কিশোরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

তনিমা রব তোড়া : 

আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো – বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” এই মূলমন্ত্রকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ)  ,  কিশোরগঞ্জ এবং বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আ.ফ.ম জাফরউল্লাহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ ও জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।

 

এনসিটিএফ জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখে শিশু গবেষক সাদিয়া অাক্তার কলি এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক বক্তব্য রাখে তনিমা রব তোড়া। শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অবহেলিত শিশুদের নিয়ে কাজের পরিধি বাড়াতে হবে এবং নিজ পরিবারের শিশুর প্রতি অধিক যত্নশীল হতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রথম দিনটি উদযাপন করা হয়। সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে চলবে এ অনুষ্ঠান। পরবর্তী কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে চত্রাংকন, কবিতা অাবৃতি, নাচ, একক অভিনয় ও গান।

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

সকল শিশুর জন্য এ অনুষ্ঠান এবং বরাবরের মত এনসিটিফ সর্বদাই শিশুদের পাশে থাকবে।

 

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ

শিমুল আহমেদ তরঙ্গ : 

” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে  আজ নরসিংদীতে ব্যাপক সমারোহে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর শুভ উদ্বোধন  করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর যৌথ আয়োজনে  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জনাব সুরাইয়া বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক ; নরসিংদী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জনাব সুরাইয়া বেগম বলেন,  শিশুর পূর্নাঙ্গ বিকাশের জন্য একটি সুস্থ ও শিশু সুলভ পরিবেশ চাই। এছাড়াও শিশুদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। এরপর এনসিটিএফ এর পক্ষে স্বগত বক্তব্য রাখেন  শিশু সাংবাদিক ও এনসিটিএফ কেন্দ্রীয় সম্পাদনা দলের সদস্য, শিমুল আহমেদ তরঙ্গ । এরপর জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব , জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

এরপর বেলা ১১:০০টায় শিশু শিল্পী স্মিহন এর সভাপতিত্বে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেIMG_20151010_122123র নিয়ে   শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরাও আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব তুরা,  সাধারন সদস্য সামিয়া নিজাম,  শিশু গবেষক শাহাদাত, চাইল্ড পার্লামেন্ট সদস্য মুন্না,  জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

সম্পন্ন হয়ে গেল শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে  শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা। 

CYMERA_20151011_113617

” শিশুরা গড়বে সোনার দেশ,  যদি পায় সেই পরিবেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে  শরীয়তপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  শরীয়তপুর।  দুইশতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে সুষ্ঠভাবে সম্পন্ন হয় কুইজ প্রতিযোগিতা।  এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি : আফরিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার : আলীজা আলী জেরিন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার : মাসুদ হাওলাদার, শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী, শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ, সাবেক সভাপতি : বায়জিদ আহম্মেদ, জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর এবংজেলা ভলান্টিয়ার : সুমাইয়া সারমিন সহ আরো অনেকে ।

[ সিরাজুল ইসলাম আসিফ,

শিশু সাংবাদিক,

এনসিটিএফ শরীয়তপুর ]

শিশু বান্ধব ইউনিয়ন গড়ব

আজ ০৮ অক্টোবর-২০১৫ তারিখে মেহেরপুর জেলার ‘পিরোজপুর’ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শিশু-বান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষে, স্থানীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের (চেয়ার ম্যান,মেম্বারগণ,স্কুল প্রধানগণ) সাথে ঐ ইউনিয়নে শিশুরা এক ‘গণ শুনানী’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশুরা তাদের সুবিধা-অসুবিধার কথা অথিতিদের মাঝে তুলে ধরে । শিশুদের চাওয়ার মধ্যে অন্যতম,(বাল্য-বিবাহ ,ইভটিজিং ,শিশু নির্যাতন ,শিশু শ্রম বন্ধ, সহ জন্মনিবন্ধন করার সময় বয়স না বাড়ানো একাধিক জন্ম সনদ ইস্যু না করা। রেজিষ্ট্রি বিহীন বিয়ে বন্ধ, দরিদ্র শিশুদের আর্থিক সহায়তা) সব শেষ দাবি শিশু-বান্ধব ইউনিয়ন।

