শরিয়তপুর জেলায় শিশু বন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা সম্পন্ন

শরিয়তপুর জেলার শিশু অধিকার প্রতিষ্ঠায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরিয়তপুর জেলার আয়োজনে “শিশু অধিকার বাস্তবায়নে লড়বো মোরা ঐকতানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২ই ডিসেম্বর ২০১৮ সদর উপজেলা অডিটোরিয়াম এ শিশুদের আহবানে আগত জেলার শিশু বান্ধব বিভিন্ন ব্যক্তিদের নিয়ে শিশু বন্ধু প্ল্যাটফর্ম গঠন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

জেলা এনসিটিএফ কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাহেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ। আয়োজনের শুরুতে এনসিটিএফ ও শিশু বন্ধু প্ল্যাটফর্ম বিষয়ক বিস্তারিত আলোচনা করেন সেভ দ্যা চিলড্রেনের চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন। পরবর্তীতে জেলার স্থানীয় শিক্ষক, আইনজীবি, চিকিৎসক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, অভিভাবক সহ শিশুদের উন্নয়নে শিশু বান্ধব বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি মহোদয় যারা আগামীতে শিশু বান্ধব জেলা গঠনে এনসিটিএফ এর দক্ষতা উন্নয়ন ও সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন।

কমিটির সদস্যরা হলেনঃ

১. জনাব,মজিবর রহমান – সভাপতি

২.জনাব, ফাতেমা আক্তার শিল্পী- সম্পাদক

৩. জনাব,জিয়া উদ্দিন আহমেদ- সদস্য

৪. জনাব,মোঃ মানিক মোল্যা – সদস্য

৫.জনাব, বিজয় কৃষ্ণ পাল- সদস্য

৬.জনাব, মোঃ মাহবুবুর রহমান- সদস্য

৭.জনাব, মিজানুর রহমান চৌধুরী-সদস্য

৮. জনাব,রোকনুজ্জুমান পারভেজ- সদস্য

৯. জনাব,সত্যজীৎ ঘোষ- সদস্য

১০. জনাব,মোঃ আব্দুর রব কোতোয়াল- সদস্য

১১. জনাব,শহীদুল ইসলাম পাইলট- সদস্য

এছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

নির্বাচিত কমিটির সভাপতি জনাব মজিবর রহমান এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সাথে পরিচয় এবং সকল সদস্যদের আগামী কর্মসূচিতে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সভায় বাংলাদেশ শিশু একাডেমীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যগণ, উপদেষ্টাগণ, জেলা ভলান্টিয়ারদ্বয় উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় বিজয় দিবসে সুবিধাবঞ্চিত ও হরিজন শিশুদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সুবিধা বঞ্চিত, বিহারী ও হরিজন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় গত (১৬ ডিসেম্বর), রবিবার বিকেলে স্থানীয় জুম বাংলাদেশ স্কুলের সুবিধাবঞ্চিত এসব শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে উল্লেখ যোগ্য ছিলো ছেলে শিশুদের অংশগ্রহণে ‘কে মানিক আনতে পারে’, ‘বুদ্ধি যাচাই’ ও ‘দেশের গান’, মেয়ে শিশুদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, বুদ্ধি যাচাই ও কবিতা-আবৃত্তি। এছাড়াও অভিভাবকদের জন্য ছিলো বালিশ বর্জন ও জুম ভলান্টিয়ার্স ও এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা।
প্রতিযোগিতায় সর্বমোট ৬৫ জন শিশু অংশগ্রহণ করে।
পরে এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তরের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গাইবান্ধা শহীদ স্মৃতি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ শামসুজ্জোহা আলম। এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি, মোঃ তাওহীদ তুষার, মনির হোসেন মিলন, রকিবুদ্দৌলা রনি, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদ হাসান পলক, বিদ্রোহ সরকার, মনিরা ফেরদৌস, জুম বাংলাদেশ স্কুল, গাইবান্ধা শাখার মেহেদী হাসান, আলিফ রহমান বিজয়, নিশাদ বাবু, এনটি স্বরণ, রিয়ামনি, সাকু মিয়া প্রমুখ।

