এনসিটিএফ শরীয়তপুরের সরকারি শিশু পরিবার পরির্দশন

dscn2451

শিশুদের সাথে পরিদর্শক দলের আলোচনা।

dscn2442

শিশু পরিবারের একজন শিশুর সাক্ষাৎকার চলছে।

 

ঝুমুর আক্তার তন্নীঃ গত ২০ই জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর জেলা শাখা কমিটি শরীয়তপুর জেলার সরকারি শিশুপরিবার পরিদর্শন করে। পরিদর্শক দলটি শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া সহ তাদের বিকাশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। শিশু পরিবারের শিশুরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা নিয়েও অনেকটা
এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো এবং সাংস্কৃতিক সুবিধা দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো। শরীয়তপুর সরকারী শিশু পরিবারের শিশুরা তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে।

শিশু পরিবারের ভবনের বিভিন্ন অংশ ভাঙ্গা এবং অপরিস্কার দেখা গেছে। শিশুপরিবার পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মাহমুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়েজীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।

এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন শিশু পরিবারের অবকাঠামো উন্নয়ন সহ শিশুদের বিকাশের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করল এনসিটিএফ শিশুরা

dscn2434 dscn2391 dscn2388

সিরাজুল ইসলাম আসিফ: গত ২০ শে জুন , শনিবার , এনসিটিএফ শরীয়তপুরের শিশুরা শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করে এবং  সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে । পরির্দশনের সময় এনসিটিএফ-শরীয়তপুরের সদস্যদের চোখে পরে অপরিচ্ছন্ন পরিবেশ , যেখানে সেখানে ধুমপানের দৃশ্য , শিশু বেডে প্রাপ্ত বয়স্ক মহিলা রোগীদের অবস্থান , অব্যবহারযোগ্য বেড এবং রোগী ও আভিভাভকদের আভিযোগ “পর্যাপ্ত ঔষধ সরবারহ হয় না ” ।
পরির্দশন শেষে সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে জানা যায় যে , শরীয়তপুর সদর হাসপাতাল মাত্র ২ সুইপার আছে হাসপাতালের পরিছন্নতার জন্য এবং এখনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ সরবারহ হয় এবং সকল বিভাগের ডাক্তার নেই।

ডাঃ শেখ মোস্তফা খোকন-এর বক্তব্য , “এই হাসপাতালে জনবলের আভাব, আধুনিক চিকিৎসার যন্ত্রের আভাব এবং জনগণের আসচেতনতার পরও আমরা রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করি । যদি উক্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমরা আরও ভাল চিকিৎসা প্রদান করতে সক্ষম হবো।”

সদর হাসপাতালের পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মহামুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়জীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।
এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন সদর হাসপাতালের আধুনিকায়ন ও পর্যাপ্ত সেবা
প্রদানের ব্যবস্থা করা হয়।

এনসিটিএফ পাবনা জেলার ইফতার পার্টি অনুষ্ঠিত এবারো দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক

গত ১৯ জুন এনসিটিএফ পাবনা জেলা কার্যনিবার্হী কমিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আয়োজনে জেলা কার্যনিবার্হী কমিটির ১১ জন সদস্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় আসন্ন ঈদে শিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণের সিন্ধান্তও নেওয়া হয়। এনসিটিএফ পাবনা জেলা গত দুই মাসে ১১,১০০ টাকা অনুদান সংগ্রহ করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি এবং নতুন প্রকাশিত এনসিটিএফ মাদারিপুরের মুখপত্র প্রদান করে। গত ১৮ জুন দুপুর সাড়ে ১২টায় মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যগন, জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরুল্লাহ স্যার এর সাথে সাক্ষাৎ করে এ স্বারকলিপি ও মুখপত্র প্রদান করে।

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গত ১৬ জুন ২০১৫ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১১ টায় এনসিটিএফ জেলা কমিটি অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।এ সময় মৌলভীবাজার জেলা কমিটি, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় । সকাল ১১ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সাক্ষাতের সময় এনসিটিএফ এর কর্যক্রম এবং অর্জন সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করা হয় এবং তিনি বিগত দিনে এনসিটিএফ ব্রাক্ষণবাড়ীয়ার সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এনসিটিএফ এর কার্যক্রমে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চাইল্ড পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় ইয়ূথ ভলেন্টিয়ার।

প্রতিবারেনেয় এবারও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ আজ ১০ই জুন ২০১৫ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন করে। এন.সি.টি.এফ এর সদস্যরা বালক সদনের কমকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং এন.সি.টি.এফ ২০১৫ সালের কুষ্টিয়ার প্রকাশিত কুষ্টিয়া জেলার একমাত্র শিশু পত্রিকা “শিশু জগৎ” তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে।

IMG_0640

শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয়। শিশু পরিবার বালক সনদনের শিশুরা লেখা পড়ার পাশা-পাশি খেলা-ধুলা নিয়েও অনেকটা এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো ।কুষ্টিয়া সরকারী শিশু পরিবার বালক সনদনের শিশুরা এখানে তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে। সরকারি শিশু পরিবার বালক সদনে শিশুদের জন্য কুষ্টিয়া জেলার একমাত্র শিশুপত্রিকা “শিশু জগৎ” লাগিয়ে দেয়া হয় ।

