেয় এনসিটিএফ যুগ্ন-সম্পাদক সপ্না খাতুন এবং এনসিটিএফ মেহেরপুরের বিভিন্ন সফলতা এবং প্রশাাসনের দাবি তুলে ধরে।

এর মধ্যে উল্লেখ্য, তারা চলতি বছর বিভিন্ন ইউনিয়ন পরিষদের বাজেট পরিকল্পনা সভায় অংশগ্রহণ করে এবং তাদের সুপারিশে ইউনিয়ন পরিষদ শিশুদের জন্য সুনির্দিস্ট বাজেট বরাদ্দ করে। এনসিটিএফ সদস্যবৃন্দ প্রধান অতিথির নিকট আগামী বছর সকল ইউনিয়ন পরিষদ বাজেট সভায় অংশগ্রহণ করতে একটি সরকারি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারির দাবি জানায় চায়। শিশুরা যাতে সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যা ও অভিযোগসমূহ জানাতে পারে তার জন্য একটি বিশেষ উদ্যোগ নেয়ার জন্য দাবি জানায়। এছাড়া সে তার বক্তব্যে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান যে তাদের সরকারী ওয়েবসাইটে এনসিটিএফ এর সংবাদ ও তথ্য শেয়ার করার জন্য সুযোগ দিয়েছেন।
সে তার বক্তব্যে উল্লেখ করে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে একটি নির্দিষ্ট হটলাইন চালু করলে তারা তৎক্ষনাত তথ্য জানাতে পারবে এবং আরো উল্লেখ করে তাদের মেহেরপুরের সকল গ্রামে এনসিটিএফ এর সদস্য আছে। পরবর্তীতে এনসিটিএফ এর কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার আসাদুজ্জামান মাল্টিমিডিয়া প্রেজেন্টশন এর মাধ্যমে এনসিটিএফ মেহেরপুরের সকল তথ্য তুলে ধরে। অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে এনসিটিএফ এর শিশু অধিকার বিষয়ক কাজের প্রসংশা করেন এবং আগামীদিনে কাজের সুবিধার্থে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করার ঘোষনা করেন। তিনি বাল্যবিয়ে ও শিশু অধিকার লঙ্গনের ঘটনা প্রতিরোধে এনসিটিএফ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন যে, আমরা একটি হটলাইন চালু করা যায় কিনা তা খতিয়ে দেখব। অতিথিরা তাদের বক্তব্যে এনসিটিএফ এর ভূয়সী প্রশংসা করেন এবং সকল কাজে এনসিটিএফকে সহযোগিতা করবে বলে জানান। তার পাশাপাশি প্রধান অতিথি তার বক্তব্যে শিশু অধিকার বাস্তবায়নে অঙ্গীকার তুলে ধরেন এবং এনসিটিএফকে আরো বেশী কাজ করার জন্য বলেন। তিনি সব সময় এনসিটিএফকে সহযোগিতা করবেন বলেও জানান এবং এনসিটিএফ এর কাজের প্রশংসা করেন।

ময়মনসিংহে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মেহেদী হাসান:
“শিশু গড়বে সোনার দেশ –যদি পায় সে পরিবেশ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহে গত ১৩ থেকে ১৬ অক্টোবর-২০১৫ পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ ) ময়মনসিংহ এর সহযোগীতায় উদযাপিত হয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ । এই তিন দিন ব্যাপি আয়োজন করা হয়েছিল নানা প্রতিযোগিতা ।উক্ত প্রতিযোগিতায় সকল শ্রেণীর শিশুরা এবং এনসিটিএফ এর সদস্যরা অংশ গ্রহন করে । প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয় আজ ১৬ অক্টোবর বিকাল ৪টায় ময়মনসিংহ শিশু পার্কের বৈশাখী মঞ্চে । পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক- জনাব:মোস্তাকিম বিল্লাহ্ ফারুকী ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাবা: ফরিদা ইয়াসমিন । পুরস্কার বিতরন অনুষ্ঠানে শিশুদের নাচ,গান , শিশুদের নাটিকা অনুষ্ঠিত হয় । শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় , আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু অধিকার সর্ম্পকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং তিনি শিশু একাডেমীর কর্মকর্মতা এবং এনসিটিএফ এর সদস্যদেরকে ধন্যবাদ জানায় এবং সবর্দা এনসিটিএফ কে সহযোগীতার প্রতিশ্রুতি দেন । আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় । আর এই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫।

বরিশালে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

রিমা আক্তার তাহাঃ’শিশু গড়বে সোনার দেশ-পায় যদি সে পরিবেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন,বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমী,বরিশাল এর আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও ওয়ার্ড ভিশন এর সহযোগীতায় ৩দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হলো আজ। বেলা ১১টায় অশ্বিনী কুমার হল,বরিশাল এ শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জনাব জেবুন্নেছা আফরোজ,মাণনীয় সংসদ সদস্য,বরিশাল-৫।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির,পিপিএম-বার,ডিআইজি,বরিশাল রেন্জ্ঞ, বরিশাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.গাজী মোঃ সাইফুজ্জামান,জেলা প্রশাসক,বরিশাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ দে-সভাপতি খেলাঘর,আক্কাস হোসেন-বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বরিশাল,ডাঃ সৈয়দ হাবিবুর রহমান-সভাপতি,মানবাধিকার জোট,বরিশাল,পঙ্কজ রায় চৌধুরী’ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো বরিশালের সকল স্কুল সহ প্রায় ৩৯টি প্রতিষ্ঠান।এনসিটিএফ থেকে বক্তব্য রাখেন মিম রহমান -শিশু সাংবাদিক,এনসিটিএফ বরিশাল।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যর মাধ্যমে “শিশু অধিকার”এর নানা দিক তুলে ধরেন শিশুদের মাঝে।