সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা

সিরাজুল ইসলাম আসিফ: আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের এনসিটিএফ শরীয়তপুরের সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আফরিন সুলতানা সিথী । সভায় আরো উপস্থিত ছিলেন :
সাধারণ সম্পাদক : মিতু আক্তার  ।
সাংগঠনিক সম্পাদক : রিমন মল্লিক ।
শিশু সংসদ  সদস্য : মাসুদ হাওলাদার ।
শিশু সংসদ  সদস্য : আলিজা আলী  জেরিন ।
শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ ।
শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী ।
শিশু গবেষক : দেলোয়ার হোসেন সিফাত ।
শিশু গবেষক : লিজা আক্তার ।
জেলা ভলান্টিয়ার : সুমাইয়া শারমিন ।
জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর ।
সাধারণ সদস্য : শুভ, আমিনুল এবং আসিফ ইকবাল . এবং
এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা : শহীদুল ইসলাম তানভীর ।

মাসিক সভায় গ্রহণকৃত সিদ্ধান্ত সমুহ :
*১* সভা জেলা কমিটির অন্যান্য সদস্যদের সম্মতি সাপেক্ষে দেলোয়ার হোসেন সিফাত এবং লিজা আক্তার কে শিশু গবেষক হিসেবে জেলা কমিটিতে নেওয়া হয়েছে ।
*২* আগামী রবিবার থেকে  এনসিটিএফ শরীয়তপুর , জেলার ৬টি স্কুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা এবং স্কুল ক্লাব কমিটি গঠন কার্য শুরু করবে ।
*৩* ঈদুল আযহা উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।
*৫* বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুর এর উদ্দ্যোগ এ আন্ত স্কুল শিশু ক্লাব কমিটির বিতর্ক প্রতিযোগিতা ।

*৬* স্কুলে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি বন্ধের জন্য জেলা প্রশাসক এবং স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ।
*৭* শিশু অধিদপ্তর করার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ।
*৮* শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের জেলা কমিটির সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ।
বিতর্কের বিষয় “শিশু অধিকার রক্ষার্থে পরিবারই মুখ্য ভুমিকা পালন করে” ।

এছাড়াও আরো অন্যান্য বিষয়েও সিধান্ত নেওয়া হয় ।

[ সিরাজুল ইসলাম আসিফ,
শিশু সাংবাদিক,
এনসিটিএফ শরীয়তপুর. ]

শেরপুরে এনসিটিএফ এর অংশগ্রহণে বাল্য বিবাহ নিরোধে সোশ্যাল মিডিয়া সংলাপ

অরিত্র্য চন্দ্র ঝলক : গত ০১ সেপ্টেম্বর,২০১৫ শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল মিডিয়া সংলাপ । মঙ্গলবার দুপুর ৩টায় শেরপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সংলাপ।
ঊক্ত সংলাপে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল । এছাড়াও উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরাও তাদের মতামত ব্যক্ত করেন । উক্ত আলোচনা সভায় এনসিটিএফ  এর  সাধারন সম্পাদক  অরিত্র্য চন্দ্র ঝলক ও শিশু সাংবাদিক রজত সাহা অন্তু  উপস্থিত ছিলেন ।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেন । আরও বক্তব্য দেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র মো. আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. নূরুজ্জামান  উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ নিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের পাশাপাশি দ্রুত পদক্ষেপ গ্রহন ও জনসচেতনতা বৃদ্ধি গড়ে তোলার বিষয় নিশ্চিত করা হয় ।

এনসিটিএফ ঠাকুরগাঁও এর উদ্যেগে স্কুল কমিটি গঠন ও স্কুল পরিদর্শন

আজ ২৯ই আগষ্ট শনিবার এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার উদ্যেগে আমানতুল্লাহ একাডেমী স্কুল এন্ড কলেজ এ স্কুল কমিটি গঠন করা হয়। স্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি মো: আরিফুল হক, সহসভাপতি সাব্বির হোসেন, সম্পাদক শারমিন আক্তার বেবী, শিশু সাংবাদিক মো: আরিফ হোসেন, শিশু গবেষক শাহরিন সিনথিয়া শাড়া আগামী ২ বছরের জন্য দ্বায়িত্ব গ্রহন করেন।

img_20150829_115439Sobujbarta কমিটি গঠনের পর এনসিটিএফ আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে এনসিটিএফ কে নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। আগামী ৩ সেপ্টেম্বর উক্ত স্কুলে একটি স্কুল কমিটি গঠন করা হবে। কার্যক্রম এর শুরু থেকে শেষ পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং জেলা ভলান্টিয়ারগন উপস্থিত ছিলেন।

