শিমুল আহমেদ তরঙ্গ : বাংলাদেশ শিশু একাডেমী’র কেন্দ্রীয় ভবন স্থানান্তরের জন্য সুপ্রীম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ ৪ঠা সেপ্টেম্বর নরসিংদীতে মানব-বন্ধন করেছেন শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম ; জেলা শিশু একাডেমী’র প্রশিক্ষনার্থী শিশুরা ও নরসিংদী এনসিটিএফ সদস্যগন। নরসিংদী প্রেস- ক্লাব এর সামনে এ মানব-বন্ধন করা হয়।
মানব-বন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, শিশু একাডেমীকে বর্তমান স্থানটি ছেড়ে দিতে হলে সুপ্রিম কোর্টের এই আদেশ শিশুদের এই বিচরন ক্ষেত্রটিকে নষ্ট করে দিবে। এনসিটিএফ এর শিশু গবেষক কেয়ারাম হোসেন পাপ্পু তার বক্তৃতায় বলে, শিশু – কিশোরদের সুস্থ ও শান্তি পূর্ন পরিবেশে সংস্কৃতি চর্চার সুযোগ অবারিত রাখার জন্য এ স্থানের বিকল্প নেই।
জানা যায়, ১৯৭৬ সালে ৩দশমিক ৬৯ একর জায়গায় শিশুদের শিল্পকলার নানা বিষয়ে প্রশিক্ষনে দিতে প্রতিষ্ঠিত হয় শিশু একাডেমী। প্রায় চার হাজার শিশু সপ্তাহের তিন দিন প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষন গ্রহন করে। ৪০ হাজার বইয়ের বিশাল গ্রন্থাগার সহ নিজস্ব প্রকাশনা সংস্থা ও জাদুঘর রয়েছে।
জানা যায়, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে শিশু একাডেমীর সম্পত্তি সুপ্রিম কোর্টের মর্মে রায় ঘোষনা করেন হাইকোর্ট। পরে এ রায় বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ৪ আগষ্ট হাইকোর্ট শিশু একাডেমী কর্তৃপক্ষের কাছে সুপ্রিম কোর্টের সম্পত্তি হস্তান্তরের কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায়।
এদিকে, এ রায়ের প্রতিবাদে ৬৪ জেলা শিশু একাডেমী মানব-বন্ধনের আয়োজন করে ।