মাদারীপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দিল এনসিটিএফ

DSCN1015 a (16)

গত ৩০ জুন ২০১৫ তারিখ রোজ মঙ্গল বার ১১:০০ টায় আমরা মাদারীপুর  সাবেক জেলা প্রশাসক জনাব জি এস এম জাফর উল্লাহকে বিদায় জানায় NCTF মাদারীপুর জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম মুন্সি এবং মাদারিপুর জেলা এনিসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা। জেলা প্রশাসক মহোদয় এনসিটিএফ এর জন্য একটি ক্যামেরার উপহার দেন।

এনসিটিএফ নাটোর জেলার আয়োজনে শিশুদের মধ্যে গাছের চারা বিতরন

11716038_768616663257593_1925603631_n

গত ৩০ জুন এনসিটিএফ নাটোর জেলা শিশুদের মাঝে বৄক্ষের চারা বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। কান্দিভিটা এলাকার শিশু বিকাশ কেন্দ্রের ৬০ জন শিশুর মধ্যে বৃক্ষের চারা বিতরন করা হয়। এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। হ্যাপি নাটোর এর সহযোগীতায় প্রাপ্ত ৬০ টি গাছের চারা এনসিটিএফ নাটোর জেলা শিশুদের হাতে তুলে দেওয়াতে খুশি শিশুরা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা

11110511_985509041481781_1800792815237688873_o

গত ২৫শে জুন ২০১৫ ইং হবিগঞ্জ জেলার সভাপতি মিজানুর রহমান আরিফের নেতৃত্বে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে ।এ সময় উপস্তিত ছিলেন শিশু বন্ধু শেখ ওসমান গনি রুমী ,শাকিল ,সাদিয়া .হাসান ও মোমিতা .পরিদর্শন কালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন রোগীর কোন বিষয়ে চিকিত্সকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয় ,সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদেরকে কোন প্রকার ঔষুধ দেওয়া হয় না , খাবারের মান অতি নগন্য ,বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা ,শৌচাগারের নোংরা অবস্থা সহ ইত্যাদি এ ব্যপারে শিশু ওয়ার্ডে কনসালেন্ড কায়সার আহমেদ এর সাথে কথা বলতে গেলে প্রথম খারাপ ব্যবহার করলে ও পরে তিনি শিশু সাংবাদিকদের কাছে ক্ষমা চান কনসালন্ডে মহোদয়কে এই সব বিষয়ে অবগত করলে তিনি বলেন দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে পরে সিভিল সার্জনের সাথে এ ব্যপারে কথা বললে তিনি শিশু সাংবাদিকদের জানান ,শিশু ওয়ার্ডের ধারন ক্ষমতা ৩০ জন রোগী আছে এর দ্বীগুণ এই জন্য এই সব সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এই সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মান করতেছি নতুন ভবনে রোগীদেরকে এই সব সমস্যার সম্মুখিন হতে হবে না বলে এই আশাবাদবেক্ত করেন।

এনসিটিএফ মাদারীপুর কমিটির আইসিটি ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

549396_885181881527630_167576340192187770_n

ইমনঃ গতকাল ২৩জুন  মাদারীপুর জেলা এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের ICT and Documentation বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভাবে প্রশিক্ষনপ্রাপ্ত এই বিষয়ক দক্ষ শিশু সাংবাদিক মুহিত ভূইয়া এবং শিশু গবেষক মরিয়ম আক্তার কার্যনির্বাহী কমিটিকে এই প্রশিক্ষন প্রদান করেন । বাংলাদেশ শিশু একাডেমি মাদারীপুর কার্যালয়ে সকাল ৯টা-৩টা পর্যন্ত চলাকালীন প্রশিক্ষনে এনসিটিএফ এর কর্মকাণ্ড সমুহ এনসিটিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট www.nctfbd.org তে প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে করনীয় ইমেইল,ফেসবুক ইত্যাদী সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

হরিজন কলোনীর শিশুদের অবস্থা পরিদর্শনে এনসিটিএফ পাবনা

গত ২২জুন বিকাল সাড়ে ৪ টার সময় এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহ্ফুজ এর নেতৃত্বে এবং জেলা ভলাণ্টিয়ারদের সহযোগিতায়  কার্যনির্বাহী কমিটির একটি ৫ জনের দল হরিজন কলোনী পরিদর্শনে যায়।পরিদশর্নে অনেক সুবিধা-এবং অসুবিধা উঠে আসে।পৌরসভার অধীনে থাকা এ কলোনীটিতে প্রধান প্রধান সমস্যা হল এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর যার কারন পানির নিষ্কাশন ব্যবস্থা মোটেই ভাল নয় আবার এখানে স্যানিটারী পায়খানা নেই।এ কলোনীতে বাল্যবিবাহের হার অত্যধিক। অপরদিকে এখানে রয়েছে সুশিক্ষার ব্যবস্থা।এখানকার সকল শিশুই পড়াশোনা করে এদের জন্য কলোনীতে রয়েছে একটি সংগঠন ফেয়ারের তৈরী একটি টিউশন ক্লাস যেখানে দিনে দুইবার শিশুদের পাঠদান করা হয় তবে বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় শিশুরা এখানে মৌলিক সকল অধিকার পেলেও শিশুদের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা

এনসিটিএফ শরীয়তপুরের সরকারি শিশু পরিবার পরির্দশন

dscn2451

শিশুদের সাথে পরিদর্শক দলের আলোচনা।

dscn2442

শিশু পরিবারের একজন শিশুর সাক্ষাৎকার চলছে।

 

ঝুমুর আক্তার তন্নীঃ গত ২০ই জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর জেলা শাখা কমিটি শরীয়তপুর জেলার সরকারি শিশুপরিবার পরিদর্শন করে। পরিদর্শক দলটি শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া সহ তাদের বিকাশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। শিশু পরিবারের শিশুরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা নিয়েও অনেকটা
এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো এবং সাংস্কৃতিক সুবিধা দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো। শরীয়তপুর সরকারী শিশু পরিবারের শিশুরা তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে।

শিশু পরিবারের ভবনের বিভিন্ন অংশ ভাঙ্গা এবং অপরিস্কার দেখা গেছে। শিশুপরিবার পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মাহমুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়েজীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।

এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন শিশু পরিবারের অবকাঠামো উন্নয়ন সহ শিশুদের বিকাশের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করল এনসিটিএফ শিশুরা

dscn2434 dscn2391 dscn2388

সিরাজুল ইসলাম আসিফ: গত ২০ শে জুন , শনিবার , এনসিটিএফ শরীয়তপুরের শিশুরা শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করে এবং  সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে । পরির্দশনের সময় এনসিটিএফ-শরীয়তপুরের সদস্যদের চোখে পরে অপরিচ্ছন্ন পরিবেশ , যেখানে সেখানে ধুমপানের দৃশ্য , শিশু বেডে প্রাপ্ত বয়স্ক মহিলা রোগীদের অবস্থান , অব্যবহারযোগ্য বেড এবং রোগী ও আভিভাভকদের আভিযোগ “পর্যাপ্ত ঔষধ সরবারহ হয় না ” ।
পরির্দশন শেষে সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে জানা যায় যে , শরীয়তপুর সদর হাসপাতাল মাত্র ২ সুইপার আছে হাসপাতালের পরিছন্নতার জন্য এবং এখনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ সরবারহ হয় এবং সকল বিভাগের ডাক্তার নেই।

ডাঃ শেখ মোস্তফা খোকন-এর বক্তব্য , “এই হাসপাতালে জনবলের আভাব, আধুনিক চিকিৎসার যন্ত্রের আভাব এবং জনগণের আসচেতনতার পরও আমরা রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করি । যদি উক্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমরা আরও ভাল চিকিৎসা প্রদান করতে সক্ষম হবো।”

সদর হাসপাতালের পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মহামুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়জীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।
এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন সদর হাসপাতালের আধুনিকায়ন ও পর্যাপ্ত সেবা
প্রদানের ব্যবস্থা করা হয়।

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি এবং নতুন প্রকাশিত এনসিটিএফ মাদারিপুরের মুখপত্র প্রদান করে। গত ১৮ জুন দুপুর সাড়ে ১২টায় মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যগন, জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরুল্লাহ স্যার এর সাথে সাক্ষাৎ করে এ স্বারকলিপি ও মুখপত্র প্রদান করে।

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গত ১৬ জুন ২০১৫ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১১ টায় এনসিটিএফ জেলা কমিটি অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।এ সময় মৌলভীবাজার জেলা কমিটি, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় । সকাল ১১ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সাক্ষাতের সময় এনসিটিএফ এর কর্যক্রম এবং অর্জন সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করা হয় এবং তিনি বিগত দিনে এনসিটিএফ ব্রাক্ষণবাড়ীয়ার সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এনসিটিএফ এর কার্যক্রমে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চাইল্ড পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় ইয়ূথ ভলেন্টিয়ার।

প্রতিবারেনেয় এবারও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ আজ ১০ই জুন ২০১৫ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন করে। এন.সি.টি.এফ এর সদস্যরা বালক সদনের কমকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং এন.সি.টি.এফ ২০১৫ সালের কুষ্টিয়ার প্রকাশিত কুষ্টিয়া জেলার একমাত্র শিশু পত্রিকা “শিশু জগৎ” তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে।

IMG_0640

শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয়। শিশু পরিবার বালক সনদনের শিশুরা লেখা পড়ার পাশা-পাশি খেলা-ধুলা নিয়েও অনেকটা এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো ।কুষ্টিয়া সরকারী শিশু পরিবার বালক সনদনের শিশুরা এখানে তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে। সরকারি শিশু পরিবার বালক সদনে শিশুদের জন্য কুষ্টিয়া জেলার একমাত্র শিশুপত্রিকা “শিশু জগৎ” লাগিয়ে দেয়া হয় ।

বালক সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য আজমাইন মাহমুদ।এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার জন্য উৎসাহ দেন ।