আমঝুপি ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার ১৫ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলা সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়।

এনসিটিএফ জেলা কমিটির সভাপতি লাল মিয়া আজকের এই পরিকল্পনা সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ আমঝুপি ইউনিয়ন কমিটির সভাপতি কনক চাঁপা গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। dsc_0045-sobujbarta

ইউনিয়ন কমিটির শিশুরা ৫ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।  প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আলেক চাঁদ এনসিটিএফ এর ২ জন (১জন ছেলে ১জন মেয়ে) সদস্যকে সমন্বয় সভায় অন্তর্ভূক্তির ঘোষনা দেন এবং আগামী দিনের সভায় সকলের সামনে তাদের ২ জনকে আমন্ত্রন জানান। এনসিটিএফ সদস্যদের পরিবেশ বিষয়ক প্রচারণামূলক কর্মসূচীর জন্য তিনি বলেন আমঝুপি বাজারে ময়লা ফেলার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য বক্স তৈরী করে দেবেন এবং এ আন্দোলনে শামিল হবেন।

উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য আর্থিক ও অন্যান্য ধরনের সহযোগিতা করার ঘোষনা দেন।

ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন,  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য এনসিটিএফ সদস্যকে ইউনিয়ন মহিলা ও শিশু স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভূক্ত করা হবে।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুন ইসলাম তার বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠনের উদ্যোগের জন্য এনসিটিএফকে ধন্যবাদ জানান, শিশু অধিকার বিষয়ক প্রচারনার জন্য তার পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করবেন এবং পরিবেশ বিষয়ক প্রচারণামূলক কর্মসূচীতে তিনি নিজেসহ স্কুলের সকল শিক্ষার্থীকে নিয়ে শামিল হবেন বলে ঘোষণা দেন।dsc_0039-sobujbarta

এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আলেক চাঁদ।

এছাড়াও উপস্থিত অতিথি বৃন্দরা হলেন ইউপি সদস্য রুহুল আমিন, ইউপি সদস্য মতিয়ার রহমান, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুন ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মোছাঃ ফাতেমা, ইউপি সদস্য মুহাঃ শহীদুল্লাহ, আমঝুপি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মেরিনা পারভীন এবং এস.এম. আব্দুল মান্নাফ।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের মঞ্চনাটক

IMG_20150415_175539 IMG_20150415_175241

গত ১৪ এপ্রিল ২০১৪ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুর একটি মঞ্চনাটক মঞ্চায়ন করে । এতে এনসিটিএফ কার্যকরী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করে। নাটকে জেলা প্রশাসক রাম চন্দ্র বিশ্বাস, জেলা শিশু কর্মকর্তা শাহীন উদ্দিন সহ অন্যান্য লোকজনও উপস্হিত ছিলেন।নাটকটির মুল প্রতিপাদ্য বিষয় ছিলো শিশুকিশোর দের মাঝে অপসংস্কৃতির  আগ্রাসন এবং বাঙ্গালী ঐতিহ্যের প্রতি অনাগ্রহ।

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাঃ শহীদ মিলনায়তনে ৯ ও ১০ এপ্রিল এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট কর্তৃক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের জন্য দুইদিনের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিৰণে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার ৩০ জন সদস্য অংশগ্রহণ করছে।

দুদিনব্যাপী উক্ত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান অতিথির সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ্‌ আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা।প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন “ সাংবাদিকতা হল একটি মহান পেশা। তাই আমি মনে করি প্রত্যেক সাংবাদিকদের অবশ্যই দেশপ্রেমিক হতে হবে।

শিশুদের লেখালেখিতে আরো আগ্রহী ও দৰ করে গড়ে তোলার লৰ্যে আরো প্রশিৰণ কর্মশালা আয়োজনের অনুরোধ রেখে এনসিটিএফ কর্মকা- সম্পর্কে সংৰিপ্তভাবে তুলে ধরেণ এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি । অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ সেন্ট্রাল কমিটির সভাপতি সায়েম খন্দকার, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।

