বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস- ২০১৫

বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস- ২০১৫ উপলক্ষে  শিশু একাডেমী লালমনিরহাট ও এনসিটিএফ লালমনিরহাট ১১-১৩ অক্টোবর ২০১৫ ইং তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।১১/১০/২০১৫ ইং তারিখ রোজ রোববার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এনসিটিএফ এর পক্ষে  স্বাগত বক্তব্য রাখেন এ.বি.এম. সাব্বির হোসাইন, শিশু গবেষক, লালমনিরহাট এনসিটিএফ , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সফুরা বেগম, মাননীয় সংসদ সদস্য -৩০২, লালমনিরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছোট ছোট শিশু এবং বিভিন্ন শ্রেণির মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ায় কন্যা শিশু দিবস পালন

ফুয়াদ হাসান: বৈষম নিরসন ও  কন্যাশিশুদের অংশগ্রহন বৃদ্ধির লক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার

অংশগ্রহণকারী শিশুদের একাংশের সাথে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান

অংশগ্রহণকারী শিশুদের একাংশের সাথে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান

সপ্তাহ ২০১৫ এর ২য় দিনে প্রায় দেড় শতাধিক কন্যা শিশুর অংশগ্রহনে এনসিটিএফ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

‘বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর’ কবির কথাটি মনে করেই জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন “নারী ও কন্যা শিশুর সমঅংশগ্রহনই পারে সন্দুর ও সম্বৃদ্ধ দেশ বিনির্মাণ করতে ।”

অংশগ্রহণকারী শিশুদের একাংশ

অংশগ্রহণকারী শিশুদের একাংশ

 

বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গনে আয়োজিত চিত্রাংন প্রতিযোগিতায় একথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ওও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসানসহ সাধারণ সদস্য ও উপদেষ্টাগণ।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

**ব্রাহ্মণবাড়িয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

**উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

**এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

**সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

**প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

সম্পন্ন হলো শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানী।

হাসান মাহমুদঃ মেহেরপুর সদর উপজেলার ‘বুড়িপোতা’ ইউনিয়নের মাধ্যমে শেষ হলো  সদর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ার ম্যানসহ নীতি-নির্ধারনি মহোল প্রধান শিক্ষকদের সাথে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানি। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ২০১৫ তারিখে বুড়িপোতা ইউনিয়নের শিশুদের বর্তমান পরিস্থিতি নিয়ে নীতি-নির্ধারনি মহোলের সাথে ঐ ইউনিয়নের এনসিটিএফ সদস্যরা

এক গণ-শুনানির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মহোদয় ‘আব্দুর রউফ মুকুল’ মেম্বারগণ,স্কুল প্রধানগণ এবং সুসিল সমাজের ব্যক্তিবর্গ। গণ-শুনানিতে শিশুদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে যেমন, কমিউনিটি ক্লিনিকের অনিয়ম,বাল্য-বিবাহের বর্তমান সমস্যা,ইভটিজিং,জন্ম সনদে বয়স না বাড়নোর আবেদন এবং স্কুলের বিভিন্ন সমস্যার কথা। বাল্য-বিবাহ বন্ধের ক্ষেত্রে ‘চেয়ারম্যান মহোদয়’ তাৎক্ষনিক কিছু গুরুত্বপুর্ণ পদক্ষেপ গ্রহণ করে।

যেমন :

১। প্রতিরোধের  ক্ষেত্রে সর্ব প্রথম  শিশুদের সচেতন হতে হবে তাই তিনি সকলকে তার ফোন নাম্বার দিয়ে বলেন যে, আপনারা যে কোনো সময় আমাকে যে কোনো তথ্য দিলে আমি তা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করব।
২। চেয়ারম্যান মহোদয় উপস্থিত প্রধান শিক্ষকদের বলেন বাল্য-বিবাহের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষে অতিরিক্ত ক্লাস নিতে হবে (সপ্তায় ১ দিন ১ প্রিয়ড)
৩। কমিউনিটি ক্লিনিকে ঔষাধ ঠিকভাবে পাচ্ছে কিনা এবং তা সময়মত খোলা-বন্ধ হচ্ছে কি না সে ব্যাপারে আমার ম্বোর সহ সদস্যগন নিয়মিত তা পরিদর্শন করবে।
৪। খুব শীঘ্রই আমার এলাকাকে/ইউনিয়নকে মাদকদ্রব্য হতে শিশুসহ সকলকে রক্ষা/প্রতিরোধ করার জন্য করার জন্য প্রত্যেক গ্রামের সুসিল সমাজের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করব।
পরিশেষে চেয়ারম্যান মহোদয় বলেন যে শিশুরা যে কোনো সমস্যায় পড়লে এবং আমাকে জানালে আমি তা সমাধানের সর্বাত্বক চেষ্টা করব।অনুষ্ঠানে মডারেটরের দায়ীত্ব পালন করেন, অত্র ইউনিয়নের সহ-সভাপতি স্বপ্না খাতুন। সার্বিক সহযোগিতা করেন এনসিটিএফ এর সিওয়াইভি শহিদুল ইসলাম শান্ত এবং ফরিদা আপা (সেভ দ্য চিল্ড্রেন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ (চাইল্ড পার্লামেন্ট স্পীকার)।