লালমনিরহাট জেলা এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

লালমনিরহাট জেলা এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলার আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এ্যাডভোকেসী, নিউজলেটার প্রকাশনা, লিডারশিপ, ইনক্লুশন ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষনের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য ১১ ও ১২ ডিসেম্বর ২০১৮ দুইদিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষন কর্মশালায় জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্য অংশগ্রহন করে। ১১ ডিসেম্বর সকাল ৯ টায় আয়োজনটির উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব তুহিনুর রহমান। সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল কর্তৃক উক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ভলান্টিয়ার রায়হান হোসেন রনি প্রশিক্ষনটিতে ফ্যাসিলিটেটরের দ্বায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালাটির প্রথম দিনে একাধিক সেশনে অধিকার, শিশু অধিকার, শিশু অধিকার সনদ, শিশু অধিকার সনদের মূলনীতি, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুর অংশগ্রহন, লিডারশিপ, এডভোকেসী, এনসিটিএফ অপারেশন সম্পর্কে মুক্ত আলোচনা করা হয়। এবং ২য় দিনের শুরুতেই প্রথম দিনের অধিবেশনগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনার পাশাপাশি সংবাদ, সাংবাদিকতা ও সাংবাদিকের কাজ নিয়ে আলোচনা করা হয়। এরপর সদস্যরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিউজলেটারের ডামি তৈরি করেন। পরবর্তী সেশনে শিশু পরিস্থিতি মনিটরিং ও গল্প লেখা বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটিতে অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা অংশগ্রহন করে। সবশেষে দুই দিন ব্যাপী প্রশিক্ষনের পুনঃলোচনা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করেন জেলা এনসিটিএফ এর সভাপতি কারিমুস সেলিম ইমন।

“ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ’র সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত “

গত ৯ ই নভেম্বর ২০১৮, রোজ শুএবার বেলা ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা,শিশু গবেষক তৌহিদুল ইসলাম ইনাম,সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জ্যেতিসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের উপ কমিটির সাংবাদিক এবং শিশু গবেষকগণ। এসময় আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস,সেতারা সুলতানা সেতু।

আলোচ্যসূচিঃ

১/বিভিন্ন বিদ্যালয়ে গবেষণামূলক কার্যক্রম এর উদ্যোগ

২/বাল্যবিবাহ নিরোধ করার জন্য সচেতনা তৈরি,আইনি বিষয় সম্পর্কে তথ্য প্রদান

৩/শিশুদের চিন্তাভাবনা নিয়ে নতুন ধারার বিতর্কের আয়োজন

৪/এনসিটিএফ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সাংবাদিকতা,গবেষণা এবং বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন।

সিদ্ধান্তসমূহঃ

১/অদ্য ১২-১৩ ডিসেম্বর সদস্যদের দুই দিন ব্যাপি কর্মশালা প্রদান

২/প্রতিটি বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি এবং মাসের শেষে তা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা।

৩/অনুষ্ঠিত হতে যাওয়া শিশু গবেষকদের ট্রেনিং এর জন্য শিশু গবেষককে পাঠানো বিষয়ে সিদ্ধান্তগ্রহণ।

কার্যক্রমের শেষে সকলের মতামত অনুসারে আগামী দ্বিমাসিক মিটিং এর তারিখ নির্ধারণ করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন সভার  সভাপতি।

সমস্যা চিহ্নিত করবে তোমরা, সমাধানে কাজ করবো আমরা ………অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

