নরসিংদী এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ০৭-১১-২০১৬ ইং অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা। এনসিটিএফ সভাপতি মোঃমোবারক হোসাইনের সভাপতিত্বে সভায় দুইজন ভলান্টিয়ার সহ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও অংশগ্রণ করে। এই দিন এনসিটিএফ নামে চাবির রিং এনসিটিএফ সদস্যদের হাতে তুলে দেন বি এস এ কর্মকর্তা খলিলুর রহমান খান সজিব।
এ ছাড়াও গত মাসের নতুন যে ৫০০ সদস্য সংগ্রহ করা হয়েছে তাদের নাম সদস্য রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা হয়। সভায় জানুয়ারী মাসে প্রকাশিত শিশু জমিন নিউজ লেটারের জন্য সদস্যদের সংবাদ সংগ্রহের জন্য বলা হয়। তা ছাড়াও আগামী জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে বিভিন্ন উপজেলায় গিয়ে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সব শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

৩ নভেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিক সভা সম্পন্ন হয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশান এর উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় শিশু গবেষক মাহিয়া চৌধুরি, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব সহ বাকি সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

The monthly meeting of NCTF Brahmanbaria was held in November

 The monthly meeting of NCTF Brahmanbaria was held on Thursday, November, 2016. Safayet Jamil Naosana, the district NCTF president of Brahmanbaria was present in the meeting. The meeting held a discussion regarding visit to hospita. All executive committee member was present in the meeting. Mahiya Choudhary, Child Researchers & Afnan Alam, child Journalist were present in the meeting.

শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এনসিটিএফ রংপুর এর র‍্যালী

গত ১০ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলার শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে র ্যালী আয়োজন করে। র‍্যালীটি সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয় থেকে শুরু হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে পুনরায় বাংলাদেশ শিশু একাডেমীতে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর  সহযোগিতায় আয়োজিত এই র‍্যালীটিতে এনসিটিএফ রংপুরের কার্যনির্বাহী কমিটি, সাধারন সদস্যসহ সর্বস্তরের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় শিশুদের সাথে র‍্যালীটিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইমরান আলী মিঞা, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর, জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ এবং সিওয়াইভি যোগদান করেন।

তামাক শিল্পে অবৈধভাবে শিশু নিয়োগ বন্ধ সহ ১০ দাবীতে এনসিটিএফ রংপুর এর সংবাদ সম্মেলন

গত ১০ নভেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার লোকাল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে এনসিটিএফ এর প্রেক্ষাপট এবং এনসিটিএফ এর রংপুর এর বর্তমান কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন কাঙ্খিতা রয়, সহ-সভাপতি, এনসিটিএফ রংপুর। এরপর গত তিন মাসে জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশমালা তুলে ধরেন আবিদ আল মারুফ, সভাপতি, এনসিটিএফ রংপুর। জেলার শিশু গবেষনার মাধ্যমে গত তিনমাসের প্রতিবেদনে উঠে আসে বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু মৃত্যু, শিশু শ্রমসহ বিভিন্ন তথ্যর পরিসংখ্যান। প্রাপ্ত প্রতিবেদনের উপর এবং জেলার শিশু অধিকারের উপর গুরুত্ব দিয়ে এনসিটিএফ ১০ টি দাবী উপস্থাপন করে। জেলায় শিশুদের জন্য পযাপ্ত বিনোদন ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে এবং সকল শিশুর জন্য সপ্তাহে একদিন বিনামূল্য চিড়িয়াখানা এবং শিশু পার্কে প্রবেশ, জেলার শিশু মামলাগুলো দ্রুত নিষ্পত্তী, মাদক থেকে শিশুদের রক্ষা, পথশিশু এবং ভিক্ষুক শিশুদের পুনর্বাসন, তামাক শিল্পে শিশুদের অবৈধ নিয়োগ বন্ধ সহ ১০টি দাবী রাখা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এনসিটিএফ এর কার্যক্রমগুলোকে স্বাগত জানিয়ে সাংবাদিকগণের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানায় অনেকেই। দৈনিক বায়ান্নর আলো এর স্টাফ রিপোটার রেজাউল করিম জীবন বলেন, এনসিটিএফ বাল্য বিবাহ রোধে তার ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রমে তার পত্রিকা সাথে থাকবে। বাংলাদেশ বেতার রংপুর এর স্টাফ রিপোটার সিদ্দিকুর রহমান বলেন, রংপুরের পার্কের বিষয়ে এনসিটিএফ এর দাবী যুক্তিগত। এই বিষয়ে যথাযথ কৃর্তপক্ষের নজর দেওয়া উচিত। তবে জেলা প্রশাসনের এই ব্যাপারে কার্যত কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দৈনিক নিউ ন্যাশন এর স্টাফ রিপোটার রবিউল ইসলাম বাবলু বলেন, রংপুরে শিশুদের জন্য চলাচল এখন অনেক কষ্টকর হয়ে পড়েছে আটোরিক্সার জন্য। এই বিষয়ে প্রশাসনের নিকট একটি দাবী রাখলে ভাল হয়। দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোটার আসাদ্দুজামান আফজাল বলেন, এনসিটিএফ চলমান কার্যক্রমগুলোকে সবার কাছে পৌছে দিতে তার পত্রিকা সবসময় পাশে থাকবে। সংবাদ সম্মেলনের শেষে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ ইমরান আলী মিঞা, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর। তিনি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এনসিটিএফ এবং সকল শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন।

শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু অধিকার রক্ষায় নওগাঁয় এনসিটিএফ এর র‌্যালী

মো:নূরূন্নবী রাসেল: “শিশু যদি পায় তার মান তবেই বাড়বে শিশুর সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সারাদেশে শিশু নির্যাতন রোধ এবং শিশু অধিকার সুরক্ষায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ শিশু একাডেমি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর আয়োজনে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর শরিফুল ইসলাম খান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, এনসিটিএফ এর উপদেস্টা রফিকুদ্দৌলা রাব্বি, জেলা শিশু কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর হাসপাতাল এর ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার গোলাম মহিউদ্দিন মাহিন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ প্রতিনিধি নূসরাত জাহান বৃষ্টি, বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাব সহ-সভাপতি শাকিল আহমেদ প্রমুখ। সভায় বক্তারা শিশুদের উপর সকল ধরনের নির্যাতন অবিলম্বে বন্ধকরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার জোর দাবি জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান আলম, এনসিটিএফ এর সভাপতি আমির তাহেরি উদয়, সাধারণ সম্পাদক নাসিবুল হাসান, বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাব এর সভাপতি মোমিত খান সহ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
র‌্যালীতে মরছুলা বালিকা বিদ্যালয়, পিএম বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল বালিকা বিদ্যালয়, জনকল্যান বিদ্যালয়, চক-এনায়েত বিদ্যালয় সহ নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ও জেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আমঝুপি ইউনিয়নে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত

শিশু শ্রম , বাল্যবিবাহ , ইভটিজিং  সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর  সদর উপজেলার  আমঝুপি  ইউনিয়ন এর সঙ্গে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক  গণশুনানির আয়োজন করে মেহেরপুর  আমঝুপি  ইউনিয়ন  এনসিটিএফ ।

গত ৮  নভেম্বর ২০১৬ মেহেরপুর  আমঝুপি  ইউনিয়ন  পরিষদ  ও এন সিটি এফ এর উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আমঝুপি  ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে  অনুষ্ঠিত হয়ে গেল সুনিদিরিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক  গণশুনানি। উক্ত শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু । উপস্থিত ছিলেন  আমঝুপি  ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ আক্তার হোসেন, মোঃ ডাবলু মিয়া, মোঃ কাশেম ,মোঃ আলেক চাঁদ সহ আরও অনেকে , এছাড়া আরও সেখানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর  ডেপুটি ম্যানেজার জনাব আবু তাহের , সিনিয়র অফিসার হাসান সিদ্দিকি মিলন, সিসিজি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি  সহ আরও অনেকে।