এনসিটিএফ কুষ্টিয়ার মাসিক সভা এবং স্কুল কমিটির সদস্যদের অভিভাকের সাথে সমাবেশ অনুষ্ঠিত।

গত ৩ই এপ্রিল (শুক্রবার) সকাল ৯.৩০ মিনিটে এনসিটিএফ কুষ্টিয়ার সচিবালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় এবং চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্যদের অভিভাকের সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় এনসিটিএফ এর সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করা হয় । এন.সি.টি.এফ. এর কমিটি এবং নতুন সদস্যরা বার্ষিক কর্ম-পরিকল্পনা অনুযায়ী সিন্ধাত নেওয়া হয় এবং স্কুলে সদস্য সংগ্রহ করার জন্য বিভিন্ন স্কুলে ভিজিট করা হবে । এছাড়া এনসিটিএফ কুষ্টিয়া জেলার ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে অবহিত হয়ে নতুন সদস্যর যোগদান। উল্লেখ্যযে, বিগত বছরে ফেসবুক পেজের মাধ্যমে অবহিত হয়ে সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছে।

ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমে অবহিত হয়ে এনসিটিএফ এর সদস্য হয়েছে এমন সদস্যরা বলেন আমাদের ফ্যান পেজকে গুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমেও অনেক সদস্য পাওয়া যাবে। তাছাড়া এনসিটিএফ এর ৬৪টি জেলার ফেসবুক পেজের ফ্যান পেজের মধ্যে এনসিটিএফ কুষ্টিয়ার ফ্যানপেজের লাইক ৪১০০+। যা অন্য কোন জেলার ফ্যান পেজের লাইক থেকে অনেক বেশী । এই অন্যতম সাফল্যর জন্য সভাপতি মুসাব্বির হোসেন সবাইকে একসাথে সাহায্যে করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানায় এবং এনসিটিএফ কুষ্টিয়াকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, সিওয়াইিভ আসাদুজ্জামান আসাদ, স্কুল কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক বৃন্দ ।

খুলনা এনসিটিএফ এর বিশেষ মতবিনিময় সভা

কমিটির ফুলের শুভেচ্ছায় শারমিন আফরোজ

কমিটির ফুলের শুভেচ্ছায় শারমিন আফরোজ

সৌরভ সাহা: অদ্য বিকেল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা জেলা কার্যালয়ে এনসিটিএফ এর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ, পথশিশুদের ব্যাংকিং সুবিধা, এনসিটিএফ এর নামে একটি ওয়েবসাইট আছে যা শিশু দ্বারা পরিচালিত হয়। এ বিষয়ে আফরোজা শারমিন ম্যানেজার সেভ দ্য চিলড্রেন আলোচনা করেন। এছাড়া তিনি এনসিটিএফ সহ মাসাস নিয়ে অনেক কথা বলেন। ইমেইলের মাধ্যমে সকল তথ্য আদান প্রদান করার জন্য সকলকে বলেন। বার্ষিক পরিকল্পনা সম্পর্কে তিনি জানতে চান। এনসিটিএফ এর কর্মকান্ডকে আরো এগিয়ে নেয়ার জন্য পরামর্শ দেন। এনসিটিএফ এর কাজের গতি আনার জন্য ও সকল জেলার সাথে যোগাযোগ রক্ষার জন্য একটি নিজস্ব কম্পিউটার প্রদানের আশ্বাস দেন। বাল্য বিবাহ প্রতিরোধ করার ব্যপারে আরো সজাগ থাকার পরামর্শ দেন। এ সকল বিষয় নিয়ে সাংবাদিক বৃন্দদের সাথে ও মতবিনিময় করেন। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, খুলনা। শামীমা সুলতানা শীলু প্রধান নির্বাহী, মাসাস, খুলনা।

সৃজনশীল মেধা অন্বেষন ২০১৫ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিঞ্জানে শ্রেষ্ঠ মেধাবী এনসিটিএফ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক জয়ন্ত পাল জয়

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও এনসিটিএফ সদস্যদের শুভেচ্ছা বিনিময়