গত ১৯ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল সাড়ে তিনটায় এনসিটিএফ এর আয়োজনে জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলায়  শিশু অধিকার বাস্তবায়ন এবং জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে রূপান্তরে এনসিটিএফ এর সাথে কাজ করার লক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন এ. বি. এম সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। সভার শুরুতেই এনসিটিএফ এবং শিশুবন্ধু প্ল্যাটফর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে চলে মুক্ত আলোচনা। মুক্ত আলোচনায় শিশুদের নিকট থেকে শোনা হয় বর্তমানে জেলায় কোন অধিকারের উপর শিশুদের সমস্যা আছে। শিশুরা শিক্ষার কথা তুলে ধরে।  এনসিটিএফ এর স্কুল পরিদর্শনের কথা তুলে ধরে তারা। হরিজন শিশু , চরাঞ্চলের শিশু এবং বিশেষ চাহিদাসম্পূন্ন শিশুদের শিক্ষা থেকে পিছিয়ে পরা উঠে আসে এছাড়া পারিববারিক বৈষম্যতা এবং বাল্য বিবাহ বিষয়ে আলোচনা হয় । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এনসিটিএফ’র কাজ সমস্যা চিহ্নিত করে আমাদের কাছে বলা বা জানানো আর আমরা সেই সমস্যা সমাধানে কাজ করবো। এছাড়া তোমাদের সহযোগিতা করতে এখন থেকেই শিশুবন্ধু প্ল্যাটফর্ম কাজ করবে। আলোচনা শেষে জেলায় সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুমকে সভাপতি এবং মোঃ মোশাররফ হোসেন প্রধান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে সদস্য সচিব করে ১১জনের একটি কমিটি নির্বাচন করা হয়। যেখানে জেলার সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়িক এবং এনজিও প্রতিনিধিবৃন্ধ রয়েছেন। পরে নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়। শিশুবন্ধু প্ল্যাটফর্মের নিবনির্বাচিত সভাপতি বলেন, আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন তা পালনে আমি যথাযথ চেষ্টা করবো এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে আমাকে এই দায়িত্ব দেবার জন্য।  এনসিটিএফ এর সাথে শিশুবন্ধু প্ল্যাটফর্ম এখন থেকে সম্বনয় করে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে। জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভায় সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমী এবং সেভ দ্য চিলড্রেন। সভায় এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার  এবং চাইল্ড রাইট’স প্রমোটর মোঃ  মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এ্যাডভোকেসি, নিউজ লেটার প্রকাশনা, লিডারশিপ, ইনক্লুশন ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী এই কর্মশালার প্রথম পর্ব ৩০শে নভেম্বর ও দ্বিতীয় পর্ব ০৪ ডিসেম্বর রোজ সোমবার এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির সদস্যদের অংশ গ্রহনে প্রশিক্ষণ কর্মশালাটি সম্পূর্ন হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা এনসিটিএফ ভলান্টিয়ার কে.এম রেজওয়ানুল হক নুরনবী। প্রশিক্ষণ কর্মশালাটি একাধিক সেশনে শিশু অধিকার, জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও রিপোটিং, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুর উত্তম অংশগ্রহন, লিডারশিপ, এ্যাডভোকেসি, এনসিটিএফ অপারেশন সহ গুরুত্বপূর্ন বিষয়ে দলগত আলোচনা ও গেমের মাধ্যমে অংশগ্রহনকারীদের অনুশীলন করা হয়।

অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণটিতে অংশগ্রহন করেন।

জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষণা ও শিশু সাংবাদিকতা বিষয়ক মিডিয়া ও ওয়েব সাইট বিষয়ক প্রশিক্ষণ

গত ১৩ ও ১৪ ই নভেম্বর ২০১৮ এনসিটিএফ মাদারীপুর জেলার আয়োজনে সম্পন্ন হ‌লো ২ দিন ব্যা‌পী জেলা পর্যা‌য়ে শিশু অ‌ধিকার প‌রি‌স্থি‌তি ম‌নিট‌রিং, ‌শিশু গ‌বেষনা ও শিশু সাংবা‌দিকতা, মি‌ডিয়া ও এন‌সি‌টিএফ ও‌য়েব সাইট বিষয়ক প্র‌শিক্ষণ কর্মশালা।

সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলা‌দেশ শিশু একা‌ডেমীর সহযোগিতায় দু‌ই দিন ব্যা‌পি এই প্রশিক্ষন  কর্মশালার সার্বিক সমন্বয় ক‌রেন মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম মুন্সী। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ ক‌রে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ এর কার্য‌নির্বাহী ক‌মি‌টি, স্কুল কমিটি ও সাধারন সদস্য সহ মোট ৫৬ জন। প্রশিক্ষনটিতে সহ‌যো‌গীতা ক‌রেন মাদারীপু‌রের বিশিষ্ট সাংবাদিক জনাব শাহজহান খান (দৈ‌নিক ইত্তেফাক) ও জনাব জ‌হিরুল ইসলাম খান (এটিএন নিউজ),  জনাব  আ‌তিকুর রহমান আতিক এবং এন‌সি‌টিএফ মাদারীপুর জেলা ভ‌লা‌ন্টিয়ার দিপা আক্তার মুন্নী।
উক্ত আয়োজনটির সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কার্য‌নির্বাহী ক‌মি‌টির চাইল্ড পার্লামেন্ট সদস্য ফাহ‌মিদা মেহবুবা নয়না।
দুই দিন ব্যা‌পী প্রশিক্ষণ কর্মশালায় শিশু‌দেরকে সাংবা‌দিকতা, শিশু অধিকার পরিস্থিতি গ‌বেষণা ও এনসিটিএফ ও‌য়েবসাইট সহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