এনসিটিএফ- শিশুরা পিরোজপুর ইউনিয়নের বর্তমান বাল-বিবাহের পরিস্থি এবং এর একটা সম্ভাব্য তালিকা অথিতিদের সামনে তুলে ধরে। গত জানুয়ারী গত জুন-সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ২৩ বাল্য বিয়ে হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ মেয়ের বয়স ১৩-১৫ বছর, এবং দারীদ্রতাও বাল্য-বিয়ের এর অন্যতম কারন বলে আক্ষায়িত করে শিশুরা, আলোচনায় উঠে মেয়েরা পরিবার,সমাজের বোঝা, আমাদের উন্নয়নের পথে বাঁধা।

শিশুদের এমন বক্তব্যের প্রেক্ষিতে চেয়ার ম্যান মহোদয় ‘’সামছুল আলম খান’’ তাৎক্ষনিক কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেন। ১) অনুষ্ঠানে উপস্থিত এক প্রতিবন্ধি শিশুকে প্রতিবন্ধি কার্ড প্রদান করেন এবং ঐ ইউনিয়নের সকল প্রতিবন্ধি শিশুকে এর আওতায় আনার আশ্বাস দেন। ২) পিরোজপুর ইউনিয়রে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে (ফাষ্টএইড) প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ইউউনিয়ন পরিষদ থেকে (জুনের আগে) একটি প্রকল্প হাতে নেওয়া হবে। চেয়ার ম্যান সাহেব আরও বলেন, ইভটিজিংসহ যে কোনো সমস্যায় আমাদেরকে জানালে আমরা তাৎক্ষনিক তার প্রদক্ষেপ নেব। ইভটিজিং এর জায়গাগুলো আমাদের জানালে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রতিরোধ করব।

চেয়ারম্যান মহোদয় শিশুদের জানান আমরা সকলে (সেভ দ্য চিল্ড্রেন,ইউনিয়ন পরিষদ,নীতি নির্ধারক মহোল) পিরোজপুর ইউনিয়নকে শিশু বান্ধব ইউনিয় হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি খুব শীঘ্রই আমরা তার সফলতা পাবো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনাব মোঃ শামসুল আলম খান সহ ইউনিয়ন মেম্বার,স্কুল প্রধান শিক্ষক এবং সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শহিদুল ইসলাম শান্ত এবং মোছাৎ মৌসুমী প্রমুখ।

মেহেরপুরের ইউনিয়নগুলোতে শিশুদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ”শিশু অধিকার সপ্তাহ” পালিত হচ্ছে ।

হাসান মাহমুদঃ আজ ০৭ অক্টবর-২০১৫ তারিখে মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে ‘সেভ দ্য চিল্ড্রেনের’ সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের নিয়ে এক গন-শুনানির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ইউনিয়নের অভিভাকগণ।
যেমন, ইউনিয়ন চেয়ার ম্যান,মেম্বারগণ,স্কুল প্রধানগণ এবং এনসিটিএফ সদস্যরা। অনুষ্ঠানে শিশুরা শিশুদের মধ্য থেকে একজন ‘মডারেটর’ নির্বাচন করে। যার মাধ্যমে শিশুরা তাদের কথাগুলো নীতি-নির্ধারনি মহলে তুলে ধরবে।
মাননীয় মডারেটর অনুষ্ঠানকে তিন পর্বে পরিচালনা করেন, ১ম পর্ব শিশুদের জানতে চাওয়া ২য় পর্ব সুপারিশ এবং ৩য় পর্বে অথিতিদের বক্তব্য।

পরিচয়পর্বের মাধ্যমে মাননীয় মডারেটর অনুষ্ঠান পরিচালনার কাজ শুরু করেন। অনুষ্ঠানে বাল্য-বিবাহকে প্রধান ইষ্যু করা হয়। শিশুরা আমঝুপি ইউনিয়নের বর্তমান বাল্য-বিবাহের পরিস্থিতি সম্পর্কে অভিভাকদের জানান, এ বিষয়ে ‘শারমিন সুলতানা’ বলে আমার বয়স এখন ১৫ এবং আমি একজন শিশু হয়ে কিভাবে সংসার/সন্তানের দায়ীত্ব নিব? আমরা বাল্য-বিবাহের হাত থেকে বাঁচতে চায়। এর বক্তব্যের সাথে যুক্ত করে ‘সোহানা’ বলে আমার অনেক বান্ধবি আছে যাদের ১৩-১৫ এর মধ্যে বিয়ে হয়ে গেছে তারা হচ্ছে
১) রিতা-৭ম শ্রেণী
২)সোনিয়া-৮ম
৩)সাগরিকা-৭ম
৪)রিমা-৬ষ্ঠ
আরও অনেকে এবং সোহানা বলে গত জুন-সেপ্টেম্বর পর্যন্ত ১৫-২০ টি বাল্য-বিবাহ হয়েছে। কেন হচ্ছে এসব বিয়ে জানতে চাইলে এ প্রশ্নের উত্তরে অভিভাবক প্যানেল থেকে ’শাহিদুল ইসলাম’ বলে আমরা ইতিমধ্যে বাল্য-বিবাহ বন্ধের লক্ষে কাজ করছি। তবে আমার একটা সেভ দ্য চিল্ড্রেনের কাছে অনুরোধ তারা যেন প্রতিটি গ্রামের গ্রাম প্রধানদের সাথে নিয়ে এ ধরনের অনুষ্ঠারে আয়োজন করেন।