বালক সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য আজমাইন মাহমুদ।এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার জন্য উৎসাহ দেন ।

কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত এবংকুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. কে টিআইবি কুষ্টিয়ার আমন্ত্রণ

অদ্য ০৯ই জুন ২০১৫ বিকাল ৪.০০ টায় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত হয় । বিশেষ সভার মূল উদ্দেশ্য ছিল যে, টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে সেবাদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে মতামত বিনীময় করা ।
এর মূল লক্ষ সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও হাসপাতাল থেকে কোন কোন ধরনের সুবিধা পাচ্ছে এই বিষয় গুলো তুলে ধরা এবং সেবার মান বাড়ানো । উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. প্রতিমাসে কুষ্টিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং করে থাকে ।
এবং এন.সি.টি.এফ. এর শিশুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড এর বিভিন্ন সুযোগ সুবিধা এবং সম্পর্কে অন্যান্যদের থেকে ভালো জানে ।
এর ভিত্তিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর সভাপতি মুসাব্বির হোসেন উল্লেখিত অনুষ্ঠানে এন.সি.টি.এফ. এর শিশুদের আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানায় । এরই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর ৫ জন শিশুকে আমন্ত্রণ জানায় ।
 উল্লেখিত যে, এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির সহ কার্যনির্বাহী কমিটির কিছু সদস্য টিআইবির ইয়েস মেম্বার ।
 এবং কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ.  এর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের অবর্জাভেশন রুমের সমস্যা সমাধানের জন্য অভিনন্দ জানায় টিআইবি এবং ভবিষতে বিভিন্ন শিশু বিষয়ক অনুষ্ঠানে এন.সি.টি.এফ.  কে সব সময় সাথে রাখবে বলে  টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ব পরিবেশ দিবসে নরসিংদীর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুঃষ্ঠিত

11350364_1594301577517651_712818552_n

শিমুল আহমেদ তরঙ্গ: ত ৫্ই জুন  নরসিংদী তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ” বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ ” উদযাপিত । গতকাল পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী’র জেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী, অালোচনা সভা, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানের উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  জনাব অাবু হেনা মোরশেদ জামান।

অনুষ্ঠান এর শুরুতে নরসিংদী’র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের অংশগ্রহণে বর্নাঢ্য এক শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নতুন শিল্পকলা একাডেমি’র সামনে গিয়ে শেষ হয়। এনসিটিএফ নরসিংদি কমিটি অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে। এ সময় শিশুদের কচি কন্ঠে গাছ লাগানোর আহ্বানে মুখরিত হয়ে উঠে শহরের প্রধান প্রশাসনিক এলাকা।

এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের   সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোসাঃ সুরাইয়া বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.এম পুলিশ সুপার জনাব অামেনা বেগম সহ আরো অনেক গন্য-মান্য ব্যাক্তিবর্গ ।  অনুষ্ঠানে ৩ টি বিভাগে অংকন প্রতিযোগিতায় প্রায় ২০ জন শিশুকে  ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এরপর ই ছিলো জেলা প্রশাসনের বিশেষ শিশু সাংস্কৃতিক সংগঠন ” বাধঁনহারার ” পরিবেশনায় নাটক “আমার বন্ধু গাছ”। আলোচনা সভা, পুরষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন এন.সি.টি.এফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরা।

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা।

দলীয় কাজের প্রেজেন্টেশন

দলীয় কাজের প্রেজেন্টেশন

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

 

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

 

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা। গত ২৭-২৯ মে ঢাকার আদাবরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে বাংলাদের ৪ টি বিশেষ অঞ্চলের ১১ জেলার মোট ২১ জন শিশু গবেষক ও জেলা ভলান্টিয়ারদের অংশগ্রহনে কর্মশালাটির আজ ছিল শেষ দিন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিশু বাজেট ফোরামের সভাপতি ড. আবুল হোসেন, তায়ুব তোজাম্মল(SC), মীর রেজাউল করিম(SC), শহিদুল্লাহ (CSID) এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার রুমন।
জাতীয় বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট তৈরিতে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ প্রেরনের লক্ষ্যে অনুষ্ঠিত করমশালাটির আয়োজনে ছিল এনসিটিএফ, সেভ দ্যা চিলড্রেন, এবং সিএসআইডি।

এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা ২০১৫ অনুষ্ঠিত

মঞ্চে আলোচনায় অতিথিরা

মঞ্চে আলোচনায় অতিথিরা

দলীয় কাজ

দলীয় কাজ

 

 

 

 

 

দলীয় কাজ

দলীয় কাজ

 

গত ২৯ মে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বার্ষিক সাধারন সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ৫০ জন এনসিটিএফ সাধারণ সদস্য পাবনা এনসিটিএফ এর জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সভায় এনসিটিএফ এর বেশ কিছু স্বউদ্দোগী কার্যক্রম পরিচালনার কথা উঠে আসে। দলগত ভাবে একটি  খসড়া কর্মপরিকল্পনা তৈরি করার পর একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মোহাঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী পাবনা, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জাম্মান, শহীদ এম. মনসুর আলী কলেজ, পাবনা। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ পাবনা জেলার সভাপতি মোঃ রিয়াদ মাহফুজ। এছাড়া উক্ত সভায় এনসিটিএফ জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপন্থিত ছিলেন।