অনুষ্ঠিত হলো বাগেরহাট এনসিটিএফ এর শিশু সংলাপ

স্কুলের সামনে স্পিডব্রেকার,ঋতুকালীন সময়ে মেয়েরা স্কুলে কোন সুযোগ সুবিধা পাবে কিনা? অনেক স্কুলে লাইব্রেরী থাকলেও তা তালাবদ্ধ থাকে, ল্যবরেটরি থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমান সরঞ্জাম থাকে না। স্কুলের সামনে অস্বাভাবিক হারে হর্ণ বাজানো। প্রতিবন্ধি শিশুরা যাতে সাধারণ শিশুদের সাথে এক সাথে বসে স্কুল এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারে, এ সব বিষয় নিয়ে ১৮ ডিসেম্বর ২০১৬ এনসিটিএফ বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশাসন ও শিশুসমাজ এর সাথে  মুখোমুখি সংলাপ। বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব আকরাম হোসেন-প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় বাগেরহাট, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আসাদুর রহমান, সাংবাদিক-আজমল হোসেন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকমন্ডলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শাফিকুর রহমান এলিন-সভাপতি বাগেরহাট জেলা এনসিটিএফ বাগেরহাট। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেভ দ্য চিলড্রেনের মৃদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা তাদের বর্তমান সমস্যাগুলি অতিথিদের সামনে তুলে ধরে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের সমস্যাগুলি ধৈর্যসহকারে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধানের আশ্বাসদেন। অবশিষ্ঠ সমস্যাগুলি উর্ধতন পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্তকরেন। এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ সভাপতি সাধারণ সম্পাদককে জেলা উন্নয়ন ও সমন্নয় কমিটি এবং জেলা আইন শৃংখলা কমিটির সভায় সদস্য করার আশ্বাস প্রদান করেন। আলোচনার এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ এর কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এনসিটিএফ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের সাধারণ সদস্যসহ অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে।

গাইবান্ধায় এনসিটিএফ এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিতকরণ শীর্ষক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সকালে শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা গাইবান্ধার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে।
জেলা পর্যায়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে জেলার শিশু অধিকার তুলে ধরা হয় কনফারেন্সে।
এছাড়াও জেলায় এনসিটিএফ এর কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। এ সময় লিখিত প্রেস রিলিজ পরে শুনান এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন। এনসিটিএফ এর প্রেক্ষাপট তুলে ধরেন সাধারণ সম্পাদক কন্দকার ওমর আল সানি মুগ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ কার্যনির্বাহী সদস্য শাহজালাল সৌরভ, ফারিয়া আক্তার, হাবিবা খাতুন, রকিবুদ্দৌলা রনি, খুশবু আক্তার, জান্নাতুল মাওয়া, নাওশিন আলভী রক্তিম, হুমায়ুন ইসলাম, মেহেদী হাসান, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া মাহফুজ সিলভী, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাশ, সাংবাদিক উত্তম সরকার, শেখ হুমায়ুন হক্কানী, উজ্জল চক্রবর্তী, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, সময় টিভির হেদায়েতুল ইসলাম বাবু, আরটিভির ফেরদৌস জুয়েল, এটিএন বাংলার ইদ্রিসউজ্জামান মোনা, মাছরাঙ্গা টিভির সিদ্দিক আলম দয়াল সহ জেলার বিভিন্ন দৈনিক পত্রিকার প্রায় ২০ জন সাংবাদিক।

এনসিটিএফ শেরপুর জেলায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

১৬ এবং ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমীর, শেরপুর জেলা কার্যালয়ে ন‌্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর এর আয়োজনে দুই দিনব‌্যাপি জেলা পর্যায়ে আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার সর্বস্তরের শিশুদের উপর সুষ্ঠ মনিটরিং ও সংবাদ লিখা এবং জেলার মূখপত্র প্রকাশ করার লক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে ১৫ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ‌্যমে শিশুরা সাংবাদিকতার নানা কার্যকর দিক, সংবাদ লিখার প্রক্রিয়া, ওয়েব সাইটে আইসিটি ভিত্তিক সংবাদ প্রকাশ, নিউজলেটার প্রকাশ ইত্যাদি সম্পর্কে সুষ্ঠ ধারণা লাভ করে। প্রশিক্ষণ শেষে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি আগামী নিউজলেটার প্রকাশের যাবতীয় কার্যক্রমের সূচনা করে। পরিশেষে প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসলাম খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ।

এনসিটিএফ আয়োজিত আনন্দঘন লার্ণিং ক্যাম্পে মেতে উঠলো দুই শতাধিক শিশু

গত ১৯ শে ডিসেম্বর এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে শিশুদের সাথে কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর এর সহযোগিতায় লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান কালে জনাব মো: খাইরুল হাসান, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মেহেরপুর বলেন শিশু অধিকার বাস্তবায়নে মেহেরপুর এর মত সারা বাংলাদেশে অতন্দ্রপ্রহরী হিসাবে কাজ করছে এনসিটিএফ। এই শিশু সংগঠন শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিটিএফ এর প্রতি অনেক অভিনন্দন জানাচ্ছি।

সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ এর বিভিন্ন পর্যায়ের কমিটি সদস্যবৃন্দ, এডি সেন্টার, স্পন্সর চাইল্ড লিডার, সিবিএইচই, টিএফডি গ্রুপের ২০০ জন শিশু অংশগ্রহণ করে। যেখানে শিশু নেতৃবৃন্দ ২০১৬ নিজ নিজ দলের কর্মকান্ড উপস্থাপন অভিজ্ঞতা বিনিময় করে। তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় (চাচা আপন প্রাণ বাঁচা, চেয়ার সিটিং, কুইজ, একক অভিনয়,  নৃত্য, কৌতুক) অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এই লার্ণিং ক্যাম্পের মাধ্যমে মেহেরপুর জেলার প্রতি স্কুল থেকে একজন এবং এনসিটিএফ ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে প্রত্যেক শিশু সংগঠন কার্যক্রম শেয়ারিং করা হচ্ছে এটা অনেক ভালো কাজ। তোমরা শিশু অধিকার নিয়ে যেমন কাজ করো তেমনি বাল্য বিবাহ নিয়েও কাজ করছো এজন্য আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এনসিটিএফ সদস্যদের আগামী ২০ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুইটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি বলেন এনসিটিএফ এ কর্মসূচিতে অংশগ্রহণ করলে উক্ত দুটি অনুষ্ঠান জমজমাট ও আনন্দময় হবে।

আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মঈনুল হাসান বলেন এনসিটিএফ এর কার্যক্রম আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই সংগঠন শিশুদের কথা বলে, শিশুদের সার্থেও কথা বলে, শিশু নির্যাতনের কথা বলে। এনসিটিএফ টিম এপ্রোচে কাজ করে এটা আমার ভাল লাগে। তোমরা সুন্দরভাবে এনসিটিএফ এর কাজে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছ, এটা খুবই চমৎকার। আমি তোমাদের আছি থাকবো তোমরা শিশু সংক্রান্ত যে কোন ব্যাপারে আমাকে জানাবে আমি তোমাদের সহযোগিতা করবো।

এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: রশিদুল মান্নাফ কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি জনাব মো: ফারুক হোসেন সিনিয়র ম্যানেজার সেভ দ্য চিলড্রেন এছাড়াও এনসিটিএফ সদস্য সহ শিশুদের জন্য কর্মসূচি সেভ দ্য চিলড্রেন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন

অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার ও  এনসিটিএফ

মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ১৪৩৮ হিজরী উপলক্ষ্যে ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল এর আয়োজন করে। উক্ত মাহফিলে মোনাজাত করেন জেলা প্রশাসক মসজিদ এর খতিব। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার নজরুল ইসলাম মুহিব, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম ও  রোমানা আক্তার চৌধুরী। এছাড়াও উক্ত সভায় এনসিটিএফ মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দীন স্কুল এন্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর এনসিটিএফ  স্কুল কমিটি সদস্যবৃন্দ ।
img_2227 img_2239

ডিসেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন

অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের  মৌলভীবাজার শিশু একাডেমী তে অনুষঠীত হয়।
মাসিক সভায় দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন, শিক্ষাসফর , সদস্য সংগ্রহ, “শিশু দর্পণ” পত্রিকা প্রকাশনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের মাননীয় সচিব কামাল আহমেদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপরাজিতা দে, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম ও রোমানা আক্তার চৌধুরী। এছাড়াও উক্ত সভায় এনসিটিএফ মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দীন স্কুল এন্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর এনসিটিএফ স্কুল কমিটি সদস্যবৃন্দ ।
আলোচনা শেষ হওয়ার পর সভাপতি তারেক আজিজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।img_2182

অক্টোবর মাসের মাসিক সভা সম্পন্ন

আসহাব লাবিব
যুগ্ম সাধারণ সম্পাদক

২৮ শে অক্টোবর ২০১৬ সেশনে এন.সি.টি.এফ.-সুনামগঞ্জ কর্তৃক মাসিক সভার আয়োজন করা হয়। মো:মোমেন তালুকদারের সভাপতিত্তে সভাটি শুরু হয়।সভাটিতে এন.সি.টি.এফ.এর পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবারের ন্যায় এবারও এন.সি.টি.এফ.-সুনামগঞ্জ প্রকাশ করতে যাচ্ছে শিশু পত্রিকাসুরমা পাড়ের শিশুডিসেম্ভর সংখ্যা।উক্ত মিটিং সকলের সিদ্ধান্ত অনুযায়ী শিশু সাংবাদিক কামরুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সকল সদস্যদেরকে তাদের স্বরচিত কবিতা,ছড়া,গল্প,প্রবন্ধ, ফিচার ইত্যাদি জেলা শিশু একাডেমীতে জমা দেওয়ার জন্য অনুরুধ করা হয়। আর কোন আলোচ্য বিষয় না থাকায় পূর্ববর্তী কার্জক্রমের পূনরালোচনা করে সভাপতি মোঃমোমেন তালুকদার সবাইকে শুভেচ্ছা জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।14590491_699854583503472_54134116945973380_n

