Children’s oath “We Will Change the World”

On July 18, 2015 NCTF led and organized a cultural programme with Shisu Academy at Pirojpur to reiterate the rights for children. Around seventy children from different school participated in a cultural event and discussion to raise the child rights.

“Together we will change the world” oath of children in the event reflected their participation for rights NCTF members gave ten story books among ten deprived children to encourage education and develop knowledge.

Aiming the awareness of child rights, the participants took part in various category of the programme such as dance, song, recite poem and acting. As the chief guest Md Manik Har Rahman, additional Deputy Commissioner (ADC) of Pirojpur, gave award among the children.

Added to this, a local organization, Uddipan gave cash and cloth among ten deprived children to support educational material for the children .The Assistant Deputy Commissioner of Pirojpur also appreciated the initiatiatives of NCTF. He emphasized   the situation specially addiction to drug addressing the bad affect to draw the attention of children. He advised the children to work together in child led organization like NCTF ad added “we have to come forward and raise awareness to save our future generation.”

Fariha Islam Kanta Vice president of NCTF presented the overall event with the participation of BSA officer, school teacher and civil society members. All the participants emphasized child participation together for their right and changes to improve their situation.

image007

If we want to change the world from heart we can and for that we need to stop child abuse first and ensure child participation secondly to make people aware about child rights “Nabil Khan, NCTF

শেরপুরে এনসিটিএফ এর অংশগ্রহণে বাল্য বিবাহ নিরোধে সোশ্যাল মিডিয়া সংলাপ

অরিত্র্য চন্দ্র ঝলক : গত ০১ সেপ্টেম্বর,২০১৫ শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল মিডিয়া সংলাপ । মঙ্গলবার দুপুর ৩টায় শেরপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সংলাপ।
ঊক্ত সংলাপে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল । এছাড়াও উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরাও তাদের মতামত ব্যক্ত করেন । উক্ত আলোচনা সভায় এনসিটিএফ  এর  সাধারন সম্পাদক  অরিত্র্য চন্দ্র ঝলক ও শিশু সাংবাদিক রজত সাহা অন্তু  উপস্থিত ছিলেন ।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেন । আরও বক্তব্য দেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র মো. আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. নূরুজ্জামান  উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ নিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের পাশাপাশি দ্রুত পদক্ষেপ গ্রহন ও জনসচেতনতা বৃদ্ধি গড়ে তোলার বিষয় নিশ্চিত করা হয় ।

এনসিটিএফ চট্টগ্রাম জেলার ওয়ার্ড কমিটি নির্বাচন সম্পন্ন

শাহরিয়ার তামিম সৌরভ:  ২১ ই আগষ্ট, রোজ শুক্রবার, এনসিটিএফ, চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ওয়ার্ড কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যাশনাাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। সারা বাংলাদেশের ৬৪টি জেলার ন্যায় এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সর্বস্তরের শিশুদের সংগঠিত করার মাধ্যমে এলাকা ভিত্তিক শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট, ২০১৫ইং তারিখে চট্টগ্রাম শহরের ০৪ এবং ১৮ নং ওয়ার্ডে এনসিটিএফ এর সদস্যদের স্বতস্পূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ড কমিটি নির্বাচন। এতে ওয়ার্ডের যথাক্রমে ১৬৩জন এবং ১৬২জন সদস্য প্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে ১১ জন সদস্য 20150821_112546-sobuj bartaবিশিষ্ট দুটি পৃথক কমিটি গঠন করে। ৪নং ওয়ার্ডের নির্বাচন নগরীর চান্দগাঁওস্থ “প্যারাডাইজ বলরুম কমিউনিটি সেন্টার” সম্মেলন কক্ষে এবং ১৮নং ওয়ার্ডের নির্বাচন বাকলিয়ার “আল-মদিনা” কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়াটি ২টি স্বতন্ত্র নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা

শিশু বিষয়ক কর্মকর্তা জি.এম আব্দুচ সালাম, ওয়ার্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার প্রবীর চিসিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চিটাগাং আরবান এডিপি’র প্রোগ্রাম অফিসারগণ। উক্ত নির্বাচন অনুষ্ঠানে এনসিটিএফ চট্টগ্রাম জেলার সাবেক এবং বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ শিশু একাডেমি সেভ দ্যা চিলড্রেন এবং প্ল্যান-বাংলাদেশ।

নোয়াখালী শিশুদের বৃক্ষ রোপন

11863215_924784774249045_3850297381014061083_n

বৃক্ষ রোপন করছে এনসিটিএফ এর সদস্যরা ।

আবদুল্লাহ আল মুহাইমিনঃসবুজের অভিযান” এ স্লোগানকে সামনে রেখে গত ১৬ আগস্ট ২০১৫ এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপন করা হয় । বৃক্ষরোপন কর্মসূচীতে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায়  ১৬টি ফলজ গাছের চারা রোপন করা হয়। এ কার্যক্রমে সভাপতি তনিমা রহমান, সহ-সভাপতি আবু নাছের, শিশু সাংবাদিক আবদুল্লাহ আল মুহাইমিন,চাইল্ড পার্লামেন্ট সদস্য ইমরান সহ সাধারণ সদস্য ফয়সাল,শুভ,সাকিব, জেলা ভলান্টিয়ার শিমুল মজুমদারসহ অনেকে অংশগ্রহন করেন।

