সম্পন্ন হলে গেল এনসিটিএফ শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন

সিরাজুল ইসলাম আসিফঃ গত ১৩ আগস্ট সম্পন্ন হলে গেল এনসিটিএফ শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে ধারণা প্রদান । এসময় শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে ধারণা প্রদান করে জেলা ভলান্টিয়ার সুমাইয়া শারমিন ও মুহাম্মদ বায়জিদ এবং উপদেষ্টা সদস্য মিঠুন খান সাগর এছাড়াও এনসিটিএফ শরীয়তপুরের শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ । পরিদর্শন দলের সাথে আরো উপস্থিত ছিল এনসিটিএফ শরীয়তপুরের সাধারণ সম্পাদক- মিতু আক্তার, যুগ্ন সাংগঠনিক সম্পাদক- সবুজ, চাইল্ড পার্লামেন্ট সদস্য- মাসুদ হাওলাদার ও জেরিন এবং সাধারণ সদস্য- শুভ।

স্কুল দুটিতে এনসিটিএফ সদস্য ফরম বিতরন করা হয়েছে এবং খুব শীঘ্রই সেখানে স্কুল কমিটি গঠন করা হবে।

বগুড়ায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করল এনসিটিএফ এর প্রতিনিধি দল

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সাথে দেখা করতে যায় বাংলাদেশ সরকারের একমাত্র শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স বগুড়া শাখার প্রতিনিধিরা।এসময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় তারা।

বগুড়া জেলা শিশু অধিকার পরিস্থিতি ও এনসিটিএফ এর কার্যক্রম তুলে ধরা হয় এই সাক্ষাতকারে।এসময় জেলা প্রশাসকের হাতে জাতিসংঘ শিশু অধিকার সনদ এর ৫ম বিকল্প প্রতিবেদনের সুপারিশ সমূহের কপি তুলে দেন বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান।

জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন এনসিটিএফ এর সব কার্যক্রমের প্রশংসা করেন এবং সবসময় শিশুদের পাশে থাকবেন বলে আশ্বসস্থ করেন।

এসময় উপস্থিত থেকে সবার সাথে মত বিনিময় করেন এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এছাড়াও এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, আফরোজা সরকার টিসা, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় এনসিটিএফ টিম

সালেহুর রহমান সজীবঃ জয়পুরহাট এনসিটিএফ এর আগষ্ট মাসের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ আগষ্ট এনসিটিএফ জেলা নির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজীব, জেলা দুই ভলান্টিয়ার এবং সাবেক সভাপতি আল আমীন হিরা সহ ৬জন বিশিষ্ট একটি টিম জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় গিয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজিবকে মাদ্রাসা কমিটির সভাপতি করে ১১জন সদস্যের মাদ্রাসা কমিটি গঠন করা হয়। এই সময় এনসিটিএফের পক্ষ থেকে নোটিশ বোর্ড এবং মাদ্রাসার প্রধান অধ্যক্ষের হাতে নিউজ বক্স তুলে দেওয়া হয়। দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান করে এনসিটিএফ সম্পর্কে অবহিত করেন এবং সবশেষে ১১ সদস্যের একটি মাদ্রাসা কমিটি গঠন করে। তার আগে শিশু একাডেমী ভবনে জেলা সংগঠক উমা রানী দাসকে (ম্যাডাম) এনসিটিএফ সভাপতি আমাদের গল্প এবং শিশু অধিকার সনদের (নতুন সংস্করন) বই হাতে তুলে দেন।

এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

শিমুল আহমেদ তরঙ্গঃ  আজ ১৩ আগস্ট এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজসকাল ১০:০০ টায় জেলা শিশু একাডেমী’র অধীনস্থ এন.সি.টি.এফ নরসিংদী’র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সভা শুরু হয়।

আজকের সভায় নরসিংদী জেলা কার্যকরী কমিটির আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষনের  দিন নির্ধারন করা হয়। এছাড়াও ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের ব্যাপারে বিভাগ অনুযায়ী এন.সি.টি.এফ এর পক্ষে অংশগ্রহনকারীদের তালিকা তৈরী করা হয়। এছাড়াও ২৯শে আগষ্ট শিশু দিবসে এন.সি.টি.এফ দলের অংশগ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সি.ওয়াই.ভি উম্মে হাবিবা এবং জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম ও সাথী আক্তার।

