শরীয়তপুরের জাজিরায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উদ্ধুদ্ধকরণ কর্মশালা ।

01072014014928pmgpa5_323x330সেলিমুর রহমান:  জেলার জাজিরা উপজেলায় ২০১৪ ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের সংবর্ধনাদিয়েছেজাজিরাগোপাল চন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাব। পাশাপাশি তাদের নিয়ে দিনব্যাপী উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় জাজিরা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। জাজিরাউপজেলানির্বাহীকর্মকর্তাআব্দুল কাদের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভিখারুদ্দৌলা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোশারফ হোসেন। উপস্থিত অতিথিরা জাজিরা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্মশক্তি বৃদ্ধির উপর ২১ টি বিষয় নিয়ে দিনব্যাপী আলোচনা ও উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়

বগুড়ায় এন.সি.টি.এফ উদ্যোগে ছিন্নমূল পথ শিশুদের ফ্রি ডেন্টাল ক্যাম্প।।

29062014010559pmfree_dentalআজ বগুড়ার জুবলী হাইস্কুল মাঠে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) এর উদ্যোগে দুস্থ ছিন্নমূল পথ শিশুদের নিয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক করতোয়ার প্রধান বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শঙ্কর।প্রায় শতাধিক পথ শিশুদের দন্ত সেবা প্রদান করেন ডা.সুজিত কুমার তালুকদার ও ডা. ইসমাইল হোসেন শামীম।এই সময় ফ্রি ঔষধ ও বিতরন করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া এন.সি.টি.এফ সভাপতি জাওয়াদুল করিম জীসান। এসময় এন.সি.টি.এফ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা সরকার টিসা, পারমিতা ভট্টাচার্য স্বর্না, রাকিবুল হাসান,শামসিয়া সাবা, সামিউল ইসলাম, আবিদুর রহমান, নুর জাহান পুস্প।ডেন্টাল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল সুমি ডেন্টাল কেয়ার। উল্লেখ্য যে, পথ শিশুদের নিয়ে এমন ফ্রি ডেন্টাল ক্যাম্প বগুড়ায় এই প্রথম।

পরিবেশ দিবস উদযাপন !

26062014102017amCaptureআরিফুল ইসলাম : ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস৷ বরাবরের ন্যায় এবারও কুষ্টিয়ায় পালিত হলো দিবসটি৷ এ উপলৰে কুষ্টিয়া জেলা প্রশাষণ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্দোগে এক বিরাট র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত র‍্যালি ও আলোচনাসভায় উপসত্মিত ছিল ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়া ও সবুজ বার্তার সদস্যবৃন্দ৷ র্যালিটি সকাল ৯.০০ টায় জেলা প্রশাসকের কার্যলয় থেকে বের হয়ে ঝিনাইদাহ মহাসড়ক ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়৷ পরে জেলা প্রশাসনের অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “জনাব আবু হেনা মোঃ মোসত্মফা কামাল” অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুষ্টিয়া৷ প্রধান অতিথি ছিলেন “জনাব সৈয়দ বেলাল হোসেন” জেলা প্রশাসক কুষ্টিয়া৷ তিনি বলেন “আমি ও পুলিশ সুপারের উপস্থিতিতে একটি ক্যাম্পিং হবে, যেখানে প্রত্যেকে তার বড়ি, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার করবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন “জনাব মোফিজ উদ্দিন আহমেদ” পুলিশ সুপার কুষ্টিয়া৷ এ অনুষ্ঠানে একটি বিষয় সকলের নজর কাড়ে, তা হলো শিশুদের সংখ্যা গরিষ্ঠতা৷ অর্থাৎ শিশুদের অংশগ্রহনে দিবসটি উজ্জাবিত হয়৷ কুষ্টিয়ার বিভিন্ন স্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে৷ জরিপে জানা যায় মোট উপস্থিতির প্রায় ৪৫ শতাংশই শিশু৷ এৰেত্রে বলা যায় কুষ্টিয়ার শিশুরা পরিবেশ নিয়ে অনেক বেশী সচেতন৷ আর শিশুদের অংশগ্রহনই তা প্রমান করে৷ কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত্‍ ৷ বক্তারা বলেন “আজ যে শিশুরা অংশগ্রহন করল, কাল তারাই পরিবেশ রৰার্থে অগ্রণী ভ্থমিকা পালন করবে৷ এ জন্য চাই তাদের যথা সময়ে সচেতন করা ও পরিবেশের প্রয়োজনীতা এবং ক্ষয়ক্ষতি পর্যাপ্ত জ্ঞান দান৷ যা তাদেরকে সোচ্চার করে গড়ে তুলবে৷ সেই সাথে মনুষত্ব মানবিকতা ও সবুজ-শ্যামল পরিবেশে বেচে থাকার আকাঙ্ক্ষাও থাকতে হবে৷