বাল্য-বিবাহ বন্ধের জন্য শিশুদের মধ্য হতে ‘ভাবনা’ সুপারিশ তুলে ধরে। সুপারিশ> ইউনিয়ন প্রধানদের নিয়ে বাল্য-বিবাহ প্রতিরোধের আলাদা কমিটি থাকতে হবে যাদের ফোন নাম্বার গ্রাম,রাস্তা,মোড় এবং বিভিন্ন স্থানে থাকবে যাতে করে আমরা যে কোনো সময় আপনাদের সাথে যোগাযোগ করতে পারি এবং সহযোগিতা পায়। এ প্রস্তাবে ‘’প্যানেল” চেয়ার ম্যান একমত পোষন করেন এবং রাজি হন। এবং প্যানেল চেয়ারম্যান এও বলে যে, খুব শীঘ্রই আমরা এ ইউনিয়নকে বাল্য-বিবাহ মুক্ত শিশু বান্ধব ইউনিয়ন হিসাবে গড়ে তুলব সে রক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

উল্লেক্ষ ইভটিজিং সমস্যা, কমিউনিটি ক্লিনিকের ঔষাধ সরবারহের সমস্যা এবং মাদকাসক্তের সমস্যাগুলো এক একজন মেম্বারগণ তাদের এলাকা ভাগ করে নিয়ে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে মডারেটরের দায়ীত্ব পালন করেন, আমঝুপি ইউনিয়নের সভাপতি ‘কনক চাঁপা’ সার্বিক সহযোগিতা করেন, শহিদুল ইসলাম শান্ত (CYV)।

Public Hearing session on Child Right Situation

On 6 October 2015, National children’s Task Force Meherpur participated in a public hearing session and raise voice about the child right situation in Meherpur in-front of the Local Government. NCTF members highlighted their demand, opinion and claim about child marriage, child treatment issues to the decision making body (Local Government) . Hearing them (NCTF members) the Panel Chairman gave his word to NCTF members that he will take necessary steps regarding child rights issues and he invited the president of NCTF Meherpur to join with the coordinating committee so that they (NCTF members) can help Local Government to improve child rights situation through being a representative of all children in Meherpur.

 


 

শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানি।

 

 

গত ০৬ অক্টোবর ২০১৫ মেহরেপুর জেলার ‘আমদহ’ ইউনিয়নে সেভ দ্য চিল্ড্রেনের সহযোগিতায় ঐ ইউনিয়নের এনসিটিএফ সদস্যদের নিয়ে এক ‘শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানির’ আয়জন করা হয়। উক্ত গণ শুনানিতে শিশুদের কথা/অভিযোগ/দাবিগুলো শোনার জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমদহ ইউনিয়নের সচিব,মেম্বারগণ এবং উক্ত ইউনিয়নের স্কুল প্রধানগণ।
গণ শুনানিতে শিশুরা তাদের কথা/অভিযোগ/দাবি স্থানিয় নীতি-নির্ধারনি মহলের কাছে শেয়ার করে। যেমন, আমদহ ইউনিয়রে ‘বাল্য বিবাহের’ পরিস্থিতি আসরাফপুর গ্রামের নাহিদা বলে, বাল্য বিবাহের ফলে আমাদের সুষ্ঠ বিকাশ হচ্ছে না নষ্ট হচ্ছে আমাদের উজ্জল ভবিষ্যত এবং আমরা শিশু কিভাবে সংসার,সন্তানের দায়ীত্ব নিবো? অন্য এক সদস্য গত কয়েক মাসে ঘটে যাওয়া বাল্য-বিবাহের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ যার মধ্যে অধিকাংশ মেয়ের বয়স, ১৩-১৫ বছর।