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা বিনিময়

সৃজনশীল মেধা অন্বেষন ২০১৫ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিঞ্জানে শ্রেষ্ঠ মেধাবী হওয়ায় এনসিটিএফ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক জয়ন্ত পাল জয়কে এন.সি.টি.এফ সুনামগঞ্জ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চনদ্র বর্মণ,ভলান্টিয়ার সেতু রঞ্ঝণ চৌধুরী,জলি রায়,এন.সি.টি.এফ সভাপতি রাইয়্যান আলম বন্যা,সহ-সভাপতি শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন.সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, শিশু সাংবাদিক ইমণ বর্মণ, রিয়া রায়, চাইল্ড পার্লামেন্ট সদস্য রূবাইয়া আলতাফ নূরা, শিশু গবেষক মুবিন আহমেদ রাহিন ও প্রতিমা পাল। অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত পাল জয়কে এক লক্ষ টাকার চেক প্রদান করবেন।

স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন করলো এনসিটিএফ, খুলনা।

আজ বিকাল ৪.০০টায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনায় স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু ব্ষিয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মাজেদ, লাইব্রেরীয়ান কাম মউজিয়াম কীপার, খুলনা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনা করা হয়। কেক কেটে শিশুদের নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিদুল ইসলাম মৃদুল।

সৌরভ সাহা
শিশু সাংবাদিক
এনসিটিএফ, খুলনা।

Savar Upazila NCTF Committee Elected

NCTF Upazila committee has been formed on 19th March 2015 in VERC head office, Savar, Dhaka. Md. Sahariar Menzis, Upazila Education Officer, Savar was presented as chief guest.

কুষ্টিয়ায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভায় এন.সি.টি.এফ কুষ্টিয়া।

গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভা। অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে, এসডিএফ এর আর্থিক সহায়তায় ও নিকুশিমাজ আয়োজন সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভার মূল উদ্দেশ্য শিশুদের প্রতি সহিংসতার বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা এবং শিশু সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে উৎসাহিত করা। নিকুশিমাজ এর নির্বাহী পরিচালক সালমা সুলতানা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন কুষ্টিয়ায় সম্প্রতি সময়ে আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। আত্মহত্যা প্রবনতা কমানোর জন্য সকলকে কাজ করতে হবে। এছাড়া গৃহকর্মে শিশুদের নির্যাতনের বিষয়েও তিনি গুরুত্ব প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সিভিল সার্জন, মোঃ আব্দুল গনি উপ-পরিচালক সমাজ সেবা কার্যালয়, সফুরা ফেরদৌস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অনুষ্ঠানের মূল বিষয় ও বিস্তারিত আলোচনা করেন অপরাজেয় বাংলাদেশের সাফিয়া শামিমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকুশিমাজ এর সভাপতি অধ্যাপক আসাদুর রহমান। উক্ত অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির হোসেন। এছাড়া অনুষ্ঠানে এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

NCTF Upazila Committee has been formed at Savar, Dhaka.

 

Istiaque Ahmed Shawon: National Children’s Task Force (NCTF) monitoring WASH situation at Savar in 30 different secondary schools. NCTF formed school executive committee in every school.On last 19th March 2015, President and Secretary General from all the school committee elected an Upazila NCTF executive committee by an election. Newly elected NCTF Upazila committee will be linked with NCTF Dhaka district committee. President and Secretary General from Upazila committee will participate in the monthly meeting of NCTF Dhaka district committee. NCTF now is a partner of ICT & Innovative partnership project. Others partners are Massline Media Center (MMC), Village Education Resource Center (VERC), Center for Services and Information on Disability (CSID), mPower and Save the Children. Aim of the project are Strengthening accountability structures of school authorities at local, district and national level supported by children’s use of ICT .Children and youth at targeted schools and NCTF monitor and document the WASH situation by use of ICT and feel an increased sense of empowerment. Improving practice in Save the Children in relation to partnering with children and youth’s organizations and use of ICT as a tool to empower children. On the Election Day, representative from all the partner organization and Upazila Education officer were presented there.