জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর উদযাপন উপলক্ষে এনসিটিএফ কুষ্টিয়ার মত বিনিময় সভা

 

NCTF Dialogue DC Office 2

NCTF Dialogue DC Office

 

 

 

 

 

 

জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩০ নভেম্বর কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল  এনসিটিএফ কুষ্টিয়া জেলার মত বিনিময় সভা। বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন্’স টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়ার এর আয়োজনে এবং জেলা প্রশাসন, সেভ দ্য চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ৬৪ জেলার ন্যায় কুষ্টিয়াতেও অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সৈয়দ বেলাল হোসেন। উক্ত অনুষ্ঠানে বাল্য বিবাহ, শারিরিক শাস্তি, মাদক ও মাদকাসক্তি রোধের উপর শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক সহ দায়িত্ববাহক কর্মকর্তা বৃন্দ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান স্বাগত বক্তব্যে শিশু অধিকার সনদ সহ আজকের আলোচ্য বিষয়ের গুরুত্ব সমূহ তুলে ধরেন এবং শিশুদের সমস্যাগুলো শিশুদেরকেই তুলে ধরার জন্য অনুরোধ করেন তিনি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ, শারিরিক শাস্তি নির্মূল এবং মাদকের বিষাক্ত ছোবল থেকে শিশুদেরও রক্ষায় চলমান কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসক তার বক্তব্যে এনসিটিএফ এর লোকাল ফান্ড এর বিষয়ে যে কোন প্রয়োজনে তার নিকট যাওয়ার জন্য বলেন। তিনি বলেন যে কোন শিশুর প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে যান এবং এনসিটিএফ যদি এ বিষয়ে কোন সুপারিশ করে তিনি বিষয়টি বাস্তবায়নে সহযোগিতা করবেন। তিনি  আরো বলেন- ”জেলা প্রশাসনের ফেসবুক পেজ এ বাল্য বিবাহ, মাদক এর ব্যবহার সহ শিক্ষকদের জোর করে প্রাইভেট পড়ানো, শাস্তি প্রদান করার বিষয়ে যে কোন অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি এবং অন্যান্য কর্মকর্তাদের মোবাইল নাম্বার উপস্থিত শিশুদেরকে দেন এবং বলেন শিশু অধিকার বাস্তবায়নে যে ক্ষেত্রেই সমস্যা হোক তোমরা ফোন দিয়ে আমাদের জানালে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব”।

এছাড়া জেলা তথ্য অফিসার জনাব মোঃ তৌহিদুজ্জামান শিশুদেরকে বলেন তথ্য অফিস বাল্য বিবাহে রোধে আমরা ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করে থাকি। যে সকল এলাকায় বাল্য বিবাহ বেশী সে সকল এলাকা এনসিটিএফ চিহ্নিত করে আমাদের কে বললে আমরা সে সকল এলাকায় যাব।

এদিকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃ আল মামুন শিশুদের প্রশ্নের এবং তথ্যের প্রেক্ষিতে বলেন শিশুরা যে সকল স্থানে মাদক গ্রহন করছে সে সকল স্থানে আমরা নজরদারি বাড়াবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

এছাড়া অন্যান্য কর্মকর্তরাও শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এনসিটিএফকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুমারখালী -আনিছা আফরোজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরটব (সিআরজি) এর জেলা ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান ও লাইলাতুল আফিয়া।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিল এনসিটিএফ কুষ্টিয়ার সদস্য বৃন্দ।

