“শিক্ষাই উত্তরণ, শিক্ষাই সমৃদ্ধি” এই স্লোলাগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ইং উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, কম্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেছে শিশু সংগঠন এনসিটিএফ, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ও জীবন।
অনুষ্ঠানটি উপলক্ষে ১৯-০৩-১৭ইং রোজ রবিবার বিকেলে শিশু একাডেমী প্রাঙ্গন হতে শিশুদের ও তিন সংগঠনের সদস্যদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. ছালেহ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র, মো. জামাল উদ্দিন, জীবন এর সভাপতি মো. আনোয়ারুল কবির পাটোয়ারি, তরুন সমাজ সেবক মো. নজরুল ইসলাম ও মো. আহমেদ ইমতিয়াজ রিয়াদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীবনের রাবিপ্রবি ইউনিটের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মান্না, এনসিটিএফ এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা আক্তার জাহান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তরুনদেরকে আগামীর দিকে এগিয়ে যেতে হবে, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিটি শিশু যাতে সুন্দর ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেদিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন সমাজের আরো অবহেলিত শিশু আছে যারা অকালে ঝড়ে পরছে, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদেরকে পড়ালেখায় উদ্ভুদ্ধ করতে হবে।
সভাপতির বক্তব্য মো. ছালেহ আহমেদ এনসিটিএফ এর পক্ষ থেকে রাঙামাটির একমাত্র পার্কটি দ্রুত সংস্কার করে সকলের জন্য উন্মুক্ত করে দেয়ার জোর দাবি জানানো হয়।
আলোচনা সভার শেষে, জেলা পষিদের সদস্য মনোনিত হওয়ায় মনোয়ারা আক্তার জাহানকে সংবর্ধনা স্বারক ও প্যানেল মেয়র জামাল উদ্দীনকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
এর পর কম্বল বিতরণ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উকরণ বিতরণ করা হয় এবং কেক কাটার মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।