বিশ্ব পরিবেশ দিবসে নরসিংদীর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুঃষ্ঠিত
/in District News, News /by nctfadminশিমুল আহমেদ তরঙ্গ: গত ৫্ই জুন নরসিংদী তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ” বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ ” উদযাপিত । গতকাল পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী’র জেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী, অালোচনা সভা, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানের উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অাবু হেনা মোরশেদ জামান।
অনুষ্ঠান এর শুরুতে নরসিংদী’র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের অংশগ্রহণে বর্নাঢ্য এক শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নতুন শিল্পকলা একাডেমি’র সামনে গিয়ে শেষ হয়। এনসিটিএফ নরসিংদি কমিটি অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে। এ সময় শিশুদের কচি কন্ঠে গাছ লাগানোর আহ্বানে মুখরিত হয়ে উঠে শহরের প্রধান প্রশাসনিক এলাকা।
এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোসাঃ সুরাইয়া বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.এম পুলিশ সুপার জনাব অামেনা বেগম সহ আরো অনেক গন্য-মান্য ব্যাক্তিবর্গ । অনুষ্ঠানে ৩ টি বিভাগে অংকন প্রতিযোগিতায় প্রায় ২০ জন শিশুকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এরপর ই ছিলো জেলা প্রশাসনের বিশেষ শিশু সাংস্কৃতিক সংগঠন ” বাধঁনহারার ” পরিবেশনায় নাটক “আমার বন্ধু গাছ”। আলোচনা সভা, পুরষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন এন.সি.টি.এফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরা।
এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা ২০১৫ অনুষ্ঠিত
/in District News, News /by nctfadmin
গত ২৯ মে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বার্ষিক সাধারন সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ৫০ জন এনসিটিএফ সাধারণ সদস্য পাবনা এনসিটিএফ এর জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সভায় এনসিটিএফ এর বেশ কিছু স্বউদ্দোগী কার্যক্রম পরিচালনার কথা উঠে আসে। দলগত ভাবে একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করার পর একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মোহাঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী পাবনা, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জাম্মান, শহীদ এম. মনসুর আলী কলেজ, পাবনা। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ পাবনা জেলার সভাপতি মোঃ রিয়াদ মাহফুজ। এছাড়া উক্ত সভায় এনসিটিএফ জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপন্থিত ছিলেন।
এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ক সভা
/in District News, News /by nctfadminফুয়াদ হাসান: বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর, রয়েছে সর্বত্রই প্রযুক্তির ছোয়া। শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রযুক্তির নানান মাধ্যম করেই চলেছে। মানব জীবনের কষ্টগুলোকে লাগব করে যোগাযোগের পথকে সহজ করার জন্য বর্তমানে যোগাযোগেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানব সমাজের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়াগুলো যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের উপরই ভিত্তি গড়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মিডিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফেসবুক, টুইটার, ভিবার, ওয়াটস্ এপ, ট্যাংগো ইত্যাদি। এসকল মাধ্যমগুলো ব্যবহারের ফলে মানুষের যোগাযোগ করার পথ সহজ হয়েছে, কমেছে যোগাযোগের ব্যয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরে গত ২৯.৫.২০১৫ তারিখে তাদের কার্যালয়ে সামাজিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে এক সভার আয়োজন করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কার্যনির্বাহী জারিয়াতুল্লাহ খানম, ফুয়াদ হাসান, নাদিয়া নওরীন সারা, মাকসুদা চৌধুরী পলি, অজিত চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সাধারণ সদস্যদের উপস্থিতিতে আলোচনার বিষয় ছিল বর্তমান সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম “ওয়াট্স এপ”। