”শিশু বান্ধব দেশ গড়বে এনসিটিএফ”

শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভ’মিকা শীর্ষক তথ্য ও মত বিনিময়কর্মশালা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক-২০১৫ এ অংশ নেয় মেহেরপুর এনসিটিএফ সদস্যরা।অনুষ্ঠানে সিসিজি কমিটির বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে যেমন, শিশুর শিক্ষা,স্বাথ্য ও সুরক্ষার গুণগত মান নিশ্চিত কারা অন্যতম। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মেহেরপুর জেরার বুড়িপোতা ইউনিয়নকে শিশু বান্ধব,মাদকমুক্ত এবং বাল্য-বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ে তোলা যায় কিভাবে সে বিসয়ে মত বিনিময়কর্মশালা।
উক্ত অনুষ্ঠানে তাৎক্ষনিকভাবে কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যেমন, (১) ঝরে পড়া ও অনিয়মিত শিশুদের স্কুলে ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানো। (২)স্বাস্থ্যসম্মত সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। (৩) শিক্ষা,স্বাস্থ্য,শিশুর পুষ্টি ও শুরক্ষা বিষয়ক সমাবেশ করা। (৪) প্রাক-প্রথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা। (৫) শিশদের জন্য বিভিন্ন উৎসবের এবং শিশু বিবাহ প্রতিরোধে সহায়তা করা।(৬) আর্সেনিক মুক্ত পানি এবং কমিউনিটি ক্লিনিক ও স্কুলগুলো নিয়মিত মনিটরিং নিশ্চিত করা উল্যেখযোগ্য।

অনুষ্ঠানে অথিতিরা বলেন ”সেভ দ্য চিল্ড্রেন এবং সিসিজি এর পাশা-পাশি শিশুদের উন্নয়নের লক্ষে এনসিটিএফ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ইতিমধ্যে এনসিটিএফ বুড়িপোতা ইউনিয়নের শিশুদের অনেক উন্নতির পথে নিয়ে গিয়েছে এবং আমাদের মনে হয় তারা উন্নতির শিখরে এবং এনসিটিএফ এভাবে কাজ করতে থাকলে তারাই একদিন বাংলাদেশকে শিশু-বান্ধব দেশ হিসাবে গোড়ে তুলতে সক্ষম হবে আমাদের বিশ্বাস” উলেক্ষ্য অনুষ্ঠানে উপস্থাপকের দায়ীত্ব পালন করেন, বুড়িপোতা এনসিটিএফ এর সহ-সভাপতি ’স্বপ্না’ প্রধান অথিতি হিসাবে ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ’আব্দুর রউফ’ সভাপতির দায়ীত্ব পালন করেন ’মুজিবুর রহমান, বিশেষ অথিতি হিসাবে ছিলেন, আফরোজা আক্তার বানু, জনাব মোঃ মনির হোসেন (সিনিয়র অফিসার সেভ দ্য চিল্ড্রেন) এনসিটিএফ এর আরও উপস্থিত ছিলেন সভাপতি, হাসান মাহমুদ,শিশু গোবেষক, উশীয়া,শিশু সাংবাদিক সাব্বির হায়াত এবং উপজেলা ভলিন্টার মানাœফ মান্ন্।া অনুষ্ঠানে অথিতি এবং উপস্থিত সকলের সামনে এনসিটিএফ সম্পর্কে সংক্ষিপ্ত বকÍব্য রাখেন সভাপতি হাসান মাহমুদ। সার্বিক সহযোগিতা করেন সেভ দ্য চিল্ড্রেন।