কীটনাশকে শিশুর অটিজমের ঝুঁকি।।

কীটনাশকের সঙ্গে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার সম্পর্ক খুঁজে পাওয়ার দাবি করেছেন একদল মার্কিন গবেষক। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের24062014094531amchildren_cartoon ক্যালিফোর্নিয়ায়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল হেলথ পারস্পেকটিভ’ সাময়িকীতে। গবেষকদের দাবি, কীটনাশক ব্যবহার করা হয়—এমন খামারের পাশে বসবাসকারী গর্ভবতী মায়ের সন্তানের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই-তৃতীয়াংশ বেশি। সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে অটিজমে আক্রান্ত শিশুদের হার বেড়েছে। ক্যালিফোর্নিয়ায় খামারে বাণিজ্যিকভাবে কীটনাশক ব্যবহারসংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি করা হয়েছে। এর সঙ্গে সমন্বয় করা হয়েছে অটিস্টিক শিশু রয়েছে—এমন পরিবারের এক হাজার মায়ের আবাসিক তথ্য। প্রধান গবেষক ইরভা হার্ত্জ-পিচ্চিওতো বলেন, ‘গবেষণায় অংশ নেওয়া মায়েরা তাঁদের গর্ভকালীন ও প্রসবকালীন কোথায় বাস করেছিলেন, আমরা তা শনাক্ত করেছি। আমরা দেখতে পেয়েছি, যে মায়েদের সন্তান অটিজমে আক্রান্ত হয়েছে বা তাদের (সন্তান) অবধারণ ও অন্যান্য দক্ষতা বিলম্বিত হয়েছে, তাঁরা এমন এলাকার কাছে বাস করেছেন, যেখানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে।’ গবেষকেরা বলেন, গর্ভধারণের দ্বিতীয় ও শেষ তিন মাসে কীটনাশক ব্যবহারে অটিজমের ঝুঁকি সবচেয়ে বেশি।

মাদারীপুরে দরিদ্র,পথ শিশুদের ঈদে নতুন জামার জন্য ৩দিন ব্যাপি চলচ্চিত্র উৎসবের সমাপ্তি।।