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রথমদিকে শুধু ট্যাক্সট মেসেজ আদান প্রদান করা গেলেও এতে সর্বশেষ ফিচার হিসেবে কল করার অপশনটি যুক্ত হয়েছে। এপ্রিল মাসে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসােও সারা বিশ্বে সর্বমোট একটিভ “ওয়াট্স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৮ মিলিয়ন যেখানে কিনা জানুয়ারি মাসে সর্বমোট একটিভ “ওয়াট্স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৭ মিলিয়ন। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু “ওয়াট্স এপ” এমন ব্যক্তির সংখ্যা নিতান্তই কম। বর্তমান সময়কার অ্যান্ড্রয়েড, আইওএস, সিম্বিয়ান, ব্লাকবেরি, উইন্ডোজ ৮ সহ প্রায় সকল ওপারেটিং সিস্টেমে “ওয়াট্স এপ” ব্যবহার করা যাচ্ছে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া “ওয়াট্স এপ” এ কিভাবে একাউন্ট খুলতে হয়, কিভাবে একজনকে বা গ্রুপে কিংবা একাধিক জনকে এক সাথে মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়, কিভাবে অ্যাপ্লিকেশনটির সাহায্যে বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল এবং কন্টাক্ট নাম্বার শেয়ার করা যায়, এপটি ব্যবহার করে কিভাবে কল করতে হয় তা নিয়ে ব্যবহারিক আলোচনা করে। সভা শেষে উপস্থিত সকল সদস্যরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহরার করার প্রতি তাদের মত পোষণ করে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের যোগাযোগের পথ সহজ করার স্বার্থে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া নামে “ওয়াট্স এপ”এ একটি গ্রুপ ওপেন করে।
এন.সি.টি.এফ নরসিংদী’র হাসপাতাল পরিদর্শন
/in District News, News /by nctfadmin
শিমুল আহমেদ তরঙ্গ : গত ২৮মে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স ; এন.সি.টি.এফ নরসিংদী জেলা কমিটি তাদের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শনের কাজ সম্পন্ন করে। নরসিংদী জেলা এন.সি.টি.এফ এর সভাপতি তাহুয়া লাভিব তুরা’র নেতৃত্বে জেলা কমিটির ১১জন সদস্য এই পরিদর্শনে অংশগ্রহণ করে । কমিটির সদস্যদের সাথে ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সি ওয়াই ভি জনাব উম্মে হাবিবা বর্ষা, এন.সি.টি.এফ নরসিংদী জেলার ভলান্টিয়ার জনাব এ.কে.এম সেলিম এবং সাথী আক্তার ।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগ পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত ইমারজেন্সি ওফিসার জনাব শামিমা ইয়াসমিন এর সাথে কথা হলে তিনি জনান , হাসপাতালে প্রায় প্রতিদিনই অনেক শিশুকে নিয়ে আসা হয়। যাদের প্রধান সমস্যা থাকে ডায়রিয়া । এছাড়া নিউমোনিয়ায় আক্রান্তের হার ও বেড়ে চলেছে।
এইদিকে শিশুরোগ বিশেষজ্ঞের কক্ষের সামনে রোগিদের বিশাল বড় জটলা দেখা যায়। অভিযোগ উঠে যে এখানে প্রায় ৩ ঘন্টা যাবৎ অপেক্ষা করার পরও কর্তব্যরত ডাক্তার এর দেখা নেই , একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তা ও টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে। সত্যতা যাচাইয়ের জন্য সেখানে গেল প্রথমে দালাল পথরোধ করে। পরে এন.সি.টি.এফ এর সাংবাদিক পরিচয় পাবার পর ঢোকা গেলে সেখানে অবস্থানরত চিকিৎসক নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জনান এবং বলেন যে শিশু বিশেষজ্ঞ বাইরে গেছেন , এবং তিনিই চিকিৎসা দিচ্ছেন। সিরিয়াল ভঙ্গের ব্যাপারে অস্বিকার করে বলেন টিকেটের নম্বর অনুযায়ী রোগী ডাকা হচ্ছে ।
এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করা হয়। সেখানে কিছু বেড খালি থাকা সত্বেও অনেক রোগিদের নিচে শুয়ে থাকতে দেখা যায়। যেখানে শিশুরা অত্যন্ত অস্বাস্থ্যকর মেঝেতে অবস্থান করছে। এ ব্যপারে কর্তব্যরত নার্স কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে এগুলো মেডিসিন বিভাগের বেড। স্থান স্বল্পতার কারনে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড রাখা হয় নি। একই সাথে তাদেরকে রেখে চিকিৎসা দেওয়া হয়।অতি দ্রুত এ ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়াউচিৎ বলে তিনি মনে করেন।
শসা বিক্রি করে কেমনে ইজ্ঞিনিয়ার হমু….!!