মানুষ গড়ার কারিগর এনসিটিএফ

হাসান মাহমুদঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০/১০/২০১৫ তারখি সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং এনসিটিএফ এর সাথে শিশুদের বর্তমান পরিস্থিতি বিষয়ক গণ-শুনানি। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন কমিটির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলফাজ উদ্দীন চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক সহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এনসিটিএফ সদস্যরা রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন প্রাপ্ত তথ্য তুলে ধরেন এর মধ্যে গুরুত্পূর্ণ হল বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাস রুম সংকট,কোচিং?প্রাইভেট বানিজ্য,স্কুলে ব্যবহার উপযোগি টয়লেট না থাকা, বিভিন্ন স্কুলে ল্যাব সুবিধা অভাব, চারটি গ্রামে গত জানুয়ারী থেকে সেপ্টেবর ২০১৫ পর্যন্ত ৪০ শিশু বিবাহের তথ্য তুলে ধরেন। অনষ্ঠানরে প্রধান অতথিি চয়োরম্যান জনাব মোঃ আলফাজ উদ্দীন বলেন আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহন করব,শুধু তাই নয় আজ হতে আর কোন শিশকে জন্ম সনদে বয়স বাড়িয়ে দেওয়া হবে না|
বাবা মাকে নিয়ে সমাবেশ করার উদ্যেগ গ্রহন করব। এবং এনসিটিএফ শিশুরা যাতে মিটিং করতে করার জন্য পরিষদ এর একটি কক্ষ বরাদ্দ দিলাম আমরা রেজুলেশন পাশ করে দেব| এনসিটিএফ শিশুরা যে কোন অনুষ্ঠান করে আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ছবি ও খবর দিতে পারো আমরা আমাদের ওয়েব সাইডে দিব। যে কোন কাজে আমাদরে সাহায্য চাইলে আমরা করব।
এনসিটিএকে অনেক অনেক ধন্যবাদ তারা এত সুন্দর করে কথা বলতে পারে , আমি ভাবতে পারিনি রায়পুরের শিশুরা এভাবে অধিকারে বড়দেও সাথে আলোচনা করতে পারবে।আমরা বলতে পারি এনসিটিএফ মানুষ গড়ার কারিগর।
এনসিটিএফ এর আয়োজনে সেভ দ্য চিলড্রেন ও পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি সহযোগীতায় উক্ত গণ-শুনানিতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শহিদুল ইসলাম শান্ত উপজেলা ভলান্টিয়ার সাদিয়া পারভীন মুক্তা এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দক্তা জনাব মোঃ মাহবুবুল হাসান প্রমুখ্য।

ময়মনসিংহে শেখ রাসেল এর ৫১ তম জন্মবার্ষিকী-২০১৫ উদযাপিত

মেহেদী হাসান :   ময়মনসিংহে জাতির  পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে । শেখ রাসেল এর জন্ম দিবস উদযাপন উপলক্ষে আজ বিকাল ৪ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে-বাংলাদেশ শিশু একাডেমী,ময়মনসিংহ এর আয়োজনে আলোচনা সভা ,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট জনাব: ফোজিয়া নাজনিন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: ফরিদা ইয়ামিন এবং  বিশেষ অতিথি হিসেবে উপষ্ঠিত ছিলেন এনসিটিএফ ময়মনসিংহ এর সভাপতি মোঃ সামস্ আল জাফির ,এনসিটিএফ ময়মনসিংহ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান  সহ আরও অনেক সদস্য ।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উদযাপনে এনসিটিএফ নোয়াখালী.

NCTF Nokahali 002

আবদুল্লাহ আল মুহাইমিনঃ আজ ১৭অক্টবার২০১৫  অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ । প্রথম বারের মত নোয়াখালীতে ন্যশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্দ্যেগে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিশু বিষক কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন ‘আজকের শিশু আগামি দিনের ভবিষৎ তাই আজ থেকেই শিশুদের গড়ে তুলতে হবে প্রকৃত মানুষ হিসেবে, না হলে আগামিতে আমাদের ভবিষ্যত প্রজন্ম দেশের হাল ধরতে পারবে না আর যার বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতি সহ সর্বক্ষেত্রে’।

NCTF Nokahali 001

ভিন্নধর্মী অনুষ্ঠনের অংশ হিসেবে ছিল সুবিধা বঞ্চিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান,ব্যাং লাফ, চকলেট লাফ, বালিশ খেলা। খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয় ডিষ্ট্রিক ভলানটিয়ার ও শিশু বিষয়ক কর্মকর্তা। বাকিদের হাতে সান্ত্বনা পুরষ্কার তুলে দেয় এনসিটিএফ সদস্যরা। পরে শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করে ও তাদের চাওয়া-পাওয়া অপূর্ণতা নিয়ে কথা জানতে চায় এনসিটিএফ নোয়াখালী কমিটির সদস্যরা।

 

গাজীপুরে দুঃস্থ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ উজ জামান নেহাল : 

গাজীপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো   বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এরই অংশ হিসেবে দুস্থ ও ছিন্নমূল শিশুদের নিয়ে বিশেস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এনসিটিএফ  । শিশুবিকাশ  কেন্দ্রে গত ১৪ ই অক্টোবর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোট ৫টি বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নাসির উদ্দীন এবং সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি আরিফ উজ জামান নেহাল । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর কর্মকর্তা ও এনসিটিএফ এর সদস্যবৃন্দ।

আনন্দঘন লার্নিং ক্যাম্প ২০১৫

আজ ১৬ই অক্টোবর, শুক্রবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), মেহেরপুর এর আয়োজনে ১০০ শিশুর উপস্থিতিতে লার্নিং ক্যাম্প ২০১৫ অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচী ও বাংলাদেশ শিশু একাডেমী এর সহযোগিতায় উক্ত লার্নিং ক্যাম্পে মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়ন থেকে এনসিটিএফ প্রতিনিধি, এডি সেন্টার প্রতিনিধি, চাইল্ড প্রটেকশন প্রতিনিধিসহ অন্যান্য এলাকার শিশুরা অংশগ্রহণ করে।