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা ।

সিরাজুল ইসলাম আসিফ:  আজ ১২ই আগস্ট বিকাল ৪ :৩০ থেকে ৬:৩০ পর্যন্ত সময় জুড়ে হয়েছিল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা । সভায় সভাপতি , সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করে এনসিটিএফ শরীয়তপুরের সাংগঠনিক সম্পাদক  রিমন । সভায় অনেক বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারমধ্যে অন্যতম কিছু  হলো :
*সদস্য বৃদ্ধির জন্য আগামী ১৩ই আগষ্ট বৃহস্পতি বার সকাল ১০টায় আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের এনসিটিএফ সম্পর্কে ধারনা প্রদান করতে যাবে এনসিটিএফ শরীয়তপুর ।
*শিশু হত্যা এবং শিশু নির্যাতন প্রতিরোধ মানব বন্ধন করার পরিকল্পনার করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
*অভিভাবকদের নিয়ে সভা করার পরিকল্পনাও করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
সভায় জেলা ভলান্টিয়ার সুমাইয়া আপু বলেছেন যে , “সবাইকে একসাথে হয়েই কাজ করতে হবে এবং  এনসিটিএফ কে নিজে মত করে ভাবতে শিখতে হবে “।
এছাড়াও সভায় আরও অন্যান্য বিষয়েও আলোচনা হয় ।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য , সাধারণ সদস্য , জেলা ভলান্টিয়ার আপু ও ভাইয়া এবং এনসিটিএফ শরীয়তপুরের উপদেষ্টা মিঠুন ভাইয়া উপস্থিত ছিল ।

নাগুরা ফার্ম হাই স্কুল এনসিটিএফ হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল

যখন শিশুদের অধিকার প্রতীষ্ঠা করা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মুল উদ্দেশ্য তখন এই উদ্দেশ্য বাস্তবায়নর আরেকটি উদ্দ্যোগ গ্রহন করল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ।
১২ আগষ্ট ২০১৫ ইং তারিখে রোজ বুধবার নাগুরা ফার্ম হাই স্কুল, হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল। কমিটির সদস্যরা যখন বিভিন্ন ক্লাস এর শিশুদের সাথে কথা বলে তখন জানতে পারে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা। এর মধ্যে কিছু প্রধান সমস্যা ছিল নলকূপের সংকট, আসন সংখ্যা সীমিত, বাথরুমের সংকট, লাইট ফ্যান এর সংকট, রাস্তা নিচু, ক্যান্টিন এর ব্যবস্থা নেই। এছাড়া আরো জানা যায় স্কুলের শিক্ষক গণ স্কুলের ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন করেন, ছাত্রীদের সাথে অশালীন শব্দ ব্যবহার করেন, এবং স্কুল এর শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেন। এসব সমস্যা সম্পর্কে যখন স্কুলের প্রধান শিক্ষক এর অনুপস্থিতি তে সহকারী প্রধান শিক্ষক এর কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন স্কুলের নলকূপ, বাথরুম, আসনসংখ্যা, ফ্যান ও লাইট, সম্পকৃত সমস্যার সমাধান তিনি খুব জলদি পদক্ষেপ নিবেন এবং ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন, অশালীন শব্দের ব্যবহার,কোচিং সম্পকৃত সমস্যা সম্পর্কএ তিনি অবগত ছিলেন না এবং তিনি প্রধান শিক্ষক এর সাথে খুব কথা বলবেন।

এনসিটিএফ বগুড়া জেলার আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

আজ ১১ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১টায় শিশু একাডেমিস্থ এনসিটিএফ কার্যালয়ে এনসিটিএফ বগুড়ার আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান সভাটি শুরু করেন।

বার্ষিক কর্মপরিকল্পনা বের করে কাজ গুলোর অগ্রগতি ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এছাড়াও আগামী ১৩ই আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বগুড়া জেলার জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ বগুড়া কমিটির সাক্ষাত করার সিদ্ধান্ত নেয়া হয়। ঐ দিন জেলা প্রশাসককে বিকল্প প্রতিবেদন এর কপি ও দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শাহ মোঃ ইসাহাক আলী। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সাধারণ সম্পাদক আফরোজা সরকার টিসা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সেতু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার নূর জাহান পুষ্প, শিশু সাংবাদিক সামিউল ইসলাম ও পারমিতা ভট্টাচার্য, শিশু গবেষক আবীদ শাহারিয়ার ও সাদিয়া আক্তার সহ জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

রাহাত হত্যাসহ সারাদেশে শিশু হত্যা ও নির্যাতন প্রতিরোধে ও হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চশাস্তির জন্য এনসিটিএফ শেরপুরের মানববন্ধন