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫

গত ১১ই অক্টোবর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ নানান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে ।এনসিটিএফ বগুড়া এবং বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার যৌথ আয়োজনে  এবং ওয়ার্ল্ড  ভিশন,বগুড়া এডিপির সহযোগিতায়  ১৩ অক্টোবর ২০১৫ বিকাল-৩টায় শিশু একাডেমী কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বগুড়া জিলা স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকাল-৪টায় জেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী এর সঞ্চালনায় ও এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের  সম্মানিত প্রশাসক জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হোসেন আলী, গবেষণা কর্মকর্তা ,জেলা শিক্ষা অফিস ,বগুড়া ফারজানা হক শারমিন ও সিনিয়র এডিপি ম্যানেজার ,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া জনাব লোটাস চিসিম।শুরুতেই বক্তব্য রাখেন এনসিটিএফ,বগুড়ার  সভাপতি জাওয়াদুল করিম জীসান।এসময় এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ ও মোহ্না আক্তার এরপর এনসিটিএফ এর শিশুরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশণ করে।

 

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠান ।

IMG_20151012_125218শামীম ইসলাম : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি ৩ দিন ব্যাপী আয়োজনে শিশু সপ্তাহ এর দ্বিতীয় দিনে,কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আজ সকাল ১০.৩০ ঘটিকায় বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় জেলা সদরের ৮টি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবী বড়য়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উষানু চৌধুরী-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ারা বেগম-প্রধান শিক্ষক, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাম্প্রা ত্রিপুরা-সভাপতি, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফ খাগড়াছড়ি এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রী, অভিভাবক, হ্যালোর শিশু সাংবাদিক।
আলোচনা সভার শেষে ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ৮৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।IMG_20151012_111158IMG_20151012_110256

রাংগামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং উপলক্ষে তিনদিন ব্যাপি কর্মসূচি পালন।

মোঃ ছালেহ্ আহমদ : গত ১১ই অক্টোবর ২০১৫ইং তারিখে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ” উদ্যাপন উপলক্ষে এনসিটিএফ রাংগামাটি ও বাংলাদেশ শিশু একাডেমি রাংগামাটি শাখার যৌথ উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা হয়।“বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং” উপলক্ষে, বাংলাদেশ শিশু একাডেমী রাংগামাটি মিলনায়তনে গত ১১ই অক্টোবর শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন করেন মাননীয় জেলা প্রশাসক, জনাব সামসুল আরেফিন। ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত শিশু একাডেমীতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এনসিটিএফ রাংগামাটি ও বাংলাদেশ শিশু একাডেমী, রাংগামাটি। শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং উপলক্ষে এনসিটিএফ রাংগামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। তাছাড়া ১২ তারিখে কন্যা শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং ১৩ তারিখে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভিন ও বিটিভি জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিশু সংগঠক মিসেস অর্চনা চাকমা। অনুষ্ঠানের উপস্থাপনা করেন এনসিটিএফ রাংগামাটির সহ-সভাপতি অশ্র“ মুৎসুদ্দী (মনি)। শিশু সমাবেশ ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যের পর কুইজ, চিত্রাংকন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ

শিমুল আহমেদ তরঙ্গ : 

” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে  আজ নরসিংদীতে ব্যাপক সমারোহে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর শুভ উদ্বোধন  করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর যৌথ আয়োজনে  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জনাব সুরাইয়া বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক ; নরসিংদী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জনাব সুরাইয়া বেগম বলেন,  শিশুর পূর্নাঙ্গ বিকাশের জন্য একটি সুস্থ ও শিশু সুলভ পরিবেশ চাই। এছাড়াও শিশুদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। এরপর এনসিটিএফ এর পক্ষে স্বগত বক্তব্য রাখেন  শিশু সাংবাদিক ও এনসিটিএফ কেন্দ্রীয় সম্পাদনা দলের সদস্য, শিমুল আহমেদ তরঙ্গ । এরপর জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব , জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