19062014103236amhhhhইসতিয়াক আহমেদ শাওন: গত বছরের শুরুতে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব (এমএসএসসি) নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করে স্থানীয় কয়েকজন তরুণ সামাজিক উদ্যোক্তা । সামাজিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সামাজিক কর্মকান্ড পরিচালনা করাই এমএসএসসি এর প্রধান লক্ষ্য। গত বছর দুটি ঈদে ক্লাবের পক্ষ্য থেকে মাদারীপুরে ”প্রজেক্ট নতুন জামা” কর্মসূচির মাধ্যমে দরিদ্র এবং পথশিশুদের মাঝে (ঈদউল ফিতর এ ২৫ জন এবং ঈদউল আজহা এ ৪৫ জন শিশুর মাঝে) মোট ৭০ জন শিশুর মাঝে নতুন জামা বিতরণ করে ক্লাবটি। পাশাপাশি ক্লাবের পক্ষথেকে শীত মৌসুমে ‘প্রজেক্ট উষ্ণতা’ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বস্তিবাসিদের মাঝে পুরাতন শীতবস্ত্র বিতরণ করে তারা। এমএসএসসি’র আরেকটি ব্যতিক্রমধর্মী উদ্যোগের নাম হচ্ছে ‘প্রজেক্ট স্কুলিং’। প্রজেক্ট স্কুলিং’র মাধ্যমে এ বছরের শুরুতে জেলার রাস্তি ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০০ জন দরিদ্র তবে মেধাবী এবং নিয়মিত শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করে ক্লাবটি। গত বছররের মতো এবছরও এমএসএসসি দরিদ্র,পথশিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করার উদ্যোগ নিয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর প্রজেক্ট নতুন জামা কর্মসূচি আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রয়াসে তারা আর্থিক তহবিল সংগহের জন্য স্থানীয় ভাবে ৩দিন ব্যাপি একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। হাফিজ মেমোরিয়াল পাবলিক লইব্রেরিতে আয়োজিত ১৫-১৮জুন, ৩ দিন ব্যাপি এ চলচ্চিত্র উৎসবে দেশি এবং বিদেশী মোট ৯টি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। পথশিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এমএসএসসি এর এমন উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন মাদারীপুরের সর্বস্তরের মানুষ বিশেষ করে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। তিনদিন ব্যাপি এ চলচ্চিত্র উৎসবের সমাপ্তি হয় ১৮ জুন সন্ধায়। মাদারীপুরে এই প্রথম কোন চলচ্চিত্র উৎসবের আয়োজন এবং সফলভাবে সম্পন্ন করেছে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব (এমএসএসসি) যার মাধ্যমে সংগৃহিত অর্থ ব্যয় হবে ঈদের পূর্বে স্থানীয় দরিদ্র ও পথ শিশুদের নতুন জামা কেনার উদ্যোগ প্রজেক্ট নতুন জামা কর্মসূচিতে। এ প্রসঙ্গে প্রজেক্ট নতুন জামা কর্মসূচির সমন্বয়ক ডা: খন্দকার রাসেদ আহমেদ রিফাত বলেন, “আমরা এবছর বিভিন্ন ভাবে প্রজেক্ট নতুন জামা কর্মসূচির জন্য অর্থ সংগ্রহ করছি। আমরা এবছর এই কর্মসূচি আরো বড় পরিসরে করার চেষ্টা করছি। আমরা চাই অন্যরাও আমাদের সাথে এসে কাজ করুক। যে কেউ আমাদের সাথে কাজ করতে পারেন। যে কেউ আর্থিক ভাবে প্রজেক্ট নতুন জামা কর্মসূচিতে সহায়তা করতে পারেন।” চলচ্চিত্র উৎসবের সমন্বয়ক মেহেদী শামীম বলেন , “ শিশুদের জন্য এমন উদ্যোগ মাদারীপুরে এবারই প্রথম এবং ভবিষ্যতে এমএসএসসি এমন আরো ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হবে।”

শরীয়তপুরে সুবিধা বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।।

সেলি18062014093947amCaptureমুর রহমান সেলিম: শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে গত ১৫ জুন তারিখে প্রাথমিক শিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুবিধা বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। বেসরকারী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা নীহারিকা এর আয়োজনে শনিবার বিকাল ৫টায় বিনোদপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার, বেসরকারি সংগঠন নীহারিকা’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, স্থানীয় এএসএস জিয়াউল হক রায়হান, সেলিম মিয়া, মজিদ মাদবর প্রমুখ। কর্মশালা শেষে সুবিধা বঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়।

বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান !!

