নীলফামারীর শিশু অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব: গত ১৪ই জানুয়ারি ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলায় আয়োজনে  অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য।  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, দৈনিক নীলদর্পন, বৈশাখী টিভি সহ আঞ্চলিক কিছু সংবাদপত্রের এবং ওয়েব পোর্টালের সাংবাদিক সমূহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি জোটের আহবায়ক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকরতা ।
সম্মেলনের শুরুতেই প্রেস নোট উপস্থাপন করেন জেলা এনসিটিএফ এর সভাপতি মোজাহিদুল হাসান। তারপর প্রশ্ন উত্তর পর্বে, এনসিটিএফ জেলা কমিটির সদস্যগন তাদের কাজের অভিজ্ঞতা, বাধা বিপত্তির কথা এবং সফলতার কথা তুলে ধরেন ।
সাংবাদিকগন আমাদের কথাগুলো সকলের সামনে তুলে ধরার আশ্বাস দেন।  শেষে, জেলা এনসিটিএফ এর সাংগাঠনিক সম্পাদক রাবেয়া খানম মিস্টি’র শুভেচ্ছা বক্তব্য দ্বারা অনুসঠানের সমাপ্তি হয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর আনন্দ ভ্রমণ

বিজন ঘোষঃ ০৮ জানুয়ারি শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের নব-নির্বাচিত কমিটির সদস্যরা আনন্দ ভ্রমণে যায়।চাঁপাইনবাবগঞ্জ এর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃশফিকুল আলম এর উদ্যোগে  এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

আনন্দ ভ্রমণের কিছু মুহুর্ত

আনন্দ ভ্রমণের কিছু মুহুর্ত

একঘেয়েমিতা দূর করে নতুন উদ্যমে নতুন বছর শুরু করার জন্যে চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমীর সহযোগিতায় এ আনন্দ ভ্রমণের স্থান  ছিলো চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় হর্টিকালচার। গাছপালা ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে এনসিটিএফের জেলা কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ার আনন্দে মেতে উঠে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.আর.পি রাসেল আহমেদ,রাজশাহী এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সহ আরো অনেকে। খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমপেশ খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বিকাল চারটায় এ আনন্দভ্রমণের সমাপ্তি ঘটে।।

এনসিটিএফ জয়পুরহাটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

তাপস খানঃ৭ জানুয়ারী এনসিটিএফ কমিটির সদস্যদের নিয়ে জয়পুরহাট শিশু একাডেমীতে জেলা সংগঠক উমা রাণী দাসের উপস্থিতিতে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভা চলছে

বার্ষিক সাধারণ সভা চলছে

সভার প্রথমে সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব বিগত ২০১৪-১৫ সালের কর্মপরিকল্পনা এবং পরিকল্পনার বাহিরে যে সকল কাজ করা হয়েছে সেগুলো উপস্থিত সবার মাঝে তুলে ধরে। এরপরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের জন্য তৈরীকৃত কর্মপরিকল্পনা সবার মাঝে পরে শোনানো হয় এবং কোন কাজের জন্য কি পদ্ধতি এবং কার সাহায্য নিলে কাজটি করা যাবে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়। ২ ঘন্টা বাপি চলমান অনুষ্ঠানে সবাই সবার নিজস্ব মতবাদ ব্যাক্ত করেন।

পরে জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করার লক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলার সভাপিত রাজা চৌধুরী ও দৈনিক জনকণ্ঠ জয়পুরহাট জেলার নিজস্ব সংবাদদাতা তপন কুমার খাঁ। সদস্য হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব।

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

পোলিং এজেন্ট ছিলেন সাবেক দুই সভাপতি আল আমীন হিরা ও ইশতিয়াক আহমেদ। সার্বিক সহযোগীতা করেন জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ ও বৃষ্টি দাস। ভোটের শুরুতেই ভোটার লিষ্ট অনুযায়ী এক এক জন ব্যালট পেপার সংগ্রহ করে অন্য একটি ঘরে গিয়ে তার নিজস্ব ভোট প্রদান করে ব্যালট বক্স এ জমা দেয়। দীর্ঘ এক ঘন্টা ব্যাপি চলে ভোট গ্রহন অনুষ্ঠান। জেলা সংগঠক উমা রানী দাসের উপস্থিতিতে ভোট গ্রহন ও গননা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়।

 

এনসিটিএফ নওগাঁর নির্বাচন অনুষ্ঠিত

মোঃ শরিফ সিকাদর শাহিনঃ ৬ জানুয়ারি বুধবার এনসিটিএফ নওগাঁ জেলার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় চারশত শিশু ভোটার এই নির্বাচনে ভোট দেয়।ভোট গ্রহণ চলে  সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পযর্ন্ত ।