সকাল ৯টার সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা লার্নিং ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিশু অধিকার সনদ, জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। পরে শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শিশুরা ঘুড়ি উড়ায়, সাংস্কৃতিক ও বিনোদনের মধ্য দিয়ে শিশুরা পরিবেশকে আরো বেশী আনন্দঘন করে তোলে। মধ্যাহ্ন পর সেভ দ্য চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচীর বিভিন্ন কর্মসুচি সম্পর্কে উপস্থিত শিশুদের অবহিত করেন ডেপুটি ম্যানেজার জনাব মনিরুল ইসলাম। এরপর শিশুরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরবর্তীতে অতিথিবৃন্দ অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে শিশুদের সাথে অতিথিবৃন্দ অংশগ্রহণ করে।

আলোচনা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) জনাব খায়রুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসারউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার; মোঃ আহসানউল্লাহ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ; মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি; মোঃ ফারুক হোসেন, সিনিয়র ম্যানেজার- শিশুদের জন্য কর্মসূচী, সেভ দ্য চিলড্রেন; আবু জাফর মোহাম্মদ হোসেন, প্রজেক্ট অফিসার, সেভ দ্য চিলড্রেন; লাল মিয়া, সভাপতি, এনসিটিএফ মেহেরপুর জেলা। img_20151016_153354Sobujbarta
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব গোলাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে সদর উপজেলা এনসিটিএফ সভাপতি ও চাইল্ড পার্লামেন্টের স্পিকার হাসান মাহমুদ ও কণক চাঁপা।
আলোচনা সভায় লাল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য দেয় এনসিটিএফ যুগ্ন-সম্পাদক সপ্না খাতুন এবং এনসিটিএফ মেহেরপুরের বিভিন্ন সফলতা এবং প্রশাাসনের দাবি তুলে ধরে।

এর মধ্যে উল্লেখ্য, তারা চলতি বছর বিভিন্ন ইউনিয়ন পরিষদের বাজেট পরিকল্পনা সভায় অংশগ্রহণ করে এবং তাদের সুপারিশে ইউনিয়ন পরিষদ শিশুদের জন্য সুনির্দিস্ট বাজেট বরাদ্দ করে। এনসিটিএফ সদস্যবৃন্দ প্রধান অতিথির নিকট আগামী বছর সকল ইউনিয়ন পরিষদ বাজেট সভায় অংশগ্রহণ করতে একটি সরকারি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারির দাবি জানায় চায়। শিশুরা যাতে সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যা ও অভিযোগসমূহ জানাতে পারে তার জন্য একটি বিশেষ উদ্যোগ নেয়ার জন্য দাবি জানায়। এছাড়া সে তার বক্তব্যে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান যে তাদের সরকারী ওয়েবসাইটে এনসিটিএফ এর সংবাদ ও তথ্য শেয়ার করার জন্য সুযোগ দিয়েছেন।
সে তার বক্তব্যে উল্লেখ করে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে একটি নির্দিষ্ট হটলাইন চালু করলে তারা তৎক্ষনাত তথ্য জানাতে পারবে এবং আরো উল্লেখ করে তাদের মেহেরপুরের সকল গ্রামে এনসিটিএফ এর সদস্য আছে। পরবর্তীতে এনসিটিএফ এর কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার আসাদুজ্জামান মাল্টিমিডিয়া প্রেজেন্টশন এর মাধ্যমে এনসিটিএফ মেহেরপুরের সকল তথ্য তুলে ধরে। অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে এনসিটিএফ এর শিশু অধিকার বিষয়ক কাজের প্রসংশা করেন এবং আগামীদিনে কাজের সুবিধার্থে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করার ঘোষনা করেন। তিনি বাল্যবিয়ে ও শিশু অধিকার লঙ্গনের ঘটনা প্রতিরোধে এনসিটিএফ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন যে, আমরা একটি হটলাইন চালু করা যায় কিনা তা খতিয়ে দেখব। অতিথিরা তাদের বক্তব্যে এনসিটিএফ এর ভূয়সী প্রশংসা করেন এবং সকল কাজে এনসিটিএফকে সহযোগিতা করবে বলে জানান। তার পাশাপাশি প্রধান অতিথি তার বক্তব্যে শিশু অধিকার বাস্তবায়নে অঙ্গীকার তুলে ধরেন এবং এনসিটিএফকে আরো বেশী কাজ করার জন্য বলেন। তিনি সব সময় এনসিটিএফকে সহযোগিতা করবেন বলেও জানান এবং এনসিটিএফ এর কাজের প্রশংসা করেন।

ময়মনসিংহে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মেহেদী হাসান:
“শিশু গড়বে সোনার দেশ –যদি পায় সে পরিবেশ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহে গত ১৩ থেকে ১৬ অক্টোবর-২০১৫ পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ ) ময়মনসিংহ এর সহযোগীতায় উদযাপিত হয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ । এই তিন দিন ব্যাপি আয়োজন করা হয়েছিল নানা প্রতিযোগিতা ।উক্ত প্রতিযোগিতায় সকল শ্রেণীর শিশুরা এবং এনসিটিএফ এর সদস্যরা অংশ গ্রহন করে । প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয় আজ ১৬ অক্টোবর বিকাল ৪টায় ময়মনসিংহ শিশু পার্কের বৈশাখী মঞ্চে । পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক- জনাব:মোস্তাকিম বিল্লাহ্ ফারুকী ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাবা: ফরিদা ইয়াসমিন । পুরস্কার বিতরন অনুষ্ঠানে শিশুদের নাচ,গান , শিশুদের নাটিকা অনুষ্ঠিত হয় । শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় , আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু অধিকার সর্ম্পকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং তিনি শিশু একাডেমীর কর্মকর্মতা এবং এনসিটিএফ এর সদস্যদেরকে ধন্যবাদ জানায় এবং সবর্দা এনসিটিএফ কে সহযোগীতার প্রতিশ্রুতি দেন । আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় । আর এই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫।

এনসিটিএফ পাবনা এর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রিয়াদ মাহফুজঃ“শিশু গড়বে সোনার দেশ,পায় যদি সে পরিবেশ” এ স্লোগানকে সামনে রেখে এনসিটিএফ পাবনা উদযাপন করলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। গত ১১ই অক্টোবর থেকে ১৩ ই অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী  নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী শিশু, হরিজন শিশু এবং শিশু পরিবার (বালিকা) এর শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা  হয়।রিয়াদ মাহফুজ ও শালোমি সমতা এর সঞ্চালনায়  সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব কাজী আশরাফ উদ্দীন।অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন করতে সহযোগিতায় ছিলেন এনসিটিএফ এর ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার হুমায়ুন কবির,আফিয়া উল হুসনা এবং বাংলাদেশ শিশু একাডেমী, পাবনা।

বরিশালে দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হলো কন্যা শিশু দিবস’১৫

রিমা আক্তার তাহাঃ কন্যা শিশু দিবস’১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল আয়োজন করলো সাড়াদিন ব্যাপী নানা অনুষ্ঠান।শিশু একাডেমী বরিশাল কার্যালয়ে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয় কন্যা শিশুদের সমাবেশ, কুঁইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী হোসনে আরা,অতিরিক্ত জেলা প্রশাষক (শিক্ষা ও আইসিটি ) বরিশাল,বিশেষ অতিথি জনাব রাশিদা বেগম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বরিশাল।বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী শিশুদের মধ্যে চিএাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রণজিৎ কুমার,প্রধান নির্বাহী কর্মকর্তা,বরিশাল সিটি কর্পোরেশন,বরিশাল।চিএাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পেরে অংশগ্রহন কারী সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুরা খুবই আনন্দীত বলে জানায় “এনসিটিএফ” জেলা কমিটিকে ।

কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হল শিশু অধিকার সপ্তাহ

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) প্রতিবারের ন্যায় এবাও তিনব্যাপী উদযাপন করল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর সাথে উদযাপন করে শিশু অধিকার সপ্তাহ ২০১৫। তিনদিন জুড়ে বিভিন্ন প্রতিয়োগিতার আয়জন করা হয়েছিলো। এ সকল প্রতিয়োগিতার পুরস্কার বিতরন করা হয় ১৩ অক্টোবর কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব আবু হেনা মো: মুস্তফা কামাল, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। জেলা শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: মখলেছুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের আলোচনার মধ্যে শিশুদের বিষয়ে অনেক গুরুত্বপৃর্ণ কিছু বিষয় তুলে ধরেন। সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার তার ছোট বেলার কিছু কথা উল্লেখ করেন এবং অভিভাবক ও শিশুদের দুষ্টি আকর্ষন করে বলেন তোমরা সব-সময় বাবা মায়ের কথা শুনবে ও অভিভাবকদের বলেন শিশুদের কোন বিষয়ে চাপ না দিতে,এতে তাদের মানষিক বিকাশে বাধা সৃষ্টি করবে।

আলোচনা পর্ব শেষে বিয়জীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে জেলা শিশু একাডিমীর প্রশিক্ষণাথীরা ও বাকপ্রতিবন্ধী শিশুরা অংশগ্রহন করে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। যার শিক্ষা হয়ত শিশুদের মনে এক নতুন ভাবনা সুষ্টি করবে।