সদর হসপাতাল পরিদর্শনে পিরোজপুর জেলা এনসিটিএফ।

NCTF৫-১১-১৪ইং রোজ বুধবার সকাল ১১ টায় পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে যায় এন.সি.টি.এফ এর একটি টিম। পরিদর্শন কর্মসূচীতে ছিলো এন.সি.টি.এফ এর সাধারন সম্পাদক নাবিল খান,মাহবুবা গাজী,অহনা আশা,প্রিয়তা মন্ডল,আনিকা ও সিফাত। এবং সার্বিক তত্বাবধানে ছিলো এন.সি.টি.এফ পিরোজপুর জেলা শাখার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার অনন্যা। হাসপাতাল এর শিশু ওয়ার্ড টি আমরা এক ঘন্টার ও বেশি সময় ধরে ঘুরে দেখি। শিশু ওয়ার্ড এ বেশিরভাগ শিশুর বয়স ই ৪ বছর এর নিচে। কয়েকজন শিশু ছিলো ৪-৫ মাস বয়সের। তাদের মায়েদের সাথে কথা বলে আমরা শিশুদের তথা হাসপাতাল কতৃপক্ষ ব্যাপারে জানতে চেয়েছি।এবং প্রায় সকল মতামত আমরা অনুকূলে পেয়েছি। হাসপাতাল এর পরিবেশ,খাদ্য সরবারহ সব ই অনুকূলে রয়েছে। যেটুকু সামান্য অভিযোগ আম রা পেয়েছি তা ছিলো ঔষধ সরবারহ নিয়ে।
শিশু বিভাগের ডাক্তার আবুল কালাম আজাদ অনুপস্থিত থাকায় আম রা কথা বলেছি হাসপাতাল এর আবাসিক ইনচার্জ ড. ননী গোপাল এর সাথে।
হাস পাতালের নার্সরাও ছিলেন যথেষ্ট সহযোগিতাপূর্ণ।হাসপাতাল কতৃপক্ষ আমাদের সার্বিক সহায়তা করেছেন।

”জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা করল এনসিটিএফ ঢাকা জেলা

“জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা করল এনসিটিএফ ঢাকা জেলা।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে “জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন মিয়া।

এনসিটিএফ ঢাকা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারণ সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা এনসিটিএফ এবং শিশু অধিকার সনদ সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট জিজ্ঞাসা রাখেন। সর্বশেষ জেলা প্রশাসক মহোদয় এনসিটিএফ ঢাকার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছড়াও এনসিটিএফ ঢাকা জেলার সদস্যদের পত্রিকা প্রকাশনের জন্য একটি কম্পিউটার এবং প্রিন্টার উপহার দেয়ার আশ্বাস দেন।

এই মতবিনিময় সভার সার্বিক সহায়তায় ছিল শিশু একাডেমি ঢাকা জেলা, সেভ দ্য চিলড্রেন এবং প্লান বাংলাদেশ।

শিশুদের আদর্শ মানুষ হতে হবে !

DSC_1323জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক, খুলনা শিশুদের হতে হবে আদর্শ মানুষ এবং আদর্শ নাগরিক কারন তারাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সমাজের পারিপার্শিক অবস্থা বিবেচনা করে হতে হবে সচেতন। তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হলে সমাজে ও দেশের অবস্থার পরিবর্তন হবে। এমন কথাই বলেন জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি আনিস মাহমুদ জেলা প্রশাসক, খুলনা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আলম অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), খুলনা, মোঃ সাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ূম, চেয়ারপার্সন নাগরিক ফোরাম, খুলনা, প্রভাষ চন্দ্র বিশ্বাস, প্রজেক্ট ডিরেক্টর ওয়ার্ল্ড ভিশন (সিএসপি), স্বপন গুহ, নির্বাহী পরিচালক, রূপান্তর, শামিমা সুলতানা শিলু, প্রধান নির্বাহী মাসাস, মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা, অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মোঃ রকিবুল ইসলাম, সভাপতি, এনসিটিএফ, খুলনা। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), খুলনা এর আয়োজনে জেলা প্রশাসন, খুলনা, বাংলাদেশ শিশু একাডেমী, প্লান বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি। শিশুদের মাদক থেকে দুরে রাখা, রাজনৈতিক কর্মকান্ড থেকে শিশুদের বিরত রাখার ক্ষেত্রে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া এবং শিশুদের যে কোন সমস্যা হলে প্রশাসনের সকল ধরনের সহযোগিতা পাবে বলে অতিথিবৃন্দ আশ্বাস প্রদান করেন। সাথে সাথে শিশুদেরকেও এ সকল বিষয়ে সক্রিয় হওয়ার আহবান জানায় অতিথিবৃন্দ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামানুজ চন্দ্র রায় ওয়ার্ল্ড ভিশন, প্রিন্স মাহমুদ অপরাজেয় বাংলাদেশ।

A team from Save the Children UK visited NCTF Dhaka District office

 

10710533_570869563059107_2365680472580752037_n

NCTF Committee with SC UK visitors

A team from Save the Children UK visited NCTF Dhaka District office in 20th November at 2.00pm. The members of NCTF Dhaka District gave a brief presentation about the activities of NCTF. They also shared a video of a session of Child Parliament.

