কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে “আমাদের খবর” মুখপত্র বিতরন

এনসিটিএফ ফেনী জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য শারিয়ার হৃদয় আহত

এনসিটিএফ ফেনী জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য শারিয়ার হৃদয় গত ৫ই জানুয়ারি রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়। জেলা এনসিটিএফ কমিটি, গতকাল এবং আজকের প্রথম আলো এবং একটি বেসরকারি টিভি চ্যানেল এর রিপোর্ট এর সর্বশেষ সংবাদ অনুযায়ী তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এনসিটিএফ পরিবার এরূপ অনাকাঙ্খিত ঘটনায় স্তব্ধ এবং দুঃখিত। রাজনৈতিক সহিংসতায় দেশের আর কোন শিশুর জীবনে যেন এমন দূরাবস্থা না নেমে আসে তার জন্য এদেশের রাজনৈতিক দল গুলোর প্রতি আমাদের খোলা আবেদন। এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি সকল এনসিটিএফ সদস্যদের সব সময় সাবধানে চলাচলের জন্য অনুরোধ করছে।

অদ্বৈত মেলায় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার স্টল

অমর কথা শিল্পী “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের জনক অদ্বৈত মল্ল বর্মণ এর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি অদ্বৈত মেলার আয়োজন করা হয়। ১-৩ রা জানুয়ারী পর্যন্ত মেলা চলে।পাক্ষিক মত ও পথ এর সহযোগীতায় তিতাস আবৃত্তি সংগঠন ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ
চত্ত্বরে অদ্বৈত মেলার আয়োজন করে। এ মেলার মিডিয়া পার্টনার ছিল একাত্তর.টিভি ও দৈনিক যুগান্তর।মেলায় প্রধান অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী ভানুলাল সাহা। ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের এমপি র. আ. ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ব্র্াহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র হেলাল উদ্দীন, গণপরিষদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী, ৭১ টেলিভিশনের ডিরেক্টর অফ নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা,পিআইবি এর মহাপরিচালক শাহ আলম, দেশবরেণ্য কথা সাহিত্যিক শান্তনু কায়সার , ত্রিপুরার বিখ্যাত কবি ও ছড়াকার বিমলেন্দ্র চμবর্ত্তী সহ বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ব্রাহ্মণবাড়িয়ার তিতাস
নদীর পাড়ে মালোপাড়ায় অদ্বৈত মল্ল বর্মণের জন্ম। বাংলা ভাষা-ভাষী সকল মানুষের কাছে তিতাস পাড় তাই খুবই গর্বিত জায়গা। রবীন্দ্রনাথ মানুষের জন্য কবিতা লিখলেও তার হয়তো ধারণা ছিল তিনি নিচুতলার মানুষের কথা সঠিক ভাবে বলতে পারেননি। তাই তিনি লিখেছেন, সেই কবির লাগি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি। আমরা দেখেছি রবীন্দ্রনাথের কাঙ্খিত সেই কবি পশ্চিম বাংলার সুকান্ত আর তিতাস পাড়ের মালোপাড়ার অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ এর কথাশিল্পের মধ্যে দিয়ে বিশ্বকবির স্বপড়ব পূরণ হতে দেখেছি। অদ্বৈত মল্লবর্মণ এর তিতাস একটি
নদীর নাম উপন্যাসে মালোপাড়ার মৎসজীবী সমাজের চিত্র,জেলে সম্প্রদায়ের করুণ কাহিনী সঠিকভাবে ফুটে উঠেছে।” মেলায় ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পীরা কবিতা উপস্থাপন করে। মেলায় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া একটি প্রদর্শনী স্টল দেয়। এতে
করে জেলায় এনসিটিএফ এর পরিচিতি বেড়েছে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার অনেক নতুন সদস্য সংগ্রহ হয়েছে। তাছাড়া বিভিনড়ব স্থানীয় সংগঠনের সাথে এনসিিিটএফ এর সর্ম্পক আরো দৃঢ় হয়েছে। মেলা শেষে অতিথিরা মেলায় শিশুদের মধ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করে এবং মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করে। অদ্বৈত মেলা আয়োজন কমিটির আহবায়ক জহিরুল ইসলাম ভূঞা মেলার সমাপনী ঘোষণা করেন।