এরপর বেলা ১১:০০টায় শিশু শিল্পী স্মিহন এর সভাপতিত্বে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেIMG_20151010_122123র নিয়ে   শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরাও আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব তুরা,  সাধারন সদস্য সামিয়া নিজাম,  শিশু গবেষক শাহাদাত, চাইল্ড পার্লামেন্ট সদস্য মুন্না,  জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

Public Hearing session on Child Right Situation

On 6 October 2015, National children’s Task Force Meherpur participated in a public hearing session and raise voice about the child right situation in Meherpur in-front of the Local Government. NCTF members highlighted their demand, opinion and claim about child marriage, child treatment issues to the decision making body (Local Government) . Hearing them (NCTF members) the Panel Chairman gave his word to NCTF members that he will take necessary steps regarding child rights issues and he invited the president of NCTF Meherpur to join with the coordinating committee so that they (NCTF members) can help Local Government to improve child rights situation through being a representative of all children in Meherpur.

 


 

শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানি।

 

 

গত ০৬ অক্টোবর ২০১৫ মেহরেপুর জেলার ‘আমদহ’ ইউনিয়নে সেভ দ্য চিল্ড্রেনের সহযোগিতায় ঐ ইউনিয়নের এনসিটিএফ সদস্যদের নিয়ে এক ‘শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানির’ আয়জন করা হয়। উক্ত গণ শুনানিতে শিশুদের কথা/অভিযোগ/দাবিগুলো শোনার জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমদহ ইউনিয়নের সচিব,মেম্বারগণ এবং উক্ত ইউনিয়নের স্কুল প্রধানগণ।
গণ শুনানিতে শিশুরা তাদের কথা/অভিযোগ/দাবি স্থানিয় নীতি-নির্ধারনি মহলের কাছে শেয়ার করে। যেমন, আমদহ ইউনিয়রে ‘বাল্য বিবাহের’ পরিস্থিতি আসরাফপুর গ্রামের নাহিদা বলে, বাল্য বিবাহের ফলে আমাদের সুষ্ঠ বিকাশ হচ্ছে না নষ্ট হচ্ছে আমাদের উজ্জল ভবিষ্যত এবং আমরা শিশু কিভাবে সংসার,সন্তানের দায়ীত্ব নিবো? অন্য এক সদস্য গত কয়েক মাসে ঘটে যাওয়া বাল্য-বিবাহের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ যার মধ্যে অধিকাংশ মেয়ের বয়স, ১৩-১৫ বছর।

এদিকে শিশুরা এটাও অভিযোগ করে বিয়ের সময় নাকি জন্ম নিবন্ধনে তাদের বয়স ১৮+ দেখানো হয়। ইউনিয়নের অন্য এক সমস্যা ‘কমিউনিটি ক্লিনিক’ অনিয়ম নিয়ে কথা বলে, সানমুন। যেমন শিশুরা ঠিকমত ঔষাধ পাচ্ছে না সময় মত খোলা হচ্ছে না তা এ প্রশ্নের জবাবে আমদহ ইউনিয়নের ‘প্যানেল চেয়ার ম্যান’ বলেন আমরা প্রত্যেকে কোনো না কোনো কমিউনিটি ক্লিনিকের সভাপতি সুতরাং এটা আমরা গুরুত্ব সহকারে দেখব।
শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনে অতিথিরা বলেন আমরা শিশুদের কথাগলো শুনে সত্যিই বিস্মিত যে তারা নিজেরা নিজেদের অধিকারের কথা বলতে শিখেছে এবং তোমরা যে সম্স্ত কথা/অভিযোগ তা প্রত্যেকটা গুরুত্বপুর্ন সুতরাং আমরা তোমাদের সমস্যগুলো সমাধানের লক্ষে কাজ করব।

পরিশেষে প্যাণেল চেয়ারম্যান বলেন, আমরা তোমাদের সবাপতিকে আমাদের সমন্বয় কমিটির সদস্য করেছি সতরাং তোমরা তোমাদের সমস্যাগুলো প্রতি মাসে ‘রেজুলেসন আকারে দিরে আমরা তা দেখব। অনুষ্ঠানে মডারেটরের দায়ীত্ব পালন করেন, হাসান মাহমুদ (স্পীকার চাইল্ড পার্লামেন্ট বাংলাদেশ) সার্বিক সহযোগিতায় ছিলেন, সেন্ট্রাল ইউথ ভলানটিয়ার শহিদুল ইসলাম শান্ত ।

“Listen Me First”


Children urged to Government, Administration and Civil Society.