প্রশিক্ষনের সমা‌প্তি‌তে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ কার্যনির্বাহী ক‌মি‌টির সভাপতি অংশগ্রহনকারী ও সহযোগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অংশগ্রহনকারীরা স্বতঃস্ফর্ত ভাবে প্রশিক্ষনটিতে অংশগ্রহন করে এবং অংশগ্রহনমুলক প্রশিক্ষণ সার্টিফিকেট অতিথিদের নিকট থেকে গ্রহন করে। তারা এ ধরনের উন্নয়ন মুলক আয়োজন আরো প্রত্যাশা করেন।

শুরু হতে যাচ্ছে বিভিন্ন বিষয়ের উপর জেলা ভলান্টিয়ারদের ToT প্রশিক্ষণ

আগামী ২৩ ও ২৪ নভেম্বর ২০১৮ এবং ২৬ ও ২৭ নভেম্বর ২০১৮ তারিখে ইউএসটি ট্রেনিং সেন্টার, আদাবর, মোহাম্মদপুর ঢাকায় জেলা ভলান্টিয়ারদের ২ দিন ব্যাপি ২টি পৃথক ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, রিপোর্টিং, এ্যাডভোকেসী, নিউজলেটার প্রকাশনা এবং এনসিটিএফ অপারেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে জেলা ভলান্টিয়ারবৃন্দ তার নিজ এলাকায় প্রশিক্ষণ প্রদানের জন্য পরিকল্পনা তৈরি করবে। সে মোতাবেক সংশ্লিষ্ট জেলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সেন্ট্রাল ইয়্যুথ ভলান্টিয়ার এর সহযোগিতায় নিজ জেলায় এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণটি প্রদান করবেন এবং সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। উল্লেখ্য সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে জেলা পর‌্যয়ে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরন সরবরাহ করা হবে।  

প্রশিক্ষণে বিশেষ প্রয়োজনে দায়িত্বে থাকবেন:  মো: মজিবুর রহমান তালুকদার, ম্যানেজার- প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র, উন্নয়ন সাহায্য টিম (ইউএসটি), বাড়ি নং- ৯৯২, রোড নং- ১৬, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। মোবা: ০১৭১৬০৩৭০২০, ০১৯১২৫৪৮০১৫।

উন্নতির পথে শিশু ওয়ার্ডসহ পুরো গাইবান্ধা সদর হাসপাতাল

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। গত ২৬ সেপ্টেম্বর, দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৮ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু টাইফয়েড, জ্বরে আক্রান্ত। এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং টয়লেটসহ ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান, পরে এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের পরিবেশ একটু ভালো হয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার ওয়ার্ড পরিস্কার করা হয়, কিছু ঔষধ হাসপাতাল থেকে দেয় আবার কিছু বাহির থেকে কিনতে হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বৃদ্ধির দাবি জানান তারা।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার অনুরোধ জানায়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক রিফাইত হোসেন বিদ্রোহ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান প্রমুখ।

গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণ

শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত (৭ নভেম্বর) বুধবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস্ প্রমোটর (সিআরপি) মোস্তাফিজুর রহমান সৈকত।
দিনব্যাপী প্রশিক্ষণে এনসিটিএফ সদস্যদের জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু অধিকার সনদ, গল্প/কেইস স্টোরি লেখা, শিশু সাংবাদিকতা, এনসিটিএফ বিষয়ক ও এনসিটিএফ ওয়েব সাইট বিষয়ক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় এনসিটিএফ এর জেলা কার্যনির্বাহী কমিটি ও স্কুল কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহণ করে।