“মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয়” শীর্ষক একটি সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত

সুমন খানঃ গত ০৫ আগস্ট ২০১৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয়’ শীর্ষক একটি সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডায় অংশগ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান, জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আসলাম হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ রমজান আলী, সকল উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ,পুলিশ সুপারের প্রতিনিধি, আনসার ও ভিডিপি প্রতিনিধি, জনাব মমিন উদ্দিন খান, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা মৎস্য কর্মকর্তা,সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি, জেলা রেজিস্ট্রার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সিংগাইর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান, অধ্যক্ষ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ, বিভিন্ন শিক্ষা প্রত্ষ্ঠিানের শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়াম্যান প্রতিনিধি, কাজীদের প্রতিনিধি ও হিন্দু বিবাহ নিবন্ধক প্রতিনিধি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আড্ডার শুরুতেই মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় নির্মিতি ‘কুসুমের আত্মকথন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অতঃপর বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টেশনের পর অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান ভিডিও কনফানেন্সের মাধ্যমে যুক্ত হন। উপস্থিত সদস্যদের সাথে পর্ব শেষে তিনি সোস্যাল মিডিয়া আড্ডা ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আড্ডায় উপস্থিত সদস্যবৃন্দের অনেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন। তারা মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধের বিষয়ে সোস্যাল মিডিয়া আয়োজনের জন্য জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং এটি মানিকগঞ্জ জেলায় এক অনন্য নজির স্থাপন করল মর্মে মতামত ব্যক্ত করেন।উপস্থিত সদস্যবৃন্দ বাল্যবিবাহ নিরোধের জন্য আইনের সংশোধন ও কঠোর প্রয়োগ, গণসচেতনতা, নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা, প্রতি ওয়ার্ডে কমিটি গঠন,ব্যপক প্রচার, বিয়ের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ, যথাযথভাবে বিবাহ রেজিস্ট্রেশন করা, বিয়ের পূর্বে বয়স যাচাই, কাজীদের দায়িত্বশীল ভূমিকা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

আড্ডায় জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস বাল্যবিবাহের তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর সুপারিশ প্রদান করেন এবং এ বিষয়ে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধ আন্দোলন শুরু করার ঘোষণা প্রদান করেন।
Sumon Khan, child journalist
Nctf manikganj.

এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ গত ২ আগস্ট (রবিবার) দুপুর ২.৩০ মিনিটে এন.সি.টি.এফ কুষ্টিয়ার সচিবালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । এই সভায় এন.সি.টি.এফ. এর নতুন সদস্যদের(কলকাকোলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ) সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করা হয় । এন.সি.টি.এফ. এর কমিটি এবং নতুন সদস্যরা বার্ষিক কর্ম-পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়া প্রতি মাসের ন্যায় এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার ফেসবুক ফ্যান পেজের ( https://www.facebook.com/nctf.kushtia ) মাধ্যমে অবহিত হয়ে নতুন সদস্যদের যোগদান। উল্লেখ্যযে, বিগত বছরে ফেসবুক পেজের মাধ্যমে অবহিত হয়ে সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও রয়েছে।

ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমে অবহিত হয়ে এন.সি.টি.এফ. এর সদস্য হয়েছে এমন সদস্যরা বলেন আমাদের ফ্যান পেজকে গুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমেও অনেক সদস্য পাওয়া যাবে। তাছাড়া এন.সি.টি.এফ. এর ৬৪টি জেলার ফেসবুক পেজের ফ্যান পেজের মধ্যে এন.সি.টি.এফ. কুষ্টিয়ার ফ্যানপেজের লাইক ৪৫০০+। যা অন্য কোন জেলার ফ্যান পেজের লাইক থেকে অনেক বেশী । এই অন্যতম সাফল্যর জন্য সভাপতি মুসাব্বির হোসেন সবাইকে একসাথে সাহায্যে করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানায় এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়াকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এন.সি.টি.এফ কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য সভাপতি মুসাব্বির হোসেন,সহ-সভাপতি আরিফুল ইসলাম,শিশু সাংবাদিক টুটটুকি ও সাজিদ, শিশু গবেষক আসিফ ও তন্দ্রা, সিওয়াইিভ আসাদুজ্জামান আসাদ,স্কুল কমিটির সদস্যবৃন্দ সহ জেলা ভলান্টিয়ার শাকিল ও তন্নি ।

নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫

সৈকতঃ  গত ৩০ জুলাই নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫। সারাদিন ব্যাপি এই আনন্দ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার এডভোকেসী মীর রেজাউল করিম। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরষ্কার তুলে দেন। সবশেষে এনসিটিএফ এর সাথে তিনি নাটোর রাজবাড়ী ঘুরে দেখেন।

এনসিটিএফ শরীয়তপুরের দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও উৎসব আয়োজন