 উক্ত শুনানিতে এনসিটি এফ সদস্যগণ বিভিন্ন বিষয় ( যেমনঃ  কখন ,কোথায় ,কিভাবে ইভটিজিং করা হয় , ক্লাসে মোবাইল ফোন ব্যবহার , বিদ্যালয়ে  শিক্ষক সল্পতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ,  কমিউনিটি ক্লিনিকে সময়মত  চিকিৎসা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোদে স্ট্যান্ডিং কমিটিতে এনসিটিএফ কে অন্তর্ভুক্তি , দরিদ্র শিশুদের তালিকাভুক্তি, শিশুদের মাদক দ্রব্য গ্রহণ প্রতিরোদে পদক্ষেপ গ্রহণ, এস এস সি পরীক্ষার ব্যবহারিক খাতা সাক্ষরে অতিরিক্ত ফি আদায়, শিশুদের বিদ্যালয়ে  খেলাধুলার সুযোগ – সুবিধা সৃষ্টি  সহ বিভিন্ন বিষয়ের জন্য সুপারিশ করা হয়)। এ সময় আমঝুপি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু  এনসিটি এফ এর আলোচিত বিষয় গুলোর একত্ব ঘোষনা করেন। ইভটিজিং প্রতিরোদে হটলাইন চালুতে  ( ০১৭৩০১৬৫৪৮৮) তার নাম্বার প্রদান করেন , স্কুলে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা , বিদ্যালয়ে  শিশুদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের আশ্বাস সহ  সকল বিষয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পাশাপাশি এনসিটি এফ কে সকল কাজে সহযগিতার কথা ঘোষণা করেন।

গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),গাইবান্ধা এর আয়োজনে মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক,গাইবান্ধা মো. আব্দুস সামাদ। বিশেষ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. শফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মোমিন খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার খাইরুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন, শিক্ষক, কাজী, অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো: আশিকুর রহমান শাওন।
সংলাপ অনুষ্ঠানে শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকগণের নিকট শিশুর শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পরিবেশ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। এ সময় দায়িত্ব বাহকেরা শিশুদের কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিশুদের আশ্বস্ত করেন।
সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করে।

এনসিটিএফ সাতক্ষীরা জেলার পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার পাবলিক একাউন্টিবিলিটি সেশন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক এএনএম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্লান ইন্টারন্যাশনাল এর ম্যানেজার (অপারেশন সেকশন) ফারুক আলম খান, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর জ্যোন্সা আরা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক আমিনুর রশীদ, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, এনসিটিএফের আরিফুর রহমান জেমসসহ এনসিটিএফ জেলা শাখার শিক্ষার্থীরা।

এনসিটিএফ রাজশাহীর আয়োজনে র‌্যালী অনুষ্ঠিত

জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ রাজশাহী জেলা এনসিটিএফ এর আয়োজনে গত ৩০শে অক্টোবর র‌্যালী অনুষ্ঠিত হয়। এনসিটিএফ রাজশাহীর ১১জন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের নেতৃত্বে র‌্যালীটিতে ১০০জন শিশু অংশ নেয়। র‌্যালীটি বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী থেকে বের হয়ে শহরের বড় বড় সড়ক পরিভ্রমণ করে শিশু একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী শিশুদের মতে, তারা তাদের অধিকার সঠিকভাবে পেতে চায়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন হওয়ার দাবি তাদের।

শিশু অধিকার সম্পর্কে সচেতনতার লক্ষে এনসিটিএফ ফরিদপুর এর র‍্যালী

০৮-১১-২০১৬ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এনসিটিএফ ফরিদপুর বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর সহযোগীতায় শিশু অধিকার লঙ্ঘন শীর্ষক সমস্যা সম্পকিত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায়   বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর জেলা সংগঠক জনাব আজিজুল হক্, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহন করেন। এছারাও বিভিন্ন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে প্রেসক্লাব এর সামনে দিয়ে জনতা চত্তর ঘুরে আবার শিশু একাডেমী এসে সমাপ্ত হয়।