1933929_1312347888852757_591233952012015278_n

উৎসব মুখর পরিবেশে ভোটারদের লম্বা লাইনের একাংশ

ধীরে ধীরে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা।সুন্দর ও সাড়িবদ্ধ ভাবে সকল ভোটারগণ তাদের ভোট প্রদান করে।সকাল থেকেই চলে পরির্দশকদের পরির্দশন।সূর্য়ের তেজের সাথে সাথে শিশু একাডেমীর পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর।ভোটারদের সক্রিয় ভোট প্রদানের মধ্য দিয়ে এনসিটিএফ নওগাঁ একটি সুন্দর ও কার্যকরী কমিটি উপহার পায়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মিদুল হাসান, মুনিরা সুলতানা স্মরনী ও শামিম হোসেন।রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব্পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। আর নির্বাচনের অতিথি হিসেবে ছিলেন সম্মানিত উপদেষ্টা রফিকুদ্দৌলা রাব্বি ও মোঃ কায়েস উদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য আনিকা বুশরা, আল-মামুন রূপস, রাকা, ও মুরাদ হোসেন এবং নওগাঁ জেলার ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত খান তুলি।

12494950_1312347768852769_3179121876215067712_n

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ নওগাঁর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১। সভাপতি–আমির তাহেরী উদয়
২। সহ-সভাপতি–মোছাঃ আওশানা আশা
৩। সাধারণ সম্পাদক–একেএম নাসিবুল হাসান
৪। যুম্ম সাধারণ সম্পাদক–প্রিয়া
৫। সাংগঠনিক সম্পাদক–মোঃ ওয়ালিউল আলভী
৬। শিশু সাংবাদিক (ছেলে)–প্রশান্ত কুমার সান্যাল
৭। শিশু সাংবাদিক (মেয়ে)–উম্মে হাবিবা প্রিয়তা
৮। শিশু গবেষক (ছেলে)–মোঃ আকাশ সরদার
৯। শিশু গবেষক (মেয়ে)–নাহিদা বকুল
১০। শিশু সংসদ সদস্য (ছেলে)–মোঃ পলাশ হোসেন
১১। শিশু সংসদ সদস্য (মেয়ে)–কারিশমা আক্তার কথা

ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

ফুয়াদ হাসান: গত ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলানায়তনে প্রায় তিন শতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ(প্রা.) হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ।

শিশু সাংবদিক মাকসুদা চৌধুরী পলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার এইচ. এম. মুতাচ্ছিম সীমান্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন এনসিটিএফ এর শিশুরা এই বয়সেই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো উন্নত দেশে পরিণত করবে।

এসময় অন্যান্যদের মধ্যে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কমিটির নতুন এবং পুরাতন সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর প্রেস কনফারেন্স

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে এনসিটিএফ ‪‎চাঁপাইনবাবগঞ্জ ‬এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রেস কনফারেন্স’।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃশফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃশাহ আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ মোশফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; ডঃমাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দৃষ্টি,দৈনিক বাংলাদেশ প্রতিদিন,চ্যানেল আই,মাছরাঙা টেলিভিশন,যমুনা টেলিভিশন-এর প্রতিনিধিগণ। অনুষ্ঠানের প্রথমে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সানজিদা আলম শাওন এনসিটিএফ-এর প্রেক্ষাপট ও কাজের বর্ণনা দিয়ে তাঁর স্বাগত বক্তব্য পেশ করেন। তারপর নবনির্বাচিত কমিটির সভাপতি বিজন ঘোষ প্রেস কনফারেন্স’-এর ‘প্রেস নোট’ সকলের সামনে উপস্থাপন করেন এবং তাঁদের কর্মসূচি ও শিশু অধিকার নিয়ে এনসিটিএফ  যেন ভালোভাবে কাজ করতে পারে সেজন্য সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করেন। পরে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান উপদেশ ও পরামর্শ দান করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচন অনুষ্ঠিত

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি  শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা;মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ এবং মোঃ মোসফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা,মুক্ত মহাদল,চাঁপাইনবাবগঞ্জ।