সিরাজুল ইসলাম আসিফঃ গত ২৪ শে জুলাই , ২০১৫ ইং এ এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়ে ছিল । উক্ত আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছিল শরীয়তপুর জেলার , নরিয়া উপজেলার , কলকাঠিতে আবস্থিত মর্ডান ফেন্টাসি কিংডম এ । আনন্দ ভ্রমনে এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ভলেন্টিয়ারের পাশাপাশি আরো উপস্থিত ছিল  এনসিটিএফ শরীয়তপুরের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা , সেভ দ্যা চিল্ড্রেনের ইয়ুথ ভলেন্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং এনসিটিএফ-মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও এনসিটিএফ-মাদারীপুরের জেলা  ভলেন্টিয়ার।

ভোলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এনসিটিএফ এর ঈদ বস্ত্র বিতরন

pic nctf-1       PIC-3

হুমায়রা হোসেন সারা: ভোলার সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মাঝে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটি ঈদ বস্ত্র বিতরন করে।ভোলা পৌর সভার মেয়র এর সহযোগিতায় “একটি জামা একটি হাসি” এই স্লোগানকে সামনে রেখে সকাল গত ১৭ জুলাই ১১ টায় ভোলা ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সদরের ৫০টি শিশুকে ঈদ বস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মঞ্জুরুল আলম, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাঈনুল হোসেন শামিম, ওমর ফারুক,শওকাত হোসেন,সাংবাদিক হাসিবুর রহমান, কামরুল ইসলাম,ছোটন সাহা, হেলাল উদ্দিন,একরামুল হক, এনসিটিএফ ভোলা জেলা কমিটির সমন্বয়কারী আদিল হোসেন তপু,আছমা আক্তার, এনসিটিএফ সভাপতি জহির রায়হান, সহ-সভাপতি অপসোরা হক, যুগ্ন সম্পাদক তুর্জ,শিশু সাংবাদিক হুমায়ারা হোসেন সারা, সানজিদা হোসেন এশা, অপসোরা,চাইল্ড পার্লামেন্ট মেম্বার বর্ষা,ইব্রাহিম,তুষার, মোতালেব,প্রমুখ।
বস্ত্র বিতরনকালে পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন “পরিবারের অসচ্ছলতার কারনে অনেক বাবা মায়ের সাধ আছে কিন্তু সাধ্য নেই । তাদের সন্তানদের একাটা ঈদের জামা কিনে দেয়ার। অন্যদের মত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও যেন ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে সবারই এগিয়ে আসা উচিত। তাহলেই ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারবো”।
আগত অতিথিরা বলেন,ছিন্নমূল শিশুরা আমাদের ভাবায়,আমাদের ইকটু প্রয়াসই তাদের ঠোঁটে হাসি ফুটিয়ে ঊঠে। আর ইকটু ভালোবাসা-সহযোগিতা দিলেই ওদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখতে প্ওায়া যায় শিশুদের মুখে। তারা সারা জীবন এই সব শিশুদের সাধ্যমতো সবাই মিলে সহযোগিতা করে যাবে।
আর আয়োজকরা জানিয়েছে, ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে এনসিটিএফ এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ‘একটি জামা একটি হাসি’ শীর্ষক স্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে। এদিকে, ঈদের নতুন জামা পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠে শিশুরা।

এনসিটিএফ শেরপুরের ঈদে শিশুর আনন্দ ও বস্ত্র বিতরণ উৎসব

দূর্জয় সরকার তীর্থঃ আজ ১৭ জুলাই  মোট ২৫ জন অসহায় ও দরিদ্রদের মাঝে নতুন জামা-কাপড় উপহার হিসেবে তুলে দেয় এনসিটিএফ শেরপুর জেলা কমিটির সদস্যরা । ঈদে অনেক শিশু নতুন জামা-কাপড় কিনতে পারে না । তাই আজ বিকেল ৪ টার দিকে বাংলাদেশ শিশু একাডেমী, শেরপুর জেলা শাখা ভবনের সামনে আয়োজন করা হয় ‘ঈদে শিশুর আনন্দ ও বস্ত্র বিতরণ’ নামক উৎসব । এসময় উপস্থিত ছিলেন শেরপুর এনসিটিএফ সভাপতি দূর্জয় সরকার তীর্থ , সহ-সভাপতি তনুশ্রী সরকার, সাধারণ সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক , শিশু সাংবাদিক রজত সাহা অন্তু, শিশু গবেষক অনিক মালাকার পার্থ ও মিথিলা সরকার, শিশু সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন এবং সাধারণ সদস্য দিগন্ত সাহা । শিশুরা নতুন জামা পেয়ে অত্যন্ত খুশি হয়ে উঠে । আমরা আশা করি সবাই খুব সুন্দর একটি ঈদ কাটাতে পারবে । এসব ছোট্ট শিশুর সুন্দর হাসিগুলো যেন আমাদের সকল দুঃখ-কষ্টকে ম্লান করে দিল । সব শিশুকে ঈদের শিভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় ।