/in Case story, District News /by nctfadminমুসাব্বির হোসেন(কুষ্টিয়া): গরীব বা ধনী হোক সবারই স্বপ্ন আছে । স্বপ্ন কখনো জাতি ভেদে হয় না । আর সবারই স্বপ্ন দেখার অধিকার আছে । যে বয়সে লেখা পড়ার কথা ঠিক সে বয়সে আমাদের দেশে অনেক শিশুই তার পরিবারের জন্য জিবীকা নির্বাহ করার জন্য বিভিন্ন শ্রমে নিয়োজিত হয় ।
শ্রম যে রকমই হোক তারা চাই দুবেলা খেয়ে বাঁচতে । এইতো এনসিটিএফ এর খুলনা বিভাগীয় পর্যায়ে আইসিটি এন্ড ডকুমেন্টেশন ট্রেনিং থেকে ফেরার পথে ট্রেনে এই ধরনের এক শিশুর সাথে কথা হয় । দূর থেকে শোনা যায় “খিরা লইবেন খিরা” । শিশুটির নাম নাজমুল (১০) । খুলানার দৌলতপুরে রেলিগেট এলাকায় থাকে ।
নাজমুলকে স্কুলে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে বলে সে তৃতীয় শ্রেণীতে পড়ে । তার কাছ থেকে খিরা বিক্রির কারণ জানতে চাইলে বলে স্কুলে যামু কি দিয়া । যাইতে অটো ভাড়া লাগে তাই এই ব্যাবসা করি । প্রতিদিন আমার এই খিরা বেইচা লাভ হয় ১৫০-২৫০ টাকার মত । এই লাভের টাকা দিয়ে শিশুটি করে জানতে চাইলে বলে লাভের টাকা দিয়া স্কুলে যাই আর “মা”রে বাকি টাকা দিই । আর ঐ টাকা দিয়ে মা ঈদে জামা কপড় কিন্না দেয় ।
বড় হয়ে নাজমুল কি হতে চায় নাজমুলের কাছে জানতে চাইলে “আমি ইজ্ঞিনিয়ার হমু । গাড়ি বানামু” কিন্তু শসা বিক্রি করে কি ইজ্ঞিনিয়ার হওয়া যায় ? এই প্রশ্নের উত্তরে বলা হয় তোমাকে যদি কেউ লেখা পড়ার খরচ দেয় তাহলে কি তুমি পড়বে ? প্রতি উত্তরে শিশুটি বলে “কে দেবে আমার লেখা পড়ার খরচ” ।
আমাদের দেশে আমাদের সমাজে অনেক শিশুই আছে যারা লেখা পড়া করতে চায় দেখে অনেক বড় বড় স্বপ্ন কিন্তু আর্থিক অভাবেই ঐসব ইচ্ছা ঐসব স্বপ্ন স্বপ্নই থেকেই যায় ।
এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার মুখপত্র প্রকাশ এবং পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
/in District News, News /by nctfadminফুয়াদ হাসান: গত ২০ মে বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম(বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলামের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, তিতাস শিশু বার্তা “মা দিবস সংখ্যা”-এর প্রকাশনা এবং চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ একই দিন বিকাল ৩.০০ ঘটিকায় চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় জেলার প্রায় আড়াই শতাধিক শিশু অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম(বার)। এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি ডা:বজলুর রহমান, লোকমান হোসেন এপিপি এবং চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম(বার) বদলি হয়ে এআইজি হিসেবে পুলিশ হেডকোয়াটারে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম মৌলভীবাজার বদলি হয়ে যাওয়ার কারণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু সাংবাদিক মাকসুদা চৌধরী পলির পরিচালনায় অনুষ্ঠানে এনসিটিএফ শিশু পিয়া এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজ খন্দকার চৈতি অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া নওরীন সারা বিদায়ী পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম(বার)-এর হাতে ও সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম-এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়। অন্যদিকে ১০ই মে “আন্তর্জাতিক মা দিবস”-কে উপলক্ষ করে এনসিটিএফ তাদের তিতাস শিশু বার্তার বিশেষ সংখ্যা প্রকাশ করে। অনুষ্ঠানে তিতাস শিশু বার্তার এবারের সম্পাদক এবং এনসিটিএফ ব্যাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান সকল অতিথিদের হাতে এবারের সংখ্যাটি তুলে দিয়ে তিতাস শিশু বার্তা “মা দিবস সংখ্যা”-টির আনুষ্ঠানিক প্রকাশনা করে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম(বার) মা