এনসিটিএফ এর আই.সি.টি.ট্রেনিং চট্টগ্রাম ডিভিশন

আবদুল্লাহ আল মুহাইমিনঃ ১৫ আগষ্ট চ্ট্টগ্রাম চট্টগ্রাম,চাদগাঁও আবাসিক এলাকার এনজিও ফরাম অফিসে চট্টগ্রাম ডিভিশনের এনসিটিএফ মেম্বারদের সেভ দি চিলড্রেন,বাংলাদেশ শিশু একাডেমী,এমএমসি ও এনসিটিএফ এর উদ্দগে শিশুদের আই.সি.টি. ট্রেনিং দেয়া হয়।ন্যাশেনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স চট্টগ্রাম ডিভিশানের শিশুদের কমপিউটার,সামাজিক যোগাযোগ মাধ্যম,www.nctfbd.org ওয়েব সাইট সহ ইন্টারনেটের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।এছাড়া ও রিপোট লিখা,পত্রিকার লিখার কৌশল,ওনলাইন নিরাপত্তার কোশল ইত্যাদি শিখানো হয়। ইয়ত ভলেনটিয়ার আবদুল্লাহ জোবাইর,নারগিস আক্তার রনি, জান্নাতুল ইসলাম রাহাদ এবং এমএমসির প্রজেক্ট করডিনেটর মৃন্ময় মহাজন প্রশিক্ষকের দায়িত্ব পালনকরে।সেভ দি চিলড্রেন মিডিয়া এবং আই.সি.টি. মেনাজার আফরজা সারমিন অনুষ্ঠান পরিদর্শন করেন এবং শিশুদের আই.সি.টি বিষয় সচেতনা বৃদ্ধির জন্য উপদেশদেন।”

প্রশিক্ষকগন

কাজ শেষে অনুসিলনীর সময় এনসিটিএফ সদস্যরা

সাভার উপজেলা কমিটি, জাতীয় ও স্থানীয় সাংবাদিক এবং শিশু অধিকারকর্মীদের কর্মশালা

৬ আগস্ট ২০১৫ ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও ভিলেজ এডুকেশন ও রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ‘আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্পের আওতায় সাভারস্থ ভার্ক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ও স্থানীয় সাংবাদিক, শিশু অধিকারকর্মী এবং শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফের সাভার উপজেলা কমিটি ও স্কুল কমিটি আইসিটিকে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে ওয়াশ (নিরাপদ পানিও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন) ব্যবস্থার মনিটরিং করে তা তুলে ধরবে। অংশগ্রহণকারী শিশুরা  স্কুলের ‘ওয়াশ’ পরিস্থিতি নিয়ে তাদের মতামত দিবে।

উক্ত কর্মশালায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশনের তথ্য সংগ্রহের জন্য তৈরীকৃত অ্যাপ্স উপস্থাপন করা হবে।

উক্ত কর্মশালায় স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থসচেতনতা এবং এ সম্পর্কিত ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাকিরা খিভাবে পরামর্শকের ভূমিকা পালন করবেন? সংবাদের গুণগত মান উন্নয়নে তাদের ভূমিকা কি হবে? এ বিষয়ে একটি নেটওয়ার্ক স্থাপনে স্থানীয়, জাতীয় পর্যায়ের সাংবাদিক, শিশু অধিকার কর্মী এবং এনিিসটিএফের করণীয় বিষয়সমূহ আলোচনা করা হবে।

উল্লেখ্য, সাভার উপজেলার ৩০ টি স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে স্কুল কমিটির সভাপতিদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ সাভার উপজেলা কমিটি গঠন করা হয়। আর এক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতায় ভার্ক, সিএসআইডি, এমএমসি, এমপাওয়ার  সোসাল এন্টারপ্রাইজ এবং শিশু সংগঠন এনসিটিএফ এর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু সংগঠন এনসিটিএফের সাথে পার্টনারশীপ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লক্ষিত স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়ন করা। যা পরবর্তীতে পুরো বাংলাদেশে বাস্তবায়নের উপযোগী হবে।

৬৪ জেলার ন্যায় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর পক্ষ থেকে স্বারকলিপি প্রদান