অনুষ্ঠিত হলো বাগেরহাট এনসিটিএফ এর শিশু সংলাপ

স্কুলের সামনে স্পিডব্রেকার,ঋতুকালীন সময়ে মেয়েরা স্কুলে কোন সুযোগ সুবিধা পাবে কিনা? অনেক স্কুলে লাইব্রেরী থাকলেও তা তালাবদ্ধ থাকে, ল্যবরেটরি থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমান সরঞ্জাম থাকে না। স্কুলের সামনে অস্বাভাবিক হারে হর্ণ বাজানো। প্রতিবন্ধি শিশুরা যাতে সাধারণ শিশুদের সাথে এক সাথে বসে স্কুল এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারে, এ সব বিষয় নিয়ে ১৮ ডিসেম্বর ২০১৬ এনসিটিএফ বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশাসন ও শিশুসমাজ এর সাথে  মুখোমুখি সংলাপ। বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব আকরাম হোসেন-প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় বাগেরহাট, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আসাদুর রহমান, সাংবাদিক-আজমল হোসেন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকমন্ডলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শাফিকুর রহমান এলিন-সভাপতি বাগেরহাট জেলা এনসিটিএফ বাগেরহাট। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেভ দ্য চিলড্রেনের মৃদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা তাদের বর্তমান সমস্যাগুলি অতিথিদের সামনে তুলে ধরে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের সমস্যাগুলি ধৈর্যসহকারে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধানের আশ্বাসদেন। অবশিষ্ঠ সমস্যাগুলি উর্ধতন পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্তকরেন। এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ সভাপতি সাধারণ সম্পাদককে জেলা উন্নয়ন ও সমন্নয় কমিটি এবং জেলা আইন শৃংখলা কমিটির সভায় সদস্য করার আশ্বাস প্রদান করেন। আলোচনার এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ এর কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এনসিটিএফ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের সাধারণ সদস্যসহ অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে।

এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার শিশু সাংবাদিকতা এবং আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ও ১৩ ডিসেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ কর্তৃক আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা সম্পর্কিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ক্যামেলিয়া আফসানা। কর্মশালায় ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম মিদুল, সেন্টার ইউথ ভলেন্টিয়ার (CYV) সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা, শিশু অধিকার, সংবাদ, সাংবাদিকতা, নিউজলেটার প্রকাশনা, সংবাদ লেখার কৌশল এবং এনসিটিএফ এর আইসিটির ক্ষেত্র সমূহ ও  শিশু সাংবাদিকতার নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।

কুড়িগ্রাম এনসিটিএফ এর বাল্য বিবাহ প্রতিরোধ ও জেলা শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা

০৮ ডিসেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কার্য-নির্বাহী কমিটির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ও জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও Stop Child Marriage Project এর সহকারী প্রকল্প পরিচালক জনাব আব্দুল ওয়ারেছ আনসারী এনসিটিএফ সদস্যদের সাথে আলোচনা করেন। তিনি বলেন,“বাল্য বিবাহ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় একটি পাইলট প্রকল্প গ্রহন করা হয়েছে। যার মাধ্যমে বিবাহ নিরোধকল্পে বর-কনের জন্ম ও বয়স সংক্রান্ত অথেনিটিকেট তথ্য ব্যবহারে রেজিস্ট্রারগণকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবে। *১৬১০০# ডায়াল করে বা ১৬১০০ তে এসএমএস করে বর-কনের বয়স যাচাই করতে হবে এবং তারপর কাজীগণ বিয়ে রেজিস্টার করতে পারবেন। তিনি আরো বলেন ,কোথাও বাল্য বিয়ে বা কোনো প্রকার অনিয়ম ঘটলে আমাকে জানাতে পারেন অথবা ১৬১০০ তে ফোন করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।”শিশু অধিকার বাস্তবায়নে এনসিটিএফ এর সহায়ক ভূমিকা এবং শিশুদের পাশে নিয়ে কাজ করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী, সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারন সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, শিশু গবেষক লুবনা আফসারী, স্কুল কমিটির সদস্য সাদমান সালামুন,জেলা ভলান্টিয়ার মোফছেনা সুলতানা, ফারজানা ইয়াসমিন মৌসুমি প্রমুখ।