জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

সৌরভ দাসঃ গত ২২শে মে ২০১৬ তারিখে পিরোজপুর জেলা এনসিটিএফ কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে  মাননীয় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে। তখন শিশুহত্যা বন্ধ করে শিশু সুরক্ষা নিশ্চিত করনের এবং দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারী  বাজেট বৃদ্ধির জন্য দুটি বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী বরাবর জেলা প্রশাসক মাধ্যমে দুটি স্মারকলিপি প্রদান করা হয়। মাননীয় জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপি দুটি মাননীয় মন্ত্রী-র নিকটে পৌছিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন।

এনসিটিএফ নোয়াখালির মে মাসের মাসিক মিটিং

এনসিটিএফ নোয়াখালি জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী নোয়াখালি এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ নোয়াখালি এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃমুসলে উদ্দিন ও ভলেন্টিয়ার।উক্ত সভার আলোচ্য বিষয় ছিল সদস্য সংগ্রহ. সভায় গৃহত সিধান্ত আনুযায়ী আগামী ১৮ই মে ২০১৬ রোজ বুধবার নোয়াখালী সরকারী বালিকা বিদ্যলয় পরিদর্শনে যাবে এনসিটিএফ সদস্যরা ।

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

 

অদ্য সাকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়ে গেলো খুলনা জেলা এনসিটিএফ এর মুখোমুখি গনজবারদিহিতা মূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমী ‍খুলনা জেলা কার্যালয়ে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জনাব শেখ হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ, খুলনা। জনাব শেখ হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। জনাব মোঃ মনিরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা। প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ অধ্যাপক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা। জনাব বিভূতি ভূষন ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। জনাব মোঃ জাফর ইমাম, বিশিষ্ঠ শিক্ষাবিদ, খুলনা। জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করে মোঃ লিটন হাওলাদার সভাপতি, খুলনা এনসিটিএফ। অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করে দীপন দে শিশু গবেষক, খুলনা এনসিটিএফ ও অনন্যা শীল সাধারন সদস্য খুলনা এনসিটিএফ এবং প্রশ্নোত্তর পর্বের সঞ্চালনা করে মৃদূল ইসলাম মিদুল । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন জিও , এনজিওর প্রতিনিধি সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে খুলনায় শিশুদের নানা সমস্যা শিশুরাই সকলের সামনে তুলে ধরে এবং উপস্থিত সুধি বৃন্দ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করার চেষ্ঠা করে । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি সমস্যাগুলো সম্পর্কে মন্ত্রনালয়ে কথা বলবেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করবেন। অনুষ্ঠানটি বেলা ১টা নাগাদ শেষ হয় ।

দীপন দে,
সাবেক শিশু গবেষক,
খুলনা, এনসিটিএফ।

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে এই দেশকে ….. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আফনান আলম সাকিব: “আগামী দিনের ভবিষ্যত মেধাবী শিশুদের মাঝে আমার থাকতে ভাল লাগে। শিশুরাই আগামীতে

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

এই দেশকে নেতৃত্ব দিবে। আমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এই মুখগুলোকে দেখতে চাই।” গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে  প্রায় সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সবর্ধনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাফায়েত জামিল নওশানের

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ

হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ বজলুর রহমান এবং ডা. মো: আবু সাঈদ উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

 

শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতারা আক্তার সেতু, জেলা কমিটির সদস্য এবং  উপদেষ্টাসহ ব্রাহ্মণবাড়িয়া  জেলার বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

 

সম্পূর্ণঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ সদস্য জান্নাতুল পুকুনাস এবং মুকসিদুল হক সৃজন। আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

১২ ফেব্রুয়ারি ২০১৬ রোজ শুক্রবার , এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যলয় । বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ অনুষ্ঠিত হয় সকাল ৯টা হতে সকাল ১০ টা পর্যন্ত । অতপর শুরু হয় এনসিটিএফ খুলনার দ্ বিবার্ষিক নির্বাচন । উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় । ৩০০ ভোটারের উপস্থিতিতে স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।  উক্ত নির্বাচনে পিজাইডিং  অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সুজিত কুমার সাহা  জেলা কালচারাল অফিসার, খুলনা । প্রধান নির্বাচন  কমিশনার এর দায়িত্বে ছিলেন মারশাফি মহাম্মদ অর্ক এবং মোঃ রকিবুল ইসলাম । সকল প্রার্থীর ভোট গ্রহন শেষে পিজাইডিং  অফিসার।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আবুল আলম সকল প্রার্থীদের সম্মুখে ভোট গননা করনে । ভোট গননা শেষে নির্বাচিত ১১ কমিটির নাম ঘোষনা করেন পিজাইডিং  অফিসার । নির্বাচনে বিজয়ী  ১১  সদস্যের নাম হল –

১. সভাপতি – লিটন হাওলাদার ।

২ .সহ- সভাপতি – পুূজা সাহা ।

৩ .সাধারণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস রুবা ।

৪.যুগ্ন – সাধারণ সম্পাদক – হিমাদ্রি সরকার রাজন ।

৫ .সাংগঠনিক – সম্পাদক – রাফিয়া ইসলাম ।

৬ .চাইল্ড পার্লামেন্ট ছেলে – ইমাম আবু জুবায়ের ।

                           মেয়ে – নুসরাত জাহান সুমনা ।

৭. শিশু সাংবাদিক ছেলে- আরিয়ান নুহান ।

                        মেয়ে- জান্নাতুল ফেরদৌস মিতু ।

৮. শিশু গবেষক ছেলে- সানজিদ হাসান সাজিন ।
মেয়ে- সানজিদা ইসলাম ।

উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হল । নির্বাচনের সাার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মো : মিদুল ইসলাম মৃদুল ।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ নওগাঁর নতুন কমিটির সাক্ষাৎ

আমির তাহেরীঃ৩ ফেব্রুয়ারি  সকাল ১০টায় নওগাঁ জেলার  জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান এর সাথে এনসিটিএফ নওগাঁ জেলার নর্বনির্বাচিত কমিটি (২০১৬-১৭) সাক্ষাৎ করে।

জেলা প্রশাসককে এনসিটিএফ নওগাঁ জেলা কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এনসিটিএফ নওগাঁ জেলার কার্যক্রম জেনে খুব খুশি হন এবং নওগাঁ জেলার শিশুদের ও এনসিটিএফ নওগাঁ জেলার পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাজেদা ইয়াসমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ,নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন।

জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তাপস খানঃ  এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান

এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে  এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।