NCTF গোপালগঞ্জের নবান্ন উৎসব।

10399451_805171796213063_8493107072865497794_nগত ১৫ই নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ জেলা শাখা এক বর্ণাঢ্য নবান্ন উৎসবের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল যেমন- হাড়ি ভাঙ্গা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি। প্রতিযোগীতায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং আরও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়। অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোপালগঞ্জ জেলা শিশু কর্মকর্তা জনাব শেখ ফজলুল করিম।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নির্যাতনের ঘটনায় এনসিটিএফ’র জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান

গত ০৯ নভেম্বর’১৪ খ্রিঃ তারিখ রবিবার ৩.০০ মিনিটে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ব্রা‏‏হ্মণবাড়িয়ার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নীতিমালা অনুযায়ী শারীরিক শাস্তি বন্ধ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানিয়ে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুজ্জান পিপিএম (বার) কে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াস্থ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে গত ১৯/১০/২০১৪ তারিখ রবিবার দুপুরে জেএসসি মডেল টেষ্ট চলাকালে শিক্ষক সুব্রত সরকারের ছুড়ে মারা কলমে গোলাম রাব্বি নামের এক শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিও তাকে দোষী করে তদন্তের রিপোর্ট জমা দিয়েছেন । স্মারক লিপিতে তদন্ত কমিটির সুপারিশ বাস্থবায়নসহ দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় দৃষ্টান্তমূূলক শাস্তির ব্যবস্থা ও “শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে জারিকৃত প্রজ্ঞাপন: ২০১০ সচিব, শিক্ষা মন্ত্রণালয়, আদেশ: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৮” প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসময় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারন সম্পাদক জারিয়াতুল্লাহ খানম জারা, শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি, ফুয়াদ হাসান ওয়াসি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাইদা সানজিদা লোপা। চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পীকার সাব্বির আহম্মেদ হিমু ও ডেপুটি স্পীকার এইচ এম মু’ছিম বিল্লাহ সীমান্ত ছাড়াও জেলা ইয়্যূথ ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এনসিটিএফ শিশুদের জেলা প্রশাসক, ব্রা‏‏হ্মণবাড়িয়া শিশুদের বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা করার পরামর্শ দেয়। এবং ব্রা‏হ্মণবাড়িয়া জেলার শিশুদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসদেন।

অনুষ্ঠিত হয়ে গেল নব নির্বাচিত পূর্নাংগ এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা ।

25102014014141pm10711018_579802462148378_4024638556535542734_nঅনুষ্ঠিত হয়ে গেল নব নির্বাচিত পূর্নাংগ এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা । গতকাল ২৪ সেপ্টেম্বর Sped-RRTC ট্রেনিং সেন্টার ঢাকায় কেন্দ্রীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয় । এবারের সভায় সমসাময়িক এনসিটিএফ কার্যক্রম আলোচনা,চাইল্ড পার্লামেন্ট অধিবেশন আয়োজন, বিকল্প প্রতিবেদন পর্যালোচনা, কেন্দ্রীয় কমিটির কর্মপরিকল্পনা তৈরি ও এনসিটিএফ সোস্যাল মিডিয়া গ্রুপের কেন্দ্রীয় কমিটি গঠন করা , দাপ্তরিক বিষয়ে আলোচনা সহ বিভিন্ন জেলার এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির আমন্ত্রনে উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার জনাব নাজমুল হক, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপদেষ্টা কাঁকন, আসাদ,রুমন। সভাপতি আগামী সভায় সকলের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

20141016_121034

 

 

 

 

 

Ain-O-Shalish Kendra(ASK) was organized a sharing workshop with NCTF on preparing 25 years assessment on Expectation ,achievement and way forward of Bangladesh in line with UNCRC on 16 October 2014.

NCTF Dhaka Committee was attend The Workshop and participate with full effort. The guest

was Head of the faculty Social Science,University of Dhaka.

এনসিটিএফ ঢাকা জেলার কার্যালয়ে বিদেশি পরিদর্শক

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোরস ঢাকা জেলা পরিদর্শনে গত ১লা অক্টোবর সেভ দ্যা চিলড্রেন সুইডেনের গ্রান্ড ম্যানেজার অ্যানা আসেন। তিনি তার এই পরিদর্শন কালে এনসিটিএফ ঢাকার শিশুদের সাথে কথা বলেন এবং এনসিটিএফ ও এনসিটিএফের কর্মকাণ্ড সম্পর্কে শিশুদের কাছ থেকেই জেনে অবগত হন।

SAM_6609

শিশুদের সাথে পরিদর্শক