17062014013717pmCaptureবিপুল উত্‍সাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের উদ্যোগে সমপ্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পদক পাওয়া তিন জন সাংবাদিক এবং একজন বিশিষ্ট শিশু সাংবাদিক সংগঠক কে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে৷ নগরীর সমবায় ব্যাংকের ২য় তলাস্থ মাসিক তারম্নণ্যের বার্তা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল তরম্নণ সাংবাদিক ফোরামের আহ্ববায়ক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শাহনামা’র সম্পাদক কাজী আবুল কালাম আজাদ৷ তিনি এসময় তরম্নণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,” তরুণ সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে থেকে স্বচ্ছতা আর নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে৷ তিনি বরিশালের ঐক্যবদ্ধ তরম্নণ সাংবাদিকদের পাশে থাকার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ ও পত্রিকার সম্পাদক প্রকাশকদের প্রতি আহ্বান জানান৷ বরিশালের তরম্নন সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন বরিশালের পেশাদার সাংবাদিক সত্‍ এবং সাহসীকতার সাথে কাজ করছে৷ যার বড় প্রমাণ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন৷” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী,দৈনিক আজকের বরিশালের সম্পাদক ও প্রকাশক খলিলুর রহমান প্রমুখ৷ আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন সংস্থা থেকে পদক পাওয়া বিশিষ্ট সাংবাদিকদের ফুল এবং সম্মননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানায় অতিথিরা৷ সংবর্ধিতরা হলেন বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক মতবাদ বার্তা সম্পাদক গোপাল সরকার,প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক শাহনামা বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী,জাতীয় সাংবাদিক সংস্থা নির্বাহী সদস্য ও আজকের বরিশাল স্টাফ রিপোর্টার মামুন অর রশীদ এবং শিশু সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী,লাল সবুজ নির্বাহী সম্পাদক সোহানুর রহমান৷ তরম্নণ সাংবাদিক ফোরাম এর যুগ্ম আহবায়ক সাহিদ হাসান সোহাগ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, তরুণ সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব আনিছুর রহমান হিমু৷ বক্তব্য রাখেন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশনের চেয়ারম্যান মোঃ জহিরম্নল ইসলাম,তারম্নণ্যের বার্তার সম্পাদক ফিরোজ মোসত্মফা, তরুণ সাংবাদিক ফোরাম এর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবর রহমান (নাহিদ), সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান,আহবায়ক কমিটির সদস্য এম.সাইফুল ইসলাম ও নাসির উদ্দিন নাইম প্রমুখ৷ এ অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন মিডিয়ার শতাধিক তরম্নণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

যশোরে বড়দের সাথে সংলাপে শিশুবিষয়ক নানা সমস্যা তুলে ধরলো শিশুরা !

17062014103726amCaptureশামিম আহমেদ: যশোর জেলায় শিশু অধিকার বাসত্মবায়ন পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের সংলাপ রোববার স্থানীয় সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে৷ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, যশোরের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) যশোর জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে৷ সংলাপে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো.মোসত্মাফিজুর রহমান৷ চাইল্ড সেফটিনেট,ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ডিরেক্টর প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিতে সংলাপে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন পনির, যশোরের পৌর মেয়র মারম্নফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শিৰা অফিসার, নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারম্নন অর রশিদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, এনসিটিএফ যশোর সভাপতি সোনিয়া আফরিন সোমা, প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী শামিম আহমেদ৷ সংলাপে শিশুদের ও শিশু বিষয়ক বিভিন্ন সমস্যার সঙ্কটের কথা তুলে ধরেন এবং সংশিস্নষ্টরা তা সমাধানে কার্যকর পদৰেপ গ্রহণের আশ্বাস দেন৷

ভান্ডারিয়ায় র‌্যালী ও আলোচনা সভা !

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ১২ই জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়ায় এডিপি এর উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সংস্থার স্থানীয়16062014094536am11 হল রুমে এডিপি ম্যানেজার পলাশ রঞ্জন সরকার এর সভাপতিত্বে শিশু শ্রম প্রতিরোধ এর ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, এডিপি কর্মকর্তা ফরিদুল ইসলাম, নিজাম উদ্দিন আহম্মেদ, নেলসন প্রফুল্ল হাজরা, আশিষ কুমার অধিকারীসহ শিশু ও উন্নয়ন দলের সদস্যবৃন্দ। উল্লেখ্য সংস্থাটি শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।

শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন !

10707972_1467252936849563_7866396yyyyyyyy91_nসেলিমুর রহমান সেলিম: শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন করেছে শরীয়তপুর মহিলা সংস্থা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শহরের শরীয়তপুর- মাওয়া মহাসড়কে পালন করা হয় এই কর্মসূচী। এক ঘন্টাব্যাপীমানববন্ধনেজেলামহিলাসংস্থাও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করে। এ সময় জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. রওশন আরা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুবাইদা খাতুন বক্তব্য রাখেন। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশুদের ন্যায্য অধিকার সুরক্ষায় দেশব্যাপী সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে মানববন্ধন ও গ্রামে গ্রামে উঠোন বৈঠক করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কোন কন্যা শিশুকে আর বাল্য বিবাহের শিকার হতে না হয়।