42a2e8f0-1826-45b1-909a-87ec80fde171

ভোট গণনা চলছে।

এছাড়াও সহযোগীতা করেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর জেলা ভলান্টিয়ার কুমারজিৎ ঘোষ জয় ও নিবেদিতা ঘোষ পূজা । শান্তিপূর্ণ,উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। মোট ১১টি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে প্রতিটি পদে তাঁদের পছন্দমত প্রার্থীকে ভোট দেয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১. সভাপতি: বিজন ঘোষ
২. সহ-সভাপতি: ফারিয়া পারভিন
৩. সাধারণ সম্পাদক: সানজিদা আলম শাওন
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদি হাসান
৫. সাংগঠনিক সম্পাদকঃ ইমতিয়াজ আহমেদ
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে): আক্তারুল ইসলাম সনি
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): মেরাজুন নেশা
৮. শিশু গবেষক (ছেলে): মাহমুদুল হাসান
৯. শিশু গবেষক (মেয়ে): শারমিন খাতুন
১০. শিশু সাংবাদিক (ছেলে): রাফিউল হাসান
১১. শিশু সাংবাদিক (মেয়ে): সুমি আক্তার শিফা

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মেহদী হাসান শাহরিয়ার

হিম হিম শীতে মিষ্টি রোদ শেষে পডন্ত বিকেলে এন সি টি এফ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগীতায় ১৫ই ডিসেম্বার ২০১৫ মঙ্গলবার এন সি টি এফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া,হাজী নজির আহম্মদ কলেজ এর লেকচারার সীমা নাথ,ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত নাথ।এছাডাও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দ্বারা,ফেনী সরকারী কলেজ এর সমাজ কল্যাণ বিভাগের স্নাতক ও স্নাতকত্তর শেষ বর্ষের শিক্ষার্থীরা এবং এন সি টি এফ এর জেলা কমিটি ও সকল সাধারণ সদস্যরা । উপস্থাপনায় ছিল এন সি টি এফ ফেনী জেলা এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্থাফিজুর রহমান ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয় ।অবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাহিদা বকুল, শিশু সংবাদিক, নওগাঁঃ ২৩ ডিসেম্বর  সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ কার্যালয়ে এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, রফিকুদ্দৌলা রাব্বি, কায়েস উদ্দিন, উত্তম সরকার ও অধ্যক্ষ শরিফুল রহমান, এনজিও এর প্রতিনিধি এসএম ইদ্রিস আলী, সাবেক সভাপতি আনিকা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন রূপস। আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সিওয়াইভি নুসরাত জাহান বৃষ্টি, ওয়াইভি মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত তুলি।এছাড়াও বিভিন্ন স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এনসিটিএফ নওগাঁর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IMG_4520

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধ্যক্ষ শরিফুল রহমান ভাজপত্র প্রকাশের জন্য অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ও বাল্যবিবাহ রোধে প্রয়োজনে শিশুদেরকে বিনামূলে পাঠদান এবং শিক্ষার উপকরণ প্রদান করবেন এবং  সার্বিক সহযোগীতা ও সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।

Press conference to raise awareness

On 22 December 2015 National Children’s Task Force Mymensingh organized a press conference and rally to increase awareness about child rights. In the conference they (NCTF) discussed and highlighted  child rights situation and NCTF led initiatives.


 

ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসান : গত ২২ ডিসেম্বর ” শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন ” এর আয়োজন করে এনসিটিএফ ময়মসিংহ জেলা ।গতকাল জেলা এনসিটিএফ সভাপতি শামস আল জাফির এর নেতৃত্বে সকাল ১০:৩০ ঘটিকায় র‌্যালীটি বাংলাদেশ শিশু একাডমীর ময়মনসিংহ শাখা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরির্দশন করে আবার শিশু একাডেমীতে ফিরে আসে । এ সময় এনসিটিএফ ময়মনসিংহ জেলার স্কুল কমটিরি সদস্যরা রালীতে অংশ গ্রহন করে । শিশুসাথে র ্যালিতে অংশ গ্রহন করে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ,ফরিদ ইয়াসমিন এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার  শামীম আহমেদ । সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ ময়মনসিংহ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ।

এর পরে শিশু একাডেমী কার্যালয়ে ফিরে এসে সংবাদ সম্মেলন করা হয় ।সংবাদ সম্মেলন শুরু করেন জেলা সভাপতি শামস আল জাফির । সংবাদ সম্মেলন এ সাংবাদিকদের বিভিন্ন প্র্রশ্নের উত্তর দেন কার্যনির্বাহী কমিটির সদস্যগন।   সম্মেলনে ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর কাজ গুলো তুলে ধরা হয় । নতুন সদস্যদের এনসিটিএফ বিষয়ে ধারনা দেয়া হয় এবং শিশু অধিকার পরিস্থিতি সর্ম্পকে আলোচনা করা হয় ।