এদিকে শিশুরা এটাও অভিযোগ করে বিয়ের সময় নাকি জন্ম নিবন্ধনে তাদের বয়স ১৮+ দেখানো হয়। ইউনিয়নের অন্য এক সমস্যা ‘কমিউনিটি ক্লিনিক’ অনিয়ম নিয়ে কথা বলে, সানমুন। যেমন শিশুরা ঠিকমত ঔষাধ পাচ্ছে না সময় মত খোলা হচ্ছে না তা এ প্রশ্নের জবাবে আমদহ ইউনিয়নের ‘প্যানেল চেয়ার ম্যান’ বলেন আমরা প্রত্যেকে কোনো না কোনো কমিউনিটি ক্লিনিকের সভাপতি সুতরাং এটা আমরা গুরুত্ব সহকারে দেখব।
শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনে অতিথিরা বলেন আমরা শিশুদের কথাগলো শুনে সত্যিই বিস্মিত যে তারা নিজেরা নিজেদের অধিকারের কথা বলতে শিখেছে এবং তোমরা যে সম্স্ত কথা/অভিযোগ তা প্রত্যেকটা গুরুত্বপুর্ন সুতরাং আমরা তোমাদের সমস্যগুলো সমাধানের লক্ষে কাজ করব।

পরিশেষে প্যাণেল চেয়ারম্যান বলেন, আমরা তোমাদের সবাপতিকে আমাদের সমন্বয় কমিটির সদস্য করেছি সতরাং তোমরা তোমাদের সমস্যাগুলো প্রতি মাসে ‘রেজুলেসন আকারে দিরে আমরা তা দেখব। অনুষ্ঠানে মডারেটরের দায়ীত্ব পালন করেন, হাসান মাহমুদ (স্পীকার চাইল্ড পার্লামেন্ট বাংলাদেশ) সার্বিক সহযোগিতায় ছিলেন, সেন্ট্রাল ইউথ ভলানটিয়ার শহিদুল ইসলাম শান্ত ।

National Child Rights Week Preparatory Meeting

Shimol Ahmed Taronga : 

NCTF Narsingdi  completed their preparatory meeting on 6 October 2015.They (NCTF members) discussed in this meeting about the celebration of National Child Rights Week and their possiblle future plan to organize new Union NCTF committee as well.


 

                                           শিশু অধিকার সপ্তাহ উদযাপনের প্রস্তুতিসভা সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :  

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ – ২০১৫ এ এনসিটিএফ এর অংশগ্রহণ উপলক্ষে আজ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ এনসিটিএফ নরসিংদী জেলার কার্যকরী কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।আজকের বিশেষ সভায় আসন্ন শিশু অধিকার সপ্তাহে এনসিটিএফ এর কার্যক্রম নির্ধারন করা হয়। এছাড়াও এনসিটিএফ নরসিংদী’র পরবর্তী পদক্ষেপ উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন এর ব্যাপরে বিস্তারিত আলোচনা করা হয়।

বাল্য বিবাহ রোধে ডিজিটাল প্রচারণা

একটি বাল্য বিবাহ দেশের অভিসাপ স্বরূপ বিবেচ্য হয়ে থাকে । দেশ যখন আসনের দিকে অনেক কিছুই পিছুটান দেওয়ার চেষ্টা করে বা করে থাকে আর এইসব পিছুটানের মধ্যে অন্যতম কারণ বাল্যবিবাহ । অদ্য ১ই অক্টোবর দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সাথে কুষ্টিয়া জেলা তথ্য অফিস এর সিনিয়র তথ্য অফিসার জনাব তৌহিদ্দুজ্জামান মহদয়ের সাথে সাক্ষাত সভা অনুষ্ঠিত হয় । এ সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন কার্যক্রম ও সাফল্য গুলো তুলে ধরা হয়।

তাছাড়া বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা এবং প্রতিরোধ সম্পর্কেও আলোচনা করা হয়ে থাকে । এসময় কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে কুষ্টিয়া জেলার প্রত্বন্ত গ্রাম এলাকার স্কুল গুলোতে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনা সৃষ্টি করা , নাটিকা প্রদর্শন করা এবং এনসিটিএফ কতৃক চালু কৃত বাল্য বিবাহর জন্য হটলাইন নাম্বার প্রচারনার জন্য কুষ্টিয়া জেলা তথ্য অফিসকে সহযোগীতার পাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় । এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব তৌহিদ্দুজ্জামান । কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশুরা প্রতি মাসে কুষ্টিয়ার গ্রাম অঞ্চলের অন্তত্য পক্ষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রচারণার জন্য কাজ করে থাকবে । এদিকে প্রচারনার জন্য পরিবহন সহ ব্যাবহারের জন্য সকল সামগ্রী তথ্য অফিস সরবারহ করবে বলে জানিয়েছে । এই প্রচারণার ফলে কুষ্টিয়া জেলার বাল্যবিবাহের হ্রাস পাবে এবং কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর নির্দিষ্ট হটলাইনের প্রচার হবে। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মুসাব্বির হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , শিশু সাংবাদিক সাজিদ হাসান এবং শিশু গবেষক আসিফ খন্দকার।