ঝালকাঠিতে এনসিটিএফ’র বার্ষিক কর্মপরিকল্পা সভা।

২৫ ডিসেম্বর ২০১৪ তারিখ ঝালকাঠিতে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত ও জেলা শিশু একাডেমী সহায়তায় বার্ষিক কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা সভাপতি, হাবিবুর রহমান (মাহিন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু সংগঠক নারগীস সুলতানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইয়ুথ ভলান্টীয়ার সজীব খন্দকার, মেহেদী হাসান (ইমরান), শিশু সাংবাদিক, এনসিটিএফ, ঝালকাঠি, প্রীতম আদিত্য রায়, শিশু গবেষক, এনসিটিএফ, ঝালকাঠি, সৈয়দা মাহাফুজা মিষ্টি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ, ঝালকাঠি।

জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জেলার শিশু একাডেমী, এনসিটিএফ, সরকারি-বেসরকারি এনজিও প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে এরই ধারাবাহিকতায় ঝালকাঠিকে শিশু বান্ধব জেলা হিসেবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলাটিতে শিশু অধিকার সনদ বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা জানান।
unnameddd
সেভ দ্যা চিলড্রেন ও প্লান বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালিত হয়। এটি একটি জাতীয় শিশু সংগঠন, যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এনসিটিএফ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং করে থাকে এবং পরবর্তীতে তা নিয়ে পলিসি পর্যায়ে এডভোকেসী করে থাকে। ২০০৬ সন থেকে অত্র একাডেমীর সহযোগিতায় এনসিটিএফ ঝালকাঠি শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ঝালকঠি জেলায় প্রায় ৫০০ জন এনসিটিএফ সদস্য রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে শিশুদের কণ্ঠস্বর জোরালো করার লক্ষ্যে সংলাপ পরের আয়োজন করে।

মেহেদী হাসান (ইমারন)

NCTF Madaripur has completed their AGM for 2014

NCTF Madaripur district committee has successfully completed their AGM today (31st December 2014) at M.M Hafiz Memorial Public library premise. 50 members from NCTF were present in AGM. D.C Madaripur was present their as Chief guest. In AGM executive members discussed about their activities, achievements, challenges and learning  over the current year . They also prepared a yearly action plan for 2015. D.C delivered a valuable speech for NCTF. He said he is being pleased to be there and he will make sure his support in future for NCTF activities.

 

এন.সি.টি.এফ বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।।

 

গত ১৯/১২/১৪ রোজ শুক্রবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার প্রধান বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী। এই বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।
এনসিটিএফ বগুড়ার সাধারন সদস্যদের নিয়ে ২০১৫ সালের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এসময় এনসিটিএফ এর কার্য নির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

এন.সি.টি.এফ, কুষ্টিয়া এর বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৫ অনুষ্ঠিত

২৬শে ডিসেম্বর শুক্রবার, ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এন.সি.টি.এফ), কুষ্টিয়া জেলা কমিটির বার্ষিক কর্ম পরিকল্পনা সভা-২০১৫ ও বার্ষিক সাধারণ সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৪ সালের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং দলগতভাবে ২০১৫ সালের পরিকল্পনা গ্রহন করা হয়। বিগত কিছু কার্যক্রমের সাথে নতুন নতুন কিছু সৃজনশীল কার্যক্রম যেমন- দুস্থ শিশুদের সহায়তা , দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন, বিদ্যালয়গুলোতে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বন্ধে শপথ ও তথ্য অফিসের সহায়তায় প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি কার্যক্রম উঠে এসেছে এবারের পরিকল্পনায়। । কমিটির কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ এর সভাপতি মুসাব্বির হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শিশু সাংবাদিক সাজিদ হাসান, আসিফ খন্দকার, শাকিল ইসলাম সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ার আসাদুজ্জামান ও লাইলাতুল আফিয়া তন্বী।

খুলনায় দুই দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি এর প্রশিক্ষন সম্পন্ন ।

সাজিদ হাসান:

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর খুলনা বিভাগীয় পর্যায়ে ২দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষণ ১৯ ডিসেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে।

ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষন সম্পন্ন করেছে।

dsc_5708-sobujbartaখুলনায় এনজিও ফোরামে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার প্রতি জেলা থেকে ১ জন করে শিশু সাংবাদিককে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষনের প্রথম দিন শিশু সাংবাদিকদের বেসিক কম্পিউটার ও আইসিটি এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। আইসিটি ট্রেনিং এ কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফ বিডি ডট ওআরজি এর ব্যবহারের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

দ্বিতীয় দিন প্রশিক্ষনার্থীদের ফটোগ্রাফির উপর প্রশিক্ষন প্রদান করা হয় এবং প্রশিক্ষন শেষে তাদের স্থানীয় এলাকায় নিয়ে যাওয়া হয় হাতে কলমে ফটোগ্রাফি শেখানোর জন্য।

উক্ত প্রশিক্ষনে পরিচালনায় ছিলেন এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী, ফটোগ্রাফি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ব্যুরো ফটোগ্রাফার বাহা উদ্দিন বাহার, আইসিটি প্রশিক্ষক হিসেবে ছিলেন সবুজবার্তা ডট কমের সম্পাদক ও আসাদজোন ডট কমের স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান।

NCTF Union Meeting and Room.

DSC_0915  Gangni sub Office team has completed (9 Union and 1 Municipality=10) NCTF union level meetings. At the same time it’s our great achievement that Motmura Union’s Chairman  Mr. Sirajul Islam allocated a room in his union parishad for NCTF during the  meeting hold. His presence did inspire during the NCTF meeting held in Motmura union parishad as venue. He praised to Save the Children for intensively work for NCTF as well the Children. Here with attachment has given that moment’s picture as well as letters of DC and UNO about NCTF support.

ব্রাহ্মণবাড়িয়ায় UNCRC এর পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা।

news photoগত ৩০.১১.২০১৪ খ্রিঃ রবিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে UNCRC এর পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসনের সাথে এনসিটিএফ সদস্যদের নির্ধারিত বিষয় ১. বাল্য বিবাহ বন্ধ করা ২. স্কুল, পরিবার এবং প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ করা ৩. মাদক ও মাদকাসক্তি বন্ধ করা ইত্যাদির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ‘শিশু অধিকার পরিস্থিতি’ বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শিশির, সহযোগী অধ্যাপক, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ও তাপস রঞ্জন ঘোষ, এএসপি, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

স্বাগত বক্তব্য রাখেন মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিহার রঞ্জন সরকার, অন্যতম সদস্য, বাংলাদেশ শিশু একাডেমী ও সাধারণ সম্পাদক, খেলাঘর আসর, ব্রাহ্মণবাড়িয়া। এনসিটিএফ এর পরিচিতি, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোঃ সায়েম খন্দকার, সভাপতি, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি। জারিয়াতুল খানম- ‘বাল্য বিবাহ বন্ধ করা’, ফুহাদ হাসান – ‘স্কুল, পরিবার এবং প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ করা’ এবং সাইদা সানজিদা লোপা- ‘মাদক ও মাদকাসক্তি বন্ধ করা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সভাটি সঞ্চলনা করেন মাকসুদা চৌধুরী পলি। মতবিনিময় সভায় ৩০ জন শিশু এবং ২০ জন দায়িত্ববাহক ও অভিভাবক উপস্থিত ছিলেন। সভাটির সহযোগিতায় ছিলেন মোঃ বদিউজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর, মাশরেকী রিপন, ট্রেনিং সুপার ভাইজার, বাংলাদেশ শিশু একাডেমী, এবং অজিত চন্দ্র বিশ্বাস ও ফারিয়া আক্তার, জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া।