এনসিটিএফ কুষ্টিয়ার ঈদ বন্ত্র বিতরণ ও মেহেদী উৎসব

সাজিদ হাসান: ১৬ই জুলাই ২০১৫ বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে কুষ্টিয়া জলা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪২ জন দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান এবং মেহেদী উৎসব অনুষ্ঠিত হয় । এই উৎসবে শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেওয়া হয়ে এবং শ্রাবণের বর্ষায় সকল শিশুর  হাতে কদম ফুল দেওয়া হয় । বাদল দিনে ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরে শিশুরা কদম ফুল পেয়ে অনেক উৎফুল্ল হয়।

ঈদে দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার মূল লক্ষ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহন করা হয়। এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যরা নিজেদের ব্যাক্তিগত অর্থায়নে ঈদ বস্ত্র দুস্থ শিশুদের মাঝে বিতরণ করে। ঈদ বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান।

এ সময় তিনি এনসিটিএফ কুষ্টিয়ার সকল সদস্যকে এ কর্মসূচী গ্রহন করার জন্য প্রশংসা করেন পরবর্তীতে শিশুদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

এরপর তিনি দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান করেন। উল্লেখ্য ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশে জাতীয় পর্যায়ের বৃহত্তম একমাত্র শিশু সংগঠন। ২০০৩ সাল এ প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে ৬৪ জেলা সহ বিভিন্ন থানা ও উপজেলায় শিশু অধিকার বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এছাড়াও ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেনকুষ্টিয়া এনসিটিএফ এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন, জেলা কমিটির সাধারন সম্পাদক সানজিদা সালাম আনিকা, সাংগঠনিক সম্পাদক রাকিব, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুমতারিন রহমান ইলমা,শিশু গবেষক আসিফ ও তন্দ্রা , কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশু সাংবাদিক ও খুলনা বিভাগীয় প্রধান এবং সবুজ-বার্তার বার্তা সম্পাদক শিশু সাংবাদিক সাজিদ হাসান (সৃষ্টি) সহ সেভ দ্য চিলড্রেন এর এনসিটিএফ প্রজেক্টের কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান এবং সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ শাকিল ও তন্নী ।

মিডিয়া পার্টনার হিসেবে ছিলোঃ সবুজবার্তা ডট কম

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

ফুয়াদ হাসান: গত ১৬ জুলাই,২০১৫  ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সদর হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনে “নতুন জামায় মুখে হাসি” প্রকল্পের   আওতায় দ্বিতীয় বারের মত প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়।

পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

পুলিশ সুপার মো: মিজানুর রহমান। তিনি বলেন- মানুষের মধ্যে ভাল কাজের অনুভূতিটা জন্মানো দরকার।  এনসিটিএফ শিশুদের ধন্যবাদ জানিয়ে তিনি এনসিটিএফ এর সকল কাজের পাশে থাকার আশ্বাস দেন।

শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান  এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার এবং বিশেষ অতিথি ছিলেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসসহ এনসিটিএফ এর বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ।

এনসিটিএফ শরীয়তপুরের ইফতার অনুষ্ঠান

সিরাজুল ইসলাম আসিফঃ গত ১৫ই জুলাই বুধবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শরীয়তপুরের স্ব-উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের অনুষ্ঠিত হয় । ইফতার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সভাপতি  তামজীদুল ইসলাম । উক্ত ইফতার আনুষ্ঠানে এনসিটিএফ শরীয়তপুরের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সদস্যরা এবং সাবেক জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন ।

রাংগামাটি জেলা এনসিটিএফের ইফতার ও শিক্ষা উপকরন বিতরণ

IMG_iftarparty2-2IMG_iftarparty3

ছালেহ আহমদ : গত ১৫ জুলাই ২০১৫ইং ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স (এনসিটিএফ) রাংগামাটি জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল, আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। সোমবার শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সাইফুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক রফিক স্মিৃতি ক্রিকেট ক্লাব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব আমজাত হোসেন নান্ট পরিচালক আলোড়ন। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ মিয়া যুগ্ন-সম্পাদক রোটারেক্ট ক্লাব অব রাংগামাটি। সভাপতিত্ব করেন এনসিটিএফ রাংগামাটির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুমতাহেনা চৌধুরী মুমু শিশু গবেষক এনসিটিএফ রাংগামাটি।
সভায় এনিসিটিএফ এর পক্ষ থেকে শিশু রাজনের নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করা হয়। পরে সকল সম্প্রদায়ের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।