With an aim to improve the child rights situation in Barisal Division a Dialogue Session held on 10 August 2015, in Barisal.

National Children’s Task Force Barisal took an initiative to develop the four clusters of child convention (Child protection, survival, development and participation).Next to that they want to ensure the accountability of civil society and Government regarding child rights issues. The session begun with a video documentary named “Alor Moshal Bahi Shisura Ashbe”(Children will come with flame of light) on child rights situation of Barisal, got warm appreciation by the respective audience.

Children said that the coaching center is a major concern for the students (Children) of Barisal as well as the whole country. Students have to go for coaching seven days in a week which appeared as a barrier of their proper mental growth. NCTF members demanded a day off in Friday so that students can get a scope for recreation. On the other hand Jubaer Islam (NCTF Member) demonstrated the challenges of children in Barisal regarding school, library and educational issues. Pinki Akter(child) raise her voice against Child marriage and Eve-teasing. She also added her attempt to stop child marriages. She succeeds to stop ten child marriages including her school friend. Children raise various questions and their demand for improving child rights situation and the honorable guests discussed and share their plan for child welfare considering their (NCTF) proposal.

In the Dialogue session there were Jebunnesa Afroze MP (Member of Parliament) as the chief guest, police commissioner Mr.Soibal Kanti Chowdhury, Deputy Commissioner Dr. A.T.M Mizanur Rahman and District Civil Surgeon. The program presided by Rima Akter (NCTF Member) and Jobayer Islam was the moderator. The program organized by NCTF and supported by Shisu Academy, Plan International Bangladesh, world vision and Save the Children.

শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

শামস আল জাফর : গত ১৫ই সেপ্টেম্বর শিশু ফোরাম,ময়মনসিংহ সদর শাখা এবং এডিবি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সমাবেশ-২০১৫।” আমরা মুক্তরি পায়রা ” পতিপাদ্য কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি এর হল রুমে এই অনুষ্ঠানের  আয়োজন করা হয় ।

অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং সারাদিন ব্যাপি চলে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস(স্পন্সরশীপ কো – অর্ডিনেটর ,বৃহত্তর ময়মনসিংহ অঞ্জল), এনসিটিএফ ময়মনসিংহ জেলার সভাপতি শামস আল জাফর , ঢাকা যুব ফোরাম এর সভাপতি নীজাম হোসাইন , রাজু উইলিয়াম রোজারিও ( ডিডিপি ম্যানেজার ময়মনসিংহ )।

জনাব উজ্জ্বল বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি শামস আল জাফির এবং নীজাম হোসাইন(সভাপতি, ঢাকা যুব ফোরাম) উৎসাহ মুলক বক্তব্য প্রদান করেন।তারপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার অংশ হিসাবে ছিল শিশু ফোরাম এর কার্যক্রম বিষয়ক প্রতিযোগিতা,নাচ ,গান ও দেয়ালিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ফোরাম গুলো হচ্ছেঃকাচিঝুলি নবপ্রাণ শিশু ফোরাম,আর কে মিশন নক্ষত্র শিশু ফোরাম,কাশর সূর্য মুখী শিশু ফোরাম,পাটগুদাম ধুমকেতু শিশু ফোরাম,সানকী পাড়া শিশু ফোরাম।এছাড়া অনসাম্বাল থিয়েটার এর উপস্থাপনায় একটি বাল্যবিবাহের একটি সচেতনামুলক নাটকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষঅংশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানের প্রধান অতিথি, ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন আর এফ ডি ( বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ)। তারপর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়যাতে দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় সুর্যমুখি শিশু ফোরাম,গানে প্রথম হয় নবপ্রান শিশু ফোরাম,নাচে প্রথম হয় নক্ষত্র শিশু ফোরাম ও শিশু ফোরামের বার্ষিক কার্যক্রম প্রতিযোগিতায় প্রথম হয় ধুমেকেতু শিশু ফোরাম।অনুষ্ঠানের শেষে  শিশু ফোরাম ময়মনসিংহ এর সভাপতি শাকিল সবাইকে ধন্যবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।