জয়পুরহাট জেলা এনসিটিএফ এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে শিশু সচেতনতা বিষয়ক কার্যক্রম

সালেহুর রহমান সজিবঃ ৫ই অক্টোবর সোমবার  সকাল ১১টায়  এনসিটিএফ জয়পুরহাট এবং জয়পুরহাট জেলা পুলিশ  এর যৌথ উদ্যোগে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসা এবং জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মাদক, শিশু শ্রম ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার, এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার এবং জেলা শিশু সংগঠককে এনসিটিএফ মাদ্রসা কমিটি ও জেলা কমিটির ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার জয়পুরহাট।সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল মতিন ।অপর দিকে  জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব আব্দুল মোতালেব মন্ডল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এসপি অশোক কুমার পা্‌ল, জেলা সংগঠক উমা রানী দাস,তেঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেবাকা সুলতানা এবং এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত বৃষ্টি ।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতার প্রথমেই সকল শিক্ষার্থীদের শিশু শ্রম ও মাদক সেবন কারীদের একটি ভিডিও দেখান ।এরপর বলেন- “তোমরা শিশুরাই পারো দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। তাই তোমরা কখনো ধর্ম,অর্থ বা লিঙ্গের কারণে ভেদাভেদ তৈরি করো না। মাদক, শিশুশ্রম ও বাল্যবিবাহ জঘন্য অপরাধ যা দেশের নৈতিক সামাজিক, অর্থনৈতিক, ও স্বাস্থ্যগত অবক্ষয়ের সৃষ্টি করে। আর এসব অপরাধ থেকে বের হতে পারলে আমাদের দেশ খুবই দ্রুত এগিয়ে যাবে। তোমরা একেক জন ছাত্র একেকটি আলোক বর্তিকা। তাই তোমরা তোমাদের পরিবারে সমাজে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করো এবং একটি সুস্থ সমৃদ্ধ দেশ গড়তে দায়িত্ব পালন করো। জয়পুরহাট জেলা পুলিশ সবসময় তোমাদের পাশে থাকবে।এরপর তিনি শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে পুলিশ সেবাসহ বিভিন্ন শিশু সচেতনতা  তথ্য ভিত্তিক ক্লাশ রুটিন বিতরণ করা হয় ।সেই সাথে এনসিটিএফ জয়পুরহাট জেলার উদ্যেগে  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে নির্দিষ্ট হটলাইন চালু করা হয়।

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

NCTF Sub Committee Organized in Bramanbaria.

National Children’s Task Force (NCTF) is chronologically being a giant child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh.

NCTF Bramanbaria visited two renowned schools name Bangladesh Gas Field School & college and Government Model Girls High School with a view to set up new school Sub-committee(NCTF) in order to keep continuing child rights advocacy in Bamanbaria district. On that day there was Additional Deputy Commissioner (Education and ICT) Mohammod Shamsul Houque as chief guest, Police Super Taposh Ronjon Ghos and the BSA officer. All NCTF members were present their including Md. Sayem Khandaker president NCTF Bramanbaria.

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

ফুয়াদ হাসান: শিশু অধিকার বাস্তবায়নে অগ্রণী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

সুনামের সাথেসারাদেশে শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর, ২০১৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজগভ. মডেল গার্লস হাই স্কুলে উদ্বুদ্ধ কর্মশালা শেষে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটি বিদ্যালয় উপ-কমিটি গঠন করে।

গভ. মডেল গার্লস হাই স্কুলের উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ স্কুল উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর মডেল

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এড. মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক মজুমদার। জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উক্ত দুটি অনুষ্ঠানে

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা।

কর্মশালা ও নির্বাচন পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চোধুরী পলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজা খন্দকার চৈতি, সদস্য রাশেদুজ্জামান রিয়াদ।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে