এনসিটিএফ শিশুরা মানুষ গড়ার কারিগর

এনসিটিএফ রায়ের বাজার এর উদ্যেগে গত ২৮/১১/২০১৬ রোজ সোমবার সকাল ০৯ টায় বৈশাখি খেলার মাঠে লানিং ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওর্য়াডের কাউন্সিলর জনাব আলহাজ্ব মো: তাহের খান বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম এনসিটিএফ অনেক গুছিয়ে সুন্দর কাজ করতে পারে। এককথায় এনসিটিএফ আর্দশ মানুষ গড়ার কারিগর।

লানিং ক্যাম্পে ২০০ জন্য শিশুর মাঝে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেমন: কুইজ, মিউজিক্যাল চেয়ার, ঘুরি উড়ানো, বালিশ খেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ, এডি, স্পন্সরশীপ, এসএইচএন, সিবিএইচই, বিই সহ বিভিন্ন দলের শিশু নেতৃবৃন্দ তাদেও নিজ নিজ কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় করেন, তারা কোথায় কিভাবে কি কাজ করেন। এই কর্মসুচির মাধ্যমে রায়েরবাজার এলাকায় শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের মতামত তুলে ধরেন।

এনসিটিএফ সভাপতি মো: আমির হোসেন আরিফ এর সভাপতিত্বে আরো উপন্থিত ছিলেন ৩৪ নং ওর্য়াড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান, আবু জাফর মোহাম্মদ হোসাইন সিনিয়র অফিসার, মো: শহিদুল ইসলাম শান্ত, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। শায়লা সুলতানা, প্রোগাম ম্যানেজার (আইসিডিপি) আফরিন আক্তার, প্রোগাম অফিসার (সিপি-সিআরজি), জান্নাতুল ইসলাম টুম্পা, সোস্যাল ওর্য়াকার, মানবিক সাহায্য সংস্থা। এনসিটিএফ সদস্য সহ বিভিন্ন শিশুদলের মোট ২২০ জন অংশগ্রহণ করেন।

এনসিটিএফ নাটোর এর শিশু নির্যাতন, শিশু হত্যা বন্ধে ও শিশুর সুরক্ষার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান

নাটোরে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধে এবং জেলার শিশুদের সুরক্ষার দাবিতে নাটোর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নাটোর জেলা কমিটির সদস্যরা।

গত ২৩ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের অনুপস্থিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মনীরুজ্জামান ভুঁয়া স্যার এর নিকট স্বারকলিপি হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতন, শিশু হত্যা সহ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হয়। এ সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

পিরোজপুর জেলার সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়ের এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

অদ্য ১৪/১১/১৬ তারিখ ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স (এনসিটিএফ) পিরোজপুর এর সদস্যবৃন্দ শিশু হত্যা বন্ধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবীতে পিরোজপুর জেলার সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়ের এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। এই সময় পিরোজপুর এনসিটিএফ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়ায় শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র‌্যালি

২০ নভেম্বর এনসিটিএফ বগুড়ার উদ্যোগে শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও শিশু অধিকার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয় ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুজ্জামান।
র‌্যালিতে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এসময় শিশু বিষয়ক কর্মকর্তা, এনসিটিএফ বগুড়ার কাযনির্বাহি কমিটির সদস্যবৃন্দ সহ সাধারন সদস্য এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
র‍্যালি চলাকালীন এনসিটিএফ বগুড়ার সভাপতি নুরজাহান পুস্প উপস্থিত শিশুদের উদ্দেশ্যে শিশু অধিকার বাস্তবায়ন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেন।

গাইবান্ধায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো.মোশাররফ হোসেন প্রধান। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন। এতে আরো উপস্থিত ছিলেন  এনসিটিএফ সাধারণ সম্পাদক মোঃ ওমর আল সানি মুগ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা খাতুন প্রাপ্তি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার সৌরভ,  চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ রকিবুদ্দৌলা রনি ও জান্নাতুল মাওয়া সোমা, শিশু গবেষক রকিবুল হাসান রানা,  শিশু সাংবাদিক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান মুছা, এবিএম রায়হান হক রাফি, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও মারফিয়া সিলভী।

সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. এনসিটিএফ এর ২টি মুখপত্র প্রকাশের জন্য ২ টি সম্পাদনা পরিষদ গঠন।
২. বাজেট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরে পত্রিকা প্রকাশনা।
৩. প্রেস কনফারেন্স ও র্যালি আগামী ১৯ ডিসেম্বর।

জেলা পর্যায়ে শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর র‌্যালী

সকল প্রকার শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে ইউনিভারসাল চিলড্রেন’স ডে তে ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স এর আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। বরিবার সকাল ১0টায় র্যালিটি বাংলাদেশ শিশু একডেমী ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিটি উদ্ভোধন করেন  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। র‌্যালিতে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতু এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যনির্বাহী কমিটির ছানিয়া, সাকিব, ইভা, মীম, প্রিন্স, ইফতি, মাহিয়া, চৈতি, ইমনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় র‍্যালী

১৬ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে র‍্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। র‍্যালীটি সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে পুনরায় বাংলাদেশ শিশু একাডেমীতে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর  সহযোগিতায় আয়োজিত এই  র‍্যালীটিতে এনসিটিএফ ঠাকুরগাঁও কার্যনির্বাহী কমিটি, সাধারন সদস্যসহ সর্বস্তরের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় শিশুদের সাথে র‍্যালীটিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও,  জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ এবং সিওয়াইভি যোগদান করেন। র‍্যালীটি শেষে শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলার শিশুদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, জিমি, সভাপতি, এনসিটিএফ ঠাকুরগাঁও।

ওরা ১১ জন!

