এনসিটিএফ গাইবান্ধা জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

০৫ এবং ০৬ সেপ্টেম্বর জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, রাজনৈতিক সহিংসতা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে এনসিটিএফ গাইবান্ধা জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ১০ জন সাধারন সদস্য অংশগ্রহন করে। ০৫  সেপ্টেম্বর প্রশিক্ষণের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রধান, বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা  এবং ০৬ সেপ্টেম্বর প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করেন আশিকুর রহমান শাওন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, গাইবান্ধা । প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

[ NCTF Gaibandha district executive committee member and general member received two days capacity building training at 5 & 6 September 2016 on “Basic of child rights, Life skills, Newsletter publishing, ICT, Political Violence to children and regular NCTF operation”. Total of 11 executive committee members and 10 general members have been capacitated by the training. Mohammad Mosharraf Hossain, the District Children Affair Officer of Gaibandha inaugurated the training. The participants expressed their thank to the organizer as it is their first training after they have elected as NCTF Executive Committee. ] 

এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯ এবং ২০ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন  অংশগ্রহন করে। ১৯ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও এবং ২০ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিমি খাতুন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, ঠাকুরগাঁও। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ায় সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রশিক্ষ কর্মশালা সম্পন্ন :

এনসিটিএফ সদস্যদের জীবন দক্ষতা ও মান উন্নয়ন লক্ষে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেলো ২ দিন ব্যাপী শিশু অধিকার,জীবন দক্ষতা,নিউজলেটার প্রকাশনা,আইসিটি ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি পরিচলনা করেন করেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস টুম্পা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রিয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাপাতেত জামিল নওশান, সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব, শিশু গবেষক মাহিয়া চৌধুরী ও জেলা ভলেন্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এবং এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদৃন্দ।

এনসিটিএফ খুলনার সংবাদ সম্মেলন

এনসিটিএফ’র কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা

খুলনা জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্লান বাংলাদেশ এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১টা ৩০মিনিটে নগরীর শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু সাংবাদিক মারজিয়া ইসলাম প্রাপ্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনার বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে নাগের বাজার বিভিন্ন স্পট, রেল বস্তি, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা খুলনা জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, এনসিটিএফ’র উপদেষ্টা মিদুল ইসলাম মৃদুল, সভাপতি লিটন হাওলাদার, সহ-সভাপতি পুজা সাহা, সাংগঠনিক সম্পাদক দীপন দে, শিশু সাংবাদিক আরিয়ান নুহান, শিশু গবেষক সানজিদা ইসলাম, সানজিদ হাসান সাজিদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম আবু জোবায়ের প্রমুখ।

এনসিটিএফ ময়মনসিংহের আগস্ট মাসিক সভা অনুষ্টিত (The monthly meeting of NCTF Mymensingh was held in August)

১১ই আগষ্ঠ,২০১৬ রোজ বৃহস্পতিবার বেলা .৩০ মিনিট ময়মনসিংহ এনসিটিএফ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিং এনসিটিএফ এর সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারন সদস্যরাও  উপস্থিত ছিলেন । উক্ত মিটিং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর সভাপতি শামস্ আল জাফির  মিটিং এর আলোচ্য  বিষয় ছিল
২০১৬ সালের পত্রিকা ছাপানোর জন্য লেখা সংগ্রহ করা
. আইডি কার্ডের জন্য ছবি সংগ্রহ করা
.১৫ আগষ্ঠ ২০১৬ বিকাল ৪টার মিলাদ মাহফিল করা
. ময়মনসিংহ এনসিটিএফ এর পূর্নমিলনি আনন্দ ভ্রমনএর দিন তারিখ নির্ধারণ  করা।

শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির আগষ্ট মাসের মিটিং অনুষ্ঠিত (The monthly meeting of NCTF Kishoreganj executive committee was held in August)

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৫ই আগষ্টের শোককে ধারণ করে আজ এনসিটিএফ, কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্দোগে শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর উপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়।তাছাড়া বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শন করা হয়। এনসিটিএফ সদস্যরা এসব  আয়োজন পরিদর্শন করে।

আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০১৬ ইং বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি, হবিগঞ্জ প্রাঙ্গণে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ ,জেলা ভলান্টিয়ার এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ কার্যনির্বাহী কমিটি এবং স্কুল কমিটি এর সদস্যবৃন্দ।

এনসিটিএফ কিশোরগঞ্জ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আসিফ :  গত ৫ জুলাই এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জেলা কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন  বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ এর কর্মকর্তা বৃন্দ এবং প্রাক্তন এনসিটিএফ কমিটির সদস্যবৃন্দ।

জেলা ক্রিড়া অফিসার এর সাথে নরসিংদী এনসিটিএফ এর সাক্ষাত (Narsingdi NCTF members met with district sports officer for promoting NCTF )

সামিয়া নিজাম : গত ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেলো নরসিংদী এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা।জেলা এনসিটিএফ এর কারযালয় এ এই সভাটি অনুসঠিতো হয় । সভায় উপস্থিত এনসিটিএফ এর নব-নিরবচিত কমিটির সকল সদসগনএর সাথে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্যগন এবং জেলা শিশু বিসয়ক কর্মকর্তা । সভার মূল আলোচ্য বিষয় ছিলো এনসিটিএফ এর পরবর্তী ঈদ ইভেন্ট ” এক চিলতে হাসি ” র বাজেট আলোচনা এবং সময় নিরধারন করা। 13518049_1732893256979760_1839876_o

এর পর সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সবাই যায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা ক্রিড়া অফিসার  এর সাথে সৌজন্য সাক্ষাত করতে। সেখানে এনসিটিএফ এর কাজ এবং উদ্দেশ্য এর ব‍্যপারে আলোচনা করা হয়।

[Samia Nizam: Narsingdi NCTF monthly meeting has been held on last 21th June. All the members of new elected committee with recent ex members & Advisors were there in BSA office. Main discuss was about their upcoming event -” Ek Chilte hashi – A bit of smile “. Then the team has decided to met with the new district sports officer.]

শিশুদেরকে মৌসুমী ফলের স্বাদ দিল এনসিটিএফ বগুড়া

আবীদ শাহরিয়ারঃ

৩০ মে সোমবার এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যদের নিজস্ব উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মৌসুমী ফল খাওয়ানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজনের করা হয় ।

13310507_841269462684017_8750589706644408163_n
অনুষ্ঠানটি বগুড়া জুবলী ইনস্টিটিউট (শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়) এর শিশুদের নিয়ে করা হয় । এখানে ১৫০ জন শিশুকে তরমুজ খাওয়ানো হয় । সব শিশুদের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
এ সময় এনসিটিএফ বগুড়া এর সভাপতি নুরজাহান পুষ্প, সাধারণ সম্পাদক আবীদ শাহরিয়ার, শিশু গবেষক আফসানা সাদিয়া মরিয়ম ও মেহরাব হোসেন তানভীর সহ অন্যান্য সদস্যগণ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।