ন্যশানাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার পক্ষ থেকে রাজন হত্যার দ্রুত এবং সুষ্ঠ বিচারের দাবিতে আজ সকাল ১১:৩০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক মহাদয়কে স্বারকলিপি প্রদান করে। স্বারকলিপি প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) জনাব মোঃ মুজিব-উল-ফেরদৌস মহদয়ের কাছে ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলার শিশু বিষয়ক কর্মকতা মো: মখলেছুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান সহ সরকারী বিভিন্ন কমকর্তা কর্মচারী বৃন্দ । ন্যশানাল চিল্ড্রেন ট্রাস্ট ফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলো সভাপতি মোঃ মুসাব্বির হোসেন, শিশু সাংবাদিক সাজিদ হাসান, সাংগাঠনিক সম্পাদক রাকিব, শিশু গবেষক আসিফ ও তন্দ্রা এবং জেলা ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন তন্নী ।

মিডিয়া পার্টনার হিসেবে আছে: সবুজ-বার্তা

খুলনায় এনসিটিএফের দুই দিন ব্যাপি আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্সের (এনসিটিএফ) খুলনা বিভাগীয় পর্যায়ে ২দিন ব্যাপি আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষণ ২০-২১ মে ২০১৫ ইং সম্পন্ন হয়েছে।

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ৬৪ জেলাতে এনসিটিএফের আইসিটি এন্ড ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণের খুলনা বিভাগীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে ।
খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার প্রতি জেলা থেকে ২ জন করে শিশু এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

উক্ত প্রশিক্ষণে শিশুদের আইসিটি এন্ড ডকুমেন্টেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আইসিটি প্রশিক্ষণে কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফবিডিডটওআরজি এর ব্যবহারের উপর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শেষদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এবং খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এস.এম. সাহিদ হোসেন। শিশুদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আর প্রযুক্তির বিশ্বে বাংলাদেশও যুক্ত হয়েছে। বর্তমান শিশুদের এই প্রযুক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এনসিটিএফ এক্ষেত্রে অনেক এগিয়ে। এনসিটিএফের সাথে সম্পর্কিত শিশুরা আরো অনেক শিশুর তুলনায় অনেক মেধাবী। তারা সামাজিক দায়বদ্ধতা নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সফলতায় এনসিটিএফ অনেক বড় অংশীদার হওয়ার যোগ্যতা রাখে।

উক্ত প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী, আইসিটি প্রশিক্ষক হিসেবে ছিলেন সবুজবার্তা ডট কমের সম্পাদক, আসাদজোন ডট কমের স্বত্বাধিকারী এবং এনসিটিএফের সিওয়াইভি মোঃ আসাদুজ্জামান এবং এনসিটিএফের সিওয়াইভি মিদুল ইসলাম মৃদুল।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এনসিটিএফের ডিভি জাহিদুল ইসলাম সুমন এবং জান্নাতুল ফেরদৌস দিনা।

মোনাখালি ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রবিবার ১৯ এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার সদর উপজেলার মোনাখালি ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মোনাখালি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২৪০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়। প্রথম পর্বে মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ মোনাখালি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।  প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তর্ভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন  সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্য । অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার রাব্বি এবং মেরিনা।

NCTF, CBF Place 6-point Demand

National Children’s Task Force (NCTF) and Child Budget Forum (CBF) Saturday placed a six-point demand, including a clear roadmap on budgetary allocation to children and inclusion of their opinions in preparing the national budget.

They also demanded ensuring proper utilisation of the allocated funds, implementation of the child budget and fulfilment of the promises made by Finance Minister AMA Muhith in his budget speech last year.The two non-governmental organisations working in Bangladesh to promote child rights made the demands at a joint press conference held at Dhaka Reporters Unity (DRU).

Parliamentary standing committee member on primary and mass education Umme Razia Kajol, Dhaka University teacher Gawher Nayeem Wahra, CBF Chairperson Dr Abul Hossain and Save the Children’s representative Chowdhury Md. Tayub Tajammul were, among others, present at the press briefing.NCTF’s representative Tanjila Sumi read out a keynote paper at the conference.The two organisations also demanded ensuring safety and security of the street children and regular publication of performance report on child spending. Ms Kajol said they would talk to the ministry concerned about the demands made by the NGOs and raise these issues at the parliament too.”It’s a high time to make this important issue public as the Awami League-led administration is very child-friendly.”

She also stressed the importance of ensuring utilisation of the government funds in the sector and strong monitoring on the activities of fake NGOs which are doing business in the name of voluntary work in the country.”NGOs in the country must be accountable to the public as they receive funds from donors at home and abroad in the name of the public,” she added.Mr Wahra said the children events don’t derive benefits from the government’s social safety-net funds which are allocated only to adults.Mr Tajammul said although the government allocates money for development of the child group, but it hardly makes any roadmap on how to spend the money.

CBF chairperson Mr Hossain said even though the concept of child budget is new in Bangladesh, it is gaining ground among the people as around 40 per cent of the country’s population is children.

Source: http://www.thefinancialexpress-bd.com/2015/04/19/89391