দিবস-কে উপলক্ষ করে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া তাদের মুখপত্রটি প্রকাশ করায় তাদেরকে সাধুবাদ জানান। অল্প বয়সে শিশুরা মায়েদের সম্মানার্থে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অতুলনীয়। তিনি আশ্বাস দেন যে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় না থাকলেও তিনি সবসময় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশুদের পাশে থাকবেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নাটোর হাসপাতালের মডেল শিশু ওয়ার্ড
/in District News, News /by nctfadminএনসিটিএফ নাটোর জেলা কমিটি গত ১৮ মে নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শণে যায়। হাসপাতালের মডেল শিশু ওয়ার্ড আগের তুলনায় অনেক পরির্বতন হয়েছে। নেই আগের মত দূর্গন্ধ, হতে হয় না হয়রানীর শিকার, ঔষধ কিনতে হচ্ছে না বাইরে থেকে, প্রয়োজন মত ডাক্তার এবং তাদের সেবা মনের মত হওয়ায় খুশি অভিভাবকরা।
সব কিছুর ভেতরে ডা. আমিনুল ইসলাম রোগীদের নিজেস্ব চেম্বারে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। যা এনসিটিএফ এর নজর কারে। এই ব্যাপারে কৃর্তপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়।
এনসিটিএফ মাদারীপুরের মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত।
/in District News, News /by nctfadminইমন হাসানঃ গত ১৭ মে এনসিটিএফ মাদারীপুরের মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মুন্নি সভাটি পরিচালনা করেন। মাসিক সভার কয়েকটি প্রধান আলোচিত বিষয় ছিলো শিশু ওয়ার্ড পরিদর্শন, শ্রমজীবী শিশুদের শিক্ষার ব্যাবস্থা, ইফটিজিং এর বিরুদ্ধে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এর কাছে স্বারকলিপি প্রদান, শিশুগবেষকদের গল্প প্রেরন, বিদ্যালয়ে এনসিটিএফ এর পরিচিতি ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ইত্যদি। সকলের আলোচনায় ও মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করে এনসিটিএফ মাদারীপুর কার্যনির্বাহী কমিটি। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন সভায় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর প্রতিমাসের ন্যায় হাসপাতাল মনিটরিং অনুষ্ঠিত এবং অন্যন্য সাফল্য।
/in Advocacy News, District News /by nctfadminগত ১১ ই এপ্রিল এনসিটিএফ কুষ্টিয়া জেলার কার্যনিবাহী কমিটির শিশু গবেষকের নেতৃত্বে সকাল ১০.৩০ টায় হাসপতাল মনিটরিং অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের সদর হাপসাতালের শিশু ওয়ার্ডের অবর্জাহভেশন রুমের চিত্র ছিলো অন্যান্য মাসের চেয়ে অনেক ভিন্ন। কারণ আগে শিশু ওয়ার্ডে অবর্জাহভেশন রুমে সবাই জুতা সেন্ডেল পড়ে প্রবেশ করতো। যার ফলে শিশুদের অনেক জিবাণু দ্বারা আক্রান্ত হতো।
এদিকে এই সমস্যার বিষয়ে কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মুসাব্বির হোসেনের ফেসবুকে পোস্টের মাধ্যমে জেলা প্রশাসক কুষ্টিয়াকে অবহিত করায় কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এই বিষয়টি নজরে নিয়ে দুইজন নির্বাহী ম্যাজিট্রেট প্রেরণ করে উল্লেখিত সমস্যাটি সমাধান করে থাকেন। গতকাল হাসপাতাল মনিটরিং এর শেষে এন.সি.টি.এফ. এর শিশুরা ডাঃ জমির উদ্দিন ,(শিশু কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান শিশু বিভাগ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ) সাক্ষাতকার করার সময় জানতে চাওয়া হয় যে, বর্তমানে আবহাওয়ার প্রবাহরে জন্য শিশুদের ওপর কিরুপ প্রভাব ফেলতে পারে এ বিষয়ে তিনি বলেন বর্তমান আবহাওয়া শিশুদের জন্য খারাপ এর মূল কারণ হচ্ছে রোদ্রের তাপ বেশি যার ফলে শিশুরা জ্বর, এআরআই এর মত রোগে আক্রান্ত হতে পারে । এছাড়া তিনি আরও বলেন এই সময়ে ডায়রিয়ার মত খারাপ রোগেও আক্রান্ত হতে পারে ।