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান:  অদ্য ২৯ আগস্ট ২০১৫ শনিবার বিকাল ৪টায় সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাংগনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুইশতাধিক কৃতি শিক্ষার্থী এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী ১৬ জন মা কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম খান, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান। সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো. সায়েম খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া এর সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এবং শুভেচ্ছা বক্তব্য দেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাঈদা সানজিদা লোপা এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন শিশুদের সকল কাজে তার সর্বাত্ত্বক সহযোগিতা থাকবে এবং উচ্চ শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে বিভিন্ন ট্রাস্ট গঠন করেছেন যেখানে এনসিটিএফ পরিবারও সাহায্য নিতে পারবে। অনুষ্ঠানে এনসিটিএফ কেন্দ্রীয় শিশু গবেষক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ফুয়াদ হাসানকে সংবর্ধিত করা হয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু :

গত ২৮ আগস্ট নারায়নগঞ্জে শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর  কেন্দ্রীয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশুরা।  বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জে ও এই  মানববন্ধন করে শিশু রা।  নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে অভিভাবক ফোরাম,  জেলা এনসিটিএফ কমিটি এবং সর্বস্তরের শিশুরা।

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু : 

গত ২৮ আগস্ট শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে নারায়নগঞ্জে মানব – বন্ধন করেছে শিশুরা। বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জের সর্বস্তরের শিশুরাও অংশগ্রহণ করে । তাদের সাথে মানববন্ধনে যোগদান  করে অভিভাবক ফোরাম, জেলা এনসিটিএফ  কমিটি ।

Children’s Collaboration with Government to raise awareness

 

Aiming awareness, National Children Task force (NCTF) Shirajgonj organized a free blood Group identification program with the support of the Deputy Commissioner (DC), District Primary Education Officer, and District Civil Surgeon. Around One hundred school children Gathered with their parents at Pachpachil Government High School on 27 August, 2015.

To raise awareness of children health and long term health safety NCTF initiated free blood testing camp with the support of district level government authority. Following collaboration district authority NCTF take different initiatives for child right promotion.

Dr. Devpodo Ray the District Civil Surgeon monitored the event with five experienced technologist of Shirajgonj. Md Nur Islam; Primary Education Officer attended the daylong event. Besides the head mistress of Pachpachil Government High School invited NCTF to join in the upcoming event on mother and also requested NCTF to organize another event to raise awareness on Child marriage.

মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়োনের ‘মহিলা ও শিশু কল্যাণ স্ট্যানডিং কমিটি ‘ মিটিং-এ বুড়িপোতা এনসিটিএফ কমিটির সদস্যদের অংশগ্রহণ

হাসান মাহাম্মুদ: আজ ২৬/৮/১৫ তারিখ এ বুড়িপোতা ইউনিয়ন পরিষদে ‘’সেভ দ্যা চিল্ড্রেনের” সহযোগিতায় এ মিটিংএর আয়োজন করা হয়। মিটিং-এ উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‘’জনাব আব্দুর রউফ” ইউনিয়নের মেম্বারগণ, শিক্ষকগণ এবং এনসিটিএফ সদস্যরা। মিটিং এ ইউনিয়নের সর্বক্ষেত্রে বিশেষ করে শিশুতষ কর্মকান্ডে এনসিটিএফ-কে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে বলে জানান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‘’জনাব আব্দুর রউফ “ এবং ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটির মিটিংএ এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণ ও তাদের মতামতের যথাযথ মুল্যায়ন করা হবে এ আশ্বাসও প্রদান করে চেয়ারম্যান মহাদয়।

ময়মনসিংহ এনসিটিএফ এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ ২৫ শে আগষ্ট বিকাল ৩.০০ টায় ময়মনসিংহ শিশু একাডেমি কার্যালয়ে ময়মনসিংহ এন.সি.টি.এফ এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । এতে এন.সি.টি.এফ এর কার্যনির্বাহির সকল সদ্যসরা উপস্থিত ছিলেন । একই সাথে ময়মনসিংহ শিশু বিষয়ক কর্মকর্তার সাথে বিশেষ আলোচনা করা হয় ।
যে সব বিষয়ে আলোচনা করা হয় –
১.আগামী মাসের সভার দিন নির্ধারন করা হয় ।
২.নতুন সদস্য সংগ্রহন
৩.স্কুলে কমিটি গঠন
৪.প্রত্রিকা ছাপানো
৫. শিশু দিবস উতযাপন সর্ম্পকে আলোচনা করা হয় ।

নীলফামারী জেলা কমিটির আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন

এ.টি.এম.ফয়সাল রাব্বি: গত ২১ আগস্ট এনসিটিএফ, নীলফামারী জেলা কমিটির আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

এনসিটিএফ, নীলফামারী জেলা কমিটির আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন এ সেশন পরিচালনা করেন সদ্য ট্রেনিং প্রাপ্ত শিশু সাংবাদিক এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব এবং সহ সভাপতি প্রমিতি রোদ্রী ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির আশিক ইকবাল সাদ, মেরাজ আলম, মিস্টি, নাজিয়া সুরভী প্রমুখ।
উক্ত ট্রেনিং এ, সদ্য ট্রেনিং প্রাপ্ত রাকিব ও রোদ্রী কমিটির অন্যান্যদের সাথে ট্রেনিং এর অভিজ্ঞতা শেয়ার এবং আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পর্কে ধারনা দেন।