সাভারের দোসাইদ এ.কে স্কুল এর National Children’s Task Force, Bangladesh -এনসিটিএফ এর নির্বাচিত কমিটি। এই কমিটির একজন মাশরিফা জাহান আরিফা, দশম শ্রেণীর ছাত্রী এবং এনসিটিএফ এর শিশু গবেষক। এনসিটিএফ কমিটির কাজের বর্ণনা করতে গিয়ে সে বলে “আগে আমরা স্কুলে নিয়মিত আসতে চাইতাম না, কারণ আমাদের জন্য স্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবস্থা ছিল না, আর সংকোচের কারণে এটি নিয়ে কেউ কথাও বলতে চাইত না। কিন্তু এখন আমরা আমাদের সমস্যার কথা আমাদের শিক্ষকদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে বলতে পারি। এনসিটিএফ থেকে আমাদেরকে ২০১৫ সালে একটি ট্যাব দেয়া হয় এবং আমাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় কিভাবে এটি ব্যবহার করে আমাদের সম্যসার কথা জানাতে পারি । আমরা পরে এই ট্যাব ব্যবহার করে আমাদের স্কুলের নোংরা ও অস্বাস্থ্যকর ল্যাট্রিন এর কথা আমাদের শিক্ষকদের জানাই । আমাদের এই সমস্যার কথা জানতে পারে আমাদের বিদ্যালয়ের প্রায় ১৩০০ ছাত্রছাত্রীর জন্য এখন মোট ১৭ টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন করে দেয়া হয়েছে যার ১১ টি ছেলেদের জন্য এবং ৬ টি মেয়েদের জন্য। ২০১৫ সালের আগেও যার মোট সংখ্যা ছিল মাত্র ৬টি যা ব্যবহার করাটাও ছিল
আমাদের জন্য খুবই কষ্টের। এর ফলে স্কুলে উপস্থিতিও ছিল কম। আগে মেয়েদের ক্লাস উপস্থিতি ছিল ৫০ শতাংশ এখন এটি বেড়ে গিয়ে প্রায় ১০০ শতাংশের কাছাকাছি । শুধু তাই না , এখন আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করে দেয়া হয়েছে। “এভাবেই আমরা সাভারের ৩০টি স্কুলে পরীক্ষামূলক ভাবে এনসিটিএফ ভয়েস আপ্লিকেশন http://www.myschoolvoice.org/ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা নিশ্চিত করছি । কিন্তু আমাদের পক্ষে দেশের সব স্কুলে এটি নিশ্চিত করা সম্ভব হবে না । সরকার ও অন্যান্য উন্নয়ন সংস্থা এগিয়ে আসলেই কেবল এটি সম্ভব ।

এনসিটিএফ ব্রাক্ষণবাড়িয়ার জরুরী সভা অনুষ্ঠিত

১৫ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ব্রাক্ষণবাড়িয়ার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাফায়াত জামিল নওশান এর সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির মোট ৯ জন, জেলা ভলান্টিয়ারদ্বয়, ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসেন উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হওয়া সভায় বার্ষিক মুখপাত্র প্রকাশনা নভেম্বর সংখ্যা, প্রেস কনফারেন্স, র‍্যালী, স্মারকলিপি প্রদান সহ বার্ষিক সাধারন সভা আয়োজন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইয়ুথ ভলান্টিয়ার #EveryLastChild ক্যাম্পেইন নিয়ে বিশেষ আলোচনা করেন। আলোচনা শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি সাফায়েত নওশান জামিল।

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকাল ৩টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নেএকোনা জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন এনসিটিএফ,নেএকোনা জেলার ভলেন্টিয়ার আলমগির হোসাইন। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফ নেএকোনা জেলার সাধারণ সম্পাদক আসিফ আদনান। তারপর বক্তব্য রাখেন শিশু সাংবাদিক আকিফ জামি আলভি, সহ-সভাপতি অমিত শর্মা সরকার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার আজারুল ইসলাম সজীব এবং আর অনেকেই। তারপর লিখিত ব্ক্তব্য দ্বারা এনসিটিএফ এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এনসিটিএফ, নেএকোনা জেলার সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী। এ সময় বক্তব্য দেন নেএকোনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নেএকোনা ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে নেএকোনা জেলায় ১৮০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এর মধ্যে ৯৫ জন ছেলে এবং ৮৫ জন মেয়ে।

সংবাদ সম্মেলন এ সময় উপস্থিত ছিলেন ১০ জন শিশু সাংবাদিক এবং বিশেষ বিভিন্ন পএিকার সাংবাদিক গণ।