এই জন্য শিশুদের সব সময় পরিস্কার রাখতে হবে এবং খাবারের সময় ভালো ভাবে হাত ধুয়ে নিতে হবে এবং পচা বাসি খাবার খাওয়া যাবে না। আর এদিকে এআরআই রোগ সম্পর্কে ডাঃ জমির উদ্দিন বলেন শিশুদের ফিডার খাওয়ানো যাবে না এর ফলে শ্বাস কষ্ট হয় । এবং বুকের দুধ উঁচু করে খাওয়াতে হবে ।
আর এ সকল সমস্যা দ্রুত পদক্ষেপ না নিলে অসুস্থ শিশুদের অসুস্থা বেড়ে যাওয়া সহ মৃত্যুর কারণ হতে পারে । আর অন্যদিকে সদর হাসপাতালের অবর্জাভেশন রুমটির বর্তমান চিত্রে আনার জন্য সাহায্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতে শিশুদের নিয়ে আরো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক সাক্ষাতকারে তারা বলেন আমরা সবার সহোযগীতা নিয়ে আরো ভালো কাজ করতে চাই । এবং কুষ্টিয়া জেলাকে শিশুবাদ্ধব জেলা হিসেবে দেখতে চাই ।
এই বিষয়ে পূর্বের নিউটি দেখুন
Interesting links
Here are some interesting links for you! Enjoy your stay :)Pages
- 15th Child Parliament
- 17th Child Parliament
- About Us
- ABOUT US
- ACHIEVEMENTS
- Animated Image
- Annual Planning
- Art Club
- Beta Tester Information
- Blank Pages
- Blog
- Blog Elements
- Blog Grid
- Blog Multi Author
- Blog Single Author Big
- Blog Single Author Fullwidth
- Blog Single Author Small
- Buttons
- CHILD PARLIAMENT
- Child Parliament 2014
- Child Parliament 2016
- Columns & Sections
- Coming Soon
- Contact
- Contact Forms
- CONTACT US
- CRC @ 25
- Easy Slider
- Edit Profile
- Edit Profile
- EVENTS
- FAQ
- Followers
- Followers
- Following
- Following
- GALLERY
- Gallery
- Help
- HOME
- Home v10: Magazine
- Home v2: 3 Col Images + Contact
- Home v3: 3 Column with Blog
- Home v4: Small Slider
- Home v5: Portfolio Style
- Home v6: Classic 4 Column
- Home v7: One Page Portfolio
- Home v8: Frontpage Shop
- Home v9: Videos and Parallax
- Homepage
- Hr Elements
- Iconbox
- Iconlist
- Images with Hotspots
- Issue: Child Marriage
- Landing Page
- Layer Slider
- Login
- Login
- Logout
- Logout
- Maintenance Mode
- Masonry Blog
- Masonry Portfolio
- Meet the Team
- Member Directory
- Member Directory
- Member Directory
- Mixed Fullwidth Portfolio
- Monthly Report
- My Profile
- My Profile
- NCTF Central Conference 2014
- NCTF Central Conference 2016
- NCTF Constitution
- NCTF Voice
- NCTF Webportal
- NEWS
- Not16
- Notification
- Pages
- Portfolio
- Portfolio 2 Column
- Portfolio 3 Column
- Portfolio 3 Column Ajax
- Portfolio Shortcode
- Post Slider
- Pricing
- Pricing and data Tables
- Progress Bars
- Promo Box
- Register
- Register
- RESOURCES
- RIGHT
- Rights
- Sample Page
- Sample Page
- Services
- Shortcodes
- STORY SUBMISSION
- Tabs
- Team Element
- test
- Testimonials
- Toggles & Accordions
- Transparent Header
- Video
- Video Gallery
- ইভেন্টস
Categories
Archive
- August 2020
- July 2020
- April 2020
- March 2020
- February 2020
- November 2019
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
- June 2019
- May 2019
- April 2019
- March 2019
- February 2019
- January 2019
- December 2018
- November 2018
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- October 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- September 2016
- August 2016
- July 2016
- June 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- January 2012
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- August 2010
- May 2010
- March 2009