গত ১১ই অক্টোবর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ নানান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে ।এনসিটিএফ বগুড়া এবং বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন,বগুড়া এডিপির সহযোগিতায় ১৩ অক্টোবর ২০১৫ বিকাল-৩টায় শিশু একাডেমী কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বগুড়া জিলা স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল-৪টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী এর সঞ্চালনায় ও এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হোসেন আলী, গবেষণা কর্মকর্তা ,জেলা শিক্ষা অফিস ,বগুড়া ফারজানা হক শারমিন ও সিনিয়র এডিপি ম্যানেজার ,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া জনাব লোটাস চিসিম।শুরুতেই বক্তব্য রাখেন এনসিটিএফ,বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।এসময় এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ ও মোহ্না আক্তার এরপর এনসিটিএফ এর শিশুরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশণ করে।