শিশু রাহাত অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছে শেরপুর। আজ সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত শেরপুর সদর থানা সামনে থেকে শহীদ বুলবুল সড়কে প্রায় ২ কি.মি. পথ রাহাত হত্যাকারীদের শাস্তির দাবীতে দীর্ঘ মানব-বন্ধন করে।।আমাদের শেরপুরের ইতিহাসে এটিই সর্ববৃহৎ মানব্বন্ধন । এই মানববন্ধন আয়োজনে শেরপুর জেলা এন সি টি এফ বহুল প্রশংসিত হন ।
আমাদের এই আয়োজনে প্রথমে বৃষ্টি থাকা সত্তেও অসংখ্য মানুষ বৃষ্টির বাধা পারি দিয়ে অংশগ্রহন করেন ।
দীর্ঘ এই মানব-বন্ধনে আমাদের এন সি টি এফ এর আহবানে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কমিটি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
মানব-বন্ধনে শিশু রাহাতের পিতা শহীদুল ইসলাম হত্যাকারীদের শাস্তি দাবী করেন। এছাড়া মানব-বন্ধনে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্ম হয়ে খুনীদের শাস্তির দাবীতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ২ আগস্ট রবিবার আপন খালু ও তার সহযোগিদের দ্বারা অপহৃত হয় শেরপুর পুরাতন গরুহাটির কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের পুত্র ‘বিপ্লব-লোপা মেমোরিয়াল’ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম রাহাত। গত শনিবার দুপুরে শেরপুরে মধুটিলা ইকোপার্ক থেকে রাহাতের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ।
রাহাত অপহরণ ও হত্যাকান্ডের সাথে জড়িত রাহাতের আপন খালু আব্দুল লতিফসহ হত্যাকান্ডের সাথে জড়িত ৪ প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সর্বশেষ : এন সি টি এফ ,শেরপুর জেলার ডাকে আজ সারা শেরপুরবাসি -শিশু,কিশোর,যুবক,বৃদ্ধ,মুক্তিযোদ্ধাসহ সকল স্তরের মানুষ সাড়া দিয়েছেন ।

এনসিটিএফ রংপুর এর সহযোগীতায় অসহায় মেধাবী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ৮ আগষ্ট এনসিটিএফ রংপুর এর সহযোগীতায় মেধাবী শিশুদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আফরোজা শারমিন, এমএমসি প্রতিনিধি মৃন্ময় মহাজন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো: মোস্তাফিজুর রহমান সৈকত সহ এনসিটিএফ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলার পথজীবি এবং ঝরে পড়া শিশুদের নিয়ে আলোর মিছিল স্কুলের ১৫ জন শিশুর মধ্যে খাতা, পেনসিল, রাবার, কাটার, স্কেল এবং একটি করে কলম বক্স দেওয়া হয়। উপকরণ বিতরণ শেষে সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আফরোজা শারমিন, এমএমসি প্রতিনিধি মৃন্ময় মহাজন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এনসিটিএফ এর কার্যক্রমের অগ্রগতি অতিথিদের সামনে তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ রংপুর এর সভাপতি আবিদ আল মারুফ। এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এনসিটিএফ রংপুর।

সাম্প্রতিক শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজারের মৌন প্রতিকী অবস্থান

শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজার এর আহ্বানে শিশুদের মৌন প্রতিকী অবস্থান।
সারা দেশের মানুষের সাতে একাত্ততা করে শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিশুদের মৌন প্রতিকী অবস্থান কর্মসূচী পালন করেছে কক্সবাজার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর শিশুরা। গত ১০ আগস্ট রোজ সোমবার সকাল  ১১.০০ ঘটিকায় শিশু হত্যা ও নির্যাতনের বিভিন্ন শ্লোগান “শিশু হত্যার বিচার চাই, শিশুদের সর্বোচ্চা নিরাপত্তা নিশ্চিত করুন” এমন অনেক পোষ্টার নিয়ে শিশুরা কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান নেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা অবস্থান কর্মসূচীতে শিশুরা তাদের পোষ্টার লিখনির মাধ্যমে এসব শিশু হত্যা ও নির্যাতনের গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাথে তারা এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং কর্মস্থলসহ সকল স্তরে শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
এনসিটিএফ কর্তৃক আয়োজিত উক্ত মৌন প্রতিবাদ কর্মসূচিতে এনসিটিএফ, কর্মজীবী, ওর্য়াল্ড ভিশন, ককসবাজার ক্রিকেট একাডেমিসহ সকল স্তরের প্রায় শতাধিক শিশু এবং অসংখ্য সচেতন অভিভাবক অংশগ্রহন করে।